ঢাকা ১০ আষাঢ় ১৪৩২, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
English

শুরু হল সিনেমার বড় উৎসব

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০১:৫০ পিএম
শুরু হল সিনেমার বড় উৎসব

ভূমধ্যসাগরের তীরে শুরু হল সিনেমার বড় উৎসব কান ফিল্ম ফ্যাস্টিভ্যাল। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সম্মানিত অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী মেরিল স্ট্রিপ। উৎসবের ৭৭তম এ আসরে তাকে দেওয়া হল সম্মানসূচক স্বর্ণপাম।

স্বর্ণপাম গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন মেরিল। তিনি বলেন, ‘যখন প্রথমবার এ উৎসবে এসেছিলাম, তখন চল্লিশ বছর বয়সের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তিন সন্তানের মা হয়ে গিয়েছি। ভেবেছিলাম আমার ক্যারিয়ার বোধহয় শেষ। বুলেট ট্রেনের জানালা দিয়ে দেখার মতো তারুণ্য যেন এক ঝটকায় মাঝ বয়সে নিয়ে এল আমাকে। এতকাল পর আবার আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ।’ আজ বুধবার দুপুরে বিশেষ এক অধিবেশনে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের অভিজ্ঞতা ভাগাভাগি করবেন ৭৪ বছর বয়সী এই অভিনেত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানের পর স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ফ্রান্সের কোয়ান্তাঁ দ্যুপিয়ো পরিচালিত ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’ ছবির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। একই দিনে ফ্রান্সের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ফরাসি ভাষার এই কমেডি ছবিটি। এতে অভিনয় করেছেন ফরাসি তিন তারকা লেয়া সেদ্যু, ভাসোঁ লান্দোঁ ও লুই গারেল। উৎসবের লালগালিচায় পরিচালকের সঙ্গে হাজির হয়েছিলেন তারা।

কান ক্ল্যাসিকসে গতকাল স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে দেখানো হয় কিংবদন্তি ফরাসি সম্রাট নেপোলিয়নের উত্থানকে কেন্দ্র করে আবেল গঁস পরিচালিত ১৯২৭ সালের সিনেমা ‘নেপোলিয়ন’। ছবিটিকে পুনরুদ্ধার করতে ১৬ বছরের বেশি সময় লেগেছে। দেশটির স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে সেখানে দেখানো হয় ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ড্যানি বয়েলের ‘ট্রেইন স্পটিং’ ছবিটি।

ফরাসি কমেডিয়ান ও অভিনেত্রী ক্যামিল কোতাঁনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে হাজির হন মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান গ্রেটা গারউইগ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অন্য বিচারকেরাও। তারা হলেন মার্কিন অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী এভা গ্রিন, লেবানিজ পরিচালক ও চিত্রনাট্যকার নাদিন লাবাকি, তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী এব্রু জেলান, জাপানি পরিচালক হিরোকাজু কোরি-এদা, ইতালিয় অভিনেতা পিয়ারফ্রান্সেসকো ফাভিনো, স্প্যানিশ পরিচালক ও চিত্রনাট্যকার হুয়ান আন্তোনিও বায়োনা, ফরাসি অভিনেতা-প্রযোজক ওমর সি।

জাহ্নবী

 

জামিন পেয়েই নোবেলের বাবা হওয়ার খবর!

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৪:৫৮ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৫, ০৫:০৩ পিএম
জামিন পেয়েই নোবেলের বাবা হওয়ার খবর!
ছবি: সংগৃহীত

ইডেন কলেজের ছাত্রী ইসরাত জাহান প্রিয়ার করা ধর্ষণ মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ (২৪ জুন) দুপুরে শুনানি শেষে মেহেরা মাহাবুবের আদালত এই জামিন মঞ্জুর করেন।

এদিকে নোবেলের জামিনের পর গণমাধ্যমে তাদের আইনজীবীরা জানান, শিগগিরই তাদের সংসারে নতুন মেহমান আসতে যাচ্ছে। কাজেই সুখী নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চান প্রিয়া।

শুনানির সময় নোবেলকে কারাগার থেকে হাজির করা হয়। অন্যদিকে বাদী আদালতে উপস্থিত হন।

আদালতে শুনানির সময় বাদী বলেন, জামিনে তার আপত্তি নেই। আসামি পক্ষ থেকে বলা হয় ইতিমধ্যে বিয়ে সম্পন্ন হয়েছে তবে রেজিস্ট্রি হয়নি। জামিন পাওয়ার পর বিবাহ রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। 

এর আগে গত ১৯ জুন কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নোবেল ও প্রিয়ার বিয়ে হয়। আগের দিন গত ১৮ জুন তাদের কাবিনমূলে বিয়ের ব্যবস্থা করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।

মেহেদী/

বাংলা গানে রাহাত ফতেহ আলী খান

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৯:২৫ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৫, ০৯:২৬ পিএম
বাংলা গানে রাহাত ফতেহ আলী খান
ছবি: সংগৃহীত

পাকিস্তানি কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান ‘তুমি আমার প্রেম পিয়াসা’ নামে একটি বাংলা গানে কণ্ঠ দিয়েছেন। 

গীতিকার কবির বকুলের কথা এবং রাজা কাশেফের সুর ও সংগীত আয়োজনে গানটিতে তার সঙ্গে গলা মিলিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি গায়িকা রুবাইয়াত জাহান। 

প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

জানা গেছে, দুবাইয়ের প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছেন রাহাত ফাতেহ আলী খান ও রুবাইয়াত জাহান।

(রাহাত ফাতেহ আলী খান ও রুবাইয়াত জাহান) ছবি: সংগৃহীত

কিছুদিনের মধ্যে লন্ডনের বিভিন্ন স্থানে গানটির ভিডিও ধারণ করা হবে। তবে গানটি কবে মুক্তি পাবে সে প্রসঙ্গে কিছু জানা যায়নি 

এ প্রসঙ্গে রুবাইয়াত জাহান গণমাধ্যমকে বলেন, 'লন্ডনে রাহাত ফাতেহ আলী খানের সঙ্গে দেখা হলে তিনি আমাকে বাংলা গানের প্রতি তার ভালোবাসার কথা জানান। বাংলা গান গাওয়ার আগ্রহের কথাও উল্লেখ করেন। পরে রাজা কাশেফ তাকে এ গানটি করার প্রস্তাব দেন। তিনি রাজী হলেন এবং খুব আন্তরিকতার সঙ্গে গানটি গাইলেন। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।'

এর আগে বাংলাদেশে এসে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ‘ইকোস অব রেভুল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্টে বিনা পারিশ্রমিকে গান গেয়েছেন পাকিস্তানি এ কিংবদন্তি সংগীতশিল্পী।

মেহেদী/

আদনানের নির্মাণে সুনিধির ‘পালাবে কোথায়’

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৮:৩০ পিএম
আদনানের নির্মাণে সুনিধির ‘পালাবে কোথায়’
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আলোচিত নির্মাতা আদনান আল রাজীব। ক্যারিয়ারে বসন্ত চলছে তার। বিজ্ঞাপন ও নাটক নির্মাতা হিসেবে জনপ্রিয়তা পেলেও কিছুদিন আগেই সিনেমা নিয়ে কান চলচ্চিত্র উৎসব জয় করে ফিরেছেন আদনান আল রাজীব। তার অভিনীত ‘আলী’ সিনেমাটি স্বল্পদৈর্ঘ্যের জন্য স্পেশাল মেনশন স্বীকৃতি পেয়েছে। 

কানে উপস্থাপকের এক প্রশ্নে আদনান আল রাজীব বলেছিলেন, ‘এটা আমাদের জন্য অবশ্যই বিশেষ। নিঃসন্দেহে বাংলাদেশের জন্যও। আপনারা জানেন, প্রথমবারের মতো আমাদের জন্য এটাই অনেক বড় একটা অর্জন। এই মুহূর্তে বাংলাদেশ একটা অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় মানুষ ভালোভাবে একটু নিশ্বাস নেওয়া সুযোগ খুঁজছে।

এই পুরস্কারটি জিতে আমরা কিছুটা হলেও সেটাই দিতে পেরেছি। এটা দেশের মানুষের মাঝে একটা আশার সঞ্চার যেমন ঘটাবে, তেমনি বাংলাদেশ নিয়ে একটা ইতিবাচক ধারণাও তৈরি করবে।’ 

এবার রাজীব নির্মাণ করলেন মিউজিক ভিডিও। দুই বাংলার জনপ্রিয় গায়িকা সুনিধি নায়েকের গাওয়া গানটির শিরোনাম ‘পালাবে কোথায়’। গত ২২ জুন প্রকাশিত হয়েছে এই মিউজিক ভিডিওটির অফিশিয়াল একটি পোস্টার। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানিয়েছেন আদনান আল রাজীব ও সুনিধি নায়েক দুজনেই। 

ফেসবুকে পোস্টারটি শেয়ার করে আদনান আল রাজীব লিখেছেন, “আমি একটি মিউজিক ভিডিও পরিচালনা করেছি আমার খুবই মেধাবী বন্ধু সুনিধি নায়েকের জন্য। তার গাওয়া ‘পালাবে কোথায়’ শিরোনামের গানটি আসছে। সে শিল্পী হিসেবে অনবদ্য। তাই আমি চেয়েছি তার এই কাজটির অংশ হতে। যাতে তার শৈল্পিক চিন্তাকে আমার ক্যামেরার ভাষায় মূর্ত করে তাকে সাহায্য করতে পারি। সবাইকে কাজটি দেখানোর জন্য আমার তর সইছে না।’’ 

গানটি নিয়ে সুনিধি নায়েক বলেন, “আমি আর অর্ণব (সংগীতশিল্পী সায়ান চৌধুরী অর্ণব) বেশ কিছু গান করেছি। যেগুলো ধীরে ধীরে প্রকাশিত হবে। তার মধ্যে ‘পালাবে কোথায়’ আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটি গান। কারণ এই গানটিতে আমরা ওয়েস্টার্ন ইডিএম মিউজের সঙ্গে বাঙালি সুর ও কম্পোজিশনের একটি চমৎকার মিশ্রণ তৈরি করার চেষ্টা করেছি। গানটির কথা ও সুর অর্ণবের করা। তার কাজ সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে। মিউজিক কম্পোজিশনে আমরা তিনজন- অর্ণব, অদিত রহমান আর আমি কাজ করেছি।’ 

আদনান আল রাজীবের মিউজিক ভিডিও নির্মাণ প্রসঙ্গে সুনিধি বলেন, ‘‘আদনান আমাদের দেশের অন্যতম মেধাবী নির্মাতা। তা ছাড়া সে আমার খুব ভালো বন্ধু। তাই তার সঙ্গে আমার নানা বিষয়ে চিন্তাভাবনা শেয়ার করা হয়। আদনান গানটি শুনে খুব পছন্দ করল। তখন আমরা ভিডিওটির প্ল্যান করি। মাঝে আমি গান নিয়ে দুই মাসের লম্বা ইউরোপে ট্যুর করলাম। তারও আগে ভিডিওটির শুট করি।

সবকিছু গুছিয়ে নিয়ে এখন মনে হলো এটি প্রকাশ করতে পারি। আদনানকে অনেক ধন্যবাদ সুন্দর একটি ভিডিও নির্মাণ করার জন্য। আশা করছি গান ও মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে। আগামী ২৬ জুন ‘পালাবে কোথায়’ গান ভিডিও প্রকাশ পাবে।” 

/এমএস  

জেনিফার অ্যানিস্টনের ইচ্ছা

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৭:৪৫ পিএম
জেনিফার অ্যানিস্টনের ইচ্ছা
জেনিফার অ্যানিস্টন। ছবি: সংগৃহীত

তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতে রয়েছেন হলিউড তারকা জেনিফার অ্যানিস্টন। সমৃদ্ধ ক্যারিয়ারে জনপ্রিয় সব টিভি সিরিজসহ ‘উই আর দ্য মিলার্স’ এবং ‘মার্ডার মিস্ট্রি’-এর মতো সিনেমায় কাজ করেছেন। এবার নিজের অন্যরকম এক ইচ্ছার কথা জানালেন এই তারকা অভিনেত্রী। একটি ব্রডওয়ে নাটকে অভিনয়ের ব্যাপারে ইচ্ছা পোষণ করেন এই হলিউড তারকা। 

বিনোদন ম্যাগাজিন ‘পিপল’কে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ‘ফ্রেন্ডস’খ্যাত এই অভিনেত্রী জানান, তিনি ব্রডওয়েতে একটি নাটকে অভিনয় করতে চান। তিনি এও উল্লেখ করেছেন যে, এমন একটি কাজ করার এটাই সঠিক সময়। ১৯৯৪ সালে জনপ্রিয় সিটকম ‘ফ্রেন্ডস’ টিভি সিরিজে র‍্যাচেল গ্রিন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে অ্যানিস্টন তুমুল পরিচিতি পান। পরবর্তী সময়ে বেশকিছু উল্লেখযোগ্য দর্শকপ্রিয় কাজ উপহার দিয়েছেন তিনি। 

‘পিপল’ এর সঙ্গে এক সাক্ষাৎকারে ৫৬ বছর বয়সী অ্যানিস্টন বলেন, ‘আমি অবশ্যই একটি ব্রডওয়ে নাটক করতে চাই। এটি আমার বাকেট লিস্টে আছে। কিন্তু সময় খুঁজে বের করা এবং সঠিক অংশ, সঠিক উপাদান খুঁজে বের করাটাই এখন মুখ্য বিষয়... তবে আমাকে অবশ্যই ব্রডওয়েতে একটি নাটক করতে হবে।’ 

ছোটবেলা থেকেই অভিনয় জগতের সঙ্গে পরিচিত এই অভিনেত্রী ১৯৬৯ সালে অভিনেতা জন অ্যানিস্টন এবং ন্যান্সি ডাওয়ের ঘরে জন্মগ্রহণ করেন। ব্রডওয়ের বাইরে কিছু প্রযোজনা এবং টেলিভিশন শোতে অভিনয় করার পর অ্যানিস্টন ১৯৯৩ সালে ভৌতিক কমেডি ‘লেপ্রেচাঁ’-তে প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে কাজের সুযোগ পান।

বর্তমানে অ্যানিস্টন ড্রামা সিরিজ ‘দ্য মর্নিং শো ৪’-এ অভিনয় করছেন, যা সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিরিজে তার সহ-অভিনেত্রী হিসেবে রিস উইদারস্পুনকেও দেখা যাবে। 

/এমএস  

বৈশাখী টিভিতে আজ ‘সবুজ গ্রাম পাথরের শহর’

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১০:০০ এএম
বৈশাখী টিভিতে আজ ‘সবুজ গ্রাম পাথরের শহর’
ছবি: সংগৃহীত

একঝাঁক তারকা নিয়ে বৈশাখী টিভির ধারাবাহিক ‘সবুজ গ্রাম পাথরের শহর’। বৈশাখী টিভি ইনহাউজ প্রোডাকশনের ব্যানারে নাটকটি পরিচালনা করেছেন রুমান রুনি। 

বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে, ইউসুফ আলী খোকনের চিত্রনাট্যে নাটকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, সালাউদ্দিন লাভলু, আশীষ খন্দকার, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), শরাব আহমেদ জীবন, শ্যামল মাওলা, মায়মুনা মম, শামিম আহমেদ মনা, শ্যামন্তি সৌমি, একে আজাদ সেতু, শতাব্দী ওয়াদুদ, শবনম পারভীন, সূচনা শিকদার, রেশমা আহমেদ, নুর এ আলম নয়ন, জুনেদ আতিক, তানিয়া লিজা, দাউদ নূর, শহীদ চিশতী, আজরা জেবিন তুলি, অমিতাভ রাজীব, নিয়ামূল করিম, শিখা কর্মকার, জাফর মাহফুজ, তুহিন খান, মো. রফিক প্রমুখ।

ধারাবাহিক প্রসঙ্গে গল্পকার টিপু আলম মিলন বলেন, ‘সবুজ গ্রাম পাথরের শহর নাটক মূলত সমাজ সচেতনতার এক আখ্যান। একটা সময় গ্রামের মানুষগুলো প্রকৃতির মতোই সহজ সরল ছিল, অন্যদিকে শহরের মানুষগুলোও তাদের জীবনযাত্রার মান উন্নয়নে দিন দিন নিজেদের আবেগ অনুভূতির জায়গাটা হারিয়ে ফেলেছে।

কিন্তু বর্তমানে শহরের সভ্যতায় গ্রামকে সাজাতে গিয়ে বিলীন হয়ে যাচ্ছে সহজ সরল মানুষগুলোর সহজ সরল জীবন-যাপনের সবকিছু। যে কারণে, গ্রামের সহজ সরল মানুষের আনন্দ-বেদনার কাব্য যেমন ফুটে উঠেছে এ নাটকে তেমনি চিত্রায়িত হয়েছে ইট-পাথরে গড়ে ওঠা মানুষের বাস্তবচিত্র। যাদের হৃদয় যেন আজ পাথরের মতোই শক্ত। গ্রামে-গঞ্জ-শহরে একই চিত্র। নানা ঘাত-প্রতিঘাত, অসংগতি আর বৈষম্য সমাজ তথা রাষ্ট্র উন্নয়নে দারুণ অন্তরায়।

সামাজিক দায়বদ্ধতা থেকেই এ নাটকের কিছু মানুষ এগিয়ে আসে। কেউ সফল হয় কেউ হয় না। কিন্তু তাদের সংগ্রাম থেমে থাকে না, নিয়ত এগিয়ে চলে সামনের দিকে। বরাবরের মতো আমার এ গল্পের নাটকটিও দর্শকদের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।’ ধারাবাহিক নাটক ‘সবুজ গ্রাম পাথরের শহর’ প্রচার হচ্ছে সপ্তাহে তিন দিন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯.২০ মিনিটে। 

/এমএস