ঢাকা ১০ চৈত্র ১৪৩১, সোমবার, ২৪ মার্চ ২০২৫
English

‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞান বিষয়ের ৭টি প্রশ্নোত্তর, ১ম পর্ব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞান বিষয়ের ৭টি প্রশ্নোত্তর, ১ম পর্ব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে । ছবি- সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট- হিসাববিজ্ঞান

বহুনির্বাচনি প্রশ্ন ‍ও উত্তর

১। কোনো কোম্পানির মোট আয় ৪৮,০০০ টাকা; নিট বিক্রয় ৪,০০,০০০ টাকা এবং গড় সম্পত্তির মূল্য  ৬,০০,০০০ টাকা; ওই কোম্পানির মোট মুনাফার হার হবে- 
(ক) ১২% (খ) ১১% 
(গ) ৬% (ঘ) ৮% 
(ঙ) ১০%

উত্তর: (ক) ১২%।

২। মৌলিক হিসাব সমীকরণ যেভাবে প্রকাশ করা হয়-
(ক) A - L = E    
(খ) L + E = A    
(গ) A - E = L    
(ঘ) A = L + E    
(ঙ) A = E + L + I

উত্তর: (ঘ) A = L + E।

৩। মেশিন স্থাপনের জন্য ২০,০০০ টাকা মজুরি খরচ হয়, যার জন্য ডেবিট করতে হবে-
(ক) মূলধন হিসাব     (খ) মেরামত হিসাব     
(গ) মজুরি হিসাব      (ঘ) অবচয় হিসাব     
(ঙ) যন্ত্রপাতি হিসাব

উত্তর: (ঙ) যন্ত্রপাতি হিসাব।

আরো পড়ুন : ব্যবসায় নীতি ও প্রযোগ বিষয়ের ৬টি প্রশ্নোত্তর, ১৩তম পর্ব

৪। দুজন অংশীদারের মুনাফা বণ্টন অনুপাত ৫:২। তৃতীয় জনকে ১/৩ অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে তারা ব্যবসায়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে মুনাফার নতুন অনুপাত কত হবে? 
(ক) ৪:১০:৭     (খ) ১০:৪:৭     
(গ) ৭:৪:১০     (ঘ) ৪:৭:১০     
(ঙ) ৭:১০:৪

উত্তর: (খ) ১০:৪:৭।

৫। কোনো গ্রাহককে ধারে দেওয়া সেবা, হিসাব সমীকরণে নিচের প্রভাব ফেলবে-
(ক) সম্পদ বাড়বে ও মালিকের স্থিতি হ্রাস পাবে     
(খ) দেনা বাড়বে ও মালিকের স্থিতি বাড়বে 
(গ) ফার্মের সম্পদ ও মালিকের স্থিতি বাড়বে    
(ঘ) ফার্মের সম্পদ ও দেনা বাড়বে
(ঙ) দেনা বাড়বে ও মালিকের স্থিতি কমবে

উত্তর: (গ) ফার্মের সম্পদ ও মালিকের স্থিতি বাড়বে।

৬। পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি হলো-
(ক) সম্পত্তি     (খ) খরচ     
(গ) দায়           (ঘ) বিপরীত সম্পত্তি     
(ঙ) মালিকানা স্বত্ব

উত্তর: (ঘ) বিপরীত সম্পত্তি।

৭। মামুন ও মারুফ একটি অংশীদারি কারবারের দুজন অংশীদার। ওই কারবারের নিট মুনাফা ৫৭,০০০ টাকা। চুক্তি অনুসারে মামুন ও মারুফের বেতন যথাক্রমে ১৫,০০০ টাকা ও ১২,০০০ টাকা। বাকি মুনাফা যদি ৬০:৪০ অনুপাতে তাদের মধ্যে বণ্টন করা হয় তবে মামুন ও মারুফ যথাক্রমে কত টাকা পাবে?
(ক) ৪৮,০০০ টাকা ও ৯,০০০ টাকা    
(খ) ৩৩,০০০ টাকা ও ২৪,০০০ টাকা    
(গ) ২২,৮০০  টাকা ও ৩৪,০০০ টাকা    
(ঘ) ৩৪,২০০ টাকা  ও ২২,৮০০ টাকা    
(ঙ) ২৪,০০০ টাকা ও ৩৩,০০০ টাকা

উত্তর: (খ) ৩৩,০০০ টাকা  ও ২৪,০০০ টাকা।

লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

কবীর

শিক্ষা খাতে বাজেটের ১৫ ভাগ বরাদ্দ দাবি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৮:৫৯ পিএম
শিক্ষা খাতে বাজেটের ১৫ ভাগ বরাদ্দ দাবি
প্রাক-বাজেট সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

আসন্ন বাজেটের ১৫ ভাগ অর্থ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষা নিয়ে কাজ করা সংগঠনগুলোর মোর্চা গণসাক্ষরতা অভিযান।

সোমবার (২৪ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশায় শিক্ষা বাজেট : আমাদের প্রস্তাবনা’ শীর্ষক প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। 

এতে সূচনা বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। তিনি বলেন, ‘নতুন বাংলাদেশে নতুন স্বপ্ন দেখা হচ্ছে। সেই জায়গায় প্রথম দাবি হবে, শিক্ষাকে অগ্রাধিকারের জায়গা থেকে বিচ্যুত করা যাবে না।’

ব্র্যাক ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদ বলেন, ‘রাজনৈতিক পটপরিবর্তনের পরও শিক্ষা নিয়ে তেমন কোনো আলাপ-আলোচনা দেখলাম না। নানা সংস্কারের কথা হচ্ছে। কিন্তু শিক্ষা সংস্কারের জন্য কোনো কমিশনও হলো না। আগে যেমন খণ্ডিতভাবে, আংশিকভাবে ও বিচ্ছিন্নভাবে নানা রকম কাজ হতো, এখনো সেই ধারাই চলছে।’

শিক্ষা বাজেট নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘শিক্ষার বাজেট বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বরাদ্দ দেওয়া টাকাই ব্যয় করতে পারে না। এটি আরেক সমস্যা।’ 

গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘কয়েক বছর ধরে শিক্ষা খাতের বাজেট মোট বাজেটের ১১ শতাংশের ঘরে আটকে আছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শিক্ষা খাতে সবচেয়ে কম বরাদ্দ হয় বাংলাদেশে। এমন পরিস্থিতিতে আসন্ন বাজেটে শিক্ষা খাতে কমপক্ষে ১৫ শতাংশ বরাদ্দ রেখে ২০৩০ সালের মধ্যে তা কীভাবে ২০ শতাংশে উন্নীত করা যায়, তার উপায় খুঁজতে হবে।’

ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৮ম পর্ব, এইচএসসি ভূগোল ১ম পত্র

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৮:০০ পিএম
ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৮ম পর্ব, এইচএসসি ভূগোল ১ম পত্র
ভূ-অভ্যন্তরের যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে কেন্দ্র  বলে। প্রতীকী ছবি- সংগৃহীত

তৃতীয় অধ্যায় : ভূমিরূপ পরিবর্তন

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৯০। ভূ-অভ্যন্তরের যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে কী বলে?
ক) কেন্দ্র         খ) উপকেন্দ্র
গ) সমকেন্দ্র    ঘ) পরিকেন্দ্র

৯১। সাঙ্গু নদী বাংলাদেশের কোন ভূ-প্রকৃতির অঞ্চলের অন্তর্গত?
ক) উপকূলীয় ভূমি    খ) বরেন্দ্র ভূমি
গ) প্লাবন ভূমি           ঘ) পাহাড়ি ভূমি

৯২। ভূমিকম্পের সময় কেন্দ্র থেকে তরঙ্গগুলো যতই দূরে অগ্রসর হয় ততই তরঙ্গগুলো কী হয়?
ক) সতেজ         খ) নিস্তেজ 
গ) তীব্র               ঘ) স্থির

৯৩। কোনটি লোকালয়ে আকস্মিক বন্যার সৃষ্টি করে?
ক) সুনামি      খ) জলোচ্ছ্বাস
গ) সিডর       ঘ) সাইক্লোন

৯৪। ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে-
i. বাহ্যিক চাপ    
ii. অভ্যন্তরীণ তাপ
iii. পার্শ্ববর্তী অঞ্চলের চাপ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) i ও iii
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

৯৫। গিরিখাত অধিক গভীর ও খাড়া ঢালবিশিষ্ট হলে তাকে কী বলে?
ক) ক্যানিয়ন    খ) স্পার
গ) কাসকেড    ঘ) জলপ্রপাত

৯৬। কোন নদী বিভক্ত হয়ে সুরমা ও কুশিয়ারা নদী গঠন করে?
ক) নাফ    খ) ভাগীরথী
গ) বরাক    ঘ) তিতাস

৯৭। নিচের কোনটি যমুনা নদীর উপনদী?
ক) মধুমতি    খ) করতোয়া
গ) ধলেশ্বরী    ঘ) বুড়িগঙ্গা

আরো পড়ুন : ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৭ম পর্ব

৯৮। শিলার বিচূর্ণীভবনে অংশগ্রহণ করতে হিউমাস কীসে পরিণত হয়?
ক) জৈব অ্যাসিডে    খ) কার্বনেটে
গ) আয়নে                ঘ) জৈবসারে

৯৯। আগ্নেয় পর্বতের উদাহরণ হলো-
i. ইতালির ভিসুভিয়াস    
ii. কেনিয়ার কিলিমানজারো
iii. জাপানের ফুজিয়ামা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) i ও iii
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

১০০। ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?
ক) চীনে         খ) ইতালিতে
গ) জাপানে    ঘ) ইন্দোনেশিয়ায়

১০১। বিচূর্ণীভবনের নিয়ামক-
i. উচ্চ তাপ ও পর্যাপ্ত সূর্যালোক    
ii. প্রচুর বৃষ্টিপাত
iii. চুনাপাথরযুক্ত ভূমিরূপ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) i ও iii
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

১০২। নদীর ক্ষয়জাত ভূমিরূপ নয় কোনটি?
ক) কাসকেড    খ) জলপ্রপাত
গ) বাজাদা        ঘ) ক্যানিয়ন

উত্তর: ৯০. ক, ৯১. ঘ, ৯২. খ, ৯৩. ক, ৯৪. গ, ৯৫. ক, ৯৬. গ, ৯৭. খ, ৯৮. ক, ৯৯. খ, ১০০. খ, ১০১. ঘ, ১০২. গ।

লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা 

কবীর

ব্যাকরণের বানান শুদ্ধিকরণ, ২য় পর্ব, এইচএসসি বাংলা ২য় পত্র

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৭:০০ পিএম
ব্যাকরণের বানান শুদ্ধিকরণ, ২য় পর্ব, এইচএসসি বাংলা ২য় পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

ব্যাকরণ

বানান শুদ্ধিকরণ

অশুদ্ধ                   শুদ্ধ

শিরঃচ্ছদ                শিরশ্ছেদ
আত্বস্ত                  আত্মস্থ
বুদ্ধিজীবি               বুদ্ধিজীবী
সম্বলিত               সংবলিত
প্রতিদ্বন্দ্বীতা         প্রতিদ্বন্দ্বিতা
ষ্টোর                    স্টোর
কৃতিবাস               কৃত্তিবাস
অধ্যাবসায়          অধ্যবসায়
সূচীপত্র              সূচিপত্র
গ্রামীন              গ্রামীণ
প্রনয়ন             প্রণয়ন
অশুদ্ধ              শুদ্ধ
মনিষী                 মনীষী
সন্যাসী            সন্ন্যাসী
অত্যান্ত            অত্যন্ত
মনোমোহন     মনমোহন
ব্যায়                ব্যয়
সুপারিস          সুপারিশ
সমিচীন           সমীচীন
কৌতুহল        কৌতূহল
সম্বর্দ্ধনা           সংবর্ধনা
ইতিমধ্যে         ইতোমধ্যে
দ্বন্ধ                  দ্বন্দ্ব
মন্ত্রীত্ব              মন্ত্রিত্ব
প্রাণীবিদ্যা           প্রাণিবিদ্যা
প্রাণীজগত          প্রাণিজগৎ
বৈয়াকরণিক        বৈয়াকরণ
মন্ত্রীসভা              মন্ত্রিসভা
পানিনি                পাণিনি
ভূবনভুলানো         ভুবনভুলানো
মনযোগ               মনোযোগ
আইনজিবী             আইনজীবী
মরিচিকা                 মরীচিকা
লজ্জাস্কর              লজ্জাকর
দূরাবস্থা                দুরবস্থা
মনকষ্ট                মনঃকষ্ট
দৈন্যতা               দৈন্য/দীনতা
কার্য্যালয়              কার্যালয়
মুখস্ত                   মুখস্থ
উজ্জল                 উজ্জ্বল
সমিপবর্তিনি         সমীপবর্তিনী
সমিরন                 সমীরণ
পিরিত                  পিরীত
ভাতুস্পুত্র             ভ্রাতুষ্পুত্র
কুজ্জটিকা           কুজ্ঝটিকা
ভ্রাতাগণ                ভ্রাতাবৃন্দ
উচ্ছাস                 উচ্ছ্বাস
পৈত্রিক                পৈতৃক
ক্ষতিগ্রস্থ              ক্ষতিগ্রস্ত
ষ্টেডিয়াম             স্টেডিয়াম
দুর্বিসহ                 দুর্বিষহ
ক্ষুব্দ                     ক্ষুব্ধ
ক্ষীন                      ক্ষীণ
ক্ষুদা                    ক্ষুধা
গ্রীস্ম                     গ্রীষ্ম
জ্ঞানভুষিত           জ্ঞানভূষিত
গাঙ                    গাং
গনডি                  গণ্ডি
গুঢ়                      গূঢ়
দির্ঘ                      দীর্ঘ
দুর্বুধ                    দুর্বোধ
ধ্যানি                   ধ্যানী
ধ্বনিত্ত্ব                ধ্বনিতত্ত্ব

আরো পড়ুন : ব্যাকরণের বানান শুদ্ধিকরণ, ১ম পর্ব, এইচএসসি বাংলা ২য় পত্র

নিরীক্ষন             নিরীক্ষণ
নির্ভিক                নির্ভীক
নিতীপরায়ন         নীতিপরায়ণ
নৈপূণ্য                নৈপুণ্য
নভমন্ডল              নভোমণ্ডল
নিস্প্রভ                   নিষ্প্রভ
নিহারীকা             নিহারিকা
নিশিথীনি              নিশীথিনী
নিস্পলক           নিষ্পলক
নিলাভ              নীলাভ
নিশেষ                নিঃশেষ
নিশ্রাব              নিস্রাব
নিসহায়             নিঃসহায়
নিরব               নীরব
প্রগাড়              প্রগাঢ়
আবরন              আবরণ
 গোস্টি              গোষ্ঠী
আবির্বাভ            আবির্ভাব
প্রতক্ষ                প্রত্যক্ষ
গিতা                    গীতি
ঘনিষ্ট                    ঘনিষ্ঠ
আক্রমন             আক্রমণ
পরিমান                পরিমাণ
জির্ণ                  জীর্ণ
আবিস্কার              আবিষ্কার
পুজা                       পূজা
জলোচ্ছাস             জলোচ্ছ্বাস
প্রণয়ীনি               প্রণয়িনী

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর

জেএসটি গুচ্ছভুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর: ব্যবসায় নীতি ও প্রয়োগ, পর্ব-২৭

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৪:৩০ পিএম
জেএসটি গুচ্ছভুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর: ব্যবসায় নীতি ও প্রয়োগ, পর্ব-২৭
শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিচ্ছে। ছবি- সংগৃহীত

জেএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘সি’ ইউনিট- ব্যবসায় নীতি ও প্রয়োগ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৪। নিকাশ ঘরের কাজ নিচের কোন সংস্থা করতে পারে? 
(ক) যেকোনো হিসাব কোম্পানি    
(খ) যেকোনো সরকারি ব্যাংক
(গ) যেকোনো স্টক এক্সচেঞ্জ 
(ঘ) কেন্দ্রীয় ব্যাংক     
(ঙ) যেকোনো ব্যাংক

উত্তর: (ঘ) কেন্দ্রীয় ব্যাংক।

২৫। ব্যাংকিংয়ের ক্ষেত্রে অংশীদারি কারবার গঠন করতে হলে সর্বোচ্চ কতজন সদস্য নেওয়া যায়? 
(ক) ১০ জন     (খ) ২০ জন     
(গ) ২২ জন     (ঘ) ২৫ জন     
(ঙ) উপরের কোনোটিই নয়

উত্তর: (ক) ১০ জন।

২৬। বৈদেশিক মুদ্রাবাজার নিচের কোনটির সঙ্গে জড়িত?
(ক) বিদেশি শেয়ার     
(খ) বিদেশি মুদ্রা     
(গ) বিদেশি ব্যবসাপ্রতিষ্ঠান 
(ঘ) বিদেশি দ্রব্য     
(ঙ) কোনোটিই নয়

উত্তর: (খ) বিদেশি মুদ্রা।

আরো পড়ুন : জেএসটি গুচ্ছভুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ৫টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর: ব্যবসায় নীতি ও প্রয়োগ, পর্ব-২৬

২৭। আগুন লাগার নিচের কোন কারণে একটি বিমার দাবি মেটানো যাবে না-
(ক) বজ্রপাত     (খ) বৈদ্যুতিক স্পার্ক     
(গ) বোমা          (ঘ) গ্যাস ক্ষয়     
(ঙ) কোনোটিই নয়

উত্তর: (গ) বোমা।

২৮। নির্দেশনার কৌশলগুলো হলো-
(ক) আদেশ, পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ     
(খ) আদেশ, নির্দেশের ঐক্য এবং অভিযোগপত্র 
(গ) সিদ্ধান্ত গ্রহণ, বিকেন্দ্রীকরণ এবং রণনীতি    
(ঘ) ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া যোগাযোগ এবং আদেশ
(ঙ) উপরের কোনোটি নয়

উত্তর: (ঙ) উপরের কোনোটি নয়।

২৯। প্রেষণার নীতিমালা প্রতিষ্ঠা মোটেই সহজসাধ্য ব্যাপার নয়, কারণ-
(ক) মানবীয় আচরণ খুবই জটিল     
(খ) মানুষ কাজ করতে পছন্দ করে না 
(গ) কর্মীরা দায়িত্ব এড়িয়ে চলতে চায় 
(ঘ) সব কর্মীই আত্মকেন্দ্রিক    
(ঙ) উপরের কোনোটি নয়

উত্তর: (ক) মানবীয় আচরণ খুবই জটিল।

৩০। কোম্পানির সংবিধান বলতে বোঝায়-
(ক) বিবরণ পত্র    
(খ) পরিমেল বন্ধ     
(গ) পরিমেল নিয়মাবলি     
(ঘ) সবগুলো     
(ঙ) কোনোটি নয়

উত্তর: (খ) পরিমেল বন্ধ।

লেখক: সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

কবীর

বহুনির্বাচনি প্রশ্নের মডেল টেস্ট-৩, ৬টি প্রশ্নোত্তর, ২য় পর্ব, এসএসসি বাংলা ১ম পত্র

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৩:০৬ পিএম
বহুনির্বাচনি প্রশ্নের মডেল টেস্ট-৩, ৬টি প্রশ্নোত্তর, ২য় পর্ব, এসএসসি বাংলা ১ম পত্র
শিক্ষার্থীরা স্কুলে ক্লাস করতে যাচ্ছে। প্রতীকী ছবি-সংগৃহীত

মডেল টেস্ট-৩

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৯। ‘পুরানো সেই দিনের কথা ভুলবে কিরে হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়।’ ‘কপোতাক্ষ নদ’ কবিতার সঙ্গে উদ্ধৃতাংশের মিল রয়েছে- 
ক) স্বদেশ চেতনায়     
খ) স্মৃতি কাতরতায়
গ) দেশের মানুষের প্রতি ভালোবাসায়
ঘ) অমরত্ব আকাঙ্ক্ষায়

নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান
দেশ-মাতা এক সকলের

২০। উদ্ধৃতাংশে ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধে যে দিকটি প্রতিফলিত হয়েছে- 
i. অসাম্প্রদায়িক চেতনা    
ii. ধর্ম নিরপেক্ষ চেতনা
iii. ঐতিহ্য চেতনা
নিচের কোনটি সঠিক?
ক) i          খ) ii
গ) i ও ii    ঘ) i, ii ও iii

২১। ওই প্রতিফলিত দিকটির সঙ্গে নিচের কোন বাক্যটির সাদৃশ্য রয়েছে? 
ক) পহেলা বৈশাখ একটি সর্বজনীন উৎসব
খ) নববর্ষের ঐতিহ্য সুপ্রাচীন 
গ) নববর্ষ বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব
ঘ) নববর্ষের ইতিহাস গৌরবমণ্ডিত

আরো পড়ুন :বহুনির্বাচনি প্রশ্নের মডেল টেস্ট-৩, ১৮টি প্রশ্নোত্তর, ১ম পর্ব

২২। কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তরায় নিচের কোনটি? 
ক) সাধারণ মানুষ     
খ) অভিজাত সম্প্রদায়
গ) শ্রেণিবৈষম্য     
ঘ) ছোটলোক সম্প্রদায়

২৩। আশাতীত বেতন দেওয়ায় মমতাদি কীভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলেন? 
ক) ধন্যবাদ জানিয়ে 
খ) বেশি কাজ করে
গ) কমলালেবু খাইয়ে 
ঘ) কথা না বলে

২৪। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে নিচ থেকে ঠেলা বলতে বোঝায়- 
i. সুশৃঙ্খল সমাজব্যবস্থা নিশ্চিত করা
ii. শিক্ষা-দীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পাওয়া 
iii. মূল্যবোধ সৃষ্টি করা
নিচের কোনটি সঠিক?
ক) i          খ) ii
গ) i ও ii    ঘ) i, ii ও iii

উত্তর: ১৯. খ, ২০. গ, ২১. ক, ২২. গ, ২৩. ঘ, ২৪. ক।

লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, ঢাকা

কবীর