ঢাকা ২১ জ্যৈষ্ঠ ১৪৩২, বুধবার, ০৪ জুন ২০২৫
English

সেন্টার ফর মেডিকেল এডুকেশনে কাজের সুযোগ

প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৭:০৫ পিএম
সেন্টার ফর মেডিকেল এডুকেশনে কাজের সুযোগ
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পরিপত্র অনুসারে সেন্টার ফর মেডিকেল এডুকেশনের (সিএমই) স্থায়ী রাজস্ব খাতের শূন্যপদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)

২. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্নাতক বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা টাকা (গ্রেড ১৬)

৪. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ৩
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গ্রেড-১৬-এর ক্ষেত্রে: হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স। গ্রেড-১৫-এর ক্ষেত্রে: ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) এবং ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।

৫. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে

আবেদন ফি

১-৪ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ৫ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।

আবেদনের শেষ সময়: ২৮ মে ২০২৫।

 

তারেক

 

কাজে মনোযোগ ধরে রাখার টিপস

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৫:০৭ পিএম
কাজে মনোযোগ ধরে রাখার টিপস
মডেল: অ্যানী, ছবি: আদিব আহমেদ

যেকোনো কাজে সাফল্য পেতে হলে মনোযোগ দিয়ে কাজ করতে হয়। কাজে মনোযোগ ধরে না রাখতে পারলে শুধু কর্মদক্ষতা কমে যায় না, বরং কাজের মান, কাজ করার ইচ্ছা, আগ্রহ ধীরে ধীরে কমতে শুরু করে। মনোযোগ ধরে রাখতে পারলে কর্মক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কিন্তু কিছু টিপস মেনে চললে কাজে মনোযোগ ধরে রাখা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন গাজী তাহির

আমরা অনেকেই অফিসে খোলামেলা পরিবেশে অনেক মানুষের মধ্যে বসে কাজ করি। ফলে দেখা যায় সব সময়ই কেউ না কেউ কথা বলছে অথবা হাঁটাচলা করছে। আপনার নিজেকে এসব থেকে মানসিকভাবে আলাদা করতে শিখতে হবে, যাতে আপনি কাজের দিকে সম্পূর্ণ মনোযোগ দিতে পারেন।

গুছিয়ে কাজ করুন

আপনার কাজ আর আশপাশের পরিবেশ যত অগোছাল থাকবে, খুঁটিনাটি বিষয়গুলো থেকে মনোযোগ সরে যাওয়ার সম্ভাবনা থাকবে তত বেশি। তাই মনোযোগ বাড়ানোর অন্যতম একটা উপায় হচ্ছে আপনার কাজের পরিকল্পনা যতটা সম্ভব গুছিয়ে রাখা।

তালিকা তৈরি করুন

অনেকের মধ্যে একটা ধারণা দেখা যায় যে, লিস্ট তৈরি করা এবং পরিকল্পিতভাবে কাজ করা সৃজনশীলতা নষ্ট করে দেয়। এটি একটি ভুল ধারণা। কাজের তালিকা বানানো বরং সৃজনশীলতাকে বিকশিত করে। কারণ এতে করে প্রতিটি কাজকে প্রয়োজনীয় সময় দেওয়া যায়, যাতে করে কাজ থেকে তৈরি হওয়া মানসিক চাপ অনেকটা কমে আসে। 

মনোযোগ ধরে রাখুন

মোবাইল ফোন থেকে শুরু করে পাশের ডেস্কে বসা কলিগ পর্যন্ত কাজের সময় আমাদের মনোযোগ আকর্ষণ করে থাকে। প্রশ্ন হচ্ছে, কাজের মনোযোগ নষ্ট করে এসব অপ্রয়োজনীয় জিনিস থেকে নিজেকে দূরে রাখবেন কীভাবে?

আমরা অনেকেই অফিসে খোলামেলা পরিবেশে অনেক মানুষের মধ্যে বসে কাজ করি। ফলে দেখা যায় সব সময়ই কেউ না কেউ কথা বলছে অথবা হাঁটাচলা করছে। আপনার নিজেকে এসব থেকে মানসিকভাবে আলাদা করতে শিখতে হবে, যাতে আপনি কাজের দিকে সম্পূর্ণ মনোযোগ দিতে পারেন।

এর জন্য অনেকেই নয়েজ ক্যান্সেলেশন হেডফোন ব্যবহার করেন। রিসার্চে পাওয়া গেছে, যারা কাজ করার সময় ক্লাসিক্যাল মিউজিক শোনেন তাদের কাজের প্রতি মনোযোগ বেশি হয়। তবে মনোযোগে সাহায্য করার জন্য কোনো লিরিক্স যুক্ত মিউজিক না শোনাই ভালো, কারণ তাতে বরং ডিস্ট্র্যাকশনের পরিমাণ আরও বাড়ে।

এ ছাড়া মোবাইলের নোটিফিকেশন বন্ধ রাখা অথবা মোবাইল দূরে রেখে কাজ করতে বসা, ডেস্কটপে ই-মেইল ও মেসেজ নোটিফিকেশন বন্ধ করে রাখা ইত্যাদি মনোযোগ সরে যাওয়ার সম্ভাবনা কমাবে।

নিয়মিত বিরতি নিন

যতক্ষণ আমরা কাজ করি, আমাদের মস্তিষ্কের পেশিগুলোও ততক্ষণ বিশ্রাম নেওয়ার সুযোগ পায় না। ফলস্বরূপ এই পেশিগুলো ক্লান্ত হয়ে পড়ে এবং যেকোনো কাজে সম্পূর্ণ মনোযোগ দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। তাই মনোযোগ ধরে রাখার ক্ষমতা বাড়াতে প্রয়োজন পর্যাপ্ত বিশ্রাম এবং নিয়মিত বিরতি নেওয়া।

কাজকে উপভোগ করুন

অনেক সময় মনোযোগ দিতে না পারার একটা বড় কারণ হচ্ছে কাজ করে আনন্দ না পাওয়া। চাকরি বা ব্যক্তি জীবনে অনেককেই প্রচণ্ড মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়, যা পছন্দের কাজটাকেও একটা নীরস বিষয়ে পরিণত করে। তাই দৈনন্দিন কাজের প্রক্রিয়াকে কীভাবে আরও উপভোগ্য করা যায় তা নিয়ে ভাবুন। 

রুটিন অনুসরণ করুন

অতিমাত্রায় রুটিন মতো চলা যেমন জীবনের আনন্দকে নষ্ট করে দিতে পারে, একেবারে কোনো রুটিন না থাকাও বিশৃঙ্খলার কারণ হতে পারে। রুটিন মেনে চলার অর্থ হচ্ছে প্রতিদিন একই সময়ে একই ধরনের কাজ করা। এতে অভ্যস্ত হয়ে গেলে খাওয়া, ঘুম এবং অন্যান্য দৈনন্দিন কাজ নিয়ে চিন্তা করার প্রয়োজন কমে যাবে। ফলাফল, কাজের প্রতি মনোযোগ আরও বাড়বে।

কাজের গুণগত মান নিশ্চিত করুন

অনেকেই দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করেন। তারা কাজের মান নিশ্চিত করার চেয়ে দ্রুত কাজ শেষ করাকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। কিন্তু দ্রুত কাজ করা মানে হচ্ছে খুঁটিনাটি বিষয়ে নজর দেওয়ার জন্য সময় না নেওয়া। এর ফলে কাজটিও ঠিকমতো করা হয়ে ওঠে না। যার নেতিবাচক প্রভাব পড়তে পারে আপনার ক্যারিয়ার এবং মর্যাদার ওপর।

অতিরিক্ত ডেডলাইনের চাপ না নিয়ে বরং কাজের গুণগত মান নিশ্চিত করাতে বেশি গুরুত্ব দিন। কারণ নির্ভুলভাবে সম্পন্ন হওয়া কাজ অনেক দীর্ঘমেয়াদি ফলাফল এনে দিতে পারে।

সবচেয়ে খারাপ পরিস্থিতির কথা আগে ভাবুন

সবচেয়ে খারাপ ফলাফলের কথা চিন্তা করুন। কারণ, সবচেয়ে খারাপ ফলাফলের কথা চিন্তা করলে আপনার অবচেতন মন আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে।

আপনার গাফিলতি বা অমনোযোগ আপনার ক্যারিয়ার ও কোম্পানির ব্যবসায়িক অবস্থাকে কতটা প্রভাবিত করতে পারে তা সম্পর্কে ধারণা থাকলে সহজাতভাবেই আপনি মনোযোগ সহকারে কাজ করার অনুপ্রেরণা পাবেন। 

হয়তো আপনি যে পরিস্থিতিটা চিন্তা করছেন তা কখনোই ঘটবে না। কিন্তু ঝুঁকি না নিয়ে বরং প্রস্তুত থাকাই ভালো। 

এক সময়ে শুধু একটা কাজ করুন

অনেকেই মনে করেন যে একসঙ্গে একাধিক কাজ করলে বেশি কাজ করা সম্ভব। কিন্তু এই ধারণা ভুল হওয়ার প্রমাণ বিভিন্ন রিসার্চে অনেকবার পাওয়া গেছে। তাই মনোযোগের সঙ্গে কাজ করতে চাইলে এক সময়ে একটা কাজ করাই সবচেয়ে ভালো।

বই পড়ুন

যত দিন যাচ্ছে, আমরা তত বই থেকে দূরে সরে যাচ্ছি। আর তার কারণও আছে। জ্ঞান অর্জন হোক বা শুধু বিনোদন, বই পড়ার চেয়ে অনেক সহজ ও আনন্দদায়ক মাধ্যম এখন আমাদের কাছে সহজলভ্য। কিন্তু বই পড়া যেভাবে আপনার মনোযোগ বাড়াবে, অন্য কোনো মাধ্যম তা পারবে না।

 

তারেক

নিয়োগ দিচ্ছে মধুমতি ব্যাংক

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৪:০৮ পিএম
নিয়োগ দিচ্ছে মধুমতি ব্যাংক
ছবি: সংগৃহীত

বেসরকারি মধুমতি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি জেনারেল ব্যাংকিং অফিসার (এসইও-এভিপি) পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: জেনারেল ব্যাংকিং অফিসার (এসইও-এভিপি)

পদসংখ্যা: নির্দিষ্ট নয়

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। তবে শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি থাকা যাবে না।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৪-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: উল্লেখ নেই

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের মধুমতি ব্যাংকের ক্যারিয়ার-সংক্রান্ত এই ওয়েবসাইটে লগইন করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়

২৬ জুন ২০২৫।

 

তারেক

শিশু একাডেমিতে ৫০ পদে নিয়োগ

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০২:১৯ পিএম
শিশু একাডেমিতে ৫০ পদে নিয়োগ
ছবি: সংগৃহীত

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিশু একাডেমিতে রাজস্ব খাতভুক্ত স্থায়ী ও অস্থায়ী ৫০টি শূন্যপদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


১. পদের নাম: হিসাবরক্ষণ অফিসার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (নবম গ্রেড)

২. পদের নাম: জেলা শিশুবিষয়ক কর্মকর্তা
পদসংখ্যা: ১৩ (১১টি স্থায়ী ও দুটি স্থায়ী পদ)
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (নবম গ্রেড)

৩. পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ (১২তম গ্রেড)

৪. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (১৩তম গ্রেড)

৫. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা (১৪তম গ্রেড)

৬. পদের নাম: লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম কিপার
পদসংখ্যা: ১৭ (৮টি স্থায়ী ও ৯টি অস্থায়ী পদ)
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা (১৪তম গ্রেড)

৭. পদের নাম: প্রজেক্টর অপারেটর
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (১৫তম গ্রেড)

৮. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৮
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)

৯. পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ৫
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)

১০. পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)

১১. পদের নাম: বুক বিয়ারার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (১৯তম গ্রেড)

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি/ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে

আবেদনের শেষ সময়

২৫ জুন, ২০২৫।

 

তারেক

আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরির সুযোগ

প্রকাশ: ০২ জুন ২০২৫, ১২:২১ পিএম
আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠানটির দাওয়াহ ও গবেষণা বিভাগ গবেষণা সহযোগী পদে ৪ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৩০ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

 

এক নজরে আস-সুন্নাহ ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: 


প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ ফাউন্ডেশন

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ৩০ মে ২০২৫

পদ ও লোকবল: ১টি ও ৪ জন

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদনের শেষ তারিখ: ১০ জুন ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট: https://assunnahfoundation.org

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ ফাউন্ডেশন

পদের নাম: গবেষণা সহযোগী

বিভাগ: দাওয়াহ ও গবেষণা

পদসংখ্যা: ৪ জন 

যোগ্যতা 

-দাওরায়ে হাদিস [মুমতাজ বিভাগে উত্তীর্ণ]

-তাখাসসুস ফিল ফিকহ ওয়াল ইফতা [উলুমুল হাদিস শাস্ত্রে পারদর্শী হলে অগ্রাধিকার]

-দীনি দাওয়াহর জন্য নিঃস্বার্থভাবে কাজ করার মানসিকতাসম্পন্ন

-লেখালেখিতে পারদর্শী

-গবেষণায় দক্ষ

-কম্পিউটার ব্যবহারে দক্ষতা 

-আস-সুন্নাহ ফাউন্ডেশনের নীতি ও আদর্শে বিশ্বাসী

চাকরির ধরন: পূর্ণকালীন

অভিজ্ঞতা: থাকলে ভালো

কাজের বিবরণ: শরিয়াহবিষয়ক প্রশ্নের মৌখিক ও লিখিত উত্তর প্রদান করা

কর্মস্থল: ঢাকা 

বেতন: মাসিক বেতন ১৮ থেকে ২০ হাজার টাকা (প্রথম ৬ মাস পরে কর্মদক্ষতার ভিত্তিতে ফাউন্ডেশনের নীতিমালা অনুযায়ী বর্ধিত বেতনে স্থায়ী নিয়োগ)

অন্যান্য সুবিধা: দুপুরের খাবার, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে ২টি বোনাস, নিয়মিত মূল্যায়ন ও পদোন্নতি, প্রভিডেন্ট ফান্ডসহ প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে গুগল ফরমটি পূরণ করুন।

আবেদনের শেষ সময়: ১০ জুন ২০২৫

 

তারেক

নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক

প্রকাশ: ০১ জুন ২০২৫, ০২:০৭ পিএম
নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক
ছবি: সংগৃহীত

সীমান্ত ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৬ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জুন পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


এক নজরে সীমান্ত ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: 


প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি 

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২৬ মে ২০২৫

পদ ও লোকবল: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২৬ মে ২০২৫

আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.shimantobank.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি

পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার

বিভাগ: সাসটেইনেবল ফিন্যান্স (পিও-এফএভিপি)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/স্নাতক অথবা সমমানের ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন নির্দেশিকা সম্পর্কে ভালোভাবে অবগত। কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্টের উপর ভালো দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: অন্যান্য সুবিধাগুলো ব্যাংকের মানবসম্পদ বিভাগের নীতিমালা অনুসারে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২৫

 

তারেক