
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট- হিসাববিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। কোনো কোম্পানির মোট আয় ৪৮,০০০ টাকা; নিট বিক্রয় ৪,০০,০০০ টাকা এবং গড় সম্পত্তির মূল্য ৬,০০,০০০ টাকা; ওই কোম্পানির মোট মুনাফার হার হবে-
(ক) ১২% (খ) ১১%
(গ) ৬% (ঘ) ৮%
(ঙ) ১০%
উত্তর: (ক) ১২%।
২। মৌলিক হিসাব সমীকরণ যেভাবে প্রকাশ করা হয়-
(ক) A - L = E
(খ) L + E = A
(গ) A - E = L
(ঘ) A = L + E
(ঙ) A = E + L + I
উত্তর: (ঘ) A = L + E।
৩। মেশিন স্থাপনের জন্য ২০,০০০ টাকা মজুরি খরচ হয়, যার জন্য ডেবিট করতে হবে-
(ক) মূলধন হিসাব (খ) মেরামত হিসাব
(গ) মজুরি হিসাব (ঘ) অবচয় হিসাব
(ঙ) যন্ত্রপাতি হিসাব
উত্তর: (ঙ) যন্ত্রপাতি হিসাব।
আরো পড়ুন : ব্যবসায় নীতি ও প্রযোগ বিষয়ের ৬টি প্রশ্নোত্তর, ১৩তম পর্ব
৪। দুজন অংশীদারের মুনাফা বণ্টন অনুপাত ৫:২। তৃতীয় জনকে ১/৩ অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে তারা ব্যবসায়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে মুনাফার নতুন অনুপাত কত হবে?
(ক) ৪:১০:৭ (খ) ১০:৪:৭
(গ) ৭:৪:১০ (ঘ) ৪:৭:১০
(ঙ) ৭:১০:৪
উত্তর: (খ) ১০:৪:৭।
৫। কোনো গ্রাহককে ধারে দেওয়া সেবা, হিসাব সমীকরণে নিচের প্রভাব ফেলবে-
(ক) সম্পদ বাড়বে ও মালিকের স্থিতি হ্রাস পাবে
(খ) দেনা বাড়বে ও মালিকের স্থিতি বাড়বে
(গ) ফার্মের সম্পদ ও মালিকের স্থিতি বাড়বে
(ঘ) ফার্মের সম্পদ ও দেনা বাড়বে
(ঙ) দেনা বাড়বে ও মালিকের স্থিতি কমবে
উত্তর: (গ) ফার্মের সম্পদ ও মালিকের স্থিতি বাড়বে।
৬। পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি হলো-
(ক) সম্পত্তি (খ) খরচ
(গ) দায় (ঘ) বিপরীত সম্পত্তি
(ঙ) মালিকানা স্বত্ব
উত্তর: (ঘ) বিপরীত সম্পত্তি।
৭। মামুন ও মারুফ একটি অংশীদারি কারবারের দুজন অংশীদার। ওই কারবারের নিট মুনাফা ৫৭,০০০ টাকা। চুক্তি অনুসারে মামুন ও মারুফের বেতন যথাক্রমে ১৫,০০০ টাকা ও ১২,০০০ টাকা। বাকি মুনাফা যদি ৬০:৪০ অনুপাতে তাদের মধ্যে বণ্টন করা হয় তবে মামুন ও মারুফ যথাক্রমে কত টাকা পাবে?
(ক) ৪৮,০০০ টাকা ও ৯,০০০ টাকা
(খ) ৩৩,০০০ টাকা ও ২৪,০০০ টাকা
(গ) ২২,৮০০ টাকা ও ৩৪,০০০ টাকা
(ঘ) ৩৪,২০০ টাকা ও ২২,৮০০ টাকা
(ঙ) ২৪,০০০ টাকা ও ৩৩,০০০ টাকা
উত্তর: (খ) ৩৩,০০০ টাকা ও ২৪,০০০ টাকা।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর