ঢাকা ৯ মাঘ ১৪৩১, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ পিএম
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ০৫টি পদে ১০ জনকে বিভিন্ন গ্রেডে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২২ ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। 

চাকরির ধরন: সরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১০ ডিসেম্বর ২০২৪

পদ ও লোকবল: ৫টি ও ১০ জন

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২২ ডিসেম্বর ২০২৪

আবেদনের শেষ তারিখ: ১২ জানুয়ারি ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট: https://mora.gov.bd

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

পদের সংখ্যা: ০৫টি 

লোকবল নিয়োগ: ১০ জন 

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০৩টি 

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০১টি 

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি

পদের নাম: ক্যাশিয়ার

পদসংখ্যা: ০১টি 

বেতন: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি

পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর

পদসংখ্যা: ০১টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ০৪টি 

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর । তবে সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৪ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৫ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১২ জানুয়ারি ২০২৫

 

তারেক

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০২:২৫ পিএম
জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুর ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৮ জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। 


এক নজরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫:

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুর

চাকরির ধরন: সরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১৬ জানুয়ারি ২০২৫

পদ ও লোকবল: ২টি ও ১০ জন

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২৮ জানুয়ারি ২০২৫

আবেদনের শেষ তারিখ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.lakshmipur.gov.bd

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুর

পদসংখ্যা: ০২টি 

লোকবল নিয়োগ: ১০ জন 

পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০১টি 

বেতন: ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) 

শিক্ষাগত যোগ্যতা:  বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ০৯টি 

বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

কর্মস্থল: লক্ষ্মীপুর 

বয়সসীমা: ২৮.০১.২০২৫ ইং তারিখে অবশ্যই ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। সকল প্রার্থীর (বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী) ক্ষেত্রে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। চাকরীরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য নয়।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং অনগ্রসর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী/প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থীর জন্য (সব গ্রেড) সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২৫


তারেক

মেরী স্টোপসে কাজের সুযোগ, নেই বয়সসীমা

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১১:২৫ এএম
মেরী স্টোপসে কাজের সুযোগ, নেই বয়সসীমা
ছবি: সংগৃহীত

মেরী স্টোপস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২০ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

 আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


এক নজরে মেরী স্টোপসে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫:


প্রতিষ্ঠানের নাম: মেরী স্টোপস বাংলাদেশ

চাকরির ধরন:  বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২০ জানুয়ারি ২০২৫

পদ ও লোকবল: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২০ জানুয়ারি ২০২৫

আবেদনের শেষ তারিখ: ৮ ফেব্রুয়ারি ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট: https://mariestopes.org.bd

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: মেরী স্টোপস বাংলাদেশ

পদের নাম: ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস এবং পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং (পিজিটি)। 

অন্যান্য যোগ্যতা: হাসপাতাল/ক্লিনিকে কাজের দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: শুধু নারী

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে প্রতিযোগিতামূলক বেতন

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৮ ফেব্রুয়ারি ২০২৫


তারেক

অফিসে অপেশাদার কাজ এড়িয়ে চলুন

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
অফিসে অপেশাদার কাজ এড়িয়ে চলুন
আপনার কাজের ডেস্কটি এমনভাবে রাখুন, যাতে সেখানে বসাটা উপভোগ করতে পারেন। মডেল: পরমা, ছবি: আদিব আহমেদ

কর্মক্ষেত্রে আমরা অনেকেই এমন অনেক কাজ করি, যেগুলো পেশাদার আচরণ নয়। অনেক ভালো কর্মীও এসব অপেশাদার আচরণ করে থাকেন।
সেগুলো কী এবং কীভাবে এসব কাজ এড়িয়ে চলবেন, তা আমরা জানাব এই লেখায়।

গুরুত্বপূর্ণ কথা মেসেজে বলা

মিটিংয়ের সময় পরিবর্তন সম্পর্কে জানাতে টেক্সট মেসেজ ব্যবহার করা যেতে পারে। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য অবশ্যই ই-মেইল বা সরাসরি কথা বলা উচিত। টেক্সটে অনেক সময় আপনি যা বলতে চান, তা পুরোপুরি বোঝানো সম্ভব হয় না। তাই অন্যজন ভুল বার্তা পেতে পারে। সরাসরি আলোচনা করলে বার্তা আরও ভালোভাবে বোঝা যায়, যা সঠিক যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ যোগাযোগের উপযুক্ত ডকুমেন্টেশনের জন্য ই-মেইলও ভালো মাধ্যম।

সব কাজের ক্রেডিট নেওয়া

অফিসের বেশির ভাগ কাজই দলগতভাবে করতে হয়। তাই কোনো কাজে সফলতা এলে সে কাজে সংশ্লিষ্ট সবারই প্রশংসা করা উচিত বা বসের কাছে সবার ক্রেডিটই দেওয়া উচিত। টিম লিডার হিসেবে শুধু নিজে ক্রেডিট নেবেন না। এমনটা করলে ভবিষ্যতে কেউ আর আপনার সঙ্গে কাজ করতে চাইবে না।

অজুহাত দেওয়া

কেউ শতভাগ নিখুঁত নয়। কাজ করতে গেলে ভুল হবেই। তাই আপনি যখন কিছু ভুল করেন, তখন তা স্বীকার করুন এবং সামনে এগিয়ে যান। সরাসরি ভুল স্বীকার করা এবং সৎ থাকাটাই সর্বোত্তম পন্থা, যদিও এটা কিছুটা কঠিন মনে হতে পারে। আপনি হয়তো ভাবছেন অজুহাত দিয়ে নেতিবাচক ফলাফল ও অপর পক্ষের অসন্তুষ্টি এড়াতে পারবেন, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে উল্টোটাই হয়। অযথা অজুহাত দেওয়াটা অপেশাদার ও অদায়িত্বশীল আচরণের বহিঃপ্রকাশ।

অন্যের নামে কুৎসা রটানো

কারও বিরুদ্ধে যদি আপনার কোনো অভিযোগ বা ক্ষোভ থাকে, তা হলে তার পেছনে না বলে সরাসরি তাকে গিয়েই বলুন। অফিসে কারও বিরুদ্ধে তার অগোচরে কটুকথা বলা খুবই অপেশাদার ও অসৎ একটি কাজ। এতে করে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। আপনার যতই মনে হোক না কেন- যাকে বলছেন তার কাছ থেকে কথাটি অন্য কারও কাছে ছড়াবে না, এটা কখনোই শতভাগ নিরাপদ নয়।

ধরুন, আপনি আপনার সহকর্মীকে বন্ধু ভেবে কারও বিরুদ্ধে একটা কথা বললেন। তিনি হয়তো কাউকে কথা প্রসঙ্গে কথাটি বলে দেবেন এবং তিনি আবার অন্য কাউকে বলবেন। শেষ পর্যন্ত দেখা যাবে আপনি খুব বিব্রতকর একটা পরিস্থিতিতে পড়েছেন।

পোশাকরীতি অনুসরণ না করা

অনেক অফিসেরই নির্দিষ্ট পোশাকরীতি আছে। সেটি মেনে চলা উচিত। আবার অনেক অফিসে নির্দিষ্ট কোনো পোশাকরীতি নেই। সেক্ষেত্রে এমন কোনো পোশাক পরা উচিত নয়, যা দৃষ্টিকটু। চটকদার পোশাক পরিহার করা উচিত।

দেরিতে উত্তর দেওয়া

ই-মেইল ও ভয়েস মেসেজের উত্তর দেরিতে দেওয়াটা অপেশাদার ও বিরক্তিকর একটি কাজ। আপনার উত্তরের ওপর অন্য কারও কাজ নির্ভর করতে পারে। তাই অফিসের কোনো ই-মেইল বা মেসেজের জবাব যত দ্রুত সম্ভব দেওয়া উচিত। অনেকে অফিসের ই-মেইলের উত্তর দিতে কয়েক দিন দেরি করেন কিংবা পুরোপুরি ভুলেই যান এবং অন্য কাউকে আবার মনে করিয়ে দিতে হয়। এই অভ্যাস ত্যাগ করা উচিত।

দ্রুত জবাব দিলে সহকর্মীরা কোনো কাজের জন্য আপনার ওপর ভরসা করতে পারেন এবং কাজটি করার মতো সময় আপনার হাতে আছে কি না, তা সহজে বুঝতে পারেন। ই-মেইলের জবাব দ্রুত দিলে আপনার ওপর থেকে বাড়তি চাপ কমে যায়।

ডেস্ক অগোছালো করে রাখা

আপনার কাজের ডেস্কটি সব সময় পরিপাটি থাকতে হবে, এমন কোনো কথা নেই। তবে টেবিলের সর্বত্র সব সময় কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে রাখাটা ভালো দেখায় না। এতে আপনার সম্পর্কে সহকর্মীরা ভিন্ন বার্তা পাবে। টেবিল যতটা সম্ভব নিজে গুছিয়ে রাখুন, প্রয়োজনে নিজের পছন্দমতো কোনো সৌন্দর্য উপকরণ ব্যবহার করুন। এতে মনে হবে আপনি আপনার কাজকে গুরুত্ব দেন। আপনার প্রায়ই অফিসে দীর্ঘসময় কাজ করতে হতে পারে। তাই নিজের ডেস্কটি এমনভাবে রাখুন, যাতে আপনি সেখানে বসাটা উপভোগ করতে পারেন।

একটু পরপর ফোন চেক করা

কোনো মিটিংয়ে থাকা অবস্থায় ফোন বারবার চেক করা উচিত নয়। কারণ এতে উপস্থিত অন্যরা বিরক্ত হন। আপনার মনে হতে পারে আপনি একসঙ্গে একাধিক কাজ করতে পারেন, কিন্তু আসলে এতে মনোযোগের অনেক ব্যাঘাত ঘটে। সহকর্মীদের সামনে এ কাজ করাটা তাদের প্রতি রূঢ় আচরণের শামিল, একই সঙ্গে অপেশাদারও। একটি নির্দিষ্ট সময় ঠিক করে নিন, যখন আপনি সবগুলো নোটিফিকেশন একসঙ্গে চেক করবেন।

দেরিতে অফিসে আসা

ট্রাফিক জ্যাম বা পারিবারিক ব্যস্ততায় মাঝে মাঝে অফিসে দেরিতে আসতেই পারেন। অধিকাংশ মানুষই এসব সমস্যা বুঝতে পারবে। কিন্তু এটা যদি প্রতিনিয়ত ঘটতে থাকে, তা হলে সেটা মোটেও পেশাদার আচরণ হতে পারে না। নিয়মিত দেরিতে এলে আপনার কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদেরও কাজে সমস্যা হতে পারে। ধারাবাহিকভাবে অফিসে দেরি করে আসাটা প্রমাণ করে, অফিসের সময়ের চেয়ে আপনার নিজের সময়টাই বেশি গুরুত্বপূর্ণ।

কখনোই অসুস্থতাজনিত ছুটি না নেওয়া

এমন অনেক অফিস আছে, যেখানে কর্মীদের তাদের শারীরিক অবস্থা যেমনই থাকুক না কেন, প্রতিদিন অফিসে আসতে উৎসাহিত করা হয় এবং এমন একটা মনোভাব পোষণ করা হয় যে কেউ কোনো কারণে অফিসে আসতে না পারলে তিনি মনে হয় অন্যদের তুলনায় পিছিয়ে পড়লেন। ইদানীং অবশ্য এমন অফিস সংস্কৃতির অনেকটাই পরিবর্তন হয়েছে, বিশেষ করে করোনা মহামারির পর।

এখন অসুস্থ অবস্থায় অফিসে আসাটা বরং অনেক অফিসেই নিরুৎসাহিত করা হয়। কারণ এতে অন্যদেরও আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। অনেক বসই এখন কর্মীদের সুবিধা-অসুবিধা আগের তুলনায় আরও বেশি মনোযোগ দিয়ে বিবেচনা করছেন। তথ্যসূত্র: রিডার্স ডাইজেস্ট

 

তারেক

যেভাবে ভালো কর্মী ধরে রাখবেন

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ০৩:২০ পিএম
যেভাবে ভালো কর্মী ধরে রাখবেন
ছবি: খবরের কাগজ

একটি প্রতিষ্ঠান চাইলেই পছন্দের কর্মী নিয়োগ দিতে পারে কিন্তু ভালো কর্মী ধরে রাখতে পারে না। কারণ ভালো কর্মী ধরে রাখা চ্যালেঞ্জের ব্যাপার। যেটা অনেক সময় অনেক প্রতিষ্ঠানের পক্ষেই সম্ভব হয় না। ভালো কর্মী ধরে রাখতে হলে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। বিস্তারিত জানাচ্ছেন- তারেক বিন ফিরোজ

