
জেএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘সি’ ইউনিট, - ব্যবসায় নীতি ও প্রয়োগ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। নিচের কোন দলিলের জন্য আয়কর রেয়াত পাওয়া যায়-
(ক) বিমা প্রিমিয়াম (খ) আয় বিবরণী
(গ) উদ্বৃত্তপত্র (ঘ) নাগরিকত্ব সনদপত্র
(ঙ) উপরের সবগুলো
উত্তর: (খ) আয় বিবরণী।
২। নিচের কোনটি তফসিলী ব্যাংক নয়?
(ক) রূপালী ব্যাংক লিমিটেড
(খ) ন্যাশনাল ব্যাংক লি.
(গ) মার্কেন্টাইল ব্যাংক লি.
(ঘ) গ্রামীণ ব্যাংক
(ঙ) উপরের কোনোটিই নয়
উত্তর: (ঘ) গ্রামীণ ব্যাংক।
৩। কোন ধরনের ব্যাংক ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করে?
(ক) বাণিজ্যিক ব্যাংক (খ) সমবায় ব্যাংক
(গ) শিল্প ব্যাংক (ঘ) কৃষি ব্যাংক
(ঙ) কেন্দ্রীয় ব্যাংক
উত্তর: (ঙ) কেন্দ্রীয় ব্যাংক।
৪। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের ‘জীবন শোণিত’?
(ক) আমানত (খ) ঋণ
(গ) নগদ (ঘ) বন্ড
(ঙ) উপরের সবগুলো
উত্তর: (ঙ) উপরের সবগুলো।
৫। বিএসআরএসের উদ্দেশ্য হলো-
(ক) কৃষি উন্নয়ন
(খ) শেয়ার বাজার উন্নয়ন
(গ) কুটিরশিল্প উন্নয়ন
(ঘ) শিল্প উন্নয়ন
(ঙ) উপরের সবকটি
উত্তর: (ঘ) শিল্প উন্নয়ন।
৬। নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়?
(ক) মুদ্রা জারি করা (খ) ঋণ নিয়ন্ত্রণ
(গ) ক্লিয়ারিং হাউস (ঘ) ঋণ দেওয়া
(ঙ) ব্যাংকগুলোর ব্যাংক
উত্তর: (ঘ) ঋণ দেওয়া।
৭। নিচের কোন ব্যাংক, আঞ্চলিক উন্নয়ন ব্যাংক হিসেবে বিবেচিত?
(ক) এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক
(খ) ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক
(গ) স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
(ঘ) ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন
(ঙ) ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট
উত্তর: (ক) এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর