আসিফ আকবর, কোনাল, তানভীর তারেক ও ইশতিয়াক। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও কানাডাভিত্তিকি টিভি চ্যানেল এটিভি ইউএসএ’র থিম সং গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর, কোনালসহ ১৮ জন কণ্ঠশিল্পী। তানভীর তারেকের সুর,সঙ্গীত, ভিডিও পরিকল্পনা ও পরিচালনায় থিম সংটির কথা লিখেছেন ইশতিয়াক আহমেদ।
১১ টি দেশে চিত্রায়িত ও অর্ধশত শিল্পীর অংশগ্রহণে এই থিম সংটি তৈরি হয়েছে। তানভীর তারেক বলেন,‘টানা ২ মাস ধরে আমরা এই থিম সংটির ভিডিও প্ল্যান করি। সেখানে বাংলাদেশের মফস্বলের টং দোকান থেকে শুরু করে হলিউড শহর লস এঞ্জেলেসেও আমরা শুটিং করেছি। এই পরিশ্রমলব্ধ কাজটি একারণেই উপস্থাপন করার চেষ্টা করেছি, যাতে আমাদের থিম সংয়ের মর্মার্থ সারাবিশ্বের বাঙালিয়ানা কালচারকে যে আমরা এক করার চিন্তা করেছি তা প্রকাশ পায়।’
গানটিতে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন ঢাকা-নিউইয়র্কের আরো ১৬ জন কণ্ঠশিল্পী। নিউইয়র্ক স্টুডিওতে কণ্ঠ দিয়েছেন কামরুজ্জামান বকুল, শামীম সিদ্দিকী, চন্দ্রা রায়, নাজু আখন্দ, কৃষ্ণা তিথি, মরিয়ম মারিয়া, শাহ মাহবুব, সৌরভ। ঢাকার ধ্রুব মিউজিক স্টেশন স্টুডিওতে কণ্ঠ দিয়েছেন ৮ তরুণ কণ্ঠশিল্পী। তারা হলেন অংসুক রায়, সুকল্যান মুখার্জি, নয়ন দাস, রুদ্র দাস, তিথি মজুমদার, নন্দিতা সাহা, সোনালী সাহা ও সম্বিতা তালুকদার লতা।
গানটির সাউন্ড ডিজাইন, কম্পোজিশন ও মিক্স মাস্টারিং হয়েছে ঢাকা, নিউইয়র্ক ও লাস ভেগাসের স্টুডিওতে। কাজ করেছেন লাস ভেগাসের টিএফপি স্টুডিওর এলেক্স, নিউইউয়র্কের তানভীর তারেক ও অভিজিৎ চক্রবর্তী জিতু, ঢাকার মার্সেল।
ভিডিও প্রডাকশনের সার্বিক তত্ত্বাবধান করেছেন ইয়ামিন ইলান, তার ই-মিউজিক টিম ও কোলাহল কমিউনিকেশন। সম্পাদনা ও কালার গ্রাফিক্স এসএম তুষার। কারিগরি সহযোগিতায় আরও ছিলো বায়োস্কপ ফিল্মস। ঢাকার ২০ জন নৃত্যশিল্পী এই থিম সংয়ে অংশ নিয়েছেন। নৃত্যশিল্পীদের কোরিওগ্রাফার হিসেবে ছিলেন এ মাহবুব হোসেন।
এ প্রসঙ্গে এটিভি ইউএসএর কর্ণধার আকাশ রহমান বলেন,‘আমরা শুরু থেকেই শুধু কমিউনিটি টেলিভিশনের ভেতরেই এটিকে সীমাবদ্ধ রাখতে চাইনি। কারণ এখন কোনোকিছুই আর লোকাল নেই। গ্লোবাল বাজারেই ফাইট দিতে হয়। এটিভি ইউএসএ আমাদের নিজস্ব অ্যাপ ও ডিজিটাল প্লাটফর্মে একইভাবে কাজ করে যাচ্ছে। ’