অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব বাফেলো ইনক এর নতুন কমিটির অভিষেক ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ জুন) স্থানীয় কোমো পার্ক ব্লুবার্ডের এই অনুষ্ঠানে বিপুলসংখ্যাক প্রবাসী ফেঞ্চুগঞ্জবাসী পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণ করেন।
প্রবাসে সবাই ব্যস্ত সময় পার করেন। ব্যস্ত জীবনে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আয়োজকরা খুশি। তাদের এই পরিশ্রম স্বার্থক হয়েছে অনুষ্ঠানে ব্যাপক অংশগ্রহণে।
বাফেলোতে বর্তমানে বিপুলসংখ্যক প্রবাসী বসবাস করলেও খুব বেশি সময় থেকে তারা বসবাস শুরু করেননি। যে কারণে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব বাফেলো ইনক এর অভিষেক অনুষ্ঠান ছিল প্রথম কমিটির। এর আগে একটি আহ্বায়ক কমিটি গঠন করে কর্মকাণ্ড শুরু করা হয়। আহ্বায়ক করা হয় রেজাউল ইসলাম সেলিমকে। তিনিই রবিবার নতুন কমিটির নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি (স্পোর্টস) মো. মহিউদ্দিন পলাশ, আহমেদ গনি, জাহিদ চৌধুরী।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আব্দুন নুর। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফখর উদ্দিন।
কমিটির অপর সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম সেলিম, সহ-সভাপতি শরিফ মিয়া, মাহফুজ মতিন, সহ-সাধারণ সম্পাদক বোরহান আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ ইসলাম (সুজন), সাংগঠনিক সম্পাদক সায়েদুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক জুবেদ মিয়া, সমাজকল্যাণ সম্পাদক সাব্বির হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ মো. জয়নুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম তাজু, ধর্ম বিষয়ক সম্পাদক কামাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা খানম, আপ্যায়ন সম্পাদক শরীফুল ইসলাম, আইন ও আন্তর্জাতিক সম্পাদক মুজিব হায়দার বদরুল। সদস্য মুকিম চৌধুরী, কয়েছ আহমেদ, মিজানুর রহমান, সৈয়দ সদরুল আলম ও আহমদ হোসেন।
এমএ/