ঢাকা ১৪ চৈত্র ১৪৩১, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
English
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

ক্রেতার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করুন

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪ পিএম
ক্রেতার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করুন
মডেল: সামিয়া রোজ, ছবি: খবরের কাগজ

ক্রেতার সঙ্গে সম্পর্ক উন্নয়ন ব্যবসার সফলতা অর্জনের অন্যতম হাতিয়ার। কারণ, ক্রেতা ছাড়া কোনো ব্যবসা কল্পনা করা যায় না। ক্রেতাকে সুবিধা দেওয়ার জন্য ব্যবসাপ্রতিষ্ঠানের সূচনা হয়। ক্রেতা ব্যবসার মূল্যবান সম্পদ এতে সন্দেহ নেই। ক্রেতার সন্তুষ্টি ব্যবসার জন্য আশীর্বাদ।

একজন ক্রেতাকে দেখে বহু ক্রেতা আপনার প্রতিষ্ঠানের পণ্য কিনতে আগ্রহী হন। একজন ক্রেতা শুধু একজন গ্রাহক নন, বহু ক্রেতার সমাহার। তাই পণ্য হতে হবে গুণে ও মানে উন্নত। ক্রেতার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে হলে শুধু ব্যবসায়িক সম্পর্ক নয় বন্ধুত্বপূর্ণ সম্পর্কও গড়ে তুলতে পারেন। ক্রেতার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনার ব্যবসার বিক্রি বাড়াতে সাহায্য করবে।

আসুন জেনে নিই ক্রেতার সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য কার্যকরী কৌশলগুলো-

ক্রেতার ফোন নম্বর ও মেইল অ্যাড্রেস সংরক্ষণ

ক্রেতার সঙ্গে পুনরায় যোগাযোগ করার জন্য ফোন নম্বর ও মেইল অ্যাড্রেস সংরক্ষণ করতে পারেন। ফোন নম্বর ও মেইল অ্যাড্রেস রাখার জন্য একটি তালিকা প্রস্তুত করুন। এই তালিকায় ক্রেতার পছন্দগুলো, আচরণ, পণ্যের আদেশপত্র মোটকথা যাবতীয় তথ্য যোগ করা থাকে। বিক্রেতার কাছে ক্রেতার তালিকা থাকলে প্রয়োজন অনুযায়ী যেকোনো তথ্য ক্রেতাকে পাঠানো সহজ হবে।

ক্রেতার পছন্দের পণ্য সম্পর্কে জানতে জরিপ

ক্রেতার সর্বোচ্চ পছন্দের পণ্য সম্পর্কে জানতে জরিপ অথবা পোল পদ্ধতির ব্যবহার করতে পারেন। 
এই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে খুব সহজেই আপনি জানতে পারবেন কোন বয়সের ক্রেতারা আপনার পণ্য পছন্দ করছেন, কারা করছেন না। একই সঙ্গে কীভাবে পণ্যের মান আরও উন্নতি করা যায় সে সম্পর্কেও ধারণা পেয়ে যাবেন।

ক্রেতার কাছ থেকে তথ্য নিন

বাজার গবেষণার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্রেতা সন্তুষ্টি। তাই যত্নের সঙ্গে আপনার কোম্পানির তথ্য আদান-প্রদানের কৌশলগুলো অনুসরণ করুন। ক্রেতাদের কিছু সুনির্দিষ্ট প্রশ্ন জিজ্ঞাসা করুন, তাদের মতামত জানতে চেষ্টা করুন যেন ব্যবসায়িক কৌশলের উন্নয়নের পাশাপাশি তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা সহজ হয়।

ক্রেতার সঙ্গে যোগাযোগ করুন

ব্যবসায় সফলতা পেতে চাইলে সব সময় ক্রেতার সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলতে হয়। এর জন্য যথাসম্ভব যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করা উচিত। যোগাযোগের মাধ্যম হতে পারে টেলিফোন, ই-মেইল, চিঠি বা অন্যকিছু। শুধু আপনার কোম্পানির পণ্য বা পরিষেবাগুলো সম্পর্কে নিশ্চিত করবেন না। এই কাজগুলোর সঙ্গে সঙ্গে কোনো ঘটনা, পণ্য বা সেবার উন্নতি, অন্যান্য তথ্য ও খবর জানানোর মাধ্যমে ক্রেতার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা যায়। কোনো ক্রেতাকে ব্যবসা যুক্ত করলে সক্রিয়ভাবে যুক্ত করুন, যেন ব্যবসার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিয়মিত নিউজলেটার পাঠান

প্রতিষ্ঠানের বিক্রি, বাট্টা বা কমিশন, নতুন নতুন পণ্য ও সুযোগ-সুবিধা ইত্যাদি নিউজলেটারে উল্লেখ থাকে, যা ক্রেতাকে সর্বদা তথ্য দিতে সহায়ক ভূমিকা পালন করে। তাই মাসিক ভিত্তিতে বিজ্ঞাপন কিংবা ই-মেইলের মাধ্যমে আপনার ক্রেতাকে তথ্যসমৃদ্ধ রাখুন।

সামাজিক যোগাযোগমাধ্যমের সহযোগিতা নিন

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবসা প্রচারের জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম। সামাজিক যোগাযোগমাধ্যম যেমন ফেসবুকে পেজ খুলে সব তথ্য ও সুযোগ-সুবিধার খবর জানানো হলে খুব সহজেই ক্রেতারা তথ্য-ফিচার সম্পর্কে জানতে পারেন। এ ছাড়া হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলে গ্রাহকদের আপডেট তথ্য জানানো যায়। 

বিশেষ অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা

বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার মাধ্যমে ক্রেতা বা গ্রাহকের মুখোমুখি হোন। এসব অনুষ্ঠান বাৎসরিক বা ষাণ্মাসিকও হতে পারে। এই আয়োজনের মাধ্যমে ক্রেতা বা গ্রাহকের সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ থাকে। ক্রেতাদের কাছে নিজস্ব প্রতিষ্ঠানকে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য করার জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা জরুরি।

ক্রেতার মতামতকে সম্মান করুন

প্রতিষ্ঠানের নতুন পণ্য সম্পর্কে ক্রেতাদের মতামত নিন। আরও ভালো পণ্য কীভাবে করা যায় সেজন্য তাদের পরামর্শ নিন। পণ্য ও সেবা সম্পর্কে ক্রেতা বা গ্রাহকদের সমালোচনাকে গ্রহণ করুন। কারণ, একমাত্র গ্রাহকের সমালোচনার মাধ্যমেই আপনার প্রতিষ্ঠানের পণ্য সংক্রান্ত যাবতীয় ভুল ধরা পড়বে। এই পরামর্শ গ্রহণ করার মাধ্যমে আপনি নিশ্চিত হবেন কীভাবে পণ্যের মান আরও উন্নত করা যায়। এটি কেবল ক্রেতাদের প্রতি আনুগত্য সৃষ্টি করবে না, গ্রাহকের চাহিদা এবং সন্তুষ্টি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেবে।

প্রতিশ্রুতি রক্ষা করুন

ক্রেতা ও গ্রাহকদের সঙ্গে দীর্ঘস্থায়ী সুসম্পর্ক বজায় রাখার জন্য সততা ও ন্যায়পরায়ণতা খুব গুরুত্বপূর্ণ। সর্বদা ক্রেতাদের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করুন। প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা না করলে বিশ্বস্ততা নষ্ট হয়ে যাবে। তাই, যে ধরনের সমস্যার কারণে নির্দিষ্ট সময়সীমার মধ্যে পণ্য দিতে পারেননি তা ক্রেতাদের অবিলম্বে অবহিত করুন।

ব্যবসায়িক লেনদেনে স্বচ্ছ থাকুন

গ্রাহকের সঙ্গে লেনদেন এবং যোগাযোগে স্বচ্ছ থাকুন। গবেষণা করে পণ্যের মান উন্নত করুন। যে বিষয়গুলো করলে গ্রাহক আপনার কাজকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং অগ্রাধিকার দেবে সে কাজগুলো করুন।

ভুল স্বীকার করুন

মানুষ মাত্রই ভুল। আর কাজের ক্ষেত্রে ভুল হওয়া খুবই স্বাভাবিক। ক্রেতাদের পণ্য সরবরাহ করায় বিলম্ব হলে কিংবা কোনো সমস্যায় পড়লে নিজের ভুল স্বীকার করে নিন। ভুল স্বীকার করে নিলে ক্রেতার কাছে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। 

ক্রেতাদের ধন্যবাদ দিন

ক্রেতাদের মন খুলে ধন্যবাদ দিন। এভাবে ক্রেতাদের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলুন। ক্রেতাদের সমাদর করলে তাদের কাছেও আপনি সমাদর পাবেন। আপনার ব্যবসা প্রসারিত করার জন্য নতুন গ্রাহকদের যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন বিশ্বস্ত গ্রাহকদের। যারা আপনার ব্যবসায়ে বেশি বিনিয়োগ করে, সময় ও অর্থ ব্যয় করে তাদের নিয়ে প্রোগ্রামের আয়োজন করে পুরস্কারের ব্যবস্থা করুন।

 

তারেক

চাকরি দিচ্ছে শরীফ মেলামাইন

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৬:২০ পিএম
চাকরি দিচ্ছে শরীফ মেলামাইন
ছবি: সংগৃহীত

বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান শরীফ হোম অ্যাপ্লায়েন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রিজিওনাল সেলস ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। 

গত ২৩ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

এক নজরে শরীফ মেলামাইনে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: 


প্রতিষ্ঠানের নাম: শরীফ হোম অ্যাপ্লায়েন্স লিমিটেড

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২৩ মার্চ ২০২৫

পদ ও লোকবল: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২৩ মার্চ ২০২৫

আবেদনের শেষ তারিখ: ১৫ এপ্রিল ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.sharifhomeappliance.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: শরীফ হোম অ্যাপ্লায়েন্স লিমিটেড

পদের নাম: রিজিওনাল সেলস ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: এমএস অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৪ বছর 

চাকরির ধরন: ফুলটাইম 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ৩৫ থেকে ৪০ বছর 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৫ এপ্রিল ২০২৫

 

তারেক

নিয়োগ দিচ্ছে আরএফএল গ্রুপ

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৩:৩০ পিএম
আপডেট: ২৭ মার্চ ২০২৫, ১২:৫১ পিএম
নিয়োগ দিচ্ছে আরএফএল গ্রুপ
ছবি: সংগৃহীত

আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এক্সপোর্ট বিভাগ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১০ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৯ এপ্রিল পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 


প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

বিভাগ: এক্সপোর্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা: রপ্তানি বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়স: ২২ থেকে ৩০ বছর

কর্মস্থল: ঢাকা (বাড্ডা)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, লিভ এনক্যাশমেন্ট, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, পিক আপ এবং ড্রপ অফ সুবিধা, ৬ মাসের প্রবেশনকাল সফলভাবে সম্পন্ন করার পরে বেতন বৃদ্ধি, প্রাণ-আরএফএল আউটলেটগুলিতে ছাড় সহ ক্রেডিট ক্রয় সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়:  ০৯ এপ্রিল ২০২৫

 

তারেক

বিনিয়োগকারীর মুখোমুখি হওয়ার আগে যা করা উচিত

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:২৯ পিএম
বিনিয়োগকারীর মুখোমুখি হওয়ার আগে যা করা উচিত
ছবি: সংগৃহীত

দেশের তরুণ উদ্যোক্তারা নতুন ধারণা, পণ্য ও সেবা তৈরির মাধ্যমে স্টার্টআপ বা উদ্যোগ গড়ে তুলছেন। তাদের সে স্টার্টআপ বা উদ্যোগকে সামনে এগিয়ে নিতে প্রয়োজন বিনিয়োগ। কিন্তু বিনিয়োগ চাইলেই তো পাওয়া সম্ভব নয়। এ জন্য নিজের ব্যবসাকে বিনিয়োগকারীর সামনে যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন।

আর এ জন্য নিজের ব্যবসা সম্পর্কে যেমন স্পষ্ট ধারণা থাকতে হবে, তেমনি আয়-ব্যয়, লাভ-ক্ষতির মতো সাধারণ বিষয়গুলো উদ্যোক্তার নখদর্পণে থাকতে হবে। তবে শুধু নিজের ব্যবসার ধারণা উপস্থাপন করলেই বিনিয়োগ পাওয়া যায় না। বিনিয়োগকারীর সামনে নিজের উদ্যোগ তুলে ধরার কোনো সুযোগ পেলে স্বল্প সময়েই গুছিয়ে তা তুলে ধরতে হয়। বিনিয়োগকারীর প্রশ্নের যথাযথ উত্তর দিতে হয়।

বিনিয়োগকারীর মুখোমুখি হওয়ার আগে ৫টি বিষয় সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে-

ব্যবসার মডেল, দাম ও রাজস্ব

একজন বিনিয়োগকারী তার বিনিয়োগ করা অর্থ কাজে লাগিয়ে ব্যবসা বাড়ানোর সম্ভাবনা দেখবেন। তাই তিনি জানতে চাইবেন ব্যবসার মডেল কী হবে। কোন উপায়ে বিনিয়োগ করা অর্থ উঠে আসবে। কোনো উদ্যোক্তা যখন বিনিয়োগকারীর সামনে তার ব্যবসা সম্পর্কে বলবেন, তখন ব্যবসার মডেল সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে চাইবেন বিনিয়োগকারী। ব্যবসার ক্ষেত্রে সরাসরি গ্রাহকের কাছে পণ্য বা সেবা যাবে নাকি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, তা জানতে চাইবেন বিনিয়োগকারী। সাবস্ক্রিপশন মডেল, চুক্তি, গ্রাহক সম্পর্কিত নানা প্রশ্ন করে ব্যবসার পুরো বিষয়ে সন্তুষ্ট হলেই বিনিয়োগ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। উদ্যোক্তা যে পণ্য ও সেবা তৈরিতে কাজ করছেন, তার মূল্য সম্পর্কেও জানতে চান বিনিয়োগকারী।

গ্রাহক তথ্য ও বাজার সম্ভাবনা

বিনিয়োগকারীদের মনে তথ্য ও গ্রাহক বাড়ানোর বিষয়টি সব সময় থাকে। একেকটি মাইলস্টোন সম্পর্কে প্রশ্ন আসতে পারে। হয়তো প্রশ্ন হতে পারে, ১০ লাখ সাবস্ক্রিপশন হতে কত দিন লাগবে? আপনার ব্যবসা টেকসই করতে কী কী পদক্ষেপ নিচ্ছেন। হঠাৎ লোকসান হলে কীভাবে তা সামাল দেবেন? উদ্যোগে সরকারি কোনো বাধা আছে কি না, থাকলে বাধাগুলো কীভাবে দূর হবে?

যে উদ্যোগ নিয়ে বিনিয়োগকারীর সামনে ধারণা উপস্থাপন করছেন তা কতখানি অনন্য, বিষয়টি বোঝার চেষ্টা করেন বিনিয়োগকারী। বাজারে যদি একই ধরনের পণ্য, সেবা বা উদ্যোগ থেকে থাকে, তবে তার চেয়ে কতটা ভালো তা-ও বোঝার চেষ্টা করতে নানা প্রশ্ন করা হতে পারে। বাজারে টিকে যাওয়ার সম্ভাবনা ও গ্রাহকবান্ধব উদ্যোগ হলে বিনিয়োগকারী সন্তুষ্ট হন। তখন এ বিষয়ে আরও খুঁটিনাটি প্রশ্ন করেন।

লক্ষ্য কী, কত টাকা চান

যারা স্টার্টআপ তৈরি করে বিনিয়োগকারীর মুখোমুখি হন, তাদের সবচেয়ে বেশি যে প্রশ্নটি করা হয় তা হচ্ছে—আপনার লক্ষ্য কী? পরবর্তী ছয় মাসে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী? বিনিয়োগ পেলে আপনি কী করবেন? কত টাকা বিনিয়োগ আপনার প্রয়োজন হবে। সে বিনিয়োগের টাকা সবার আগে কীভাবে খরচ করবেন? অর্থাৎ বিনিয়োগকারী উদ্যোক্তার কাছে সবার আগে নিজের ব্যবসার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে চান।

ঝুঁকি, চ্যালেঞ্জ ও উত্তরণ

ব্যবসা করতে হলে ঝুঁকি নিতেই হবে। বিনিয়োগকারীও তাই ঝুঁকির বিষয়টি আগেভাগেই জেনে নিতে চান। ব্যবসার কোন ক্ষেত্রে কোন ধরনের ঝুঁকি আছে, তা উদ্যোক্তাকে আগে থেকেই জেনে রাখতে হবে। বিনিয়োগকারী জানতে চাইলে ঝুঁকির বিষয়গুলো তুলে ধরে তা থেকে বের হওয়ার উপায়গুলো জানাতে হবে। ব্যবসা বা উদ্যোগে আপনার আত্মনিয়োগ বা ডেডিকেশন দেখতে চান বিনিয়োগকারী। যদি আপনার উদ্যোগ আপনার আবেগের জায়গা হয় এবং ব্যবসার জন্য সবকিছু করতে পারেন, তবে চ্যালেঞ্জ যেমন উতরে যাবেন তেমনি বিনিয়োগকারীর মনও জয় করে ফেলবেন।

নিজেকে মূল্যায়ন ও ব্যবসার টিম

বিনিয়োগকারী উদ্যোক্তাকে পুরোপুরি বাতিল করে দেওয়ার আগে একটি লাইফলাইন দিতে পারেন। সেখানে উদ্যোক্তাকে তিনি ও তার উদ্যোগ কেন সেরা, তা বলার সুযোগ দিতে পারেন। বিনিয়োগকারীর প্রশ্নের সঠিক উত্তর দিয়ে খুশি করতে পারলে হয়তো পেয়ে যাবেন পরবর্তী সাক্ষাতের দিন-তারিখ।

 

তারেক

নিয়োগ দিচ্ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১১:৩০ এএম
আপডেট: ২৫ মার্চ ২০২৫, ০১:০৪ পিএম
নিয়োগ দিচ্ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৪ ও ১৬তম গ্রেডে ২৯ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।

২৫ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


এক নজরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ 

চাকরির ধরন: সরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২০ মার্চ ২০২৫

পদ ও লোকবল: ৫টি ও ২৯ জন

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২৫ মার্চ ২০২৫

আবেদনের শেষ তারিখ: ১৭ এপ্রিল ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট: https://bfsa.gov.bd

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ 

পদসংখ্যা: ০৫টি 

লোকবল নিয়োগ: ২৯ জন 

পদের নাম: ব্যক্তিগত সহকারী

পদসংখ্যা: ০৩টি 

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ০২টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১০টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস

পদের নাম: টেলিফোন অপারেটর/অভ্যর্থনাকারী

পদসংখ্যা: ০১টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

পদের নাম: নমুনা সংগ্রহ সহকারী

পদসংখ্যা: ১৩টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৭ এপ্রিল ২০২৫

 


তারেক

চাকরি দিচ্ছে স্কয়ার গ্রুপ

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৬:৩০ পিএম
চাকরি দিচ্ছে স্কয়ার গ্রুপ
ছবি: সংগৃহীত

স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ-কমার্শিয়াল (বন্ড) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৪ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


এক নজরে স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: 

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টেক্সটাইলস পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২৪ মার্চ ২০২৫

পদ ও লোকবল: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২৪ মার্চ ২০২৫

আবেদনের শেষ তারিখ: ২৩ এপ্রিল ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট: https://textile.squaregroup.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টেক্সটাইলস পিএলসি

পদের নাম: এক্সিকিউটিভ-কমার্শিয়াল (বন্ড)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর/ এমবিএ

অন্যান্য যোগ্যতা: পোশাক, টেক্সটাইল, স্পিনিংয়ে কাজের দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ৮ থেকে ১০ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৩ এপ্রিল ২০২৫

 

তারেক