
প্রথম অধ্যায় : মৌলিক মানবিক চাহিদা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬০. অপুষ্টির ক্ষেত্রে শিশুদের পরেই কাদের স্থান?
ক. কিশোরদের
খ. যুবকদের
গ. বৃদ্ধদের
ঘ. নারীদের
৬১. আকাশ সংস্কৃতি উন্মুক্ত করা হয় কখন?
ক. ১৯১৯ সালে
খ. ১৯৯২ সালে
গ. ১৯৯৩ সালে
ঘ. ১৯৯৪ সালে
৬২. চলচ্চিত্র নির্মাণে সরকারের অনুদান দেওয়া জনগণের কোন চাহিদা পূরণে সহায়ক?
ক. শিক্ষার চাহিদা
খ. চিত্তবিনোদন চাহিদা
গ. জৈবিক চাহিদা
ঘ. বাসস্থানের চাহিদা
৬৩. বাংলাদেশে চিত্তবিনোদনের চাহিদা পূরণ-
ক. সন্তোষজনক
খ. ক্রমশ প্রসারমান
গ. আশাব্যঞ্জক
ঘ. হতাশাজনক
৬৪. বাংলাদেশে খাদ্য ঘাটতির যৌক্তিক কারণ হলো-
i. জনসংখ্যা বৃদ্ধি
ii. প্রাকৃতিক দুর্যোগ
iii. ভূমির খণ্ড-বিখণ্ডতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৬৫. আমাদের প্রতি বছরই বিদেশ থেকে নিচের কোনটি আমদানি করতে হয়-
i. পাট ii. সুতা
iii. কাঁচা তুলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৬.গলগণ্ড রোগ হয় কীসের মাধ্যমে?
ক. ভিটামিন এ
খ. ভিটামিন বি
গ. ভিটামিন সি
ঘ. আয়োডিন
আরো পড়ুন : মৌলিক মানবিক চাহিদা অধ্যায়ের ১২টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব
৬৭. মৌল মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা হলো-
i. পুষ্টিহীনতা
ii. নিরক্ষরতা
iii. প্রাকৃতিক দুর্যোগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৬৮. সমাজে নানা ধরনের সমস্যা দেখা দেওয়ার যৌক্তিক কারণ কোনটি?
ক. খাদ্যদানে ব্যর্থতা
খ. ব্যক্তিগত ব্যর্থতা
গ. রাষ্ট্রের ব্যর্থতা
ঘ. চাহিদা পূরণে ব্যর্থতা
৬৯. বাংলাদেশের স্বাস্থ্যসেবা বেশির ভাগ কোথায় দেওয়া হয়ে থাকে?
ক. গ্রামে খ. মহল্লায়
গ. উপজেলায় ঘ. শহরে
৭০. নিরক্ষরতা ও অজ্ঞতার মধ্যে সম্পর্ক কীরূপ?
ক. অগভীর
খ. গভীর
গ. নেতিবাচক
ঘ. হতাশাজনক
৭১. বাংলাদেশের বুকে চেপে বসেছে কী?
ক. সামাজিক বিশৃঙ্খলা
খ. রাজনৈতিক অস্থিরতা
গ. দারিদ্র্যের দুষ্টচক্র
ঘ. দুর্নীতি
৭২. খাদ্যের অপূরণজনিত প্রধান সমস্যা কোনটি?
ক. পুষ্টিহীনতা
খ. শিক্ষার সমস্যা
গ. অপরাধপ্রবণতা
ঘ. নিরক্ষরতা
উত্তর: ৬০. খ, ৬১. গ, ৬২. খ, ৬৩. খ, ৬৪. ঘ, ৬৫. গ, ৬৬. ঘ, ৬৭. ক, ৬৮. ঘ, ৬৯. খ, ৭০. খ, ৭১. গ, ৭২. ক।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর