ঢাকা ২০ জ্যৈষ্ঠ ১৪৩২, মঙ্গলবার, ০৩ জুন ২০২৫
English
মঙ্গলবার, ০৩ জুন ২০২৫, ২০ জ্যৈষ্ঠ ১৪৩২

কলকাতায় ধ্রুপদী ভাষা বাংলা নিয়ে ছায়ানটের অনুষ্ঠান ৮ নভেম্বর

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১২:২৬ পিএম
কলকাতায় ধ্রুপদী ভাষা বাংলা নিয়ে ছায়ানটের অনুষ্ঠান ৮ নভেম্বর
ছায়ানট (কলকাতা)

পশ্চিমবঙ্গের কলকাতায় ধ্রুপদী ভাষা বাংলা নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ছায়ানট।

আগামী শুক্রবার (৮ নভেম্বর) কলকাতার উইসডম্ ট্রি ক্যাফেতে (উইসডম্ ট্রি, ৪৯, যতীন দাস রোড, কলকাতা - ৭০০০২৯) ছায়ানট (কলকাতা)এর বিনম্র নিবেদন ‘মোদের গরব, মোদের আশা/ আ-মরি বাংলা ভাষা’।

অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টা ৩০ মিনিটে।

অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করবেন কলকাতা ছায়ানটের সভাপতি সোমঋতা মল্লিক। 

সম্প্রতি ভারতে ধ্রুপদী’ ভাষার মর্যাদা পেল বাংলা ভাষা। মারাঠি, পালি, প্রাকৃত, অসমীয়ার সঙ্গে বাংলাকেও ‘ধ্রুপদী’ ভাষার মর্যাদা দেওয়া হয়। এই তালিকায় জায়গা পাওয়া ভাষার সংখ্যা দাঁড়াল বর্তমানে ১১টি। যা আগে ছিল ছয়টি।

আগে এই তালিকায় ছিল তামিল, সংস্কৃত, তেলেগু, কন্নড়, মালায়লাম এবং ওড়িয়া। বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ায় স্বভাবতই খুশি বাংলা ভাষাভাষীরা।

অনুষ্ঠানের শুরুতে বিশেষ আলোচনামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ইন্সটিটিউট অব ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চের (আইএলএসআর) অধিকর্তা ড. স্বাতী গুহ, ইন্সটিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চের (আইএলএসআর) স্কুল অব লিঙ্গুস্টিক স্টাডিজ অধ্যাপক অমিতাভ দাস, লিঙ্গুইস্ট ড. রাজীব চক্রবর্তী।

এই পর্বের সঞ্চালনা করবেন রয় চৌধুরী। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান এবং পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান। 

দীর্ঘদিন বাংলা ভাষাকে কাজের মাধ্যম হিসেবে নির্বাচন করার জন্য চার বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করবে ছায়ানট (কলকাতা)। তারা হলেন- লেখক ও প্রতিবিম্ব পত্রিকার সম্পাদক প্রশান্ত মাজী, বাচিক শিল্পী এবং রেডিও ব্যক্তিত্ব রাজা দাস, ক্যুইজ মাস্টার দেবাশীষ সরকার ও শব্দবাজির প্রতিষ্ঠাতা রয় চৌধুরী।

বাংলা ভাষা নিয়ে বিভিন্ন কবির লেখা কবিতা আবৃত্তি করবেন ছায়ানটের বাচিকশিল্পীরা। 

বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাংলা শব্দের মজাদার খেলার অনুষ্ঠান শব্দবাজি খেলা।

অনুষ্ঠান শেষে প্রশান্ত মাজী সম্পাদিত প্রতিবিম্ব পত্রিকার ৫০ বছর উপলক্ষে নির্মিত অরিন্দম সাহা সরদার পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের কথাচিত্র ‘একটি তরবারির রূপকথা’ প্রদর্শিত হবে।

অমিয়/

মানামায় বাংলাদেশ দূতাবাসে গণশুনানি অনুষ্ঠিত

প্রকাশ: ৩১ মে ২০২৫, ১০:৩০ এএম
আপডেট: ৩১ মে ২০২৫, ১০:৪৭ এএম
মানামায় বাংলাদেশ দূতাবাসে গণশুনানি অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ দূতাবাস, মানামায় আনন্দঘন পরিবেশে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার এনডিসির সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) মানামায় বাংলাদেশে দূতাবাসের হল রুমে এ গণশুনানি হয়।

