
কবিতা : ফেব্রুয়ারি ১৯৬৯
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১০. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কোন গণজাগরণের পটভূমিতে রচিত?
উত্তর: ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের পটভূমিতে রচিত।
প্রশ্ন-১১. ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে?
উত্তর: ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে বরকত।
প্রশ্ন-১২. ‘সালামের চোখ আজ’ কী?
উত্তর: সালামের চোখ আজ আলোচিত ঢাকা।
প্রশ্ন-১৩. সালামের মুখে কী দেখা যায়?
উত্তর: সালামের মুখে সবুজ-শ্যামল পূর্ববাংলা দেখা যায়।
প্রশ্ন-১৪. কার হাত থেকে অবিনাশী বর্ণমালা ঝরে পড়ে?
উত্তর: সালামের হাত থেকে অবিনাশী বর্ণমালা ঝরে পড়ে।
প্রশ্ন-১৫. গাঢ় উচ্চারণে কথা বলে কে?
উত্তর: গাঢ় উচ্চারণে কথা বলে বরকত।
আরো পড়ুন : ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার ৯টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
প্রশ্ন-১৬. বাস্তবের বিশাল চত্বরে ফুল ফোটে কাদের রক্তে?
উত্তর: বাস্তবের বিশাল চত্বরে ফুল ফোটে বীরের রক্তে।
প্রশ্ন-১৭. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কার অশ্রুজলের কথা বলা হয়েছে?
উত্তর: ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় দুঃখিনী মাতার অশ্রুজলের কথা বলা হয়েছে।
প্রশ্ন-১৮. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কবি ‘কমলবন’ প্রতীকটি ব্যবহার করেছেন কেন?
উত্তর: ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় মানবিকতা, সুন্দর ও কল্যাণের জগৎ বোঝাতে কবি ‘কমলবন’ প্রতীকটি ব্যবহার করেছেন।
প্রশ্ন-১৯. আসাদুজ্জামান (আসাদ) কোন আন্দোলনে শহিদ হন?
উত্তর: আসাদুজ্জামান ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে শহিদ হন।
প্রশ্ন-২০. ‘হরিৎ উপত্যকা’ অর্থ কী?
উত্তর: ‘হরিৎ উপত্যকা’ শব্দের অর্থ সবুজ প্রান্তর।
প্রশ্ন-২১. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি ‘নিজ বাসভূমে’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
প্রশ্ন-২২. সারা দেশ কাদের অশুভ আস্তানা?
উত্তর: সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর