
মন্দিরা চক্রবর্ত্তী অভিনীত প্রথম সিনেমা ‘কাজল রেখা’। গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় এতে নামভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন শরীফুল রাজ। গত ঈদে মুক্তি পাওয়া প্রথম সিনেমা দিয়েই বেশ আলোচিত হয়েছেন এই চিত্রনায়িকা। এরপর মন্দিরা শেষ করেছেন তার দ্বিতীয় সিনেমার কাজ। সিনেমার নাম ‘নীলচক্র’। এটি নির্মাণ করেছেন মিঠু খান। শুটিংয়ের পাশাপাশি এর ডাবিংও শেষ করেছেন তিনি।
কিছুদিন আগে এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। এই সিনেমায় মন্দিরা জুটি বেঁধেছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে। ছবিটি আসন্ন ঈদে প্রকাশের কথা থাকলেও পরে মুক্তির মিছিল থেকে সরে দাঁড়িয়েছে।
মন্দিরা বলেন, ‘নীল চক্র’তে আমরা সতর্ক থেকে অভিনয় করার চেষ্টা করেছি। শুভ ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম সিনেমা। তিনি একজন গুণী অভিনেতা। তার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। আমি খুবই আশাবাদী নীলচক্র সিনেমাটি নিয়ে।’
মন্দিরা জানান, তৃতীয় সিনেমার ঘোষণা আসছে শিগগিরই। এটি হবে অনেক প্রত্যাশার একটি ছবি। বাকি কথা জানতে করতে হবে অপেক্ষা।
জাহ্নবী