ঢাকা ৩ বৈশাখ ১৪৩২, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
English

মৌলিক মানবিক চাহিদা অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসি সমাজকর্ম ২য় পত্র

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৭:০০ পিএম
মৌলিক মানবিক চাহিদা অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসি সমাজকর্ম ২য় পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

প্রথম অধ্যায় : মৌলিক মানবিক চাহিদা

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৬০. অপুষ্টির ক্ষেত্রে শিশুদের পরেই কাদের স্থান?
ক. কিশোরদের    
খ. যুবকদের    
গ. বৃদ্ধদের    
ঘ. নারীদের

৬১. আকাশ সংস্কৃতি উন্মুক্ত করা হয় কখন?
ক. ১৯১৯ সালে    
খ. ১৯৯২ সালে
গ. ১৯৯৩ সালে    
ঘ. ১৯৯৪ সালে

৬২. চলচ্চিত্র নির্মাণে সরকারের অনুদান  দেওয়া জনগণের কোন চাহিদা পূরণে সহায়ক?
ক. শিক্ষার চাহিদা    
খ. চিত্তবিনোদন চাহিদা    
গ. জৈবিক চাহিদা    
ঘ. বাসস্থানের চাহিদা

৬৩. বাংলাদেশে চিত্তবিনোদনের চাহিদা পূরণ-
ক. সন্তোষজনক    
খ. ক্রমশ প্রসারমান    
গ. আশাব্যঞ্জক    
ঘ. হতাশাজনক

৬৪. বাংলাদেশে খাদ্য ঘাটতির যৌক্তিক কারণ হলো-
i. জনসংখ্যা বৃদ্ধি
ii. প্রাকৃতিক দুর্যোগ    
iii. ভূমির খণ্ড-বিখণ্ডতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    খ. ii ও iii    
গ. i ও iii    ঘ. i, ii ও iii

৬৫. আমাদের প্রতি বছরই বিদেশ থেকে নিচের কোনটি আমদানি করতে হয়-
i. পাট    ii. সুতা 
iii. কাঁচা তুলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    খ. i ও iii
গ. ii ও iii    ঘ. i, ii ও iii

৬৬.গলগণ্ড রোগ হয় কীসের মাধ্যমে?
ক. ভিটামিন এ    
খ. ভিটামিন বি
গ. ভিটামিন সি    
ঘ. আয়োডিন

আরো পড়ুন : মৌলিক মানবিক চাহিদা অধ্যায়ের ১২টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব

৬৭. মৌল মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা হলো-
i. পুষ্টিহীনতা         
ii. নিরক্ষরতা        
iii. প্রাকৃতিক দুর্যোগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    খ. ii ও iii        
গ. i ও iii    ঘ. i, ii ও iii

৬৮. সমাজে নানা ধরনের সমস্যা দেখা দেওয়ার যৌক্তিক কারণ কোনটি?
ক. খাদ্যদানে ব্যর্থতা    
খ. ব্যক্তিগত ব্যর্থতা    
গ. রাষ্ট্রের ব্যর্থতা    
ঘ. চাহিদা পূরণে ব্যর্থতা

৬৯. বাংলাদেশের স্বাস্থ্যসেবা বেশির ভাগ কোথায় দেওয়া হয়ে থাকে?
ক. গ্রামে            খ. মহল্লায়
গ. উপজেলায়    ঘ. শহরে

৭০. নিরক্ষরতা ও অজ্ঞতার মধ্যে সম্পর্ক কীরূপ?
ক. অগভীর    
খ. গভীর        
গ. নেতিবাচক    
ঘ. হতাশাজনক

৭১. বাংলাদেশের বুকে চেপে বসেছে কী?
ক. সামাজিক বিশৃঙ্খলা    
খ. রাজনৈতিক অস্থিরতা    
গ. দারিদ্র্যের দুষ্টচক্র        
ঘ. দুর্নীতি

৭২. খাদ্যের অপূরণজনিত প্রধান সমস্যা কোনটি?
ক. পুষ্টিহীনতা    
খ. শিক্ষার সমস্যা    
গ. অপরাধপ্রবণতা    
ঘ. নিরক্ষরতা

উত্তর: ৬০. খ, ৬১. গ, ৬২. খ, ৬৩. খ, ৬৪. ঘ, ৬৫. গ, ৬৬. ঘ, ৬৭. ক, ৬৮. ঘ, ৬৯. খ, ৭০. খ, ৭১. গ, ৭২. ক।

লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কবীর

মূলদ ও অমূলদ সংখ্যা অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব, সপ্তম শ্রেণির গণিত

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৭:০০ পিএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৩৩ পিএম
মূলদ ও অমূলদ সংখ্যা অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব, সপ্তম শ্রেণির গণিত
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- সংগৃহীত

প্রথম অধ্যায় : মূলদ ও অমূলদ সংখ্যা 

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

অনুশীলনী : ১.২

১২। একটি মূলদ সংখ্যাকে কয়টি সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়?
ক) ৪টি     খ) ৩টি 
গ) ২টি      ঘ) ১টি

১৩। ০.০৩ এর বর্গ কত?
ক) ০.০০৩      খ) ০.০০০৩ 
গ) ০.৯            ঘ) ০.০০০৯

১৪। মূলদ-
i. সংখ্যা সব সময় পূর্ণ সংখ্যা
ii. সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়
iii. লবগুলো অপূর্ণ সংখ্যা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii      খ) i ও iii 
গ) ii ও iii      ঘ) i, ii ও iii

১৫। ভগ্নাংশ হলো-
i. মূলদ সংখ্যা
ii. পূর্ণবর্গ হতে পারে
iii. অপূর্ণ সংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii      খ) i ও iii 
গ) ii ও iii      ঘ) i, ii ও iii

নিচের তথ্যের আলোকে ১৬-১৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

একটি স্কাউট দলে ৭০০ জন বালক আছে।

১৬। দলটিকে বর্গাকারে সাজালে কতজন বালক বাদ পড়বে?
ক) ১৪ জন      খ) ২৪ জন
গ) ২০ জন      ঘ) ১৬ জন

১৭। বর্গাকারে সাজানোর পর প্রত্যেক সারিতে কতজন বালক থাকবে?
ক) ২০ জন      খ) ২৫ জন
গ) ২৬ জন      ঘ) ৩০ জন

আরো পড়ুন : মূলদ ও অমূলদ সংখ্যা অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব

১৮। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি?
ক) মূলদ সংখ্যা         খ) ঋণাত্মক সংখ্যা
গ) ধনাত্মক সংখ্যা      ঘ) অমূলদ সংখ্যা

নিচের তথ্যের আলোকে ১৯-২১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

   ও ০.১২ দুটি সংখ্যা।

১৯। প্রথম সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?
ক) পূর্ণবর্গ সংখ্যা      খ) স্বাভাবিক সংখ্যা
গ) অমূলদ সংখ্যা      ঘ) মূলদ সংখ্যা

২০। দ্বিতীয় সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?
ক) মূলদ সংখ্যা          খ) স্বাভাবিক সংখ্যা
গ) অমূলদ সংখ্যা        ঘ) পূর্ণবর্গ সংখ্যা

২১। প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ করলে কোন ধরনের সংখ্যা পাওয়া যাবে?
ক) মূলদ সংখ্যা       খ) ঋণাত্মক সংখ্যা
গ) ধনাত্মক সংখ্যা     ঘ) অমূলদ সংখ্যা

উত্তর: ১২. গ, ১৩. ঘ, ১৪. ক, ১৫. ক, ১৬. খ, ১৭. গ, ১৮. ক, ১৯. গ, ২০. ক, ২১. ঘ।

লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ 

কবীর

চল তড়িৎ অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এসএসসি পদার্থবিজ্ঞান

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৪২ পিএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:০৩ পিএম
চল তড়িৎ অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এসএসসি পদার্থবিজ্ঞান
গ্যালভানোমিটারের বিক্ষেপ তড়িৎ প্রবাহের সৃষ্টি করে। প্রতীকী ছবি- সংগৃহীত

একাদশ অধ্যায় : চল তড়িৎ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৩। শূন্য মাধ্যমে পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 10C-এ তড়িৎ প্রবাহ 5A, সুতরাং প্রবাহিত আধান-
i) 10s ii) 50s iii) 2s
নিচের কোনটি সঠিক?
ক) i          খ) ii 
গ) i ও ii     ঘ) iii

২৪। নির্দিষ্ট সময়ে আধানের প্রবাহ দ্বিগুণ হলে তড়িৎ প্রবাহ-
i) অর্ধেক হবে ii) দ্বিগুণ হবে iii) চারগুণ হবে
নিচের কোনটি সঠিক?
ক) i           খ) ii 
গ) i ও ii     ঘ) i ও iii

২৫। নিচের তথ্যগুলো লক্ষ করো-
i) গ্যালভানোমিটারের বিক্ষেপ তড়িৎ প্রবাহের সৃষ্টি করে
ii) গতিশীল আধান কর্তৃক চল তড়িৎ উৎপন্ন হয়
iii) গ্যালভানোমিটারের কাঁটা ক্ষণিকের জন্য বিক্ষিপ্ত হয়ে পরক্ষণেই আগের অবস্থায় ফিরে আসে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) i ও iii 
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

২৬। তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়-
i) ধনাত্মক আধান প্রবাহের ফলে
ii) ঋণাত্মক আধান প্রবাহের ফলে
iii) আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i          খ) ii ও iii     
গ) i ও ii     ঘ) i ও iii

২৭। প্রকৃতপক্ষে তড়িৎ প্রবাহ হলো-
i) ঋণাত্মক আধানের প্রবাহ
ii) ধনাত্মক আধানের প্রবাহ
iii) নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের প্রবাহ
নিচের কোনটি সঠিক?
ক) i          খ) ii ও iii 
গ) i ও ii     ঘ) i ও iii

২৮। পরিবাহীতার ওপর ভিত্তি করে কঠিন পদার্থগুলো হলো-
i) পরিবাহী     ii) অপরিবাহী     iii) অর্ধপরিবাহী
নিচের কোনটি সঠিক?
ক) i      খ) ii 
গ) iii     ঘ) i, ii ও iii

২৯। অন্তরক পদার্থের ক্ষেত্রে-
i) কাচ, রাবার এগুলো অন্তরকের উদাহরণ 
ii) অন্তরকের মধ্যে ইলেকট্রন থেকে
iii) অন্তরকের মধ্যদিয়ে তড়িৎ পরিবাহিত হয় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii     খ) ii ও iii 
গ) i ও ii      ঘ) i, ii ও iii

আরো পড়ুন : চল তড়িৎ অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব

৩০। স্ক্রু ড্রাইভারের হাতল প্লাস্টিকে মোড়ানো থাকে কারণ প্লাস্টিক-
i) প্লাস্টিক বিদ্যুৎ পরিবহনে অক্ষম
ii) প্লাস্টিক অপরিবাহী পদার্থ
iii) প্লাস্টিক অর্ধপরিবাহী পদার্থ
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii     খ) i ও ii 
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

নিচের চিত্রের আলোকে ৩১ থেকে ৩৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

৩১। তড়িৎ প্রবাহের প্রচলিত দিক অনুযায়ী  উপরের চিত্রের প্রবাহ কোন দিকে ঘটবে?
ক) A থেকে B        খ) B থেকে A
গ) প্রবাহ হবে না    ঘ) কোনোটিই নয়

৩২। ঋণাত্মক আধান কোন দিকে যাবে?
ক) A থেকে B        খ) B থেকে A
গ) প্রবাহ হবে না    ঘ) কোনোটিই নয়

৩৩। উপরের উদ্দীপক থেকে বলা যায়-
i) তড়িৎ প্রবাহের প্রকৃত দিক হলো B থেকে A-এর দিকে
ii) A ও B-এর বিভবান্তর 10V
iii) B-এর বিভব পরিবর্তন করে 50V করলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে
নিচের কোনটি সঠিক?
ক) i      খ) ii 
গ) iii     ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

কোনো একটি তড়িৎ কোষের দুই প্রান্তে সংযুক্ত কোনো পরিবাহক তারের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ১০১১টি ইলেকট্রন ডান দিক থেকে বাম দিকে প্রবাহিত হচ্ছে।

৩৪। তারের মধ্যদিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান কত?
ক) 1.6Cs     খ) 1.6 x 10-2 Cs-1 
গ) 1A          ঘ) 0.01A

৩৫। তড়িৎ প্রবাহের দিক হবে-
i) তারের বাম থেকে ডান দিকে
ii) তারের ডান থেকে বাম দিকে
iii) তড়িৎ প্রবাহের কোনো দিক নেই
নিচের কোনটি সঠিক?
ক) i      খ) ii 
গ) iii     ঘ) i ও iii

উত্তর: ২৩. ঘ, ২৪. খ, ২৫. ঘ, ২৬. ঘ, ২৭. ঘ, ২৮. ঘ, ২৯. ক, ৩০. খ, ৩১. ক, ৩২. খ, ৩৩. ঘ, ৩৪. খ, ৩৫. ক।

লেখক : সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁও, ঢাকা

কবীর

আঠারো বছর বয়স কবিতার ১টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসি বাংলা ১ম পত্র

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:০০ পিএম
আঠারো বছর বয়স কবিতার ১টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসি বাংলা ১ম পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

কবিতা : আঠারো বছর বয়স

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন: ‘বাষ্পের বেগে স্টিমারের মতো চলে’ ব্যাখ্যা করো।
উত্তর: ‘আঠারো বছর বয়স’ কবিতার এ চরণে কবি তরুণ্যের দুর্বার গতি প্রসঙ্গে এ কথা বলেছেন। আঠারো বছর বয়স প্রাণচাঞ্চল্যে ভরপুর। দুঃসাহসিক প্রত্যয়ে জীবনের চড়াই-উতরাই পেরিয়ে একমাত্র তারুণ্যের পক্ষেই সম্ভব বিজয় ছিনিয়ে আনা। তাই কবি সুকান্ত ভট্টাচার্য তারুণ্যের দুর্বার গতিকে তুলে ধরার ক্ষেত্রে উপমা হিসেবে ‘বাষ্পের বেগ’ ও ‘স্টিমার’ শব্দগুলোর সন্নিবেশ

আরো পড়ুন : আঠারো বছর বয়স কবিতার ১৯টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব

ঘটিয়েছেন। তার মতে, তরুণরা যেন স্টিমারের গতিবেগের মতোই বাতাসের বেগে ছুটে চলে। জীবন ও জগতের কল্যাণ এবং অকল্যাণকর উভয় ক্ষেত্রেই তরুণরা তার এই গতিকে কাজে লাগাতে পারে। তবে কবির মতে, তরুণরা এই গতিশক্তিকে শুধু কল্যাণকর কাজেই প্রয়োগ করলে বিশ্ব এগিয়ে যাবে।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর

আইন, স্বাধীনতা ও সাম্য অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব, এসএসসি পৌরনীতি ও নাগরিকতা

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:০১ পিএম
আইন, স্বাধীনতা ও সাম্য অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব, এসএসসি পৌরনীতি ও নাগরিকতা
শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। ছবি- খবরের কাগজ

তৃতীয় অধ্যায় : আইন, স্বাধীনতা ও সাম্য

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৩। রাষ্ট্র সৃষ্টির আগে কীসের মাধ্যমে মানুষের আচরণ নিয়ন্ত্রিত হতো?
ক) ন্যায়বোধ     খ) সংবিধান 
গ) ধর্ম               ঘ) প্রথা

১৪। সামাজিক স্বাধীনতা হলো-
i. শিক্ষা লাভের স্বাধীনতা
ii. পরিবার গঠনের স্বাধীনতা
iii. ধর্ম পালনের স্বাধীনতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii      খ) i ও iii 
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

১৫। আইন সাধারণত কত ধরনের?
ক) ২ ধরনের    খ) ৩ ধরনের
গ) ৪ ধরনের     ঘ) ৫ ধরনের

১৬। কোনটি সর্বজনীন?
ক) আইন     খ) নিয়ম 
গ) প্রথা         ঘ) রীতিনীতি

১৭। মতামত প্রকাশ কোন ধরনের সাম্য?
ক) সামাজিক      খ) ব্যক্তিগত 
গ) রাজনৈতিক     ঘ) সাংস্কৃতিক

আরো পড়ুন : আইন, স্বাধীনতা ও সাম্য অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব

১৮। বৈধ পেশা গ্রহণ কোন ধরনের সাম্য?
ক) অর্থনৈতিক         খ) ব্যক্তিগত 
গ) রাজনৈতিক         ঘ) সামাজিক

১৯। সাম্যের বিভিন্ন রূপ হলো-
i. অর্থনৈতিক সাম্য
ii. সামাজিক সাম্য
iii. জাতীয় সাম্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) i ও iii 
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

২০। কোন দেশের অধিকাংশ আইন প্রথার ওপর নির্ভর করে গড়ে উঠেছে?
ক) ভারত          খ) চীন 
গ) যুক্তরাজ্য     ঘ) যুক্তরাষ্ট্র

উত্তর: ১৩. ঘ, ১৪. ক, ১৫. খ, ১৬. ক, ১৭. গ, ১৮. ক, ১৯. খ, ২০. গ।

লেখক :  সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ 

কবীর

আঠারো বছর বয়স কবিতার ১৯টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসি বাংলা ১ম পত্র

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৮:০০ পিএম
আঠারো বছর বয়স কবিতার ১৯টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসি বাংলা ১ম পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

কবিতা : আঠারো বছর বয়স

 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর 

৬। ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘আঠারো বছর’ শব্দটি কতবার ব্যবহার হয়েছে?
উত্তর: সাতবার।

৭। সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তর: দৈনিক স্বাধীনতা পত্রিকার।

৮। ‘আকাল’ কী ধরনের রচনা?
উত্তর: ‘আকাল’ সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যগ্রন্থ।

৯। আঠারো বছর বয়স বাষ্পের বেগে কীসের মতো চলে?
উত্তর: স্টিমারের মতো চলে।

১০। আঠারো বছর বয়সে অহরহ কী উঁকি দেয়?
উত্তর: বিরাট দুঃসাহসেরা উঁকি দেয়।

১১। আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য কী কী?
উত্তর: যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণব্রত।

১২। আঠারো বছর বয়স কী জানে?
উত্তর: রক্তদানের পুণ্য জানে।

১৩। আঠারো বছর বয়স পদাঘাতে কী ভাঙতে চায়?
উত্তর: পাথরের বাধা ভাঙতে চায়।

১৪। আঠারো বছর বয়স কীসে কালো হয়?
উত্তর: লক্ষ্য ও দীর্ঘশ্বাসে কালো হয়।

১৫। আঠারো বছর বয়স কী নয়?
উত্তর: ভীরু ও কাপুরুষ নয়।

আরো পড়ুন : আঠারো বছর বয়স কবিতার ৫টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসি বাংলা ১ম পত্র

১৬। আঠারো বছর বয়স কোথায় অগ্রণী ভূমিকা রাখে?
উত্তর: বিপদের মুখে।

১৭। আঠারো বছর বয়স পথে প্রান্তরে কী ছোটায়?
উত্তর: তুফান ছোটায়।

১৮। আঠারো বছর বয়সে কীসের প্রস্তুতি নিতে হয়?
উত্তর: স্বনির্ভর হওয়ার।

১৯। আঠারো বছর বয়স আত্মাকে কোথায় সঁপে দেয়?
উত্তর: শপথের কোলাহলে।

২০। আঠারো বছর বয়সে দুর্যোগে কী ঠিকমতো করা ভালো?
উত্তর: হাল ধরে রাখা ভালো।

২১। ‘আঠারো বছর বয়স’ কবিতার শেষ দুই লাইন-
উত্তর: ‘এ বয়সে তাই নেই কোনো সংশয়,
এ দেশের বুকে আঠারো আসুক নেমে।’ 

২২। আঠারো বছর বয়স হলো-
উত্তর: মানবজীবনের এক উত্তরণকালীন পর্যায়। 

২৩। ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে’ বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর: কবি যৌবনের ইতিবাচক রূপের প্রতি ইঙ্গিত করেছেন। 

২৪। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়?
উত্তর: বাংলাদেশের গোপালগঞ্জ জেলায়।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর