
অনুচ্ছেদ লিখন
বাংলাদেশের কৃষক
বাংলাদেশের কৃষক এ দেশের খাদ্য উৎপাদনের মূল ভিত্তি। দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ প্রত্যক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত। তারা ধান, গম, পাট, আলু, ডাল, শাকসবজি, ফলমূলসহ নানা ফসল উৎপাদন করে জাতীয় চাহিদা পূরণ করে থাকেন। কৃষকের অক্লান্ত পরিশ্রমেই সারা বছর জমিতে চাষাবাদ ও ফসল ঘরে তোলা সম্ভব হয়। অনেকেই এখন পাওয়ার টিলার, কম্বাইন হারভেস্টার, সেচ পাম্পসহ আধুনিক কৃষিযন্ত্র ব্যবহার করলেও কেউ কেউ এখনো গরুর লাঙল ও হাতের যন্ত্রপাতির উপর নির্ভরশীল। উৎপাদন খরচ বাড়লেও অধিকাংশ সময় কৃষকরা ন্যায্য মূল্য পান না। প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, বন্যা ও খরা এ দেশের কৃষির বড়
আরো পড়ুন : বাংলা নববর্ষ বিষয়ক অনুচ্ছেদ লিখন, ১ম পর্ব
প্রতিবন্ধকতা। কৃষিপণ্যের সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার দুর্বলতা কৃষকের আয় হ্রাস করে। অনেক কৃষক কৃষি ঋণের ভারে হতাশ হয়ে পড়েন। কিষাণীরাও পরিবার ও মাঠের কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কৃষকদের আধুনিক প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও বাজার সুবিধা নিশ্চিত করা সময়ের দাবি। কৃষিকে লাভজনক ও সম্মানজনক পেশায় রূপান্তরিত করতে রাষ্ট্রীয়ভাবে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। কৃষকের উন্নয়ন ছাড়া দেশের খাদ্য নিরাপত্তা ও টেকসই অর্থনীতি কল্পনা করা যায় না। তাই কৃষককে কেবল উৎপাদক হিসেবে নয়; বরং দেশের অগ্রগতির অন্যতম সেবক হিসেবে মর্যাদা দিতে হবে।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর