
ভালো বেতন, আরও উন্নত সুবিধা বা দ্রুত প্রমোশনের আশায় অনেকেই চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন। কখনো কখনো হুট করে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিজের পায়ে কুড়াল মারার মতোও হয়ে থাকে। চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। তাড়াহুড়া করে চাকরি ছেড়ে দিলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই আগেই সবকিছু বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।
পরিস্থিতি বিবেচনা করুন
চাকরি ছাড়ার আগে ভেবে নিন আপনি চাকরি ছাড়লে পরিবারে কেমন প্রভাব পড়বে। অথবা অন্যান্য বিষয়কে কীভাবে প্রভাবিত করবে সেটা ভেবে নিতে হবে। বিমা, ঋণ বা অন্য কোনো বিল থাকলে এ বিষয়ে ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত পরিবারের মৌলিক চাহিদায় সংকট তৈরি করবে কি না, তা ভেবে দেখতে হবে।
কর্মপরিবেশ
বর্তমান কর্মস্থল টক্সিক হয়ে উঠলে বা অফিস ইন্টারনাল পলিটিকস দিয়ে ভরে উঠলে তা আপনাকে মানসিক ও আবেগীয়ভাবে প্রভাবিত করতে পারে বা আপনার ক্যারিয়ারে বাধা সৃষ্টি করতে পারে। তাহলে চাকরি সুইচ করা আপনার জন্য একটি ভালো সিদ্ধান্ত হতে পারে।
ক্যারিয়ারে প্রভাব
চাকরি ছাড়ার আগে চাকরির বাজার নিয়ে গবেষণা করুন। আপনি কোন পথে এগোতে চাইছেন সে বিষয়ে নিশ্চিত হতে হবে। আপনার পছন্দের ক্যারিয়ার কোনটি তা আগে ভেবে দেখুন। তাড়াহুড়া করে বর্তমান চাকরি ছেড়ে দেবেন না, পরিবর্তে কীভাবে আপনি পেশাগতভাবে উন্নতি করতে চান বা এটি কর্মজীবনে নিজেকে সেট করতে পারেন, সেটা নিয়ে ভাবুন।
কোনো কাজ অসমাপ্ত রেখে যাবেন না
হাতে থাকা কোনো প্রকল্পের কাজ যদি অসম্পূর্ণ থাকে তাহলে সে ব্যাপারে যথাযথভাবে সব তথ্য জানিয়ে যাবেন। প্রকল্পটির বর্তমান অবস্থা এবং সেটি শেষ করতে হলে আরও কী কী করতে হবে সেসব তথ্য লিখিতভাবে আপনার বসকে জানিয়ে যাবেন।
পেশাদার নেটওয়ার্ক গড়ে তুলুন
চাকরি ছাড়ার আগে আশপাশে পেশাদার নেটওয়ার্ক গড়ে তুলুন। এমন মানুষদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তুলুন যারা আপনাকে বিজ্ঞপ্তি দিয়ে সহায়তা করবে। অন্য জায়গায় চাকরি না হওয়া পর্যন্ত বর্তমান চাকরিটি ছাড়তে যাবেন না। ভালো যোগাযোগের কারণে ভবিষ্যতে আপনার ভালো জায়গায় চাকরি হওয়ার সুযোগ বেশি থাকে। তাই নেটওয়ার্কিং গড়ে তুলুন। চাকরির খোঁজ করুন।
অর্থ জমিয়ে রাখুন
চাকরি ছেড়ে অন্য চাকরি খোঁজার আগে তিন থেকে ছয় মাসের জীবিকা নির্বাহের অর্থ জমিয়ে রাখা উচিত। ক্যারিয়ার পরিবর্তন বা স্বনির্ভর কাজ শুরু করতে চাইলে অন্তত এক বছরের জীবিকার খরচ করার জন্য সঞ্চয় রাখা জরুরি। চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু বেতন নয়, অন্য বিষয়গুলোও ভাবতে হবে।
মানসিক শান্তি নিশ্চিত করুন
চাকরি ছাড়ার আগে আপনার মানসিক শান্তি নিশ্চিত করুন। পরিবর্তন মানেই পুরোনো অনেক কিছুকে ছেড়ে আসা, ছাড় দেওয়া। বন্ধুবান্ধব, সুযোগ-সুবিধা, স্থিতিশীলতা, একটা পরিচিত রুটিনসহ সবকিছু আপনাকে ছেড়ে আসতে হবে। এতে অনেক সময় মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। পরিবর্তনের জন্য অনেক ধৈর্যের প্রয়োজন। এই বিষয়গুলো ছাড়ার জন্য আপনি মানসিকভাবে প্রস্তুত কি না, তা চিন্তা করে সিদ্ধান্ত নিন।
গুণ ও মেধার স্বীকৃতি
যদি আপনার মনে হয় বর্তমান চাকরিতে আপনার গুণ ও মেধার সঠিক মূল্যায়ন হচ্ছে না তাহলে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার আগে অন্য চাকরি নিশ্চিত করুন। পরবর্তী চাকরি এমনভাবে নিশ্চিত করুন যেখানে গুণ ও মেধার স্বীকৃতি পেতে আপনাকে অফিসের তেলবাজ সহকর্মীর খপ্পরে পড়তে না হয়।
শেষটা সুন্দর রাখুন
রাগের মাথায় চাকরি ছেড়ে দিলে আপনার খ্যাতি নষ্ট হতে পারে। চাকরি ছেড়ে দেওয়ার পরিকল্পনা থাকলেও সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। নতুন ও পুরোনো দুই কর্মক্ষেত্রেই যেন আপনার ইতিবাচক প্রভাব থাকে, সেদিকে খেয়াল রাখবেন। বর্তমান কর্মস্থল ছাড়ার আগে সহকর্মী, ঊর্ধ্বতনদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চাকরি ছাড়বেন। এটি পরবর্তী চাকরিতে ভালো রেফারেন্স পেতে ভূমিকা রাখবে।
তারেক