গল্প : তৈলচিত্রের ভূত
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৩। নগেনের মামার তৈলচিত্রটি দেয়ালের কোথায় ছিল?
(ক) কোনায় (খ) পূর্ব দিকে
(গ) মাঝামাঝি (ঘ) মেঝের কাছে
৩৪। তৈলচিত্রের কাছে গিয়ে নগেন কী বলেছিল?
(ক) আমায় যেতে দাও মামা
(খ) আমায় ক্ষমা করো মামা
(গ) আমায় দোয়া করো মামা
(ঘ) আমি যেন বড় হতে পারি মামা
৩৫। মামার ছবিটি কখন লাগানো হয়েছিল?
(ক) মামার মৃত্যুর আগে
(খ) মামার মৃত্যুর পর
(গ) দাদার মৃত্যুর আগে
(ঘ) নগেনের জানা ছিল না
৩৬। নগেন মামাকে ঠকিয়েছিল-
(ক) অগাধ ভালোবাসা দিয়ে
(খ) ভক্তি-শ্রদ্ধার ভান করে
(গ) অহেতুক টাকা-পয়সা দিয়ে
(ঘ) পড়াশোনা না করে
৩৭। লাইব্রেরির পেছনে নগেনের মামা অর্থ ব্যয় করেননি কেন?
(ক) পড়ালেখা জানতেন না বলে
(খ) লাইব্রেরি সম্পর্কে জানতেন না বলে
(গ) লাইব্রেরি সম্পর্কে উদাসীন ছিলেন বলে
(ঘ) বইপুস্তক পড়তেন না বলে
৩৮। নগেনের মামার লাইব্রেরির অবস্থা কেমন ছিল?
(ক) অদরকারি বইয়ে ভরা (খ) আবর্জনায় ভরা
(গ) আলমারিতে ভরা (ঘ) চেয়ার টেবিলে ভরা
৩৯। ‘প্রেতাত্মা’ মানে কী?
(ক) ভ্রান্তি (খ) ভূতের আত্মা
(গ) ভূত (ঘ) ভূতের ছায়া
৪০। ‘মরলে তো মানুষ সব জানতে পারে’ এটা কার উক্তি?
(ক) ডাক্তারের (খ) মামার
(গ) নগেনের (ঘ) দাদামশাইয়ের
আরো পড়ুন : তৈলচিত্রের ভূত গল্পের ১১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বাংলা
৪১। নগেনের মামা কেমন প্রকৃতির লোক ছিলেন?
(ক) অসাধু (খ) কপট
(গ) লোভী (ঘ) কৃপণ
৪২। দেয়ালে কয়টি তৈলচিত্র ছিল?
(ক) ২টি (খ) ৩টি
(গ) ৪টি (ঘ) ৫টি
৪৩। তৈলচিত্র কখন ধাক্কা দিত না?
(ক) আলো জ্বালালে (খ) অন্ধকারে
(গ) রাতের আঁধারে (ঘ) সব সময়
৪৪। নগেনের কথা বলার ভঙ্গি খাপছাড়া হয়ে গেছে কেন?
(ক) ওষুধ খেয়ে (খ) ভয় পেয়ে
(গ) তাড়া খেয়ে (ঘ) মার খেয়ে
৪৫। ‘তৈলচিত্র থেকে কী যেন তার মধ্যে প্রবেশ করে ভেতর থেকে তাকে কাঁপিয়ে তুলছে’ জিনিসটি কী?
(ক) বিদ্যুৎ (খ) অ্যাসিড
(গ) ভূত-প্রেত (ঘ) অশরীরী আত্মা
৪৬। নগেনের গুরুতর কিছু হয়েছে, পরাশর ডাক্তার তা কীভাবে বুঝতে পারলেন?
(ক) নগেনের কথায়
(খ) নগেনের চাহনিতে
(গ) নগেনের শারীরিক পরিস্থিতি দেখে
(ঘ) নগেনের মানসিক পরিস্থিতি দেখে
উত্তর: ৩৩. গ, ৩৪. খ, ৩৫. ক, ৩৬. খ, ৩৭. গ, ৩৮. ক, ৩৯. গ, ৪০. গ, ৪১. ঘ, ৪২. খ, ৪৩. ক, ৪৪. খ, ৪৫. ক, ৪৬. গ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর