ঢাকা ২৬ মাঘ ১৪৩১, রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
English
রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

ক্যারিয়ার গড়ুন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০১:২০ পিএম
ক্যারিয়ার গড়ুন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে
ছবি: সংগৃহীত

বিশ্বে ফলিত বিজ্ঞানের সর্বোচ্চ বিকাশমান বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা রাসায়নিক প্রকৌশলবিদ্যা। যেখানে ভৌত বিজ্ঞানের সঙ্গে গণিতের সামঞ্জস্য রেখে কোনো কাঁচামালকে বিশেষ পদ্ধতির মাধ্যমে উৎকৃষ্ট পদার্থে পরিণত করা হয়। এ পৃথিবীতে শিল্পকারখানা যতদিন থাকবে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদাও ততদিন থাকবে।

শিল্পক্ষেত্রে দেশ যত অগ্রসর হবে, এর কাজের ক্ষেত্র ততই বিস্তৃত হবে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের হাতেই নিয়ন্ত্রিত হয় দেশের বড় বড় শিল্পপ্রতিষ্ঠান।

পড়াশোনা: ইঞ্জিনিয়ারিংয়ের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার কেমিক্যাল ফ্যাক্টরি, প্লান্টগুলোর যাবতীয় ডিজাইন, নতুন পণ্য উৎপাদন এবং তার কার্যক্রমের পদ্ধতি নিয়ে পড়াশোনা করে থাকে। দেশের বেশকিছু সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক কলেজে কেমিকৌশল বিষয়ে পাঠদান করানো হয়। কেমিক্যাল ইঞ্জিনিয়ারের ওপর অনার্স, মাস্টার্স ডিগ্রি চালু রয়েছে এমন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বুয়েট, জেএসটিইউ, এসইউএসটি, এনএসটিইউ, ডিইউ, আরইউ অন্যতম। বহির্বিশ্বে এই বিষয়টি প্রসেস ইঞ্জিনিয়ারিং নামে পরিচিত।

গবেষণার সুযোগ: আধুনিক বিজ্ঞানের বিশাল এক সেক্টর হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে পড়াশোনার সুযোগ যেমন রয়েছে, তেমনি রয়েছে গবেষণার সুযোগও। বর্তমানে শিক্ষার্থীদের সিংহভাগই ইউএসএর বিভিন্ন অঙ্গরাজ্যে যাচ্ছে উচ্চতর ডিগ্রি অর্জনে। যেগুলোর মধ্যে নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, ভার্জিনিয়া, আটলান্টা, সাউথ ভ্যাকোটা, ফ্লোরিডা, কানসাস, শিকাগো, কানেটিকাট, ক্যালিফোর্নিয়া, টেক্সাস উল্লেখযোগ্য। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এই ক্ষেত্রটি প্রতিমুহূর্তেই বিকশিত হচ্ছে। যুক্ত হচ্ছে নতুন নতুন গবেষণা আর কাজের ক্ষেত্রে।

কাজের ধরন: আমরা প্রতিদিন ব্যবহার করি এমন অনেক পণ্যের ওপর রাসায়নিক প্রকৌশলীদের বিশাল প্রভাব রয়েছে। একজন রসায়নবিদ যে প্রক্রিয়া ল্যাবের বিকারে ঘটায়, একজন ইঞ্জিনিয়ার সেই কাজগুলোই শিল্পক্ষেত্রে নিয়ন্ত্রিত উপায়ে কেমিক্যাল প্লান্টে প্রয়োগ করে থাকেন। কেমিক্যাল ইঞ্জিনিয়াররা সাধারণত রাসায়নিক উৎপাদন প্রক্রিয়ার নকশা তত্ত্বাবধানের কাজ করে থাকেন। খাদ্য, ওষুধ, জ্বালানি কারখানার রাসায়নিক উৎপাদন ব্যবস্থার বিভিন্ন সমস্যা সমাধান তাদের মাধ্যমে হয়ে থাকে। উৎপাদনে যে চ্যালেঞ্জগুলো দেখা দেয়, সেগুলো রাসায়নিক প্রকৌশলী দ্বারা সমাধান করা হয়। সারা বিশ্বের রাসায়নিক প্রকৌশলীরা নিরাপদে প্রযুক্তিগত সমস্যাগুলো কাটিয়ে উঠতে তাদের গণিত এবং বিজ্ঞান বিশেষ করে রসায়ন জ্ঞানের ওপর নির্ভর করে।

ক্যারিয়ার: কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ারের প্রবৃদ্ধি অনেক ভালো। দেশে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনার সুযোগ খুবই সীমিত থাকায় গ্র্যাজুয়েট খুব বেশি থাকে না। ফলে চাকরির বাজারে এর একটা সুফল পেয়ে থাকে ফ্রেশাররা। একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এন্ট্রি লেভেলে ২০ হাজার থেকে শুরু করে পরবর্তীতে প্রশিক্ষণ, কাজের অভিজ্ঞতা ও প্রতিষ্ঠানভেদে মাসে লক্ষাধিক টাকা পর্যন্ত উপার্জন করে থাকে। এই সেক্টরে রয়েছে সমৃদ্ধ এক ভবিষ্যতের হাতছানি। একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ারের মূল সাফল্য নির্ভর করে তিনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন ওই শিল্পে টেকনিক্যাল স্কিল ও জ্ঞানের ওপর। সহকারী প্রকৌশলী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বিভিন্ন শিল্পকারখানায় অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা অর্জন করতে পারলে ম্যানেজার পদে উন্নীত হওয়ার সুযোগ থাকে।

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা: বর্তমান আধুনিক শিল্পে অতিমাত্রায় বাড়ছে কেমিক্যালের ব্যবহার। মূলত সব ধরনের শিল্পপ্রতিষ্ঠান চালিত হয় কেমিক্যাল ইঞ্জিনিয়ার দ্বারা। একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার সব ধরনের কারখানাতেই কাজ করে থাকেন। দেশে চাহিদা অনুযায়ী কেমিক্যাল ইঞ্জিনিয়ারের সংখ্যা কম থাকায় দিন দিন বেড়েই চলছে এর কদর। মূলত সব ধরনের শিল্পপ্রতিষ্ঠানেই রয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা। খাবার চিপস থেকে শুরু করে কম্পিউটারের মাইক্রো চিপও তৈরি হয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের হাত ধরে।

কাজের সুযোগ: কেমিক্যাল ইঞ্জিনিয়াররা সব ধরনের কারখানাতেই কাজের সুযোগ পান। অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে পড়াশোনা করে অনেক বড় বড় দেশি-বিদেশি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেয়ে থাকেন। সরকারি চাকরির মধ্যে পেট্রোবাংলার অধীনস্থ প্রতিষ্ঠান যেমন- গ্যাস প্রোডাকশন, ট্রিটমেন্ট, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের অ্যামোনিয়া ইউরিয়া প্লান্ট, পেপার ইন্ডাস্ট্রি, ফসফেট এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনস্থ একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি তেল শোধনাগার, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে কেমিকৌশলীরা কাজ করে থাকেন।

এ ছাড়া তিতাস বা অন্যান্য গ্যাস বিতরণ কোম্পানি বিসিআইসি, সারকারখানা, সুগারমিল, পেপারমিল, ওষুধশিল্প, পেইন্টস কারখানা, গ্লাস ও সিরামিক শিল্প, ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি, পেট্রোলিয়াম, ট্যানারি শিল্পে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজের যথেষ্ট সুযোগ রয়েছে। এ বিভাগের বড় একটা অংশ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কেমিস্ট্রি টেক্সটাইল অথবা লেদার ইনস্টিটিউটের শিক্ষক হিসেবে যোগদান করে থাকেন।

 

তারেক

নিয়োগ দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৫ এএম
নিয়োগ দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
ছবি: সংগৃহীত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এসএমই বিজনেস, ব্র্যাঞ্চ ব্যাংকিং ডিভিশন রিলেশনশিপ ম্যানেজার পদে দেশের বিভিন্ন স্থানে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৫ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 


এক নজরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: 

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি 

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ৫ ফেব্রুয়ারি ২০২৫

পদ ও লোকবল: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫

আবেদনের শেষ তারিখ: ১৫ফেব্রুয়ারি ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.mutualtrustbank.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি 

পদের নাম: রিলেশনশিপ ম্যানেজার

বিভাগ: এসএমই বিজনেস, ব্র্যাঞ্চ ব্যাংকিং ডিভিশন

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: এসএমই এবং কৃষি ব্যবসার বাজেট পরিচালনায় দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ০৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: নির্ধারিত নয়

কর্মস্থল: বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, দিনাজপুর, ফরিদপুর, গাজীপুর, খুলনা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, নরসিংদী, নোয়াখালী, পাবনা, রংপুর, সিরাজগঞ্জ, ঢাকা (সাভার)।

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৫

 


তারেক

মেঘনা গ্রুপে কাজের সুযোগ, নেই বয়সসীমা

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৫ পিএম
মেঘনা গ্রুপে কাজের সুযোগ, নেই বয়সসীমা
ছবি: সংগৃহীত

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির শিপ মেইনটেনেন্স বিভাগ ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৬ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 


এক নজরে মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: 

প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ৬ ফেব্রুয়ারি ২০২৫

পদ ও লোকবল: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫

আবেদনের শেষ তারিখ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.mgi.org

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

পদের নাম: ম্যানেজার

বিভাগ: শিপ মেইনটেনেন্স (মেঘনা শিপ বিল্ডার্স ও ডকইয়ার্ড লিমিটেড) 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং

অন্যান্য যোগ্যতা: ডকইয়ার্ড সরঞ্জাম এবং যন্ত্রপাতি সামগ্রিক যান্ত্রিক রক্ষণাবেক্ষণ, মূল ইঞ্জিনের অগ্রভাগ পরীক্ষায় বাস্তব অভিজ্ঞতা। একাধিক প্রকল্প পরিচালনার দক্ষতা। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং অটো ক্যাডে দক্ষতা থাকতে হবে। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: জাহাজে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: নারায়ণগঞ্জ

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৬ ফেব্রুয়ারি ২০২৫

 

তারেক

নিয়োগ দিচ্ছে সিঙ্গার

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৯ পিএম
নিয়োগ দিচ্ছে সিঙ্গার
ছবি: সংগৃহীত

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৫ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ মার্চ পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

এক নজরে সিঙ্গারে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫; 

প্রতিষ্ঠানের নাম: সিঙ্গার বাংলাদেশ লিমিটেড

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ৫ ফেব্রুয়ারি ২০২৫

পদ ও লোকবল: ১টি ও ৪৫ জন

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ৫ ফেব্রুয়ারি ২০২৫

আবেদনের শেষ তারিখ: ৭ মার্চ ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট: https://singerbd.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: সিঙ্গার বাংলাদেশ লিমিটেড

পদের নাম: ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার

লোকবল নিয়োগ:  ৪৫ জন

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: প্রতিদিনের সমস্ত ডকুমেন্টেশন এবং রেকর্ড সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা, পণ্য প্রদর্শনের জন্য স্ট্যান্ডার্ড মার্চেন্ডাইজিং পদ্ধতিতে দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ০২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৪ থেকে ৪০ বছর

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

বেতন: প্রতিযোগিতামূলক বেতন

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৭ মার্চ ২০২৫

 

তারেক

হা-মীম গ্রুপে কাজের সুযোগ

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৫ এএম
হা-মীম গ্রুপে কাজের সুযোগ
ছবি: সংগৃহীত

হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অপারেশন বিভাগ নির্বাহী পরিচালক পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৫ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 


এক নজরে হা-মীম গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: 


প্রতিষ্ঠানের নাম: রিফাত গার্মেন্টস লিমিটেড

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: আজ ০৫ ফেব্রুয়ারি ২০২৫

পদ ও লোকবল: ১টি ও ১ জন

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ৫ ফেব্রুয়ারি ২০২৫

আবেদনের শেষ তারিখ: ২০ ফেব্রুয়ারি ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.hameemgroup.net

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: রিফাত গার্মেন্টস লিমিটেড

পদের নাম: নির্বাহী পরিচালক

বিভাগ: অপারেশন

পদসংখ্যা: ১টি 

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: প্রোডাকশন প্ল্যান তৈরিতে দক্ষতা 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর 

কর্মস্থল: ঢাকা (আশুলিয়া)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৫

 

তারেক

সময় এখন গঠনমূলক লিডারশিপের

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০০ পিএম
সময় এখন গঠনমূলক লিডারশিপের
ছবি: সংগৃহীত

সময় বদলাচ্ছে, সেই সাথে বদলে যাচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট। আগের দিনের আদেশ-নির্দেশের লিডারশিপ এখন আর নেই বললেই চলে। এখন বিশ্বাস ও ট্র্যাক পদ্ধতির লিডারশিপ লক্ষণীয়।

এই পদ্ধতিতে লোকদের শুধু কাজ করতেই বলা হয় না, তাদের এটাও বলা হয় কেন কাজটি তাদের করতে হবে। আদান-প্রদানের লিডারশিপ থেকে এখন গঠনমূলক লিডারশিপের যুগ এসেছে।

বিজনেস মালিকদের অনেক কিছু করার আছে বিশেষ করে সেসব প্রতিষ্ঠানে, যেখানে এখনো পুরোনো কায়দা-কানুন বিদ্যমান। তবে বর্তমানে এটা প্রায়শই লক্ষণীয় যে সঠিক উদ্দেশ্য ও ভ্যালুর ওপর ভিত্তি করে প্রতিষ্ঠান পরিচালনা করলে ওই প্রতিষ্ঠানের কর্মচারীরা নিজেই কাজের বৃহৎ উদ্দেশ্যের সঙ্গে সম্পৃক্ত হতে পারে এবং এতে তাদের কর্মদক্ষতাও বাড়ে। এই ধরনের বিজনেসে গ্রাহক লয়্যালটি ও আর্থিক সাফল্য সহজেই নিশ্চিত করা যায়। যেসব পুরোনো লিডারশিপ প্র্যাকটিস বাদ দিতে হবে তা নিচে তুলে ধরা হলো-

-বিজনেসের সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে এমন কোনো কথা নেই। কর্মচারীদের হাতে কিছু ক্ষমতা ছেড়ে দিতে হবে। তারা যদি ভুল করে, তাহলে তাদের দোষী না করে তাদের হাতেই কাজকে ছেড়ে দিতে হবে।

-এখন আর অফিসে ঘুরে ঘুরে কাজ পরিদর্শন করার দিন নেই। দেখেশুনে, আলাপের মাধ্যমে উপস্থাপিত আইডিয়া বাস্তবায়ন ও ফলাফল তদারক করতে হবে।

-আপনার কাছে সব প্রশ্নের উত্তর থাকবে না এটাই স্বাভাবিক। সুতরাং সবজান্তা সাজতে যাবেন না। আপনার টিম সদস্যদের জানতে হবে এবং তাদের বিশ্বাস করতে হবে। যাদের সঠিক দক্ষতা আছে এবং যারা আপনার কাজের সংস্কৃতির সঙ্গে মানানসই, তাদের কাজের জন্য নির্বাচন করতে হবে। তাদের কাজ করার সুযোগ দিয়ে রাস্তা ছেড়ে দিতে হবে।

-কোনো ভুল বা কোনো খারাপ কিছু সহ্য না করার নীতি অনেক সময়ই কাজে আসে না। তাই সব কাজে এ পথে না হাঁটাই ভালো। ভুল থেকে শিখতে হবে এবং ভুল স্বীকার করে নেওয়ার মানসিকতা থাকতে হবে।

-বাহ্যিকভাবে দেখতে গেলে ব্যালেন্সশিটই বিজনেসের সবকিছু। কিন্তু বর্তমান সময়ে এমন ধারণা বাদ দিতে হবে। কর্মচারী বিজনেসের সবকিছু, তারাই কাজ করে, গ্রাহকদের আস্থা অর্জন করে এবং আর্থিক সাফল্য নিশ্চিত করে।

-যা করতে বলা হয় তাই করতে হবে এমন ধারণা বাদ দিন। যারা কাজের ক্ষেত্রে বেশি কিছু করতে পারবেন বা দিতে পারবেন, তাদের নিয়েই কাজ করতে হবে।

-প্রযুক্তির ওপর বিনিয়োগ যেমন জরুরি ঠিক তেমনি মানবসম্পদের ওপর বিনিয়োগও সমান জরুরি। তাই মানবসম্পদের ওপরও বিনিয়োগ করতে হবে।

-পরিবর্তন চাওয়ার চেয়ে পরিবর্তনকে লালন করুন। যারা সেরা আইডিয়া নিয়ে আসবে, তাদের কৃতিত্ব দিন।

-ক্যাফেটেরিয়ায় ভালো খাবারের ব্যবস্থা করে অফিসের সবার সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে।

-কর্মচারীদের বেশি টাকা দিলে তারা বেশি কাজ করবে এই ধারণা বাদ দিতে হবে। টাকার চেয়ে কর্মচারীদের পুরস্কৃত ও স্বীকৃতি দিতে হবে।

 

তারেক