
প্রথম অধ্যায় : মূলদ ও অমূলদ সংখ্যা
অনুশীলনী-১.১
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ৩১-এর বর্গসংখ্যা কত?
ক) ১৩১ খ) ৯৬১
গ) ৩১ ঘ) ৩৩৩
২। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কোন ধরনের সংখ্যা?
ক) বর্গসংখ্যা খ) অমূলদ সংখ্যা
গ) ঋণাত্মক সংখ্যা ঘ) স্বাভাবিক সংখ্যা
৩। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক কোনটি থাকলে তা পূর্ণবর্গ হতে পারে?
ক) ৩ খ) ৭
গ) ৮ ঘ) ৯
৪। নিচের কোন সংখ্যাটি ৮-এর মৌলিক গুণনীয়ক?
ক) ২ খ) ৪
গ) ৫ ঘ) ৬
৫। ৩৬ সংখ্যাটির ক্ষেত্রে-
i. সংখ্যাটির বর্গমূল ৬
ii. সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ৩
iii. সংখ্যাটির বর্গ ১২৯৬
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬। -এর বর্গ কত?
ক) ৪ খ) ৮
গ) ১৬ ঘ) ২
৭। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক ১ বা ৯ হলে, এর বর্গসংখ্যার একক স্থানীয় অঙ্ক কী হবে?
ক) ১ খ) ৯
গ) ২ ঘ) ৪
৮। পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কয়টি হতে পারে?
ক) ২টি খ) ৪টি
গ) ৬টি ঘ) ৮টি
৯। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৩ বা ৭ হলে, এর বর্গসংখ্যার একক স্থানীয় অঙ্ক কী হবে?
ক) ৩ খ) ৯ গ) ২ ঘ) ৪
১০। ২২৫টি গাছ বর্গাকারে সাজানো হলে, সারি ও কলাম সংখ্যা কত হবে?
ক) ১০ খ) ১২
গ) ১৫ ঘ) ২০
১১। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৪ বা ৬ হলে, এর বর্গসংখ্যার একক স্থানীয় অঙ্ক কী হবে?
ক) ৩ খ) ৯ গ) ৬ ঘ) ৪
উত্তর: ১. খ, ২. ঘ, ৩. ঘ, ৪. ক, ৫. খ, ৬. খ, ৭. ক, ৮. গ, ৯. খ, ১০. গ, ১১. গ।
লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর