ঢাকা ১০ আষাঢ় ১৪৩২, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
English

জিজিনা আছেন তিনিই থাকবেন

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০১:৩১ পিএম
জিজিনা আছেন তিনিই থাকবেন

মির্জাপুর নিয়ে কথা উঠলে প্রথমে আসবে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির কথা। তারপর বলতে হয় শবনম চরিত্রের জিজিনার কথা। ‘মির্জাপুর’-এর তৃতীয় সিজন আসার পরই সিরিজ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দর্শকমহলে। এর মাঝেই চতুর্থ সিজন নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। ‘মির্জাপুর-৩’-এ শবনম চরিত্রে দেখা গেছে অভিনেত্রী শেরনওয়াজ জিজিনাকে। জানা গেছে, পরের সিজনেও থাকবেন তিনি।

এই তো সেদিনের অভিনেত্রী জিজিনা। অ্যামাজন প্রাইমের ধারাবাহিক ‘মির্জাপুর’ তাকে এনে দিয়েছে বিপুল পরিচিতি। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। বেশ প্রতিষ্ঠিত সব ব্র্যান্ডের মডেল হিসেবে নানা জায়গায় তার উপস্থিতি লক্ষ্য করা গেছে। ২০১৫ সালে ‘বাঙ বাজা ভারত’ সিরিজের মধ্য দিয়ে অভিষেক হয় তার। পরে ‘লাভ অন দ্য রান’ টিভি সিরিজে অভিনয় করেন তিনি। ২০১৮ সালে ‘মির্জাপুর’ তাকে পরিচিতি এনে দেয়। প্রথম পর্বে তার চরিত্রটির গুরুত্ব তেমন ছিল না। কিন্তু দ্বিতীয় পর্বে শবনম হয়ে ওঠে গুরুত্বপূর্ণ এক চরিত্র। এ প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসকে তিনি বলেছিলেন, ‘একটি চরিত্র একজন অভিনয়শিল্পীর জীবন বদলে দিতে পারে। বিস্ময়করভাবে সিরিজে আমার চরিত্রটি একটি মাত্রা পেয়েছে।’

সম্প্রতি মুম্বাইয়ের এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘মির্জাপুর সিজন-৩ চলাকালে এর চতুর্থ সিজনের পরিকল্পনা করেছিলেন নির্মাতারা। বর্তমানে সেটার চিত্রনাট্য তৈরির কাজ চলছে। যদিও নতুন সিজনের সবকিছু প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে চতুর্থ সিজনে দর্শকের জন্য বড় চমক অপেক্ষা করছে।’

প্রসঙ্গত, দীর্ঘ চার বছর অপেক্ষার অবসান ঘটিয়ে ‘মির্জাপুর ৩’-এও কালিন ভাইয়া ও গুড্ডু ভাইয়ার ক্ষমতা দখলের লড়াই দেখল দর্শক। তবে সে লড়াই এবার হয়েছে আরও ভয়াবহ। সেখানে দেখানো হয়েছে নারী ক্ষমতাও। যদিও নতুন সিজন দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

সমালোচকেরা ভাবছেন, এ কারণেই তড়িঘড়ি করে নতুন সিজনের পরিকল্পনা করা হচ্ছে। কী চমক অপেক্ষা করছে ‘মির্জাপুর ৪’-এ? সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

জাহ্নবী

বাংলা গানে রাহাত ফতেহ আলী খান

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৯:২৫ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৫, ০৯:২৬ পিএম
বাংলা গানে রাহাত ফতেহ আলী খান
ছবি: সংগৃহীত

পাকিস্তানি কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান ‘তুমি আমার প্রেম পিয়াসা’ নামে একটি বাংলা গানে কণ্ঠ দিয়েছেন। 

গীতিকার কবির বকুলের কথা এবং রাজা কাশেফের সুর ও সংগীত আয়োজনে গানটিতে তার সঙ্গে গলা মিলিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি গায়িকা রুবাইয়াত জাহান। 

প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

জানা গেছে, দুবাইয়ের প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছেন রাহাত ফাতেহ আলী খান ও রুবাইয়াত জাহান।

(রাহাত ফাতেহ আলী খান ও রুবাইয়াত জাহান) ছবি: সংগৃহীত

কিছুদিনের মধ্যে লন্ডনের বিভিন্ন স্থানে গানটির ভিডিও ধারণ করা হবে। তবে গানটি কবে মুক্তি পাবে সে প্রসঙ্গে কিছু জানা যায়নি 

এ প্রসঙ্গে রুবাইয়াত জাহান গণমাধ্যমকে বলেন, 'লন্ডনে রাহাত ফাতেহ আলী খানের সঙ্গে দেখা হলে তিনি আমাকে বাংলা গানের প্রতি তার ভালোবাসার কথা জানান। বাংলা গান গাওয়ার আগ্রহের কথাও উল্লেখ করেন। পরে রাজা কাশেফ তাকে এ গানটি করার প্রস্তাব দেন। তিনি রাজী হলেন এবং খুব আন্তরিকতার সঙ্গে গানটি গাইলেন। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।'

এর আগে বাংলাদেশে এসে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ‘ইকোস অব রেভুল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্টে বিনা পারিশ্রমিকে গান গেয়েছেন পাকিস্তানি এ কিংবদন্তি সংগীতশিল্পী।

মেহেদী/

আদনানের নির্মাণে সুনিধির ‘পালাবে কোথায়’

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৮:৩০ পিএম
আদনানের নির্মাণে সুনিধির ‘পালাবে কোথায়’
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আলোচিত নির্মাতা আদনান আল রাজীব। ক্যারিয়ারে বসন্ত চলছে তার। বিজ্ঞাপন ও নাটক নির্মাতা হিসেবে জনপ্রিয়তা পেলেও কিছুদিন আগেই সিনেমা নিয়ে কান চলচ্চিত্র উৎসব জয় করে ফিরেছেন আদনান আল রাজীব। তার অভিনীত ‘আলী’ সিনেমাটি স্বল্পদৈর্ঘ্যের জন্য স্পেশাল মেনশন স্বীকৃতি পেয়েছে। 

কানে উপস্থাপকের এক প্রশ্নে আদনান আল রাজীব বলেছিলেন, ‘এটা আমাদের জন্য অবশ্যই বিশেষ। নিঃসন্দেহে বাংলাদেশের জন্যও। আপনারা জানেন, প্রথমবারের মতো আমাদের জন্য এটাই অনেক বড় একটা অর্জন। এই মুহূর্তে বাংলাদেশ একটা অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় মানুষ ভালোভাবে একটু নিশ্বাস নেওয়া সুযোগ খুঁজছে।

এই পুরস্কারটি জিতে আমরা কিছুটা হলেও সেটাই দিতে পেরেছি। এটা দেশের মানুষের মাঝে একটা আশার সঞ্চার যেমন ঘটাবে, তেমনি বাংলাদেশ নিয়ে একটা ইতিবাচক ধারণাও তৈরি করবে।’ 

এবার রাজীব নির্মাণ করলেন মিউজিক ভিডিও। দুই বাংলার জনপ্রিয় গায়িকা সুনিধি নায়েকের গাওয়া গানটির শিরোনাম ‘পালাবে কোথায়’। গত ২২ জুন প্রকাশিত হয়েছে এই মিউজিক ভিডিওটির অফিশিয়াল একটি পোস্টার। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানিয়েছেন আদনান আল রাজীব ও সুনিধি নায়েক দুজনেই। 

ফেসবুকে পোস্টারটি শেয়ার করে আদনান আল রাজীব লিখেছেন, “আমি একটি মিউজিক ভিডিও পরিচালনা করেছি আমার খুবই মেধাবী বন্ধু সুনিধি নায়েকের জন্য। তার গাওয়া ‘পালাবে কোথায়’ শিরোনামের গানটি আসছে। সে শিল্পী হিসেবে অনবদ্য। তাই আমি চেয়েছি তার এই কাজটির অংশ হতে। যাতে তার শৈল্পিক চিন্তাকে আমার ক্যামেরার ভাষায় মূর্ত করে তাকে সাহায্য করতে পারি। সবাইকে কাজটি দেখানোর জন্য আমার তর সইছে না।’’ 

গানটি নিয়ে সুনিধি নায়েক বলেন, “আমি আর অর্ণব (সংগীতশিল্পী সায়ান চৌধুরী অর্ণব) বেশ কিছু গান করেছি। যেগুলো ধীরে ধীরে প্রকাশিত হবে। তার মধ্যে ‘পালাবে কোথায়’ আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটি গান। কারণ এই গানটিতে আমরা ওয়েস্টার্ন ইডিএম মিউজের সঙ্গে বাঙালি সুর ও কম্পোজিশনের একটি চমৎকার মিশ্রণ তৈরি করার চেষ্টা করেছি। গানটির কথা ও সুর অর্ণবের করা। তার কাজ সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে। মিউজিক কম্পোজিশনে আমরা তিনজন- অর্ণব, অদিত রহমান আর আমি কাজ করেছি।’ 

আদনান আল রাজীবের মিউজিক ভিডিও নির্মাণ প্রসঙ্গে সুনিধি বলেন, ‘‘আদনান আমাদের দেশের অন্যতম মেধাবী নির্মাতা। তা ছাড়া সে আমার খুব ভালো বন্ধু। তাই তার সঙ্গে আমার নানা বিষয়ে চিন্তাভাবনা শেয়ার করা হয়। আদনান গানটি শুনে খুব পছন্দ করল। তখন আমরা ভিডিওটির প্ল্যান করি। মাঝে আমি গান নিয়ে দুই মাসের লম্বা ইউরোপে ট্যুর করলাম। তারও আগে ভিডিওটির শুট করি।

সবকিছু গুছিয়ে নিয়ে এখন মনে হলো এটি প্রকাশ করতে পারি। আদনানকে অনেক ধন্যবাদ সুন্দর একটি ভিডিও নির্মাণ করার জন্য। আশা করছি গান ও মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে। আগামী ২৬ জুন ‘পালাবে কোথায়’ গান ভিডিও প্রকাশ পাবে।” 

/এমএস  

জেনিফার অ্যানিস্টনের ইচ্ছা

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৭:৪৫ পিএম
জেনিফার অ্যানিস্টনের ইচ্ছা
জেনিফার অ্যানিস্টন। ছবি: সংগৃহীত

তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতে রয়েছেন হলিউড তারকা জেনিফার অ্যানিস্টন। সমৃদ্ধ ক্যারিয়ারে জনপ্রিয় সব টিভি সিরিজসহ ‘উই আর দ্য মিলার্স’ এবং ‘মার্ডার মিস্ট্রি’-এর মতো সিনেমায় কাজ করেছেন। এবার নিজের অন্যরকম এক ইচ্ছার কথা জানালেন এই তারকা অভিনেত্রী। একটি ব্রডওয়ে নাটকে অভিনয়ের ব্যাপারে ইচ্ছা পোষণ করেন এই হলিউড তারকা। 

বিনোদন ম্যাগাজিন ‘পিপল’কে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ‘ফ্রেন্ডস’খ্যাত এই অভিনেত্রী জানান, তিনি ব্রডওয়েতে একটি নাটকে অভিনয় করতে চান। তিনি এও উল্লেখ করেছেন যে, এমন একটি কাজ করার এটাই সঠিক সময়। ১৯৯৪ সালে জনপ্রিয় সিটকম ‘ফ্রেন্ডস’ টিভি সিরিজে র‍্যাচেল গ্রিন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে অ্যানিস্টন তুমুল পরিচিতি পান। পরবর্তী সময়ে বেশকিছু উল্লেখযোগ্য দর্শকপ্রিয় কাজ উপহার দিয়েছেন তিনি। 

‘পিপল’ এর সঙ্গে এক সাক্ষাৎকারে ৫৬ বছর বয়সী অ্যানিস্টন বলেন, ‘আমি অবশ্যই একটি ব্রডওয়ে নাটক করতে চাই। এটি আমার বাকেট লিস্টে আছে। কিন্তু সময় খুঁজে বের করা এবং সঠিক অংশ, সঠিক উপাদান খুঁজে বের করাটাই এখন মুখ্য বিষয়... তবে আমাকে অবশ্যই ব্রডওয়েতে একটি নাটক করতে হবে।’ 

ছোটবেলা থেকেই অভিনয় জগতের সঙ্গে পরিচিত এই অভিনেত্রী ১৯৬৯ সালে অভিনেতা জন অ্যানিস্টন এবং ন্যান্সি ডাওয়ের ঘরে জন্মগ্রহণ করেন। ব্রডওয়ের বাইরে কিছু প্রযোজনা এবং টেলিভিশন শোতে অভিনয় করার পর অ্যানিস্টন ১৯৯৩ সালে ভৌতিক কমেডি ‘লেপ্রেচাঁ’-তে প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে কাজের সুযোগ পান।

বর্তমানে অ্যানিস্টন ড্রামা সিরিজ ‘দ্য মর্নিং শো ৪’-এ অভিনয় করছেন, যা সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিরিজে তার সহ-অভিনেত্রী হিসেবে রিস উইদারস্পুনকেও দেখা যাবে। 

/এমএস  

বৈশাখী টিভিতে আজ ‘সবুজ গ্রাম পাথরের শহর’

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১০:০০ এএম
বৈশাখী টিভিতে আজ ‘সবুজ গ্রাম পাথরের শহর’
ছবি: সংগৃহীত

একঝাঁক তারকা নিয়ে বৈশাখী টিভির ধারাবাহিক ‘সবুজ গ্রাম পাথরের শহর’। বৈশাখী টিভি ইনহাউজ প্রোডাকশনের ব্যানারে নাটকটি পরিচালনা করেছেন রুমান রুনি। 

বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে, ইউসুফ আলী খোকনের চিত্রনাট্যে নাটকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, সালাউদ্দিন লাভলু, আশীষ খন্দকার, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), শরাব আহমেদ জীবন, শ্যামল মাওলা, মায়মুনা মম, শামিম আহমেদ মনা, শ্যামন্তি সৌমি, একে আজাদ সেতু, শতাব্দী ওয়াদুদ, শবনম পারভীন, সূচনা শিকদার, রেশমা আহমেদ, নুর এ আলম নয়ন, জুনেদ আতিক, তানিয়া লিজা, দাউদ নূর, শহীদ চিশতী, আজরা জেবিন তুলি, অমিতাভ রাজীব, নিয়ামূল করিম, শিখা কর্মকার, জাফর মাহফুজ, তুহিন খান, মো. রফিক প্রমুখ।

ধারাবাহিক প্রসঙ্গে গল্পকার টিপু আলম মিলন বলেন, ‘সবুজ গ্রাম পাথরের শহর নাটক মূলত সমাজ সচেতনতার এক আখ্যান। একটা সময় গ্রামের মানুষগুলো প্রকৃতির মতোই সহজ সরল ছিল, অন্যদিকে শহরের মানুষগুলোও তাদের জীবনযাত্রার মান উন্নয়নে দিন দিন নিজেদের আবেগ অনুভূতির জায়গাটা হারিয়ে ফেলেছে।

কিন্তু বর্তমানে শহরের সভ্যতায় গ্রামকে সাজাতে গিয়ে বিলীন হয়ে যাচ্ছে সহজ সরল মানুষগুলোর সহজ সরল জীবন-যাপনের সবকিছু। যে কারণে, গ্রামের সহজ সরল মানুষের আনন্দ-বেদনার কাব্য যেমন ফুটে উঠেছে এ নাটকে তেমনি চিত্রায়িত হয়েছে ইট-পাথরে গড়ে ওঠা মানুষের বাস্তবচিত্র। যাদের হৃদয় যেন আজ পাথরের মতোই শক্ত। গ্রামে-গঞ্জ-শহরে একই চিত্র। নানা ঘাত-প্রতিঘাত, অসংগতি আর বৈষম্য সমাজ তথা রাষ্ট্র উন্নয়নে দারুণ অন্তরায়।

সামাজিক দায়বদ্ধতা থেকেই এ নাটকের কিছু মানুষ এগিয়ে আসে। কেউ সফল হয় কেউ হয় না। কিন্তু তাদের সংগ্রাম থেমে থাকে না, নিয়ত এগিয়ে চলে সামনের দিকে। বরাবরের মতো আমার এ গল্পের নাটকটিও দর্শকদের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।’ ধারাবাহিক নাটক ‘সবুজ গ্রাম পাথরের শহর’ প্রচার হচ্ছে সপ্তাহে তিন দিন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯.২০ মিনিটে। 

/এমএস

‘জান আমার’ নাটকে মুগ্ধ দর্শক

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৭:১৫ পিএম
‘জান আমার’ নাটকে মুগ্ধ দর্শক
ছবি: সংগৃহীত

হালের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ও দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবির অভিনীত নাটক ‘জান আমার’-এ মুগ্ধ হচ্ছেন দর্শক। গত ১৯ জুন নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশের পর লাখ লাখ ভিউয়ার্স নাটকটি উপভোগ করছেন প্রতিনিয়ত। মুহাম্মদ মিফতাহ আনানের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ‘জান আমার’ নাটকে নিলয় আলমগীরকে একেবারেই নতুন এক চরিত্রে অভিনয়ে দেখা গেছে। 

অ্যাকশান, প্রেম ভালোবাসার এই গল্পে নিলয় ও সাফার দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ হচ্ছেন দর্শক। তবে এই নাটকের প্রতি দর্শকের একটু বেশিই আকর্ষণের সৃষ্টি হয়েছে একটি কারণে। আর তা হলো, সাধারণত নিলয় আলমগীরের বিপরীতে সবসময় দুজন শিল্পীকে অভিনয়ে বেশি দেখা যায়। একজন তানিয়া বৃষ্টি অন্যজন হিমি।

এই দুজনের সঙ্গে অভিনয়ে দর্শক বেশি পছন্দ করলেও। এরই মধ্যে সাফা কবিরের সঙ্গে ‘জান আমার’ নাটকেও যেন দর্শক আরও বেশি ভালো লাগা খুঁজে পেয়েছেন। তা ছাড়া নাটকে নিলয় আলমগীরের চরিত্রে নিলয় আলমগীরই যেমন পারফেক্ট। ঠিক তেমনি সাফা কবিরও তার চরিত্রে যথাযথ ছিলেন। 

এ প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন, ‘জান আমার’ নাটকের গল্পটা একটু অন্যরকম। সচরাচর আমি যে ধরনের ট্রেন্ডি গল্পের বাইরেও মাঝে মাঝে একটু অন্যরকম গল্পেরই নাটকে যে কাজ করি জান আমার তারই প্রমাণ। আর মিফতাহ আনানের গল্পের নাটক সবসময়ই ব্যতিক্রম হয়। যথারীতি ‘জান আমার’ নাটকের গল্পের ক্ষেত্রেও তাই হয়েছে। দর্শক এই নাটকের গল্প পছন্দ করছেন, তারা প্রবল আগ্রহ নিয়ে নাটকটি উপভোগ করছেন একজন শিল্পী হিসেবে এটাই আমার সার্থকতা।

তা ছাড়া আমরা একটি নাটক ভালোভাবে করার জন্য যে শ্রম দিই বা কষ্ট করি তা আসলে আমাদের টিম ছাড়া কেউই জানেন না। যখন অনেক কষ্টের পর দর্শকের কাছে থেকে সেই কাজের জন্য ভালো সাড়া পাই, তখন সত্যিই অনেক ভালো লাগে। 

সাফা কবির বলেন, ‘জান আমার’ নাটকটি এবারের ঈদে প্রকাশ পাওয়া আমার অন্যতম আলোচিত একটি নাটক। এই নাটকে ভিন্ন ধরনের একটি চরিত্রে অভিনয় করে খুবই ভালো লেগেছে। আমি সবসময়ই চেষ্টা করে এসেছি একটু চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার। জান আমার-এ আমার চরিত্রটিও ঠিক তাই। নিলয় ভাইয়ের সঙ্গে আবারও কাজ করে দারুণ সাড়া পাচ্ছি। আমি মুগ্ধ। 

এর আগে নিলয় ও সাফা ‘প্রথম প্রেম’, ‘লাইলী মজনুর বিয়ে’, ‘মুন্নার গার্লফ্রেন্ড’, ‘জাপানী বউ’, ‘ওয়াদা’সহ আরও বেশকিছু নাটকে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন। 

/এমএস