
নাট্য সংগঠন বটতলার ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত এই নাটকটি আবারও মঞ্চে আসছে। নাগরিক নাট্য সম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই নাটকটি প্রথম মঞ্চে আসে গত ২৪ জানুয়ারি ২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ। এবার নাটকটি ২ দিনে চার প্রদর্শনীর আয়োজন করেছে বটতলা। আগামী ১২ ও ১৩ জুলাই বিকেল ৪টা ৩০ মিনিটে এবং সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটি পরপর দুটি করে মোট চারটি প্রদর্শনী হবে।
সখী রঙ্গমালার আখ্যানের শেকড় বোনা আছে নোয়াখালী অঞ্চলের কিংবদন্তি ‘চৌধুরীর লড়াই’-এ। প্রজন্মান্তরে বহু লোকশ্রুত ও নন্দিত এই লোকজ আখ্যান নয়া ভাষ্য পেল শাহীন আখতারের উপন্যাস সখী রঙ্গমালা-তে। আর বটতলায় এই উপন্যাসের মঞ্চভ্রমণের পরিসর রচনায় ‘সখী রঙ্গমালা’ উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার।
এতে অভিনয়ে রয়েছেন শর্মীমালা, শাহিনূর আক্তার প্রীতি, কাজী রোকসানা রুমা, ওলিয়েন্ডার রিমা, সানজিদা ইয়াসমিন, মাহবুব মাসুম, তৌফিক হাসান ভূঁইয়া, আশরাফুল ইসলাম অশ্রু, মোহাম্মদ আলী হায়দার, ম. সাঈদ, নিরঞ্জন দাস, নাসির মোহাম্মদ, এম এইচ শরিফ অঙ্ক প্রমুখ। সংগীত ও বাদ্যযন্ত্র : লোচন পলাশ, লায়েকা বশীর, রিশাদুর রহমান রিশাদ, জয়নব হাসার ইথার, নাজিফা তাসনিম খানম তিশা। মঞ্চ পরিকল্পনা মোহাম্মদ আলী হায়দার, মঞ্চ নির্মাণ: এম এইচ শরিফ অঙ্ক, দ্রব্যসামগ্রী পরিকল্পনা: এম এইচ শরিফ অঙ্ক, আবু সুফিয়ান। আলোক পরিকল্পনা ও প্রক্ষেপণ: সাইফ মণ্ডল।
কলি