
সপ্তম অধ্যায় : রাসায়নিক বিক্রিয়া
সৃজনশীল প্রশ্ন ও উত্তর-১
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
H, S এবং O-এর মাধ্যমে গঠিত একটি যৌগে H = 2.04% ও S = 32.65% যৌগটির আণবিক ভর 98.
ক. সবল অ্যাসিড কাকে বলে?
খ. Mg একটি মৃৎক্ষার ধাতু ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো।
ঘ. উদ্দীপকের যৌগটির সঙ্গে Ca ধাতুর বিক্রিয়া, একটি জারণ বিজারণ বিক্রিয়া, বিশ্লেষণ করো।
উত্তর: ক. যেসব অ্যাসিড জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণ রূপে বিয়োজিত হয়ে প্রচুর পরিমাণে H+ আয়ন উৎপন্ন করে, তাদের সবল অ্যাসিড বলে। যেমন- HCl, H₂SO₄, HNO₃ ইত্যাদি।
খ. ম্যাগনেসিয়াম (Mg) পর্যায় সারণির ২ নম্বর গ্রুপের একটি মৌল। ২ নম্বর গ্রুপের মৌলগুলোকে মৃৎক্ষার ধাতু বলা হয়। এর কারণগুলো হলো-
১. এরা ক্ষারীয় অক্সাইড গঠন করে, যা পানিতে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে।
২. এদের অক্সাইড এবং হাইড্রোক্সাইড মাটিতে পাওয়া যায়।
তাই, Mg একটি মৃৎক্ষার ধাতু।
আরো পড়ুন : মোলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব
গ. উদ্দীপকের যৌগটির আণবিক সংকেত নির্ণয়: প্রথমে যৌগে অক্সিজেনের শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে।
অক্সিজেনের শতকরা পরিমাণ = ১০০ - (২.০৪ + ৩২.৬৫) = ৬৫.৩১%
তারপর H, S এবং O-এর মৌল সংখ্যা বের করতে হবে।
H-এর মৌল সংখ্যা = ২.০৪/১ = ২.০৪
S-এর মৌল সংখ্যা = ৩২.৬৫/৩২ = ১.০২
O-এর মৌল সংখ্যা = ৬৫.৩১/১৬ = ৪.০৮
মৌল সংখ্যাগুলোর অনুপাত নির্ণয় করতে হবে।
H : S : O = ২.০৪ : ১.০২ : ৪.০৮ = ২ : ১ : ৪
তাই যৌগটির স্থূল সংকেত হলো H₂SO₄।
স্থূল সংকেত ভর = (১×২) + ৩২ + (১৬×৪) = ৯৮
দেওয়া আছে যৌগটির আণবিক ভর ৯৮।
n = আণবিক ভর/স্থূল সংকেত ভর = ৯৮/৯৮ = ১
সুতরাং, যৌগটির আণবিক সংকেত হলো (H₂SO₄)₁ = H₂SO₄।
ঘ. উদ্দীপকের যৌগটির সঙ্গে Ca ধাতুর বিক্রিয়া একটি জারণ বিজারণ বিক্রিয়া: উদ্দীপকের যৌগটি হলো সালফিউরিক অ্যাসিড (H₂SO₄)। এর সঙ্গে ক্যালসিয়াম (Ca) ধাতুর বিক্রিয়া নিম্নরূপ: Ca + H₂SO₄ → CaSO₄ + H₂
এই বিক্রিয়ায়, ক্যালসিয়াম (Ca) ইলেকট্রন ত্যাগ করে Ca²⁺ আয়নে পরিণত হয়। তাই, ক্যালসিয়ামের জারণ ঘটে।
সালফিউরিক অ্যাসিডের (H₂SO₄) হাইড্রোজেন (H⁺) আয়ন ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে (H₂) পরিণত হয়। তাই, সালফিউরিক অ্যাসিডের বিজারণ ঘটে।
যেহেতু এই বিক্রিয়ায় জারণ ও বিজারণ উভয়ই ঘটে, তাই এটি একটি জারণ-বিজারণ বিক্রিয়া।
লেখক : প্রধান শিক্ষক
হাজী রফিজুদ্দিন ভূঁইয়া বালিকা উচ্চবিদ্যালয়, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
কবীর