 -কর্মী ভালো না মন্দ সেটা বোঝার জন্য মানবসম্পদ বিভাগের মাধ্যমে কর্মীদের অ্যানুয়াল কনফিডেনশিয়াল রিপোর্ট (এসিআর) বা বার্ষিক গোপন প্রতিবেদন তৈরি করা যেতে পারে। এসিআর-এর মাধ্যমে খুব সহজেই পরিমাপ করা যায় কোন কর্মীর চেয়ে কোন কর্মী ভালো বা মন্দ।

-সঠিক পরিচর্যার মাধ্যমে ভালো কর্মী ধরে রাখা যায়। কর্মীকে মোটিভেটেড রাখার জন্য যেমন কৌশল প্রয়োগ করতে হয়, তেমনি সুযোগ-সুবিধা দিতে হয়।

-প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুযোগ-সুবিধার ক্ষেত্রে যেমন একসঙ্গে সব সুবিধাও দেওয়া উচিত নয়, আবার দীর্ঘ ব্যবধানও ঠিক নয়। সময়ের সঙ্গে সঙ্গে যেমন কর্মীর দক্ষতা বৃদ্ধি পায়, মুদ্রাস্ফীতি হয়, জীবনযাত্রার মান বৃদ্ধি পায়, বাজারমূল্য বৃদ্ধি পায়, কর্মীর পারিবারিক খরচ বাড়ে। ঠিক এই উপাদানগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মীকে বেতন, ভাতা, অন্যান্য সুবিধা দেওয়া উচিত।

-কর্মীকে একবার নিয়োগ দেওয়ার পর মানবসম্পদ বিভাগ তার খাপ খাওয়ানোর বিষয়টি খেয়াল রাখে না বললেই চলে। খাপ খাওয়াতে না পেরে অগোচরে কর্মী তার উৎসাহ হারাতে থাকেন এবং ঝরে পড়েন।

-কর্মীকে জিজ্ঞেস করে কখনোই আপনি আসল অবস্থা জানতে পারবেন না। জানার জন্য কর্মীকে উৎসাহ দিন। বলুন সমস্যা হলেই যোগাযোগ করতে। মানবসম্পদ বিভাগ একসঙ্গে শাসক এবং বন্ধু হলে উপকার হয়।

-একেক কর্মীর ক্যারিয়ারের একেক উদ্দেশ্য থাকে। ঊর্ধ্বতন কর্মকর্তাকে তার অধীনস্থ কর্মীর ক্যারিয়ার-সংক্রান্ত দেখভালের দায়িত্ব এবং যথাযথ নির্দেশনা দেওয়া উচিত।

-ভালো কর্মী ধরে রাখতে হলে কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে। ইমিডিয়েট বস এবং মানবসম্পদ বিভাগ উভয়েই কাউন্সেলিং করতে পারে। এর ফলে কর্মীর মানসিক সত্তার দারুণ পরিচর্যা হয়।

 

 

তারেক

নিয়োগ দিচ্ছে মোল্লা সল্ট, আছে প্রভিডেন্ট ফান্ড-বিমা

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০২:২৫ পিএম
আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ০৩:১৯ পিএম
নিয়োগ দিচ্ছে মোল্লা সল্ট, আছে প্রভিডেন্ট ফান্ড-বিমা
ছবি: সংগৃহীত

মোল্লা সল্ট (ট্রিপল রিফাইন্ড) ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রসায়নবিদ (কিউএ) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৫ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


এক নজরে মোল্লা সল্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: 

প্রতিষ্ঠানের নাম: মোল্লা সল্ট

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১৫ জানুয়ারি ২০২৫

পদ ও লোকবল: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ১৫ জানুয়ারি ২০২৫

আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.molla.com.bd

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: মোল্লা সল্ট (ট্রিপল রিফাইন্ড) ইন্ডাস্ট্রিজ লিমিটেড

পদের নাম: রসায়নবিদ (কিউএ)

পদসংখ্যা: নির্ধারিত নয়  

শিক্ষাগত যোগ্যতা: রসায়নে স্নাতকোত্তর (এমএসসি)

অন্যান্য যোগ্যতা: উৎপাদনশীলতা এবং পণ্যের গুণমান প্রয়োজনীয় রাসায়নিক বিশ্লেষণে দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

বয়সসীমা: ২৩ থেকে ৩৫ বছর 

কর্মস্থল: নারায়ণগঞ্জ

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, টি/এ, ওভার টাইম সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৫


তারেক