
তৃতীয় অধ্যায় : ভূমিরূপ পরিবর্তন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯০। ভূ-অভ্যন্তরের যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে কী বলে?
ক) কেন্দ্র খ) উপকেন্দ্র
গ) সমকেন্দ্র ঘ) পরিকেন্দ্র
৯১। সাঙ্গু নদী বাংলাদেশের কোন ভূ-প্রকৃতির অঞ্চলের অন্তর্গত?
ক) উপকূলীয় ভূমি খ) বরেন্দ্র ভূমি
গ) প্লাবন ভূমি ঘ) পাহাড়ি ভূমি
৯২। ভূমিকম্পের সময় কেন্দ্র থেকে তরঙ্গগুলো যতই দূরে অগ্রসর হয় ততই তরঙ্গগুলো কী হয়?
ক) সতেজ খ) নিস্তেজ
গ) তীব্র ঘ) স্থির
৯৩। কোনটি লোকালয়ে আকস্মিক বন্যার সৃষ্টি করে?
ক) সুনামি খ) জলোচ্ছ্বাস
গ) সিডর ঘ) সাইক্লোন
৯৪। ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে-
i. বাহ্যিক চাপ
ii. অভ্যন্তরীণ তাপ
iii. পার্শ্ববর্তী অঞ্চলের চাপ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৯৫। গিরিখাত অধিক গভীর ও খাড়া ঢালবিশিষ্ট হলে তাকে কী বলে?
ক) ক্যানিয়ন খ) স্পার
গ) কাসকেড ঘ) জলপ্রপাত
৯৬। কোন নদী বিভক্ত হয়ে সুরমা ও কুশিয়ারা নদী গঠন করে?
ক) নাফ খ) ভাগীরথী
গ) বরাক ঘ) তিতাস
৯৭। নিচের কোনটি যমুনা নদীর উপনদী?
ক) মধুমতি খ) করতোয়া
গ) ধলেশ্বরী ঘ) বুড়িগঙ্গা
আরো পড়ুন : ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৭ম পর্ব
৯৮। শিলার বিচূর্ণীভবনে অংশগ্রহণ করতে হিউমাস কীসে পরিণত হয়?
ক) জৈব অ্যাসিডে খ) কার্বনেটে
গ) আয়নে ঘ) জৈবসারে
৯৯। আগ্নেয় পর্বতের উদাহরণ হলো-
i. ইতালির ভিসুভিয়াস
ii. কেনিয়ার কিলিমানজারো
iii. জাপানের ফুজিয়ামা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০০। ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?
ক) চীনে খ) ইতালিতে
গ) জাপানে ঘ) ইন্দোনেশিয়ায়
১০১। বিচূর্ণীভবনের নিয়ামক-
i. উচ্চ তাপ ও পর্যাপ্ত সূর্যালোক
ii. প্রচুর বৃষ্টিপাত
iii. চুনাপাথরযুক্ত ভূমিরূপ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০২। নদীর ক্ষয়জাত ভূমিরূপ নয় কোনটি?
ক) কাসকেড খ) জলপ্রপাত
গ) বাজাদা ঘ) ক্যানিয়ন
উত্তর: ৯০. ক, ৯১. ঘ, ৯২. খ, ৯৩. ক, ৯৪. গ, ৯৫. ক, ৯৬. গ, ৯৭. খ, ৯৮. ক, ৯৯. খ, ১০০. খ, ১০১. ঘ, ১০২. গ।
লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর