
মির্জাপুর নিয়ে কথা উঠলে প্রথমে আসবে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির কথা। তারপর বলতে হয় শবনম চরিত্রের জিজিনার কথা। ‘মির্জাপুর’-এর তৃতীয় সিজন আসার পরই সিরিজ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দর্শকমহলে। এর মাঝেই চতুর্থ সিজন নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। ‘মির্জাপুর-৩’-এ শবনম চরিত্রে দেখা গেছে অভিনেত্রী শেরনওয়াজ জিজিনাকে। জানা গেছে, পরের সিজনেও থাকবেন তিনি।
এই তো সেদিনের অভিনেত্রী জিজিনা। অ্যামাজন প্রাইমের ধারাবাহিক ‘মির্জাপুর’ তাকে এনে দিয়েছে বিপুল পরিচিতি। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। বেশ প্রতিষ্ঠিত সব ব্র্যান্ডের মডেল হিসেবে নানা জায়গায় তার উপস্থিতি লক্ষ্য করা গেছে। ২০১৫ সালে ‘বাঙ বাজা ভারত’ সিরিজের মধ্য দিয়ে অভিষেক হয় তার। পরে ‘লাভ অন দ্য রান’ টিভি সিরিজে অভিনয় করেন তিনি। ২০১৮ সালে ‘মির্জাপুর’ তাকে পরিচিতি এনে দেয়। প্রথম পর্বে তার চরিত্রটির গুরুত্ব তেমন ছিল না। কিন্তু দ্বিতীয় পর্বে শবনম হয়ে ওঠে গুরুত্বপূর্ণ এক চরিত্র। এ প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসকে তিনি বলেছিলেন, ‘একটি চরিত্র একজন অভিনয়শিল্পীর জীবন বদলে দিতে পারে। বিস্ময়করভাবে সিরিজে আমার চরিত্রটি একটি মাত্রা পেয়েছে।’
সম্প্রতি মুম্বাইয়ের এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘মির্জাপুর সিজন-৩ চলাকালে এর চতুর্থ সিজনের পরিকল্পনা করেছিলেন নির্মাতারা। বর্তমানে সেটার চিত্রনাট্য তৈরির কাজ চলছে। যদিও নতুন সিজনের সবকিছু প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে চতুর্থ সিজনে দর্শকের জন্য বড় চমক অপেক্ষা করছে।’
প্রসঙ্গত, দীর্ঘ চার বছর অপেক্ষার অবসান ঘটিয়ে ‘মির্জাপুর ৩’-এও কালিন ভাইয়া ও গুড্ডু ভাইয়ার ক্ষমতা দখলের লড়াই দেখল দর্শক। তবে সে লড়াই এবার হয়েছে আরও ভয়াবহ। সেখানে দেখানো হয়েছে নারী ক্ষমতাও। যদিও নতুন সিজন দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।
সমালোচকেরা ভাবছেন, এ কারণেই তড়িঘড়ি করে নতুন সিজনের পরিকল্পনা করা হচ্ছে। কী চমক অপেক্ষা করছে ‘মির্জাপুর ৪’-এ? সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
জাহ্নবী