
জেএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট ‘সি’ ইউনিট- ব্যবসায় নীতি ও প্রয়োগ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ‘চূড়ান্ত সদ্বিশ্বাস’ কথাটি যে ক্ষেত্রে প্রযোজ্য-
(ক) অংশীদারি কারবার
(খ) যৌথ মূলধনী কোম্পানি
(গ) সমবায় সমিতি
(ঘ) রাষ্ট্রীয় কারবার
(ঙ) প্রাইভেট লিমিটেড কোম্পানি
উত্তর: (ক) অংশীদারি কারবার।
২। ১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি হচ্ছে-
(ক) ব্যক্তি ও ফার্মের মাঝে সম্পর্ক
(খ) ব্যক্তি ও কারবারের মাঝে সম্পর্ক
(গ) ব্যক্তি ও সংগঠনের মাঝে সম্পর্ক
(ঘ) ব্যক্তির মাঝে ব্যক্তির সম্পর্ক
(ঙ) উপরের সবগুলো
উত্তর: (ঘ) ব্যক্তির মাঝে ব্যক্তির সম্পর্ক।
৩। একজন ব্যবস্থাপকের কাজের পরিধি নির্ধারিত হয়-
(ক) উদ্দেশ্য (খ) নীতি দিয়ে
(গ) পলিসি দিয়ে (ঘ) বিধি দিয়ে
(ঙ) উপরের সবগুলো
উত্তর: (গ) পলিসি দিয়ে।
৪। ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণের অর্থ হচ্ছে-
(ক) কর্মীদের নিয়ন্ত্রণ করা
(খ) কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করা
(গ) ক এবং খ উভয়ই
(ঘ) পরিকল্পনা মাফিক কাজ হচ্ছে কি না, তা নিশ্চিত করা
(ঙ) সমন্বয় করা
উত্তর: (ঘ) পরিকল্পনা মাফিক কাজ হচ্ছে কি না, তা নিশ্চিত করা।
৫। এফ ডব্লিউ টেইলরের পুরো নাম হলো-
(ক) Frederick William Taylor
(খ) Frederick Winslow Taylor
(গ) First William Taylor
(ঘ) Federil Winslow Taylor
(ঙ) Federil William Taylor
উত্তর: (খ) Frederick Winslow Taylor।
৬। কোনটি ব্যবসায়ের কাজ নয়?
(ক) বাজারজাতকরণ (খ) অর্থসংস্থান
(গ) গুদামজাতকরণ (ঘ) সহযোগিতাকরণ
(ঙ) ব্যাংকিং
উত্তর: (ঘ) সহযোগিতাকরণ।
৭। কোনটিকে কোম্পানির বৈশিষ্ট্য বলা যায় না?
(ক) একাধিক ব্যক্তির প্রতিষ্ঠান
(খ) ব্যাপকতর পুঁজির সমাবেশ
(গ) পৃথক সত্তা
(ঘ) সীমিত দায়
(ঙ) সীমিত জীবনকাল
উত্তর: (ঙ) সীমিত জীবনকাল।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর