
গল্প : সুভা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। সুভা কাজকর্মে যখনই অবসর পায়, তখনই কোথায় এসে বসে?
ক) তেঁতুলতলায় খ) নদী তীরে
গ) আম-কাঁঠালের বাগানে ঘ) আকাশের তলে
নিচের উদ্দীপকটি পড়ে ২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
‘মা-বাবা হারানো মিনু জন্ম থেকেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী। কিন্তু জীবনকে তুচ্ছ মনে করে না সে। বিশাল প্রকৃতি জগৎ তার অকৃত্রিম বন্ধু। দৃষ্টির ভেতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে সে।’
২। উদ্দীপকের মিনুর সঙ্গে ‘সুভা’র সাদৃশ্য হলো-
i. উভয়েই এতিম ii. উভয়েই প্রতিবন্ধী
iii. উভয়েরই প্রকৃতির সঙ্গে মিতালি রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
‘সেই জন্যই কলিকাতার গলিতে ওই গরাদের ফাঁক দিয়ে নির্বাক আকাশের সঙ্গে তাহার মনের কথা হয়।’
৩। উদ্দীপকের সঙ্গে ভাবগত মিল কোন বাক্যের?
ক) সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন
খ) একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করে বসে থাকত
গ) এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো বিজন মহত্ত্ব আছে
ঘ) শব্দাতীত নক্ষত্র লোক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সংগীত
৪। এরূপ মিলের কারণ-
i. একাকিত্ব
ii. অভিমান
iii. প্রকৃতিপ্রীতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫। ‘শুক্লাদ্বাদশী’ শব্দের অর্থ কী?
ক) চাঁদের দ্বাদশ দিন খ) চাঁদের একাদশ দিন
গ) চাঁদের সপ্তম দিন ঘ) চাঁদের ত্রয়োদশ দিন
৬। কারও চোখকে তর্জমা করতে হয় না, কারণ-
i. মনের কথা চোখের ওপর ছায়া ফেলে
ii. চোখ হাসে
iii. ভাব নিজে থেকে এসে চোখে ধরা দেয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
আরো পড়ুন : সুভা গল্পের ৬টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব
৭। সুভা দুহাত বাড়িয়ে বলতে চায় ‘তুমি আমাকে যাইতে দিয়ো না, মা’ কোন দিনের ঘটনা?
ক) কলকাতা যাওয়ার দিন খ) শুক্লা দ্বাদশীর রাত্রিতে
গ) পূর্ণিমা রাত্রিতে ঘ) বিয়ের দিন
৮। প্রতাপের প্রধান শখ ছিল কোনটি?
ক) ঘুরে বেড়ানো খ) খেলাধুলা করা
গ) ঘুড়ি উড়ানো ঘ) ছিপ দিয়ে মাছ ধরা
৯। সুভা কোথায় বসে থাকত?
ক) বটতলায় খ) তেঁতুলতলায়
গ) আমতলায় ঘ) জামতলায়
১০। শিশুকাল থেকেই সুভা নিজেকে বিধাতার অভিশাপ ভেবেছে কেন?
ক) কথা বলতে পারে না বলে খ) সমবয়সীদের আচরণে
গ) সবার দুশ্চিন্তার কারণে ঘ) বিরক্তি প্রকাশের জন্য
১১। সুভা নিয়মিত কতবার করে গোয়াল ঘরে যায়?
ক) একবার খ) দুইবার
গ) তিনবার ঘ) চারবার
১২। সুভা মুক্তির আনন্দ পায় কার কাছে?
ক) সর্বশী ও পাঙ্গুলি খ) প্রতাপ
গ) রুদ্র মহাকাশ ঘ) নির্বাক প্রকৃতি
উত্তর: ১. খ, ২. গ, ৩. খ, ৪. গ, ৫. ক, ৬. খ, ৭. খ, ৮. ঘ, ৯. খ, ১০. গ, ১১. গ, ১২. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর