ঢাকা ১৫ বৈশাখ ১৪৩২, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
English
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

মেক্সিকোর প্রেসিডেন্টের কাছে মুশফিকুলের পরিচয়পত্র পেশ

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৪:০০ পিএম
আপডেট: ২২ মার্চ ২০২৫, ০৯:০১ এএম
মেক্সিকোর প্রেসিডেন্টের কাছে মুশফিকুলের পরিচয়পত্র পেশ
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের কাছে আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। ছবি: বিজ্ঞপ্তি

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের কাছে তার আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেছেন।

বুধবার (১৯ মার্চ) মেক্সিকো সিটির ন্যাশনাল প্যালেসে তিনি পরিচয়পত্র পেশ করেন।

অনুষ্ঠানে মুশফিকুল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের পক্ষ থেকে প্রেসিডেন্ট শেইনবাউমকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। পাশাপাশি তিনি মেক্সিকোর প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের জন্য আন্তরিক আমন্ত্রণ জানান।

মুশফিকুল ফজল তার মেয়াদকালে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। 

তিনি উল্লেখ করেন, চলতি বছর দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে, যা বাণিজ্য, সংস্কৃতি এবং জনগণের মধ্যে সরাসরি বিনিময় বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

রাষ্ট্রদূত মুশফিকুল, প্রেসিডেন্ট শেইনবাউমের কাছে ঢাকায় একটি মেক্সিকান দূতাবাস স্থাপনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার অনুরোধ জানান এবং বলেন এই উদ্যোগ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। 

প্রেসিডেন্ট শেইনবাউম রাষ্ট্রদূত মুশফিককে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার কূটনৈতিক দায়িত্ব পালনে মেক্সিকো সরকারের পূর্ণ সহায়তার আশ্বাস দেন। তিনি বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে বন্ধুত্ব আরও গভীর করার এবং দ্বিপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করার ইচ্ছা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে মুশফিকুল ফজল ঐতিহাসিক ন্যাশনাল প্যালেস পরিদর্শন করেন, যা মেক্সিকোর প্রেসিডেন্টের দপ্তর ও সরকারি বাসভবন।

বিজ্ঞপ্তি/পপি/

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গণশুনানির আয়োজন

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১১:০১ এএম
আপডেট: ২৭ এপ্রিল ২০২৫, ১১:৩০ এএম
বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গণশুনানির আয়োজন
বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গণশুনানি আয়োজন। ছবি: বিজ্ঞপ্তি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে শুক্রবার (২৫ এপ্রিল) মানামার হল রুমে এক আনন্দঘন পরিবেশে গণশুনানির আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, এনডিসি।

গণশুনানিতে উপস্থিত ছিলেন বাহরাইনে বসবাসরত বাংলাদেশি প্রবাসী, ব্যবসায়ী, সাংবাদিক এবং বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতাসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা।

রাষ্ট্রদূত তার বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান এবং এ ধরনের উদ্যোগের মাধ্যমে দূতাবাস প্রবাসীদের সমস্যাগুলো সরাসরি জানার সুযোগ পায়, যা প্রবাসীদের প্রতি দূতাবাসের সহায়তার মনোভাবকে আরও সুদৃঢ় করে।

রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বলেন, ‘গণশুনানি হলো এক দুর্দান্ত সুযোগ- যেন প্রবাসীরা সরাসরি তাদের সমস্যা আমাদের কাছে তুলে ধরতে পারেন। আমি সবাইকে অনুরোধ করছি, দূতাবাসের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে গঠনমূলক পরামর্শ দিন।’

তিনি আরও বলেন, ‘যেকোনো সমস্যায় প্রবাসীরা যেন দূতাবাসের অফিসারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন।’

রাষ্ট্রদূত বাহরাইনের আইনকানুন মেনে চলার এবং বৈধভাবে দেশটিতে অবস্থান করার জন্য সব প্রবাসীকে অনুরোধ জানান। তিনি বলেন, ‘আপনারা যেন বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট না করেন, সেই বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে।’ এ ছাড়া রেমিট্যান্স প্রেরণে বৈধ চ্যানেল ব্যবহার করার প্রতি গুরুত্ব দেন তিনি।

দূতাবাসের ফেসবুক পেজের মাধ্যমে গণশুনানির জন্য প্রবাসীদের আমন্ত্রণ জানানো হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে শতাধিক প্রবাসী স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হন। অনুষ্ঠানে প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মকর্তাদের কাছে তুলে ধরেন, যার জন্য রাষ্ট্রদূত তাৎক্ষণিকভাবে বেশকিছু প্রশ্নের সমাধান দেন।

অনুষ্ঠানের শেষে রাষ্ট্রদূত প্রবাসীদের পরামর্শ দেন, তাদের সমস্যা লিখিত আকারে দূতাবাসে পাঠালে আরও কার্যকরীভাবে সমাধান করা সম্ভব হবে।

বিজ্ঞপ্তি/তাওফিক/ 

ফিনল্যান্ডে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৪:০০ পিএম
ফিনল্যান্ডে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব
ফিনল্যান্ডে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব

ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের প্রাণের সংস্কৃতি আর উৎসবের ছোঁয়ায় আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২।

হেলসিঙ্কির নিকটবর্তী এসপো শহরের ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাসে আয়োজিত এই বর্ষবরণ উৎসবের আয়োজন করে ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন ‘প্রত্যাশা’।

সহস্রাধিক প্রবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। ডাক-ঢোলের তালে, বৈশাখী আল্পনায় রাঙিয়ে, আর বাহারি পোশাকে সজ্জিত হয়ে প্রবাসীরা নতুন বাংলা বছরকে বরণ করে নেয় প্রাণভরে।

উৎসবের মূল আকর্ষণ ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। স্থানীয় প্রবাসী শিল্পীদের পরিবেশনায় গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও দেশীয় সুরে ফিরে আসে বাংলার মাটি ও মানুষের গল্প। বৈশাখ বরণের নানা প্রসঙ্গ তুলে ধরা হয় গানের গানে, যা শ্রোতাদের আবেগে ছুঁয়ে যায়।

অনুষ্ঠানজুড়ে জমে ওঠে প্রাণবন্ত আড্ডা, বহুদিন পর পরিচিতজনকে কাছে পাওয়ার আনন্দ, আর স্মৃতির পাতা উল্টে দেখার মুহূর্ত।

আবৃত্তির ফাঁকে ফাঁকে চলছিল হাস্যরস আর প্রাণখোলা কথোপকথন।

খাবারের স্টলগুলো ছিল ভোজনরসিকদের অন্যতম আকর্ষণ। পান্তা-ইলিশ, দেশীয় পিঠা, বিরিয়ানি, ভর্তা, মিষ্টান্নসহ নানা রকমের দেশি খাবার ছিল স্টলে, যা দেশের স্বাদ ফিরিয়ে এনেছিল প্রবাসীদের জিভে ও মনে।

এবারের বর্ষবরণ উৎসব দর্শকসংখ্যার দিক থেকে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। সহস্রাধিক অংশগ্রহণকারী প্রাণভরে উপভোগ করেছেন এই আয়োজন, যা প্রবাসের মাটিতে বাঙালি সংস্কৃতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

আয়োজক সংগঠন ‘প্রত্যাশা’র পক্ষ থেকে জানানো হয়, আগামী বছর থেকে আরও বড় পরিসরে ও নিয়মিতভাবে এ ধরনের আয়োজনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবমুখর আনন্দের সাথে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তারা জানান।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, আটক ১৬৫ বাংলাদেশি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৫:৫১ পিএম
আপডেট: ১৮ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ পিএম
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, আটক ১৬৫ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন দেশের ৫০৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ১৬৫ জনই বাংলাদেশি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম নিউ স্ট্রেট টাইমস।

এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায়, কুয়ালালামপুরের মেদান ইম্বির একটি ব্যবসায়িক এলাকায় এই অভিযান চালানো হয়। ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তর এবং নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের বিভিন্ন পদের ১৮৫ জন ইমিগ্রেশন অফিসারের একটি বাহিনী এবং জাতীয় নিবন্ধন বিভাগসহ বেশ কয়েকটি সংস্থার সহায়তায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। 

প্রতিবেদন বলছে, গ্রেপ্তার ৫০৬ জনের মধ্যে ৪৪৮ জন পুরুষ এবং ৫৮ জন নারী। গ্রেপ্তার হওয়া অভিবাসীদের মধ্যে ১৬৫ জন বাংলাদেশি ছাড়াও নেপালের রয়েছেন ১২৪ জন। তবে আটক বাংলাদেশিদের সবাই পুরুষ। নারীদের মধ্যে ৪০ জন ইন্দোনেশিয়ান এবং বাকি ১৮ জন হলেন নেপালের নাগরিক।

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক ওয়াইবিএইচজে দাতো জাকারিয়া বিন শাবান অভিযান পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, এই অভিযানে মোট ৮৯৫ জন ব্যক্তির ডকুমেন্টস পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৭৪৯ জন অভিবাসী নাগরিক এবং ১৪৬ জন স্থানীয় নাগরিক ছিলেন। যাচাই-বাছাই শেষে ৫০৬ জন অভিবাসী নাগরিককে অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে আটক করা হয়েছে। তাদের সকলের বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে। 

তিনি আরও বলেন, পরিচয়পত্র না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় ধরে থাকা, অভিবাসন আইন লঙ্ঘন, মেয়াদহীন ভিসা ইত্যাদি অভিযোগে আটক করা হয় তাদের।

তিনি আরও বলেন, অভিযান এবং পরিদর্শনের সময় কিছু বিদেশি নাগরিক ছিলেন যারা ঘর, টয়লেট, স্টোররুম এবং অন্যান্য স্থানে লুকিয়ে নিজেদের রক্ষার চেষ্টা করেছিলেন। পরিচয়পত্র না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় ধরে থাকা, অচেনা কার্ডধারী, অভিবাসন আইন লঙ্ঘন ইত্যাদি অভিযোগে তাদের আটক করা হয়।

এমএ/

ফিনল্যান্ডে কাজের বাজারে ধস, চরম দূরাবস্থায় বাংলাদেশি প্রবাসীরা

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ পিএম
আপডেট: ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৫০ পিএম
ফিনল্যান্ডে কাজের বাজারে ধস, চরম দূরাবস্থায় বাংলাদেশি প্রবাসীরা

বর্তমানে ফিনল্যান্ডে কর্মসংস্থানের বাজার গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইউরোপীয় অর্থনৈতিক মন্দা, রুশ-ইউক্রেন যুদ্ধজনিত মূল্যস্ফীতি এবং প্রযুক্তি ও পরিষেবা খাতে স্বয়ংক্রিয়তার ব্যাপক প্রসার-এ সবকিছু মিলিয়ে দেশের শ্রমবাজারে নেমে এসেছে স্থবিরতা। এ সংকটে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন বিদেশি শ্রমিকরা, বিশেষত বাংলাদেশি প্রবাসীরা।

বেকারত্বের হার ও বাস্তব চিত্র

ফিনল্যান্ডের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের শুরুতে দেশের মোট বেকারত্বের হার ৮ দশমিক ৫ শতাংশ ছাড়িয়ে গেছে। হেলসিঙ্কি, ভান্তা, এসপু এবং তুর্কু শহরে নির্মাণ, পরিচ্ছন্নতা, রেস্টুরেন্ট, ডেলিভারি ও লজিস্টিক খাতে কর্মরত অনেক অভিবাসী শ্রমিক চাকরি হারিয়েছেন। বাংলাদেশি কমিউনিটিতে এ অবস্থা আরও ভয়াবহ। 

এক প্রবাসী মোহাম্মদ সুমন মুন্সী বলেন, ‘কাজ নেই বাড়িভাড়া, খরচ সব সামলানো অসম্ভব হয়ে যাচ্ছে।’

সমস্যা কোথায়?

১. অভ্যন্তরীণ নিয়োগ হ্রাস: অর্থনৈতিক মন্দার কারণে ফিনিশ প্রতিষ্ঠানগুলো নতুন নিয়োগে সতর্ক হয়ে পড়েছে।

২. অস্থায়ী কর্মীদের ছাঁটাই: চাকরির নিশ্চয়তা নেই এমন অনেক বিদেশি, বিশেষ করে বাংলাদেশিরা অস্থায়ী চুক্তির আওতায় ছিলেন।

৩. ভাষাগত প্রতিবন্ধকতা: অনেক বাংলাদেশি প্রবাসী ফিনিশ বা সুইডিশ ভাষায় দক্ষ না হওয়ায় চাকরির বিকল্প খুঁজে পেতে সমস্যায় পড়ছেন।

৪. আইনগত জটিলতা: চাকরি হারালে রেসিডেন্স পারমিট নবায়নের বিষয়টি নিয়েও অনিশ্চয়তা তৈরি হচ্ছে।

বাংলাদেশি কমিউনিটির অবস্থা

ফিনল্যান্ডে বসবাসরত আনুমানিক ১৫ হাজারের বেশি বাংলাদেশির বেশিরভাগই সেবা খাতের সঙ্গে যুক্ত। তাদের বড় একটি অংশ কাজ হারানোর পর বেকার ভাতা বা সরকারি সহায়তা পেতে সমস্যায় পড়েছেন। অনেক প্রবাসী মানসিক চাপে ভুগছেন। আর্থিক অনিশ্চয়তা, পরিবারে টাকা পাঠাতে না পারা এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা রয়েছেন তারা।

মার্চ মাসের কিছু বাস্তব ঘটনা

হেলসিঙ্কির বিভিন্ন কোম্পানিতে মার্চে ৩০০ বাংলাদেশি শ্রমিককে ছাঁটাই করেছে। তুর্কু শহরে কয়েকটি পরিচ্ছন্নতা প্রতিষ্ঠানের ১২০ অভিবাসী কর্মীকে জানানো হয়েছে, কাজের ঘণ্টা অর্ধেকে নামিয়ে আনা হবে। দুটি জনপ্রিয় ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের বেশিরভাগ রাইডারদের ঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছে, যেখানে অধিকাংশই দক্ষিণ এশিয়ার অভিবাসী।

ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা

অনেকে ভেবেছিলেন ফিনল্যান্ডে স্থায়ীভাবে কাজ করে পরিবার ও ভবিষ্যতের জন্য নিরাপত্তা গড়বেন। কিন্তু বাস্তবতা এখন সম্পূর্ণ ভিন্ন। রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ হয়ে গেলে, কাজ না থাকলে নতুন আবেদন ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে। অনেকেই হয়ত বাধ্য হবেন দেশে ফিরে যেতে।

পপি/

স্বাধীনতা দিবস উপলক্ষে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৪:২৮ পিএম
আপডেট: ১৮ এপ্রিল ২০২৫, ০৪:২৯ পিএম
স্বাধীনতা দিবস উপলক্ষে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের সংবর্ধনা অনুষ্ঠান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৪তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাহরাইনের দ্যা ডিপ্লোম্যাট রেডিসন ব্লু হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস।  

বুধবার (১৬ এপ্রিল) এ  অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মোহাম্মদ বিন মুবারক আল খলিফা একাডেমি ফর ডিপ্লোম্যাটিক স্টাডিজের মহাপরিচালক রাষ্ট্রদূত ড. শাইখা মুনিরা খালিফা আল খালিফা। 
এ ছাড়া বাহরাইন শুরা কাউন্সিল এবং কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভের সদস্য, রাষ্ট্রদূত ও কূটনৈতিক, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বাহরাইন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাহরাইনের ব্যবসায়ী, সাংবাদিক, বাংলাদেশ স্কুল বাহরাইনের শিক্ষক-শিক্ষার্থী, বাহরাইনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতাসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও বাহরাইনের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর, বাংলাদেশের উপর সংক্ষিপ্ত প্রামাণ্য চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাধীনতা দিবস উপলক্ষে কেক কাটা এবং সবশেষে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। 

এ ছাড়া অনুষ্ঠানের জায়গা সুন্দরভাবে সাজানো হয়। যেখানে চিত্রপ্রদর্শনী এবং দেশী পণ্য ও ঐতিহ্যের সমাহার ঘটিয়ে বাংলাদেশ কর্নার রাখা হয় যা দেশি-বিদেশি সবাইকে মুগ্ধ করে।

রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, এনডিসি তার স্বাগত বক্তব্যের শুরুতেই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহিদ হয়েছেন সে সব বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 

পাশাপাশি তিনি স্মরণ করেন ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে নিহিত সব শহিদদের। 

তিনি তার আলোচনায় আমন্ত্রিত সব অতিথিদের শুভেচ্ছা জানান। বিশেষভাবে বাহরাইনের বাদশাহ শেখ হামাদ বিন ঈসা আল খালিফা এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী শেখ সালমান বিন হামাদ আল খালিফার নেতৃত্বের প্রশংসা করেন। 

তিনি উপসাগরীয় দেশসমূহের মধ্যে বাহরাইনে উন্নয়ন, কূটনীতি, ক্রীড়াসহ বিভিন্ন সেক্টরে বাহরাইনের সাফল্যের কথা তুলে ধরেন। 

তিনি বলেন, ‘স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে অর্থনৈতিক উন্নয়নের কারণে সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ ঐক্য, সমৃদ্ধ ও শান্তির পথে এগিয়ে যাচ্ছে।’

রাষ্ট্রদূত অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অতিথিদের সঙ্গে নিয়ে দূতাবাস আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। বাহরাইনের বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীরা দেশীয় গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। 

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্য অতিথিদের সঙ্গে নিয়ে কেক কেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বিশেষ এই মুহূর্তটি উদযাপন করেন। 

শেষে রাষ্ট্রদূত অনুষ্ঠানে অতিথিদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পপি/