ঢাকা ১ আশ্বিন ১৪৩১, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ-বাহরাইন কূটনৈতিক সর্ম্পকের ৫০ বছর পূর্তি উদযাপন

প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০৪:২১ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৪, ০৪:৫৮ পিএম
বাংলাদেশ-বাহরাইন কূটনৈতিক সর্ম্পকের ৫০ বছর পূর্তি উদযাপন

বাহরাইনের মানামায় বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে বাংলাদেশ-বাহরাইন কূটনৈতিক সর্ম্পকের ৫০ বছর পূর্তি উদযাপন হয়েছে।

সোমবার (৩ জুন) বাহরাইনের দ্যা ডিপ্লোম্যাট রেডিসন হোটেলে এ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- বাহরাইন কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার আহমেদ বিন সালমান আল-মুসালাম, বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ফর পলিটিকাল অ্যাফেয়ার্স ড. শেখ আব্দুলাহ বিন আহমেদ বিন আব্দুল্লাহ আল খলিফা, নর্দান গভর্নর আলী বিন আল শেখ আব্দুল হুসাইন আল-আসফুর ও জনপ্রশাসন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাইখা রানা বিনতে ঈসা বিন দাইজ আল খলিফা।

এ ছাড়াও শূরা কাউন্সিল এবং কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভের সদস্য, বাহরাইনে দায়িত্বরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক, বাহরাইন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ দেশি-বিদেশি বিভিন্ন পেশার লোকজন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও বাংলাদেশ-বাহরাইনের কূটনৈতিক সর্ম্পকের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি দুদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়। 

কূটনৈতিক সর্ম্পকের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিশেষ আয়োজনের মধ্যে ছিল বাংলাদেশ দূতাবাস ও বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে যৌথভাবে স্মারক লোগো উন্মোচন ও বিশেষ প্রকাশনা এবং কেক কাটা। 

যৌথভাবে প্রকাশিত এই ম্যাগাজিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব এবং বাহরাইনের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বাণী দিয়েছেন।

ম্যাগাজিনে কূটনৈতিক সর্ম্পকের ৫০ বছরের উপর দূতাবাস এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত আর্টিকেলসহ উভয় দেশের সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং দূতাবাসের কার্যক্রম বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

মার্চ মাসে পবিত্র রমজান মাস থাকায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৩তম বার্ষিকী বাংলাদেশ-বাহরাইন কূটনৈতিক সর্ম্পকের ৫০ বছর পূর্তি উদযাপনের সঙ্গে একত্রে আয়োজন করা হয়েছে।

চার্জ দ্য অ্যাফেয়ার্স তার স্বাগত বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদাতবরণ করেছেন সে সব বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 

তিনি বিশেষভাবে বাহরাইনের মহামহিম রাজা হামাদ বিন ঈসা আল খালিফা এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী শেখ সালমান বিন হামাদ আল খালিফার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। 

তিনি আরও বলেন, ‘১৯৭৪ সালের ৬ জুন তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই বাংলাদেশ এবং বাহরাইনের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।’ 

এ প্রেক্ষিতে তিনি বাংলাদেশের রূপকল্প ২০৪১-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত একটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভ্রাতৃপ্রতিম বাহরাইনের সর্বোপরি সহযোগিতার কামনা করেন এবং একইভাবে বাহরাইনের অর্থনৈতিক ভিশন ২০৩০ বাস্তবায়িত করতে বাংলাদেশের সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে উল্লেখ করেন।

চার্জ দ্য অ্যাফেয়ার্স তার বক্তব্যে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং দুই দেশের সঙ্গে ঐতিহাসিক মিল রয়েছে উল্লেখ করে বলেন, ‘১৯৭১ সালে দুই দেশেরই জন্ম হয় এবং ১৬ ডিসেম্বর দুই দেশের কাছে সমানভাবে গুরত্বপূর্ণ। এ ছাড়া বিশ্বে শান্তি বিরাজমান ও প্রতিষ্ঠায় দুই দেশ অগ্রণী ভূমিকা রাখছে।’ 

তিনি ভবিষ্যতে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য, ব্যবসা-বাণিজ্য ও সার্বিক কল্যাণকর কাজ আরও সুসংহত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চার্জ দ্য অ্যাফেয়ার্স অনুষ্ঠানের আগত সকল অতিথিদের সঙ্গে নিয়ে দূতাবাস কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্কুল বাহরাইন এর শিক্ষার্থীরা দেশীয় গানের সঙ্গে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে। 

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে চার্জ দ্য অ্যাফেয়ার্স অতিথিদেরকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ও বাহরাইনের সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, ব্যবসা-বাণিজ্য তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ ও বাহরাইনের যে দুটি কর্ণার স্থাপন করা হয়েছিল তা ঘুরে ঘুরে দেখান। 

এ ছাড়াও এই অনুষ্ঠানে দুই দেশের ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়।

সাদিয়া নাহার/অমিয়/

সৌদি আরবে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩১ পিএম
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৯ পিএম
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে চালু হয়েছে ই-পাসপোর্ট পরিষেবা

রিয়াদে বাংলাদেশ দূতাবাস আনুষ্ঠানিকভাবে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট পরিষেবা চালু করেছে। দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রকিবুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

দূতাবাস মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বিশিষ্টজনের পাশাপাশি পেশাজীবী ও গণমাধ্যম প্রতিনিধিসহ সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। অনুষ্ঠানে ই-পাসপোর্ট উদ্যোগের সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদেকিন বাংলাদেশে ও বিদেশে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্টের জন্য কীভাবে আবেদন করতে হবে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।

প্রেজেন্টেশনের পর, কারিগরি দল প্রক্রিয়া ও সুবিধাসহ ধারণা পরিষ্কার করতে নতুন ই-পাসপোর্ট সিস্টেম সম্পর্কে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 

ই-পাসপোর্ট পরিষেবার প্রবর্তন সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভ্রমণে পাসপোর্ট লাভের সেবা উল্লেখযোগ্যভাবে সহজ ও এর দক্ষতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

কাতার সার্চ অ্যান্ড ফলোআপ ডিপার্টমেন্ট প্রধানের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৩ পিএম
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৪ পিএম
কাতার সার্চ অ্যান্ড ফলোআপ ডিপার্টমেন্ট প্রধানের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের বৈঠক
কাতারের সেহলিয়া এলাকায় অবস্থিত সার্চ অ্যান্ড ফলোআপ ডিপার্টমেন্টে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ছবি : খবরের কাগজ

কাতার সার্চ অ্যান্ড ফলোআপ ডিপার্টমেন্ট প্রধান মেজর ওমর খলিফা আলরুমাইহির সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। 

গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) কাতারের সেহলিয়া এলাকায় অবস্থিত সার্চ অ্যান্ড ফলোআপ ডিপার্টমেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাষ্ট্রদূত কাতারের সফরজেল ও পুলিশ কর্তৃপক্ষের কার্যক্রমের প্রশংসা করেন। মেজর আলরুমাইহি দূতাবাসের কার্যক্রম এবং বাংলাদেশিদের সচেতনতামূলক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত বিভিন্ন সময়ে গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকদের এবং জেলখানায় অবস্থানকালে তাদের কল্যাণ নিশ্চিতকরণের বিষয়ে জানতে চাইলে মেজর আলরুমাইহি বলেন, ‘কাতারের আইনবহির্ভূত কার্যক্রম ও যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি না নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করায় বিভিন্ন সময়ে কোনো কোনো বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সুসম্পর্ক বিবেচনায় আদালতের মাধ্যমে তাদের সাজা না দিয়ে ফেরত পাঠানো হয়।’

রাষ্ট্রদূত জানান, অনেক সময় পূর্বশত্রুতার জেরে মিথ্যা তথ্য দিয়ে কোনো কোনো বাংলাদেশিকে কাতারের মাঠপর্যায়ে কর্মরত নিম্নপদস্থ পুলিশ দ্বারা গ্রেপ্তার করানো হয়।

এ বিষয়ে মেজর আলরুমাইহি জানান, গ্রেপ্তার হওয়া প্রত্যেক ব্যক্তি ৪৮ ঘণ্টার মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণের সময় পেয়ে থাকেন। এ পর্যায়ে তারা সফরজেল কর্তৃপক্ষ বা যেকোনো পেশাদার আইনি সহযোগিতা নিতে পারেন। রাষ্ট্রদূত কোনো মিথ্যা অভিযোগে বাংলাদেশিদের অযথা হয়রানির বিষয়ে কাতারের পুলিশের বিশেষ মনোযোগ কামনা করেন।

বৈঠকে ডিপোর্টেশন সেকশন প্রধান ক্যাপ্টেন আব্দুল্লাহ আল হাজিরিসহ সার্চ অ্যান্ড ফলোআপ ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দূতাবাস ও মিশন উপপ্রধানসহ শ্রমকল্যাণ উইংয়ের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

 

এবিডিসি জরিপে গবেষক হিসেবে সৌদিতে প্রথম মাবরুক বিল্লাহ

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৭ পিএম
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম
এবিডিসি জরিপে গবেষক হিসেবে সৌদিতে প্রথম মাবরুক বিল্লাহ
ড. সাইয়্যেদ মাবরুক বিল্লাহ

অস্ট্রেলিয়ান বিজনেস ডিনস কাউন্সিলের (এবিডিসি) জরিপে গবেষক হিসেবে সৌদি আরবে প্রথম ও গালফ রাষ্ট্রগুলোর মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন ড. সাইয়্যেদ মাবরুক বিল্লাহ।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মাবরুক বিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির ও চরমোনাই পীর আল্লামা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীমের নাতি ও চরমোনাই আহছানাবাদ রশীদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর বড় ছেলে।

মাবরুক বিল্লাহর সাফল্যে তার পরিবারের পক্ষ থেকে অধ্যক্ষ হযরত মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 

মাবরুক বিল্লাহ নিউজিল্যান্ডের অকল্যান্ডের ম্যাসি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সৌদি আরবের প্রিন্স মোহাম্মাদ বিন ফাহাদ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

সালমান/

নিউইয়র্কে ড. ইউনূসকে সংবর্ধনা দেওয়া হবে

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৬ পিএম
নিউইয়র্কে ড. ইউনূসকে সংবর্ধনা দেওয়া হবে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সংবর্ধনা দেবে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন। আগামী ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের ম্যানহাটনের টাইমস স্কয়ারসংলগ্ন ম্যারিয়ট মারক্যুইস হোটেলের বলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। 

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর  নিউইয়র্ক যাবেন প্রধান উপদেষ্টা। আগামী ২৭ সেপ্টেম্বর তিনি জাতিসংঘে ভাষণ দেবেন।

ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা নিয়ে ইতোমধ্যে নিউইয়র্কের বিভিন্ন মহলের টানাহেঁচড়া শুরু হয়েছে। প্রায় প্রতিদিনই চলছে পাল্টাপাল্টি সভা ও সংবাদ সম্মেলন। 

বিভিন্ন সংগঠন প্রধান উপদেষ্টাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার আগ্রহ প্রকাশ করলেও কাউকে দেওয়া হচ্ছে না কোনো অনুমতি। শুধু সরকারিভাবেই তাকে সংবর্ধনা দেওয়া হবে বলে কূটনৈতিক সূত্র জানায়। তারপরও প্রবাসী বিভিন্ন সংগঠন থেমে নেই। 

বিএনপিপন্থি নাগরিক সমাজ, জামায়াত, বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের পরিচালিত বাংলাদেশ সোসাইটিসহ বিভিন্ন মহল ড. ইউনূসকে সংবর্ধনা দিতে মরিয়া হয়ে উঠেছে। 

তবে সংবর্ধনার আয়োজন করার মধ্যেই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

মালয়েশিয়ার সাবাহর গভর্নরের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১২ পিএম
মালয়েশিয়ার সাবাহর গভর্নরের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ
ইস্তানা সেরি কিনাবালুতে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানকে উষ্ণ অভ্যর্থনা জানান সাবাহর গভর্নর ড. হাজি জুহার বিন দাতুক হাজি মহিরুদ্দিন

মালয়েশিয়ার সাবাহর গভর্নর ড. হাজি জুহার বিন দাতুক হাজি মহিরুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) প্রাপ্ত এক বার্তায় বলা হয়, ইস্তানা সেরি কিনাবালুতে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান গভর্নর।

সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে তারা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে গভীর সন্তোষ প্রকাশ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। গভর্নরের কার্যালয় এবং হাইকমিশনের মধ্যে শক্তিশালী সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয় বৈঠকে। এ সময় তারা দুজন স্মারক বিনিময়ও করেন।

বৈঠকে হাইকমিশনারের সঙ্গে ছিলেন শ্রমবিষয়ক কাউন্সিলর সৈয়দ শরিফুল ইসলাম, রাজনৈতিক কাউন্সিলর ফারহানা আহমেদ চৌধুরী ও প্রথম সচিব (বাণিজ্য) প্রণব কুমার ঘোষ।

সাবাহ প্রদেশের অর্থমন্ত্রী দাতুক সেরি পাংলিমা মাসিদি মানজুনের সঙ্গেও বৈঠক করেন হাইকমিশনার। সাবাহর অর্থ উপমন্ত্রীও বৈঠকে উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা দ্বিপক্ষীয় বিষয় বিশেষ করে সাবাহপ্রবাসী বাংলাদেশিদের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং তাদের কল্যাণে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

হাইকমিশনার তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য এবং অর্থমন্ত্রীর কার্যালয় ও হাইকমিশনের মধ্যে শক্তিশালী সহযোগিতা গড়ে তোলার উদ্যোগে সহায়তা করার জন্য অর্থমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। ইউএনবি