এ অনুষ্ঠানে সাধারণ প্রবাসীদের পাশাপাশি ব্যবসায়ী, সাংবাদিক ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতাসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গণশুনানিতে আসা প্রবাসী বাংলাদেশিদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার তার বক্তব্যে গণশুনানিতে উপস্থিত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘গণশুনানির মাধ্যমে দূতাবাস সরাসরি প্রবাসী কর্মীদের সমস্যা সম্পর্কে অবহিত হতে পারবেন। দূতাবাসের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে প্রবাসীদের গঠনমূলক পরামর্শ দূতাবাসের সেবার মানকে আরও ত্বরান্বিত করবে।

এ ছাড়া কোনো সমস্যা হলে দূতাবাসের অফিসারদের সঙ্গে সরাসরি যোগাযোগের কথা বলেন তিনি। এ সময় রাষ্ট্রদূত সবাইকে বাহরাইনের আইন-কানুন মেনে চলা এবং বৈধভাবে এই দেশে অবস্থান করার অনুরোধ জানান তিনি। বিদেশের মাটিতে কারও দ্বারা যেন বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখার পাশাপাশি বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর জন্য সবাইকে অনুরোধ জানান।

এ গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেইসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীদের আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। উক্ত অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এ সময় দূতাবাসের পক্ষ থেকে রাষ্ট্রদূত তাদের বিভিন্ন সমস্যা ও প্রশ্নের তাৎক্ষণিক সমাধান দিয়েছেন। বাহরাইনে বসবাসরত প্রবাসীদের জন্য প্রতি মাসের শেষ শুক্রবার দূতাবাস গণশুনানির আয়োজন করবে। প্রবাসীরা তাদের প্রস্তাবনা, মতামত, অভিযোগ, পরামর্শ সরাসরি ই-মেইলে ([email protected]) পাঠাতে পারবেন।

সুমন/

দুবাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৩:৪২ পিএম
দুবাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু
নিহত মো. বাবু

দুবাইয়ে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রামের ফটিকছড়ির মো. বাবু (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ মে) সকালে (দুবাইয়ের স্থানীয় সময়) ইলেকট্রিক কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কাজের সময় ড্রিল মেশিন চালাতে গিয়ে হঠাৎ শর্টসার্কিট হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মো. বাবু ফটিকছড়ি উপজেলার দৌলতপুর ৫নং ওয়ার্ডের মৃত মো. জমিলের ছেলে। দুই ভাইয়ের মধ্যে বাবু ছিলেন বড়।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবুর এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও এলাকাজুড়ে।

পরিবারের সদস্যরা প্রবাসে থাকা বাবুর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

নাজমুল/মেহেদী/

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে নববর্ষ উদযাপন

প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৩:২২ পিএম
বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে নববর্ষ উদযাপন
মানামায় বাংলাদেশ দূতাবাসে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন

বাহরাইনের মানামায় বাংলাদেশ দূতাবাসে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করা হয়েছে।

শুক্রবার  (১৬ মে) এ উপলক্ষে বাংলাদেশি সংস্কৃতিকে তুলে ধরার জন্য দূতাবাসের হল রুম, আঙিনা, প্রবেশদ্বার বর্ণিল রং, রঙিন কাগজ, বেলুন, ফেস্টুন, পোস্টার, ফুল, নকশিকাঁথা ইত্যাদি দিয়ে সাজানো হয়। 

অনুষ্ঠানে সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কবি-সাহিত্যিক, মিডিয়া ব্যক্তিত্ব, ব্যবসায়ী, বাংলাদেশ স্কুলের শিক্ষার্থী ও গণ্যমাণ্য ব্যক্তি এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। 

প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্যবাহী রঙিন পোষাক, তাদের আবেগ, ভালবাসা ও হৈ-হুল্লোড়ে বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান হয়ে উঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। 

এ ছাড়া অনুষ্ঠানে দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে পাঁচটি স্টল বসানো হয়। যেখানে অতিথিদের জন্য বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী দেশীয় পিঠা, পায়েস, চটপটিসহ বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়। পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য দূতাবাস প্রাঙ্গণে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, এনডিসি উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। 

এ সময় তিনি ‘বাংলা নববর্ষ’ উদযাপন উপলক্ষ্যে যারা উপস্থিত হয়েছেন সবাইকে স্বাগত জানান। 

নতুন প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি, কৃষ্টি-কালচার ও ঐতিহ্যকে পরিচয় করানোর জন্য এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি। 

রাষ্ট্রদূত আরও বলেন, “যারা আজকের এই ‘বাংলা নববর্ষ’ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অনেকই হয়তো দীর্ঘ দিন ধরে বাহরাইনে বসবাস করছেন। এ দেশের ঐতিহ্য, সংস্কৃতি, সামাজিক জীবনব্যবস্থা সর্ম্পকে অবগত আছেন। বাহরাইনের সমাজ ও সভ্যতাকে সম্মান করে এ দেশের মানুষের সঙ্গে মিলেমিশে সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতির সঙ্গে বসবাস করতে হবে। পাশাপাশি বাহরাইনের আইন- কানুনের প্রতিও সব প্রবাসীকে শ্রদ্ধাশীল হতে হবে। বিদেশের মাটিতে যেন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিশু-কিশোর ও প্রবাসী বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এতে শিল্পীরা দেশাত্মবোধক গান, রবীন্দ্রসংগীত, লোকগীতিসহ কবিতা, বক্তৃতা, নৃত্য পরিবেশন করেন, যা উপস্থিত অতিথিদেরকে বিমোহিত করে। 

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দূতাবাসের পক্ষ থেকে অতিথিদেরকে পিঠা, পায়েস, মিষ্টি ও দেশীয় খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়। প্রায় তিন শতাধিক প্রবাসী বাংলাদেশি বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে দূতাবাসে উপস্থিত হন।

বিজ্ঞপ্তি/পপি/

লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১১:০১ এএম
লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান
ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের সামনে প্রবাসীরা (পুরনো ছবি)। - সংগৃহীত

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সাম্প্রতিক অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস।

সোমবার (১২ মে) রাতে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ত্রিপোলিতে সাম্প্রতিক সশস্ত্র যানবহরের আগমন ও উদ্ভূত অস্থির পরিস্থিতির প্রেক্ষিতে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব নাগরিককে নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে এবং নিরাপত্তার স্বার্থে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস ত্রিপলীতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের যথাযথ সতর্কতা অবলম্বনের পাশাপাশি নিজ নিজ বাসস্থানে অবস্থান করার আহ্বান জানাচ্ছে। 

একইসঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

অমিয়/

মালয়েশিয়ায় গাড়িচাপায় বাংলাদেশি যুবক নিহত

প্রকাশ: ১২ মে ২০২৫, ১১:৪১ এএম
আপডেট: ১২ মে ২০২৫, ১১:৫৮ এএম
মালয়েশিয়ায় গাড়িচাপায় বাংলাদেশি যুবক নিহত
নিহত মালয়েশিয়া প্রবাসী সোহাগ

মালয়েশিয়ায় নিজের গাড়ির নিচে চাপা পড়ে ফারুকুজ্জামান সোহাগ (৩৭) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (১০ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সোহাগ ফেনীর দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামের তাজউদ্দিন মাঝি বাড়ির মৃত মকু ড্রাইভারের ছেলে। পরিবারে তার স্ত্রী ও আট বছরের এক মেয়ে রয়েছে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভাগ্য বদলের আশায় ১৯ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান ফারুকুজ্জামান সোহাগ। সেখানে তিনি গাড়ি চালাতেন। শনিবার রাতে গাড়ি মেরামত করার জন্য গ্যারেজে যান সোহাগ। এ সময় পার্কিং করতে গিয়ে অসাবধানতাবশত তার গাড়ির চাকা গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে মাথা থেতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের ভগ্নিপতি মো. হুমায়ুন বলেন, তার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে। এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, 'নিহতের পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ দেশে আনার জন্য সহায়তা করা হবে। এ ছাড়া প্রবাসী কল্যাণ তহবিল থেকে তার পরিবারের জন্য সরকার নির্ধারিত অনুদান যেন খুব দ্রুত পায় সেই ব্যবস্থা করা হবে।'

নিলয়/মেহেদী/