ঢাকা ১২ বৈশাখ ১৪৩২, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
English
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

বেসরকারি ব্যাংকে চাকরির সুযোগ

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৬:৩০ পিএম
বেসরকারি ব্যাংকে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি লিগ্যাল অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৩ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ মার্চ পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

 

এক নজরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫:

প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১৩ মার্চ ২০২৫

পদ ও লোকবল: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ১৩ মার্চ ২০২৫

আবেদনের শেষ তারিখ: ২৭ মার্চ ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.ucb.com.bd

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি

পদের নাম: লিগ্যাল অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এলএলবি এবং এলএলএম

অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ বার কাউন্সিলের সনদ থাকতে হবে। ব্যাংকিং নিয়মকানুন, আর্থিক আইন এবং কর্পোরেট গভর্নেন্স সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ০২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৭ মার্চ ২০২৫ তারিখ সর্বোচ্চ ৪০ বছর

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৭ মার্চ ‍২০২৫

 


তারেক

নিয়োগ দিচ্ছে লংকাবাংলা ফাইন্যান্স

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৫:০০ পিএম
নিয়োগ দিচ্ছে লংকাবাংলা ফাইন্যান্স

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি আর্থিক খাতের প্রতিষ্ঠানটি প্রিন্সিপাল অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৪ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ মে পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে লংকাবাংলা ফাইন্যান্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: 

প্রতিষ্ঠানের নাম: লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২৪ এপ্রিল ২০২৫

পদ ও লোকবল: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২৪ এপ্রিল ২০২৫

আবেদনের শেষ তারিখ: ০৫ মে ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.lankabangla.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি

পদের নাম: প্রিন্সিপাল অফিসার 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: এমএস এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট এবং আর্থিক বিশ্লেষণ সফটওয়্যার/টুলগুলোতে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 

বেতন: প্রতিযোগিতামূলক বেতন

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৫ মে ২০২৫

 

তারেক

ব্যবসায় সফলতার টিপস

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ পিএম
ব্যবসায় সফলতার টিপস

যত টাকাই থাকুক না কেন ব্যবসা করতে হলে আপনাকে কিছু টিপস বা কৌশল অবলম্বন করতে হবে। টিপসগুলো অনুসরণ করলে একজন সফল ব্যবসায়ী হিসেবে আপনি অনেকটাই এগিয়ে যাবেন।

সঠিক পরিকল্পনা থাকতে হবে: ব্যবসা শুরু করার আগে আপনাকে সবার প্রথমে একটি পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা ছাড়া ব্যবসা শুরু করলে আপনার ব্যয় যেমন বাড়বে ঠিক তেমনি সফল হওয়াটাও অনেক কঠিন হয়ে পড়বে। তাই কোথায়, কীভাবে, কত মূলধন বিনিয়োগ করবেন, কর্মী কতজন রাখবেন, কী পরিমাণ লাভ আশা করছেন, মার্কেট ভ্যালু এ সবকিছু মিলিয়ে একটি পরিকল্পনা করতে হবে। 

পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন: যে ব্যবসাটি শুরু করতে যাচ্ছেন সে সম্পর্কে কিছুটা হলেও অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা ছাড়া ব্যবসায় নেমে পড়াটা বোকামি।
ধৈর্যশীল হতে হবে: প্রতিযোগিতার এই বাজারে টিকে থাকতে হলে আপনার প্রচুর ধৈর্যের প্রয়োজন হবে। লস হলেই ব্যবসা বন্ধ করা যাবে না। অনেক সময় লস হবে অনেক সময় লসের চেয়েও দ্বিগুণ লাভ হবে, তাই হতাশ হওয়া চলবে না। 

টার্গেট মার্কেট নির্ধারণ করতে হবে: টার্গেট মার্কেট হলো আপনার পণ্য বা সেবাটি কাদের জন্য, কারা এর ক্রেতা হবে সেটি নির্ধারণ করা। ক্রেতাদের পছন্দ অনুযায়ী পণ্য ডিজাইন থেকে শুরু করে সব কাজ পরিচালনা করতে হবে।

মূলধন: ব্যবসা শুরু করতে হলে মূলধনের প্রয়োজন আছে। ব্যবসার ধরন অনুযায়ী মূলধন কম বেশি হয়ে থাকে।

অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান থাকতে হবে: ব্যবসায়ী বা উদ্যোক্তা হওয়া অনেকটাই কঠিন। কারণ, এর শুরু থেকে শেষ পর্যন্ত নিজেকেই পরিচালনা করতে হয়। আপনাকে আর্থিক লেনদেনের নথি রাখা, ব্যক্তিগত তহবিল দক্ষতার সঙ্গে ব্যবহার, বাজেট তৈরি করা, জরুরি তহবিল তৈরির নিয়ম জানতে হবে।

ঝুঁকি নেওয়া শিখতে হবে: যেখানে ব্যবসা আছে সেখানেই রয়েছে ঝুঁকি। ঝুঁকি ছাড়া ব্যবসা করার চিন্তা করা অনর্থক। তাই ব্যবসা শুরু করার আগে এটি নিয়ে ভাবতে হবে এবং ঝুঁকি নেওয়া শিখতে হবে।

মার্কেটিং ও প্রচার করতে হবে: ব্যবসার প্রাণ হচ্ছে মার্কেটিং। এর মাধ্যমেই ক্রেতা আপনার পণ্য বা সেবা হাতের নাগালে পাবে। প্রচারের মাধ্যমে যত বেশি ক্রেতা জানবে তত বেশি বিক্রি হবে। ক্রেতা যদি পণ্য বা সেবা সম্পর্কে না জানে তাহলে আপনার পণ্য যতই ভালো হোক না কেন আপনি সফল হতে পারবেন না। তাই পণ্যের প্রচারটাও জরুরি।

আত্মবিশ্বাসী হতে হবে: ব্যবসায় নামার পর দেখবেন অনেকেই আপনাকে অনেক কথা বলবে। কেউ না জেনে বলবে, কেউ ইচ্ছা করে বলবে, কেউ আবার সঠিক পরামর্শ দেবে। আপনি সবার কথা শুনবেন। ভালোটা গ্রহণ করবেন, খারাপটা বর্জন করবেন এবং নিজ সিদ্ধান্তকে সবার প্রথমে রাখবেন।

 

তারেক

নিয়োগ দিচ্ছে মোল্লা সল্ট, বয়স ২৫ হলেই আবেদন

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৬:৫০ পিএম
নিয়োগ দিচ্ছে মোল্লা সল্ট, বয়স ২৫ হলেই আবেদন

মোল্লা সল্ট (ট্রিপল রিফাইন্ড) ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কর্পোরেট সেলস ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৩ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ মে পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


এক নজরে মোল্লা সল্টে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: 

প্রতিষ্ঠানের নাম: মোল্লা সল্ট (ট্রিপল রিফাইন্ড) ইন্ডাস্ট্রিজ লিমিটেড

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২৩ এপ্রিল ২০২৫

পদ ও লোকবল: নির্ধারিত ‍নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২৩ এপ্রিল ২০২৫

আবেদনের শেষ তারিখ: ২৩ মে ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.molla.com.bd

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: মোল্লা সল্ট (ট্রিপল রিফাইন্ড) ইন্ডাস্ট্রিজ লিমিটেড

পদের নাম: কর্পোরেট সেলস ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা: বিক্রয়/বিপণন ব্যবস্থাপনায় দক্ষতা 

অভিজ্ঞতা: ৬ থেকে ১০ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

বয়সসীমা: ২৫ থেকে ৪০ বছর 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি,  প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৩ মে ২০২৫

 

তারেক

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৩:২০ পিএম
আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ১২:২২ পিএম
স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৩ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ মে পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


এক নজরে স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: 

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টেক্সটাইলস পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২৩ এপ্রিল ২০২৫

পদ ও লোকবল: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২৩ এপ্রিল ২০২৫

আবেদনের শেষ তারিখ: ০৫ মে ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট: https://textile.squaregroup.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টেক্সটাইলস পিএলসি

পদের নাম: এক্সিকিউটিভ 

বিভাগ: এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি

অন্যান্য যোগ্যতা: গার্মেন্টস, টেক্সটাইলে কাজের দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা (উত্তরা)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৫ মে ২০২৫


তারেক

আবু সাঈদের বিচারক হওয়ার পথচলা

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১১:৫৫ এএম
আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ১১:৫৭ এএম
আবু সাঈদের বিচারক হওয়ার পথচলা
ছবি: ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আবু সাঈদ

সাফল্যের পথে কেউ কেউ এগিয়ে যান নিঃশব্দে, আত্মপ্রত্যয় আর কঠোর পরিশ্রমকে সঙ্গী করে। তেমনই এক অনুপ্রেরণাদায়ী গল্পের নায়ক আবু সাঈদ, যিনি সম্প্রতি ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী।

আবু সাঈদের এই যাত্রা ও নতুনদের জন্য তার পরামর্শ নিয়েই আজকের আয়োজন। লিখেছেন শাহ বিলিয়া জুলফিকার

শুরু থেকেই লক্ষ্য ছিল স্থির

বিচার বিভাগে কাজ করার স্বপ্ন তার অনেক দিনের। সেই লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে তিনি শুরু থেকেই পরিকল্পিতভাবে প্রস্তুতি নিয়েছেন। পরীক্ষার সিলেবাস ও প্রশ্নপত্রের ধরন বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করেছেন। বিগত বছরের প্রশ্নপত্র অনুশীলন করে তিনি বুঝতে চেষ্টা করেছেন কীভাবে প্রস্তুতি নিলে ভালো ফল করা সম্ভব।
সফলতার জন্য তিনি যে পদ্ধতিতে পড়াশোনা করেছেন, তা বেশ ব্যতিক্রমী। অনেকেই একসঙ্গে অনেক কিছু পড়তে চান, কিন্তু আবু সাঈদ ধীরে ও গভীরভাবে বিষয়গুলো অনুধাবন করতেন। আইনের প্রতিটি সেকশন বুঝে পড়ার চেষ্টা করতেন। একটি সেকশন পড়ে পুরো বিকেলও কাটিয়ে দিতেন তিনি, যাতে বিষয়টি তার মস্তিষ্কে স্থায়ীভাবে গেঁথে যায়। তা ছাড়া তিনি অযথা সময় নষ্ট করতেন না। বন্ধুদের সঙ্গে আড্ডা, সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় কিংবা অপ্রয়োজনীয় কাজে যুক্ত হওয়ার পরিবর্তে তিনি পড়াশোনার প্রতি মনোযোগী ছিলেন। আইনের পাঠ্যবই ও রেফারেন্স বই পড়ার পাশাপাশি, বাস্তব আইনগত প্রসঙ্গ নিয়ে গভীর বিশ্লেষণ করতেন। তিনি বিশ্বাস করতেন, মুখস্থ বিদ্যা দিয়ে ভালো আইনজীবী বা বিচারক হওয়া সম্ভব নয়, বরং প্রয়োজন বিশ্লেষণী ক্ষমতা ও বাস্তবসম্মত জ্ঞান।

প্রস্তুতি যেমন ছিল

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার তিনটি ধাপ প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা— প্রত্যেকটির জন্য আলাদাভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আবু সাঈদ এই তিনটি ধাপে সফল হওয়ার জন্য সুস্পষ্ট কৌশল অনুসরণ করেছেন।

প্রিলিমিনারি প্রস্তুতি

প্রিলিমিনারিতে ভালো করার জন্য লিগ্যাম প্রশ্নব্যাংক বই থেকে প্রশ্ন বিশ্লেষণ করে পড়া তাকে উপকৃত করেছিল। এতে সময় ব্যবস্থাপনা ও প্রশ্নের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন। প্রিলির জন্য তিনি সংক্ষিপ্ত নোট তৈরি করতেন, যাতে শেষ মুহূর্তে দ্রুত রিভিশন দেওয়া যায়।

লিখিত পরীক্ষার প্রস্তুতি

লিখিত পরীক্ষার জন্য আবু সাঈদ প্রতিটি বিষয়ের ওপর বিস্তারিত নোট তৈরি এবং নিয়মিত অনুশীলন করেছেন। আইনবিষয়ক বিভিন্ন রেফারেন্স বই থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তিনি তার উত্তরকে সমৃদ্ধ করতেন। লিখিত পরীক্ষায় ভালো করতে হলে দ্রুত ও সংক্ষিপ্তভাবে উত্তর লিখতে জানতে হয়। এ জন্য তিনি মডেল টেস্ট দিয়েছেন এবং বিগত বছরের প্রশ্নপত্রের সমাধান করেছেন।

ভাইভা প্রস্তুতি

ভাইভা পরীক্ষার জন্য তিনি সাম্প্রতিক বিষয় সম্পর্কে ধারণা রেখেছিলেন। তা ছাড়া  আইন বিষয়ে তার গভীর জ্ঞানই ছিল তার সবচেয়ে বড় শক্তি। ভাইভার জন্য তিনি বাজারের প্রচলিত মাইন্ড গেম বই কিনেছিলেন এবং ফেসবুক থেকে সংগ্রহ করে বিভিন্ন রিয়েল ভাইভা পড়েছিলেন, যা ভাইভাতে তার সাহস বৃদ্ধি করেছিল।

নতুনদের জন্য পরামর্শ

বিচারক হতে চাইলে কেবল বই মুখস্থ করলেই হবে না, প্রয়োজন ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং বিশ্লেষণী দক্ষতা। প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় সফল হতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর কৌশল অনুসরণ করা জরুরি। আবু সাঈদ অভিজ্ঞতা থেকে নতুনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন—

পরিকল্পিত পড়াশোনা: একটি সুনির্দিষ্ট সময়সূচি তৈরি করে প্রতিটি বিষয়ের ওপর সমান গুরুত্ব দিয়ে অধ্যয়ন করুন। এলোমেলোভাবে না পড়ে ধারাবাহিক ও কাঠামোবদ্ধ উপায়ে প্রস্তুতি নেওয়া উত্তম।

নিয়মিত অনুশীলন: বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ ও মডেল টেস্টের মাধ্যমে উত্তর লেখার দক্ষতা বাড়ান। এতে পরীক্ষার ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা গড়ে উঠবে এবং সময় ব্যবস্থাপনার দক্ষতা বাড়বে।

আত্মবিশ্বাস: নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখুন এবং ধারাবাহিক অধ্যবসায় বজায় রাখুন। পরীক্ষার বিভিন্ন ধাপে (প্রিলি, লিখিত, ভাইভা) ধৈর্য ও আত্মবিশ্বাসী মনোভাব আপনাকে এগিয়ে রাখবে।

সেকশন বুঝে পড়া: আইন মুখস্থ করার বদলে প্রতিটি ধারা বা সেকশন গভীরভাবে অনুধাবন করুন। আইনের প্রয়োগ ও ব্যাখ্যার ওপর গুরুত্ব দিন। কারণ বিচারকের দায়িত্ব কেবল আইনের বই অনুসরণ করা নয়, বরং বাস্তব পরিস্থিতিতে তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা।

সময় ব্যবস্থাপনা: অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হন। পড়াশোনার পাশাপাশি বিশ্রাম এবং মানসিক প্রশান্তিও জরুরি, যাতে দীর্ঘমেয়াদি প্রস্তুতি কার্যকর থাকে।

ভবিষ্যৎ পরিকল্পনা

সহকারী জজ হিসেবে দায়িত্বগ্রহণের পর আবু সাঈদ সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চান। বিচার বিভাগে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে ন্যায়বিচারের আদর্শকে বাস্তবে রূপ দিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিশ্বাস করেন, একজন বিচারকের প্রধান দায়িত্ব হলো সঠিক বিচার নিশ্চিত করা এবং বিচারপ্রার্থীদের প্রতি ন্যায্যতা বজায় রাখা।

 

তারেক