
তৃতীয় অধ্যায় : সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৬. দশমিক সংখ্যা পদ্ধতি যে কারণে জনপ্রিয়-
i. এটি ব্যবহার করা সহজ
ii. এটি হিসাব-নিকাশে সুবিধা বেশি
iii. এটি কম্পিউটারে যাবতীয় হিসাব-নিকাশ করার মূল ভিত্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৭. নিচের কোনটি ১০২ + ১০৮ + ১০১০ + ১০১৬-এর ডেসিমেল মান নির্দেশক?
ক. ২৪ খ. ৩৬
গ. ৪০ ঘ. ৪২০
২৮. কোনটি ২১০-এর দশমিক মান?
ক. ২০
খ. ১২৮
গ. ২৫৬
ঘ. ১০২৪
২৯. অকটাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?
ক. ৪ খ. ৬
গ. ৮ ঘ. ১০
৩০. হেক্সাডেসিমেল সংখ্যায় ইংরেজি বর্ণমালার কয়টি প্রতীক রয়েছে?
ক. ৪টি প্রতীক খ. ৬টি প্রতীক
গ. ৮টি প্রতীক ঘ. ১০টি প্রতীক
৩১. বাইনারি সংখ্যার বাইনারি বিন্দুর-
i. ডান পাশের অংশ LSD
ii. ডান পাশের অংশ MSD
iii. বাম পাশের অংশ MSB
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩২. কোনটি বিটের পূর্ণরূপ?
ক. ফিল্ড
খ. বাইট
গ. কোড
ঘ. বাইনারি ডিজিট
৩৩. হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?
ক. ৮ খ. ১০
গ. ১৪ ঘ. ১৬
৩৪. হেক্সাডেসিমেল F-এর মান বাইনারিতে-
ক. ১০০০
খ. ১০১০
গ. ১০১১
ঘ. ১১১১
৩৫. (4D)১৬-এর অকটাল মান হলো-
ক. ১১০
খ. ১১১
গ. ১১৫
ঘ. ১২৭
৩৬. (A1D)১৬-এর সমকক্ষ বাইনারি সংখ্যা কত?
ক. ১০১০১০০১১১০১
খ. ১১০১০১০১০১০১
গ. ১০১০০১০১১১০১
ঘ. ১০১০০০০১১১০১
৩৭. ০ এবং ১ অঙ্ক দুটির প্রত্যেকটির নাম কী?
ক. ডিজিট
খ. বাইট
গ. বিট
ঘ. বাইনারি
৩৮. (৬৪)১০-এর অকটাল মান কত?
ক. ৬৪ খ. ৬৫
গ. ৭৭ ঘ. ১০০
৩৯. বাইনারি সংখ্যা ১১০০ ও ১০০০ এর যোগফল কত?
ক. ১০০১০
খ. ১০১০০
গ. ১১১১
ঘ. ১০১০১
উত্তর: ২৬. ক, ২৭. খ, ২৮. ঘ, ২৯. গ, ৩০. খ, ৩১. খ, ৩২. ঘ, ৩৩. ঘ, ৩৪. ঘ, ৩৫. গ, ৩৬. ঘ, ৩৭. গ, ৩৮. ঘ, ৩৯. খ।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর