ঢাকা ১৫ বৈশাখ ১৪৩২, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
English
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

মূলদ ও অমূলদ সংখ্যা অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব, সপ্তম শ্রেণির গণিত

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৪:২৪ পিএম
আপডেট: ১৫ মার্চ ২০২৫, ০৪:২৫ পিএম
মূলদ ও অমূলদ সংখ্যা অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব, সপ্তম শ্রেণির গণিত
শিক্ষক ক্লাসে বোর্ডে অঙ্ক করে শিক্ষার্থীদের বোঝাচ্ছেন। প্রতীকী ছবি- সংগৃহীত

প্রথম অধ্যায় : মূলদ ও অমূলদ সংখ্যা 

অনুশীলনী-১.১ 

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। ৩১-এর বর্গসংখ্যা কত?
ক) ১৩১     খ) ৯৬১ 
গ) ৩১        ঘ) ৩৩৩

২। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কোন ধরনের সংখ্যা?
ক) বর্গসংখ্যা             খ) অমূলদ সংখ্যা 
গ) ঋণাত্মক সংখ্যা     ঘ) স্বাভাবিক সংখ্যা

৩। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক কোনটি থাকলে তা পূর্ণবর্গ হতে পারে?
ক) ৩     খ) ৭ 
গ) ৮     ঘ) ৯

৪। নিচের কোন সংখ্যাটি ৮-এর মৌলিক গুণনীয়ক?
ক) ২     খ) ৪ 
গ) ৫     ঘ) ৬

৫। ৩৬ সংখ্যাটির ক্ষেত্রে-
i. সংখ্যাটির বর্গমূল ৬
ii. সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ৩
iii. সংখ্যাটির বর্গ ১২৯৬    
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii      খ) i ও iii 
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

৬।   -এর বর্গ কত? 

ক) ৪      খ) ৮ 
গ) ১৬     ঘ) ২

৭। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক ১ বা ৯ হলে, এর বর্গসংখ্যার একক স্থানীয় অঙ্ক কী হবে?
ক) ১    খ) ৯
গ) ২    ঘ) ৪

৮। পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কয়টি হতে পারে?
ক) ২টি    খ) ৪টি
গ) ৬টি    ঘ) ৮টি

৯। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৩ বা ৭ হলে, এর বর্গসংখ্যার একক স্থানীয় অঙ্ক কী হবে?
ক) ৩ খ) ৯ গ) ২ ঘ) ৪

১০। ২২৫টি গাছ বর্গাকারে সাজানো হলে, সারি ও কলাম সংখ্যা কত হবে?
ক) ১০     খ) ১২ 
গ) ১৫     ঘ) ২০

১১। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৪ বা ৬ হলে, এর বর্গসংখ্যার একক স্থানীয় অঙ্ক কী হবে?
ক) ৩ খ) ৯  গ) ৬ ঘ) ৪

উত্তর: ১. খ, ২. ঘ, ৩. ঘ, ৪. ক, ৫. খ, ৬. খ, ৭. ক, ৮. গ, ৯. খ, ১০. গ, ১১. গ।

লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ 

কবীর

Unit-1: Hello!,lesson-1 & 4-5-এর ৩টি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির ইংরেজি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৩১ পিএম
Unit-1: Hello!,lesson-1 & 4-5-এর ৩টি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির ইংরেজি
শিক্ষার্থীরা নতুন বই পেয়ে খুশি। প্রতীকী ছবি- সংগৃহীত

Unit-1: Hello!, Lesson-1 & 4-5

Lesson-1

6. Match the information in  column A with the information in the text in column B.

Answer: (a+ vii), (b+v), (c+i), (d+vi), (e+ii).

আরো পড়ুন : Unit-1:Hello!, lesson-4-5-এর ২টি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির ইংরেজি

Lesson-4-5

5. Match the words in column A with their meanings in column B.  

 Answer: (a) Club--------(iii) an association of persons for regular meeting.
(b) Practice--------(vii) do any work regularly.
(c) Watch----------(i) look with attention.
(d) Person----------(v) a human being.
(e) Young----------(vii) being in the first period of growth.

6. Match the information in column A with the information in column B.

Answer: (a+vi) Jessica in from—the UK.
(b+vii) Tamal introduce Sima—to Andy Smith.
(c+i) Saikat’s mother—Mrs. Monwara Islam.
(d+ii) Sima has—a cough and a sore throat.
(e+iii) Syed Nazrul Islam—the first acting president of Bangladesh.

লেখক : সিনিয়র শিক্ষক
বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা

কবীর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট-১৩, ৬টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, মার্কেটিং ২য় পত্র

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৫:০১ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট-১৩, ৬টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, মার্কেটিং ২য় পত্র
পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে শিক্ষার্থীরা গ্রুপ ডিসকাশন করছে। ছবি- সংগৃহীত

মার্কেটিং দ্বিতীয় পত্র
 
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৮। অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা গ্রহণ কী নামে পরিচিত?
ক) প্রমিতকরণ    খ) পর্যায়িতকরণ    
গ) কেনা              ঘ) বিক্রি করা

উত্তর: গ) কেনা।

৯। অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তর কী নামে পরিচিত?
ক) কেনা        খ) বিক্রি করা    
গ) পরিবহন    ঘ) গুদামজাতকরণ    

উত্তর: খ) বিক্রি করা।

১০। এক স্থান থেকে অন্য স্থানে পণ্য আনা-নেওয়া কী নামে পরিচিত?
ক) বিক্রি করা            খ) পরিবহন    
গ) গুদামজাতকরণ    ঘ) বিজ্ঞাপন

উত্তর: খ) পরিবহন।

আরো পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট-১২, ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, মার্কেটিং ২য় পত্র

১১। উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত পণ্য ধরে রাখা কী নামে পরিচিত?
ক) প্রমিতকরণ          খ) পর্যায়িতকরণ    
গ) গুদামজাতকরণ    ঘ) পরিবহন  

উত্তর: গ) গুদামজাতকরণ।

১২। নিচের কোনটি পণ্যের গুণাগুণ বা বৈশিষ্ট্য চিহ্নিত করার প্রক্রিয়া?
ক) গুদামজাতকরণ    খ) প্রমিতকরণ    
গ) পর্যায়িতকরণ         ঘ) পরিবহন  

উত্তর: খ) প্রমিতকরণ।

১৩। নিচের কোনটি পণ্য বিভিন্ন শ্রেণিতে ভাগ করার প্রক্রিয়া?
ক) বিজ্ঞাপন          খ) প্রমিতকরণ    
গ) পর্যায়িতকরণ    ঘ) গুদামজাতকরণ

উত্তর: গ) পর্যায়িতকরণ।

লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

কবীর

রাষ্ট্র ও সরকার ব্যবস্থা অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব, এসএসসি পৌরনীতি ও নাগরিকতা

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৪:২৩ পিএম
রাষ্ট্র ও সরকার ব্যবস্থা অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব, এসএসসি পৌরনীতি ও নাগরিকতা
শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। ছবি- সংগৃহীত

চতুর্থ অধ্যায় : রাষ্ট্র ও সরকারব্যবস্থা

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৪। রাজতন্ত্রের ধরন-
i. নির্বাচিত ii. নিরঙ্কুশ 
iii. নিয়মতান্ত্রিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii     খ) ii ও iii 
গ) i ও ii      ঘ) i, ii ও iii

২৫। কল্যাণমূলক রাষ্ট্রের উদাহরণ হলো-
i. বাংলাদেশ ii. ডেনমার্ক 
iii. সুইডেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii     খ) ii ও iii 
গ) i ও ii       ঘ) i, ii ও iii

২৬। যুক্তরাষ্ট্রে কোন ধরনের সরকার প্রচলিত?
ক) রাষ্ট্রপতি শাসিত     খ) সংসদীয় 
গ) সমাজতান্ত্রিক         ঘ) একনায়কতান্ত্রিক

আরো পড়ুন : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব

২৭। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়-
i. জনগণের স্বরূপ ii. রাষ্ট্রের স্বরূপ
iii. সরকারের প্রকৃতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii     খ) ii ও iii 
গ) i ও ii      ঘ) i, ii ও iii

২৮। রাষ্ট্র যে ধরনের ক্ষমতার অধিকারী-
i. সর্বোচ্চ  ii. সার্বভৌম 
iii. স্বাভাবিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii     খ) ii ও iii 
গ) i ও ii      ঘ) i, ii ও iii

২৯। কোন রাষ্ট্রে একটি মাত্র দল থাকে?
ক) সমাজতান্ত্রিক         খ) গণতান্ত্রিক
গ) একনায়কতান্ত্রিক     ঘ) যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়

৩০। গণতান্ত্রিক রাষ্ট্রে কতটি রাজনৈতিক দল থাকে?
ক) দুটি           খ) সাতটি 
গ) একাধিক     ঘ) দশটি

উত্তর: ২৪. খ, ২৫. খ, ২৬. ক, ২৭. খ, ২৮. গ, ২৯. ক, ৩০. গ।

লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ 

কবীর

ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার ১৩টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসি বাংলা ১ম পত্র

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০২:০৭ পিএম
ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার ১৩টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসি বাংলা ১ম পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

কবিতা : ফেব্রুয়ারি ১৯৬৯

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন-১০. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কোন গণজাগরণের পটভূমিতে রচিত?
উত্তর: ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের পটভূমিতে রচিত।

প্রশ্ন-১১. ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে?
উত্তর: ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে বরকত।

প্রশ্ন-১২. ‘সালামের চোখ আজ’ কী?
উত্তর: সালামের চোখ আজ আলোচিত ঢাকা।

প্রশ্ন-১৩. সালামের মুখে কী দেখা যায়?
উত্তর: সালামের মুখে সবুজ-শ্যামল পূর্ববাংলা দেখা যায়।

প্রশ্ন-১৪. কার হাত থেকে অবিনাশী বর্ণমালা ঝরে পড়ে?
উত্তর: সালামের হাত থেকে অবিনাশী বর্ণমালা ঝরে পড়ে।

প্রশ্ন-১৫. গাঢ় উচ্চারণে কথা বলে কে?
উত্তর: গাঢ় উচ্চারণে কথা বলে বরকত।

আরো পড়ুন : ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার ৯টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব

প্রশ্ন-১৬. বাস্তবের বিশাল চত্বরে ফুল ফোটে কাদের রক্তে?
উত্তর: বাস্তবের বিশাল চত্বরে ফুল ফোটে বীরের রক্তে।

প্রশ্ন-১৭. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কার অশ্রুজলের কথা বলা হয়েছে?
উত্তর: ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় দুঃখিনী মাতার অশ্রুজলের কথা বলা হয়েছে।

প্রশ্ন-১৮. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কবি ‘কমলবন’ প্রতীকটি ব্যবহার করেছেন কেন?
উত্তর: ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় মানবিকতা, সুন্দর ও কল্যাণের জগৎ বোঝাতে কবি ‘কমলবন’ প্রতীকটি ব্যবহার করেছেন।

প্রশ্ন-১৯. আসাদুজ্জামান (আসাদ) কোন আন্দোলনে শহিদ হন?
উত্তর: আসাদুজ্জামান ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে শহিদ হন।

প্রশ্ন-২০. ‘হরিৎ উপত্যকা’ অর্থ কী?
উত্তর: ‘হরিৎ উপত্যকা’ শব্দের অর্থ সবুজ প্রান্তর।

প্রশ্ন-২১. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি ‘নিজ বাসভূমে’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

প্রশ্ন-২২. সারা দেশ কাদের অশুভ আস্তানা?
উত্তর: সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর

স্বরধ্বনি পরিচ্ছেদের ৩০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব, এসএসসি বাংলা ২য় পত্র

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১২:৫৪ পিএম
স্বরধ্বনি পরিচ্ছেদের ৩০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব, এসএসসি বাংলা ২য় পত্র
শিক্ষার্থীরা লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

পরিচ্ছেদ ছয়: স্বরধ্বনি

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। উচ্চারণের সময় জিভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়?
ক) উচ্চতা    খ) সম্মুখ
গ) পশ্চাৎ     ঘ) সবগুলোই সঠিক

২। ‘উ’-কার উচ্চারণের সময় জিভের অবস্থান থাকে-
ক) উচ্চ-সম্মুখে     খ) নিম্ন-সম্মুখে
গ) উচ্চ-পশ্চাতে    ঘ) নিম্ন-পশ্চাতে

৩। ‘আ’ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন থাকে?
ক) সংবৃত           খ) বিবৃত
গ) অর্ধ-সংবৃত    ঘ) অর্ধ-বিবৃত

৪। জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার?
ক) দুই প্রকার    খ) তিন প্রকার
গ) চার প্রকার    ঘ) পাঁচ প্রকার

৫। বাংলা স্বরবর্ণের ওপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কী বোঝাতে?
ক) অনুনাসিকতা    খ) অর্ধস্বর
গ) দীর্ঘস্বর              ঘ) পূর্ণস্বর

৬। যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের বলে-
ক) অনুনাসিকতা    খ) অর্ধস্বর
গ) দীর্ঘস্বর              ঘ) পূর্ণস্বর

৭। পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে মিলে হয়-
ক) দ্বিস্বরধ্বনি      খ) মৌলিক স্বরধ্বনি
গ) স্বল্প স্বরধ্বনি    ঘ) স্বরধ্বনি

৮। ‘লাউ’ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে?
ক) অ+ই     খ) আ+এ
গ) আ+ ও    ঘ) আ+উ্

৯। উচ্চ সম্মুখ সংবৃত স্বরধ্বনি নিচের কোনটি?
ক) অ খ) ই গ) উ ঘ) ব

১০। উচ্চ-মধ্য পশ্চাৎ স্বরধ্বনি নিচের কোনটি?
ক) অ্যা খ) ও গ) উ ঘ) হ

১১। নিম্ন-মধ্য সম্মুখ অর্ধবিবৃত স্বরধ্বনি হলো—
ক) অ্যা খ) ও গ) উ ঘ) ব

১২। উচ্চারণের সময় জিভের অবস্থানের দিক থেকে ‘আ’ কোন ধরনের স্বরধ্বনি?
ক) সম্মুখ    খ) পশ্চাৎ
গ) মধ্য       ঘ) উচ্চ-মধ্য

১৩। উচ্চারণের সময়ে জিভের উপরে ওঠা ও নিচে নামার ভিত্তিতে স্বরধ্বনি কয়ভাগে বিভক্ত?
ক) ৪ ভাগে    খ) ৫ ভাগে
গ) ৬ ভাগে    ঘ) ৭ ভাগে

১৪। উচ্চ স্বরধ্বনি উচ্চারণে জিভ—
ক) নিচে নামে    খ) উচ্চ-মধ্য থাকে
গ) মাঝে থাকে    ঘ) ওপরে ওঠে

১৫। নিম্ন স্বরধ্বনি উচ্চারণে জিভ কোন অবস্থানে থাকে?
ক) নিচে নামে    খ) উচ্চ-মধ্য থাকে    
গ) মাঝে থাকে    ঘ) ওপরে ওঠে  

 ১৬। উচ্চারণে জিভের উচ্চতা অনুসারে কোনটি নিম্ন স্বরধ্বনি?
ক) অ খ) আ গ) উ ঘ) ব

১৭। ‘উ’ ধ্বনি উচ্চারণে ঠোঁটের উন্মুক্তি কেমন থাকে?
ক) বিবৃত          খ) সংবৃত
গ) অর্ধ-বিবৃত    ঘ) অর্ধ-সংবৃত

১৮। নিচের কোনটি সম্মুখ স্বরধ্বনি?
ক) এ খ) আ গ) উ ঘ) ব

১৯। জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুসারে নিচের কোনটি পশ্চাৎ স্বরধ্বনি?
ক) ই খ) আ গ) উ ঘ) ব

২০। কোন ধরনের স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট সবচেয়ে উন্মুক্ত হয়?
ক) বিবৃত           খ) সংবৃত
গ) অর্ধ-বিবৃত    ঘ) অর্ধ-সংবৃত

২১। অর্থ-বিবৃত স্বরধ্বনি নিচের কোনগুলো?
ক) অ, অ্যা    খ) অ, ক
গ) অ, হ        ঘ) হ, গ

২২। নিচের কোনটি অনুনাসিক স্বরধ্বনি?
ক) ইঁ খ) আ গ) উ ঘ) ব

২৩। বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি কয়টি?
ক) ২টি    খ) ৪টি
গ) ৮টি    ঘ) ১০টি

২৪। কোমল তালু খানিকটা নিচে নামিয়ে কিছুটা বায়ু নাক দিয়ে বের করে যা উচ্চারণ করা হয়, তাকে কী বলা হয়?
ক) অনুনাসিক স্বরধ্বনি    খ) নাসিক্য স্বরধ্বনি
গ) দ্বিস্বরধ্বনি                  ঘ) মৌখিক স্বরধ্বনি

২৫। ‘মৌ’ শব্দটির দ্বিস্বরধ্বনিতে কোন কোন স্বরধ্বনি রয়েছে?
ক) অ+উ    খ) অ+ঊ
গ) ও+উ      ঘ) ও+ঊ

২৬। দ্বিস্বরধ্বনির প্রতীক দুটি কী কী?
ক) এ এবং ঐ    খ) ই এবং ঈ
গ) ও এবং ঔ     ঘ) ঐ এবং ঔ

২৭। উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত 
আ-কে কী ধ্বনি বলা হয়?
ক) সম্মুখ ধ্বনি     খ) পশ্চাৎ ধ্বনি
গ) স্বরধ্বনি          ঘ) কেন্দ্রীয় স্বরধ্বনি

২৮। কোন ধ্বনির বিবৃত উচ্চারণে চোয়াল বেশি লম্বা হয়?
বা, কোন ধ্বনি উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়?
ক) অ ধ্বনির    খ) ক ধ্বনির
গ) ও ধ্বনির      ঘ) চ ধ্বনির

২৯। কোন ধ্বনির উচ্চারণে জিভ সাধারণত শায়িত থাকে?
ক) আ ধ্বনির    খ) ক ধ্বনির
গ) ও ধ্বনির      ঘ) চ ধ্বনির

৩০। নিম্নাবস্থিত সম্মুখ স্বরধ্বনি নিচের কোনটি?
ক) আ খ) ক গ) ও ঘ) চ

উত্তর: ১. ঘ, ২. গ, ৩. খ, ৪. খ, ৫. ক, ৬. খ, ৭. ক, ৮. ঘ, ৯. খ, ১০. খ, ১১. ক, ১২. গ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. ক, ১৬. খ, ১৭. খ, ১৮. ক, ১৯. ক, ২০. ক, ২১. ক, ২২. গ, ২৩. খ, ২৪. ক, ২৫. গ, ২৬. ঘ, ২৭. ঘ, ২৮. ক, ২৯. ক, ৩০. ক।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর