ঈদের আগের দিন
এটিএন বাংলা
ঈদের আগের দিন সকাল ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে সোহানুর রহমান সোহান পরিচালিত বাংলা ছায়াছবি ‘কোটিটাকার প্রেম’। এতে অভিনয় করেছেন শাকিব, অপু বিশ্বাস, মিশাসহ আরও অনেকে। দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘মনের ঘরে বসত করে’। সিনেমাটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এতে অভিনয় করেছেন শাকিব, অপু বিশ্বাস, আহমেদ শরীফ প্রমুখ।
ঈদের দিন
এটিএন বাংলা
সকাল ১০টা ২০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘বিদ্রোহী’। সিনেমাটি পরিচালনা করেছেন সেলিম খান। এতে অভিনয় করেছেন শাকিব খান, বুবলী, মিশা, সাদেক বাচ্চু প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে টিভি প্রিমিয়ার করা হবে বাংলা ছায়াছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’। পরিচালনা করেছেন অশোক পাতি ও অনন্য মামুন। এতে অভিনয়ে করেছেন অঙ্কুশ, শুভশ্রী, মিশা, ডন প্রমুখ।
চ্যানেল আই
সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘ছায়া’। এটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এতে অভিনয় করেছেন আসিফ নুর, বুবলী, সুষমা সরকার, সিমরিন লুবাবা প্রমুখ।
এনটিভি
সকাল ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি বাদশা। পরিচালনা করেছেন বাবা যাদব। এতে অভিনয়ে করেছেন জিৎ, নুরসাত ফারিয়া, শ্রদ্ধা দাশ, ফেরদৌস, সুব্রত, বিশ্বনাথ বাসু, রেবেকা, রজতাভ দত্ত, নাদের চৌধুরী প্রমুখ। বিকেল ৪টা ২০ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি পোড়ামন-২। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। এতে অভিনয়ে করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরী, বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু প্রমুখ।
আরটিভি
সকাল ১০টা ১০ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘বেপরোয়া’। এতে অভিনয়ে করেছেন জিয়াউল রোশান, ববি হক প্রমুখ। দুপুর ২টা ১০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘ভালোবাসার লাল গোলাপ’। সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ হোসেন জেমী। এতে অভিনয়ে করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, পূর্ণিমা প্রমুখ।
মাছরাঙা টেলিভিশন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে রায়হান রাফী পরিচালিত বাংলা ছায়াছবি ‘তুফান’। এতে অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী।
বৈশাখী টিভি
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে বাংলা সিনেমা ‘দাদীমা’। এফ আই মানিকের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, ডিপজল প্রমুখ।
ঈদের দ্বিতীয় দিন
এটিএন বাংলা
সকাল ১০টা ২০ মিনিটে বাংলা ছায়াছবি ‘প্রিয়তমা’। সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এতে অভিনয়ে করেছেন শাকিব খান, ইধিকা পাল, কাজী হায়াৎ প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে টিভি প্রিমিয়ার হবে বাংলা সিনেমা ‘তুই শুধু আমার’ সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন ও জয়দ্বীপ মুখার্জি। এতে অভিনয়ে করেছেন সোহান চক্রবর্তী, মাহিয়া মাহি, হাসান ইমাম, ওম প্রমুখ।
চ্যানেল আই
সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘কুস্তিগীর’। সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় কান্ত। এতে অভিনয়ে করেছেন বাপ্পি, জাহারা মিতু, সুব্রত, সাবেরী আলম এবং মিশা সওদাগরসহ আরও অনেকে।
এনটিভি
সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি নবাব। জয়দেব মুখার্জী পরিচালিত সিনেমাটিতে অভিনয়ে করেছেন শাকিব খান, শুভশ্রী, মেঘলা মিজান, মুক্তা, অমিত হাসান, খরাজ মুখার্জী, অপরাজিতা আধ্য, সব্যসাচী চক্রবর্তী, রেবেকা রউফ প্রমুখ। বিকেল ৪টা ২০ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘গলুই’। সিনেমাটি পরিচালনা করেছেন এস এ হক অলীক। এতে অভিনয়ে করেছেন শাকিব খান, পূজা চেরী, সুচরিতা, সুব্রত, আলীরাজ, আজিজুল হাকিম, সমু চৌধুরী প্রমুখ।
আরটিভি
সকাল ১০টা ১০ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘অগ্নি’। ইফতেখার চৌধুরী পরিচালিত সিনেমাটিতে অভিনয়ে করেছেন আরেফিন শুভ, মাহিয়া মাহি প্রমুখ। দুপুর ২টা ১০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘মিয়া বাড়ির চাকর’। সিনেমাটি পরিচালনায় করেছেন শাহাদাৎ হোসেন লিটন। এতে অভিনয়ে করেছেন শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।
মাছরাঙা টেলিভিশন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে মেজবাউল রহমান সুমন পরিচালিত বাংলা ছায়াছবি ‘হাওয়া’। সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, নাজিফা তুষি প্রমুখ।
বৈশাখী টিভি
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘পিতা মাতার আমানত’। এফ আই মানিককের পরিচালনায় এতে অভিনয় করেছেন মান্না, অপু পূর্ণিমা, অপু বিশ্বাস, রাজ্জাক, কবরী, মিশা সওদাগর প্রমুখ।
ঈদের তৃতীয় দিন
এটিএন বাংলা
সকাল ১০টা ২০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘বসগিরি’। সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনী। এতে অভিনয় করেছেন শাকিব খান, বুবলী, সাদেক বাচ্চু, আহমেদ শরীফ প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে টিভি প্রিমিয়ার হবে বাংলা ছবি ‘ঘর ভাঙ্গা সংসার’। মনতাজুর রহমান আকবর পরিচালিত সিনেমাটিতে অভিনয়ে করেছেন ডিপজল, আঁচল, শিরিন শিলা, মিশা, সেলিম আহমেদ প্রমুখ।
চ্যানেল আই
সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে বাংলা চলচ্চিত্র ‘জ্বলে জ্বলে তারা’। সিনেমাটি পরিচালনা করেছেন অরূন চৌধুরী। এতে অভিনয়ে করেছেন রাফিয়া রশিদ মিথিলা, এফ এস নাঈম, মনিরা মিঠু, ফজলুর রহমান বাবু প্রমুখ।
এনটিভি
সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে কাজী হায়াত পরিচালিত বাংলা ছায়াছবি ‘আম্মাজান’। সিনেমাটিতে অভিনয়ে করেছেন মান্না, মৌসুমী, আমিন খান, শবনম, ডিপজল, মিজু আহমেদ, কালা আজিজ প্রমুখ।
আরটিভি
সকাল ১০টা ১০ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘মায়া-দ্য লাভ’। সিনেমাটিতে পরিচালনা করেছেন জসিম উদ্দিন জাকির। এতে অভিনয়ে করেছেন শবনম বুবলী, সায়মন সাদিক, জিয়াউল রোশান প্রমুখ। দুপুর ২টা ১০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘মনের জ্বালা’। সিনেমাটি অভিনয়ে করেছেন শাকিব খান, অপু বিশ্বাসসহ আরও অনেকে।
মাছরাঙা টেলিভিশন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে রায়হান রাফি পরিচালিত বাংলা ছায়াছবি ‘পোড়া মন-২’। সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম, পূজা চেরিসহ আরও অনেকে।
বৈশাখী টিভি
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘পিতার আসন’। এফ আই মানিকের পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, ডিপজল, নিপুণ, রাজ্জাক প্রমুখ।
ঈদের চতুর্থ দিন
এটিএন বাংলা
সকাল ১০টা ২০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘আমি নেতা হবো’। সিনেমাটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। এতে অভিনয় করেছেন শাকিব খান, বিদ্যা সিনহা মিম, মৌসুমী, ওমর সানি প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে টিভি প্রিমিয়ার হবে বাংলা ছায়াছবি ‘প্রেম প্রীতির বন্ধন’। লেবু কাজী পরিচালিত সিনেমাটিতে অভিনয়ে করেছেন অপু বিশ্বাস, জয় চৌধুরী, মিশা প্রমুখ।
চ্যানেল আই
সকাল ১০টা ২০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘দেয়ালের দেশ’। সিনেমাটি পরিচালনা করেছেন মিশুক মনি। এতে অভিনয়ে করেছেন শরিফুল রাজ, বুবলী, শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতাসহ আরও অনেকে।
এনটিভি
সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি শিকারী। জয়দেব মুখার্জী পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী, সুপ্রিয় দত্ত, খরাজ মুখার্জী, সব্যসাচী চক্রবর্তী, অমিত হাসান প্রমুখ। বিকেল ৪টা ২০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি দরদ। অনন্য মামুন পরিচালিত সিনেমাটিতে অভিনয়ে করেছেন শাকিব খান, সোনাল চৌহান, রাজেশ ভার্মা, পায়েল সরকার, আমির সিরাজী প্রমুখ।
আরটিভি
সকাল ১০টা ১০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘লিপস্টিক’। এতে অভিনয়ে করেছেন আদর আজাদ, পূজা চেরী প্রমুখ। দুপুর ২টা ১০ মিনিটে প্রচারিত হবে শাহীন সুমন পরিচালিত বাংলা ছায়াছবি ‘খোদার পরে মা’। সিনেমাটিতে অভিনয়ে করেছেন শাকিব খান, সাহারা প্রমুখ।
মাছরাঙা টেলিভিশন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘দরদ’। অনন্য মামুন পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, সোনাল চৌহানসহ আরও অনেকে।
বৈশাখী টিভি
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘পাগলামী’। কমল সরকার পরিচালিত সিনেমাটি অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, শ্রাবণী, রোহান, পারমিতা প্রমুখ।
ঈদের পঞ্চম দিন
এটিএন বাংলা
সকাল ১০টা ২০ মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’। সিনেমাটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এতে অভিনয়ে করেছেন শাকিব খান, বুবলী, মিশা, সাবেরী আলম প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে টিভি প্রিমিয়ার হবে বাংলা ছায়াছবি ‘ইয়েস ম্যাডাম’। রাকিবুল আলম রাকিব পরিচালিত অভিনয়ে করেছেন অমিত হাসান, রেসি, কেয়া প্রমুখ।
চ্যানেল আই
সকাল ১০টা ২০ মিনিটে শবনম ফেরদৌসী পরিচালিত প্রচারিত হবে বাংলা চলচ্চিত্র ‘আজব কারখানা’। সিনেমাটিতে অভিনয়ে করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, মডেল ইমি, দিলরুবা দোয়েল, খালেদ হাসান রুমী প্রমুখ।
এনটিভি
সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘ইতিহাস’। সিনেমাটি পরিচালনা করেছেন কাজী হায়াত। এতে অভিনয় করেছেন কাজী মারুফ, মৌসুমী, রাজিব, ডিপজল, মিজু আহমেদ, কাজী হায়াত প্রমুখ। বিকেল ৪টা ২০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘অন্তরে অন্তরে’। শিবলী সাদিক পরিচালিত সিনেমাটিতে অভিনয়ে করেছেন সালমান শাহ, মৌসুমী, শশী, বীণা, আনোয়ারা, রাজিব, শারমিন প্রমুখ।
আরটিভি
সকাল ১০টা ১০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘ভালোবাসার রঙ’। সিনেমাটি পরিচালনা করেছেন শাহীন সুমন। এতে অভিনয়ে করেছেন বাপ্পী চৌধুরী, মাহিয়া মাহী প্রমুখ। দুপুর ২টা ১০ মিনিটে প্রচারিত হবে রকিবুল আলম রকিব পরিচালিত বাংলা ছায়াছবি ‘প্রেমিক নাম্বার ওয়ান’। সিনেমাটিতে অভিনয়ে করেছেন শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।
মাছরাঙা টেলিভিশন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘বিশ্বসুন্দরী’। সিনেমাটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন সিয়াম, পরীমনি।
বৈশাখী টিভি
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে বাংলা সিনেমা ‘সৌভাগ্য’। এফ আই মানিকের পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন মৌসুমী, ডিপজল, কাজী মারুফ, তমা মির্জা, আলীরাজ, কাজী হায়াৎ, মিজু আহমেদ প্রমুখ।
ঈদের ষষ্ঠ দিন
এটিএন বাংলা
সকাল ১০টা ২০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘নাম্বার ওয়ান শাকিব খান’। বদিউল আলম খোকন পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা, আলীরাজ প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে টিভি প্রিমিয়ার হবে বাংলা ছায়াছবি ‘ভোলা তো যায় না তারে’। সিনেমাটি পরিচালনা করেছেন রফিক শিকদার। এতে অভিনয়ে করেছেন নিরব, তানহা তাসনিয়া, মাসুম আজিজ, সুব্রত প্রমুখ।
চ্যানেল আই
সকাল ১০টা ২০ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘রিভেঞ্জ’। এম ডি ইকবাল পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন রোশান, বুবলী, মিশা সওদাগর প্রমুখ।
এনটিভি
সকাল ১০টা ৫ মিনিটে প্রচার হবে এফ আই মানিক পরিচালিত বাংলা ছায়াছবি ‘ভাইয়া’। সিনেমাটিতে অভিনয় করেছেন মান্না, শাবনূর, রচনা ব্যানার্জী, আফজাল শরীফ, প্রবীর মিত্র, মিজু আহমেদ প্রমুখ। বিকেল ৪টা ২০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘স্বপ্নের ঠিকানা’। এম এ খালেক পরিচালিত সিনেমাটিতে অভিনয়ে করেছেন সালমান শাহ, শাবনূর, সোনিয়া, রাজিব, আবুল হায়াত, ডলি জহুর, প্রবীর মিত্র প্রমুখ।
আরটিভি
সকাল ১০টা ১০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘যাও পাখি বল তারে’। সিনেমাটিতে পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। এতে অভিনয়ে করেছেন আদর আজাদ, মাহিয়া মাহী প্রমুখ। দুপুর ২টা ১০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘প্রেম মানেনা বাধা’। সাফি ইকবাল পরিচালিত সিনেমাটিতে অভিনয়ে করেছেন শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।
মাছরাঙা টেলিভিশন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে অনম বিশ্বাস পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘দেবী’। সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান প্রমুখ।
বৈশাখী টিভি
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘যদি বউ সাজগো’। এফ আই মানিক পরিচালিত সিনেমাটিতে এতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর প্রমুখ।
/এমএস