
প্রথম অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৮। অনলাইন কেনাবেচার মাধ্যম হলো-
i. ক্রেডিট কার্ড
ii. আইডি কার্ড
iii. ডেবিট কার্ড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৯। অনলাইন পণ্য অর্ডার করা এবং মূল্য পরিশোধের জন্য প্রযুক্তির জন্য যে উপাদান দরকার-
i. ইন্টারনেট
ii. কম্পিউটার বা মোবাইল ফোন
iii. টেলিভিশন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উদ্দীপকের আলোকে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
আজ সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে। এ কারণে ছাত্রছাত্রীরা ক্লাসে আসতে না পারায় শিক্ষক মকবুল আলম ক্লাসের ভিডিও তৈরি করে তা অনলাইনে আপলোড করে দিলেন।
২০। শিক্ষক মকবুল আলম ক্লাসের ভিডিও আপলোডের মাধ্যমে কোন জগতের সদস্য হয়ে যান?
ক) অনলাইন খ) ফেসবুক
গ) ই-লার্নিং ঘ) ই-কমার্স
২১। এ পদ্ধতিতে মকবুল আলম আরও যেসব কাজ করতে পারেন-
i. অনলাইনে পরীক্ষা নেওয়া
ii. হোমওয়ার্ক জমা নেওয়া
iii. বাড়িতে না গিয়ে পড়া বুঝিয়ে দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
আরো পড়ুন : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব
২২। মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট কোনটি?
ক) টুইটার
খ) ফেসবুক
গ) ইনস্টাগ্রাম
ঘ) লিংকড ইন
২৩। প্রথম আবিষ্কৃত কম্পিউটারের মূল কাজ ছিল?
ক) হিসাব করা
খ) তথ্য সংগ্রহ করা
গ) ইন্টারনেট ব্যবহার করা
ঘ) বার্তা পাঠানো
২৪। ICT-এর পূর্ণরূপ কী?
ক) Information and Communication Technology
খ) Information Communication Technic
গ) Information and Computer Technic
ঘ) Information and Communication Technic
২৫। বিশ্বের সঙ্গে তথ্যপ্রযুক্তিতে তাল মেলাতে হলে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গতি কেমন করতে হবে?
ক) ধীরগতি
খ) বড় বড় লাফ
গ) গতানুগতিক
ঘ) দ্রুত
উত্তর: ১৮. খ, ১৯. ক, ২০. গ, ২১. ক, ২২. ক, ২৩. ক, ২৪. ক, ২৫. খ।
লেখক : শিক্ষক
লৌহজং পয়শা উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর