ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫
English
বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫, ২২ জ্যৈষ্ঠ ১৪৩২

অপেক্ষায় মন্দিরা

প্রকাশ: ১১ জুন ২০২৪, ০১:১২ পিএম
অপেক্ষায় মন্দিরা

মন্দিরা চক্রবর্ত্তী অভিনীত প্রথম সিনেমা ‘কাজল রেখা’। গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় এতে নামভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন শরীফুল রাজ। গত ঈদে মুক্তি পাওয়া প্রথম সিনেমা দিয়েই বেশ আলোচিত হয়েছেন এই চিত্রনায়িকা। এরপর মন্দিরা শেষ করেছেন তার দ্বিতীয় সিনেমার কাজ। সিনেমার নাম ‘নীলচক্র’। এটি নির্মাণ করেছেন মিঠু খান। শুটিংয়ের পাশাপাশি এর ডাবিংও শেষ করেছেন তিনি। 

কিছুদিন আগে এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। এই সিনেমায় মন্দিরা জুটি বেঁধেছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে। ছবিটি আসন্ন ঈদে প্রকাশের কথা থাকলেও পরে মুক্তির মিছিল থেকে সরে দাঁড়িয়েছে।

মন্দিরা বলেন, ‘নীল চক্র’তে আমরা সতর্ক থেকে অভিনয় করার চেষ্টা করেছি। শুভ ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম সিনেমা। তিনি একজন গুণী অভিনেতা। তার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। আমি খুবই আশাবাদী নীলচক্র সিনেমাটি নিয়ে।’

মন্দিরা জানান, তৃতীয় সিনেমার ঘোষণা আসছে শিগগিরই। এটি হবে অনেক প্রত্যাশার একটি ছবি। বাকি কথা জানতে করতে হবে অপেক্ষা।

জাহ্নবী

আনকাট সেন্সর ছাড়পত্র পেল ঈদের ছবি ‘টগর’

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৫:৫৪ পিএম
আনকাট সেন্সর ছাড়পত্র পেল ঈদের ছবি ‘টগর’
ঈদের ছবি ‘টগর'।

ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত সিনেমা ‘টগর’পেয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের আনকাট সেন্সর ছাড়পত্র। অর্থাৎ সেন্সর বোর্ড সিনেমাটির কোনো অংশ কর্তন ছাড়াই মুক্তির অনুমতি দিয়েছে।

এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত ও পরিবেশিত এই ছবিটি পরিচালনায় আছেন নির্মাতা আলোক হাসান। ‘টগর’ একটি দুর্দান্ত গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে, যেখানে সমাজ, পরিবার এবং ভালোবাসার টানাপোড়েন তুলে ধরা হয়েছে মানবিক আবেগের মাধ্যমে। সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, ছবিটির নির্মাণশৈলী, অভিনয় এবং চিত্রনাট্যের বস্তুনিষ্ঠতা বোর্ড সদস্যদের প্রশংসা কুড়িয়েছে। তাই কোনো দৃশ্য বা সংলাপ বাদ না দিয়েই ছবিটিকে মুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরি। গান, ট্রেলার ও পোস্টার ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ‘টগর’ ঈদুল আজহার দিন থেকেই দেশের শতাধিক হলে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক সংস্থা।

/ফারজানা ফাহমি

রাজীব মণি দাসের রচনায় ঈদে ৫ নাটক

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৫:৪৯ পিএম
রাজীব মণি দাসের রচনায় ঈদে ৫ নাটক
রাজীব মণি দাস। ছবিঃ খবরের কাগজ।

নাট্যকার রাজীব মণি দাসের রচনায় ঈদ-উল-আযহায় আসছে ৫ নাটক। এর মধ্যে ৪টি একক নাটক, অপরটি ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘গণক’। একক নাটকগুলো হলো- ‘ভুড়ির অহংকার’, ‘সম্পত্তি ভাগ’, ‘জামাই শ্বশুর জুয়াড়ি’, ‘একান্নবর্তী ঈদ’। 

এর মধ্যে বিশেষ ধারাবাহিক নাটক ‘গণক’ গল্পে দেখা যায়- গ্রামের গরিব সহজ-সরল দম্পতি আমির ও আসমা। আমির ক্ষীণ স্মরণশক্তি ও বোকা স্বভাবের কারণে কোনো কাজই সে ঠিকমত করতে পারে না। আসমা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়। সুন্দরী হওয়ায় সমাজের কুরুচিপূর্ণ পুরুষের দৃষ্টি পড়ে তার দিকে।

 গ্রামের বিত্তবান মুন্সি বাড়িতে স্বর্ণের গয়না চুরি হয়। সন্দেহ করে আসমাকে, কারণ এই বাড়ির মধ্যে একমাত্র আসমাই ছুটা বুয়ার কাজ করে। আসমাকে আসামির মতো গ্রেফতার করে মুন্সি বাড়ির লোকজন। আসমা চুরি করেনি একথা সে বার বার বললেও তার কথা কেউ বিশ্বাস করে না। আসমা সবাইকে বলে তার স্বামী জ্বীন চালান দিয়ে গণনা করে প্রকৃত চোরকে ধরিয়ে দিতে পারবে। জ্বীন চালানের মাধ্যমে বোকা আমির আসল চোর কালামকে ধরিয়ে দেয়, সেইটা আট-দশ গ্রামে রটে যায়। সেই থেকে বোকা আমির গণক হিসেবে সুপরিচিতি পায়।

‘গণক’ গল্প প্রসঙ্গে নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘একটি ক্ষীণ স্মরণশক্তি মানুষ কিভাবে নিজের জ্ঞান গন্ডিকে ৩৬০ ডিগ্রি ডিঙিয়ে গণক হয়ে রাতারাতি লক্ষ লক্ষ টাকা আয় করে, তা দেখে অনেকেই অবাক হয়। আসলে সমাজের একজন মানুষকে অবহেলা করা ঠিক নয় সে যেই শ্রেণিরই হোক।’
‘সবার চোখে সরল মানুষও একদিন নিজ কর্মগুণে পাহাড়ের চুড়ায় পৌঁছাতে পারে, তারই উদাহরণ গণক আখম হাসান,’- যোগ করেন তিনি। এছাড়া ‘ভুড়ির অহংকার’ নাটকটি একটু ভিন্ন ধাচের। একটা মানুষ খায়, তাই বলে এতো বেশি খায় সেইটা কল্পনাকেও হার মানায়। আবার খাইতে খাইতে পেট হয়ে গেছে বিশালাকৃতির তিমি মাছের পেটের মতো। আবার সেই ভুড়িওয়ালা পেট নিয়ে ছেলে জাবেদ যেমন অহংকার করে, তেমনি মা-ও অহংকার করতে থাকে। এই নিয়ে গ্রামের মানুষ হাসাহাসি করে। জাবেদের প্রেমিকা ইশা নিজ প্রেমিক সম্পর্কে মানুষের মুখে এমন তিরস্কারমূলক কথা শুনতে শুনতে যেন তিথি বিরক্ত। আবার জাবেদের যুক্তির কাছে এসে যেন খৈই হারিয়ে ফেলে ইশা। হবু শ্বাশুড়ির কাছে এ নিয়ে কথা বলতে গেলে তিনিও অহংকারের সাথে জানায় এমন ভুড়িওয়ালা পেট দশ গ্রামে কারও আছে নাকি। 


গল্প সম্পর্কে রাজীব মণি দাস বলেন, ‘শুধু গল্প বলাই একজন নাট্যকারের মূল কাজ নয়, গল্পের ভিতরে আনন্দ, বেদনা, ব্যর্থতার বিপরীতে সফলতা আনয়নের কলা-কৌশল এবং পরিশেষে বিনোদনের পাশাপাশি সমাজ গঠনে মেসেজও দিতে হয়। ভুড়ির অহংকার নাটকটি তেমনই একটি বিনোদনধর্মী নাটক। আশা করি দর্শক নিরাশ হবে না।’  

নাটকগুলোর বিভিন্ন চরিত্রে অভিনয়ে করছেন- আ.খ.ম. হাসান, মৌসুমী হামিদ, আশরাফুল আশিষ, ফাহমিদা তৃষা, মাসুদ মহিউদ্দিন, সায়কা আহমেদ, মাসুদ রানা মিঠু, সুজাত শিমুল, কাজী রাজু, তারিক স্বপন, সারা জেরিন, ফরিদ হোসাইন, রিকি রাফাত প্রমুখ। 
এমনি গল্পের নাটকগুলো ঈদে বিভিন্ন বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। 

/ফারজানা ফাহমি

 

চিত্রনায়ক কায়েস আরজুর জন্মদিন আজ

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১২:০৫ এএম
চিত্রনায়ক কায়েস আরজুর জন্মদিন আজ
চিত্রনায়ক কায়েস আরজু।ছবি: সংগৃহীত।

চিত্রনায়ক কায়েস আরজু নায়ক সালমান শাহ’র প্রতি পরম ভালোলাগা থেকে নায়ক হওয়ার স্বপ্নের বিভোর ছিলেন। একসময় প্রয়াত বরেণ্য পরিচালক হাসিবুল ইসলাম মিজান পরিচালিত ‘তুমি আছো হৃদয়ে’ সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে নিজের স্বপ্ন পূরণ করেন। এতে তার বিপরীতে ছিলেন আয়েশা সালমা মুক্তি। দুজনের অনবদ্য অভিনয়ে দর্শক মুগ্ধ হয়েছিলেন। এই সিনেমায় এসআই টুটুলের গাওয়া ‘হও যদি তুমি নীল আকাশ’ গানটি এখনো দর্শকের ভীষণ প্রিয়। সিনেমার এই একটি গানই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলো। 

এরপর কায়েস আরজুকে আরো বেশকিছু সিনেমাতে অভিনয়ে দেখা যায়। যারমধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে মোহাম্মদ হোসেন জেমীর ‘বাজাও বিয়ের বাজনা’, শামীমুল ইসলাম শামীমের ‘আমার প্রেম আমার প্রিয়া’, একে এম ফিরোজ বাবুর ‘প্রেম বিষাদ’, আবুল খায়ের বুলবুলের ‘অবুঝ প্রেম’, সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, দেলোয়ার জাহার ঝন্টুর ‘হেডমাস্টার’সহ আরো বেশকিছু সিনেমা। এরইমধ্যে তিনি কামরুজ্জামানের (তাজু কামরুলের কামরুল) পরিচালনায় ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমাতেও অভিনয় করছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

 
এদিকে আজ আরজুর জন্মদিন। গতকালই তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। মায়ের সঙ্গেই এবার জন্মদিনের সময়টুকু কাটাবেন বলে জানালেন তিনি। আরজু বলেন,‘ এখন পর্যন্ত যতোগুলো সিনেমাতে অভিনয় করেছি আমি, বলা যায় বেশিরভাগ সিনেমার জন্যই আমি দর্শকের কাছ থেকে বেশ সাড়া পেয়েছি।

হোক সেটা প্রথম সিনেমা কিংবা পরবর্তীতে পরীমণি’সহ আরো অন্যান্যদের সঙ্গে সিনেমাগুলো। আমি মনেপ্রাণে একজন সিনেমাপ্রেমী। সিনেমার বাইরে মাঝে মাঝে বিশেষ অনুরোধে বেশকিছু ভালো ভালো গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছি। সেগুলোর জন্য অভূতপূর্ব সাড়া পেয়েছি। আজ আমার জন্মদিন। সবার কাছে জন্মদিনে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং আগামীতে যেন আরো ভালো ভালো গল্পের সিনেমাতে কাজ করতে পারি।’ 

২০২২ সালে মনির খানের ‘মা জননী’ গানের মিউজিক ভিডিওতে দিলারা জামানের ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন আরজু। এছাড়াও অর্ধযুগ আগে রূপসার ‘মায়া বাড়াইছে’ গানেও মডেল হিসেবে কাজ করে প্রশংসিত হয়েছিলেন আরজু।  

/ফারজানা ফাহমি

শাহরুখের শুটিং সেটে আহত রাঘব

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৪:১০ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৫, ০৪:১১ পিএম
শাহরুখের শুটিং সেটে আহত রাঘব
ছবি: সংগৃহীত

সিনেমায় গত কয়েক বছর ধরে বেশ ভাল সময় কাটাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’র পর এবার এই অভিনেতার সবচেয়ে প্রতীক্ষিত ‘কিং’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। বর্তমানে তারকাবহুল এই ছবিটির শুটিং চলছে। 

এ ছবিতে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ভারতের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেতা রাঘব জুয়েল। একটি হাই-অক্টেন অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় পায়ে আঘাত পান তিনি। এরপরও কাজ না থামিয়ে নিজের অংশের শুটিং সম্পন্ন করেন রাঘব।

এর আগে যে পায়ে তিনি অস্ত্রপচার করেছিলেন, সেই একই পায়ে আবারও আঘাত পান- ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে এমনটাই জানা গেছে।

সিনেমায় রাঘবের চরিত্র সম্পর্কে এখনও কিছু প্রকাশ করা না হলেও জানা গেছে, এটি তার ক্যারিয়ারের এখন পর্যন্ত সবচেয়ে কঠিন চরিত্র হতে যাচ্ছে। ছবির শুটিংয়ে তাকে কঠোর পরিশ্রম করতে হবে। সেটে আহত হওয়ার পরও কাজ না থামিয়ে ব্যথানাশক ওষুধ খেয়ে শুটিং চালিয়ে যান রাঘব। 

শাহরুখ খান প্রযোজিত এই ছবিতে অভিনয় করছেন সুহানা খান, রানি মুখার্জি, অভিষেক বচ্চন , অনিল কাপুর , দীপিকা পাড়ুকোন, জ্যাকি শ্রফ প্রমুখ। 

/এমএস  

বিটিভিতে ঈদের দিন ‘তাহসান আনপ্লাগড’

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৩:১৯ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৫, ০৩:২০ পিএম
বিটিভিতে ঈদের দিন ‘তাহসান আনপ্লাগড’
সংগীতশিল্পী তাহসান খান।ছবি: সংগৃহীত।

ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) থাকছে বর্ণিল সংগীতানুষ্ঠান। ৫দিন ব্যাপি আয়োজনে গান গেয়েছেন সংগীতাঙ্গনের জনপ্রিয় সব তারকারা। সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবার গাইলেন বিটিভির ঈদ আয়োজনে। ঈদের দিন সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে একক সংগীতানুষ্ঠান ‘তাহসান আনপ্লাগড’।

মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় মৌসুমী মৌয়ের উপস্থাপনায় তাহসান শোনাবেন তার জনপ্রিয় আটটি গান। তাছাড়াও একক সংগীতানুষ্ঠানে গাইবেন কণ্ঠশিল্পী এলিটা। ‘এলিটা এলিভ’ নামে এ অনুষ্ঠানটি প্রচারিত তবে ঈদের ২য় দিন সন্ধ্যা ৭টায়। এছাড়াও ঈদ আয়োজনে একক সংগীতানুষ্ঠানে গাইবেন ইথুন বাবু, আলম আরা মিনু, আঁখি আলমগীর, মনির খান। থাকছে ফোক ও বাউল গানেরও আয়োজন।

ঈদের দিন সকাল সাড়ে ১১টায় সরোজ রাহুতের প্রযোজনায় ফোক গান গাইবেন নুসরাত জাহান, গামছা পলাশ, বিউটি, অনন্যা, নূর হাসান আলম ও সাবরিন। ৪র্থ দিন দুপুর ১টায় প্রচারিত হবে তারিকুজ্জামানের প্রযোজনায় ‘ঈদ বাউলিয়ানা’। এই অনুষ্ঠানে গাইবেন চিশতী বাউল, সুকুমার বাউল, শফি মন্ডল, শাহনাজ বেলী, দীপ্র, দুর্জয় বড়–য়া ও টুনটুন বাউল। 

ঈদের দিন রাত ১১টা ০৫ মিনিটে মামুন মাহমুদের প্রযোজনায় গাইবেন পিয়াল হাসান চৌধুরী, আদনান বাবু, হুমায়রা বশির, রিজিয়া পারভীন, রুমানা ইসলাম ও স্বীকৃতি। ২য় দিন সকাল ১১টায় মনিরুল হাসানের প্রযোজনায় ‘গানের ছন্দে ঈদ আনন্দ’ অনুষ্ঠানে গাইবেন সংগীতশিল্পী আগুন, দিঠি আনোয়ার, নাসির খান ও আলম আরা মিনু। 

থাকছে দ্বৈত গানেরও অনুষ্ঠান। ঈদের ৩য় দিন সকাল ১১টা ০৫ মিনিটে সৈয়দা ফারহানা হাসান প্রযোজিত দ্বৈত গানের অনুষ্ঠানে গান গাইবেন মারিয়া সালমা, নয়ন, মৌমিতা মৌ, রাজিয়া , বেলাল খান, নন্দিতা, পুতুল মারিয়া, তামান্না প্রমি, খালিদ মুন্না, স্মরণ, ইকবাল মিন্টু, পপি, প্রিয়াংকা ও আসিকুর রহমান। এছাড়াও ঈদের আয়োজনে রয়েছে রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, আধুনিক গানের অনুষ্ঠান ও ব্যান্ড শো। 

/ফারজানা ফাহমি