
অভিনেত্রী তানভীন সুইটি। একসময় নিয়মিত অভিনয় করলেও এখন নিয়মিত দেখা মেলে না তার। তবে অভিনয়ে একেবারেই অনুপস্থিত তা নয়। ভালো গল্প ও চরিত্র পেলে মাঝে মাঝেই অভিনয়ে দেখা যায় এই অভিনেত্রীকে। নাটকের পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনচিত্রেও কাজ করেন তিনি। সম্প্রতি দেশের একটি মসলা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাডেসর হয়েছেন।
এই ধারাবাহিকতায় নতুন চারটি বিজ্ঞাপনের কাজও শেষ করেছেন সুইটি। বিজ্ঞাপনগুলো নির্মাণ করেছেন এমডি ইনহাজ উদ্দিন শোয়েব।
এ ছাড়া সুইটি নতুন একটি খণ্ড নাটকেও অভিনয় করেছেন। চয়নিকা চৌধুরী পরিচালিত ও ফারিয়া হোসেন রচিত নাটকের নাম ‘বারান্দায় বিকেল’। ইতোমধ্যেই নাটকটির কাজ শেষ করেছেন তিনি।
তানভীন সুইটি বলেন, ‘প্রাণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি বেশ আগ্রহ নিয়ে। ধন্যবাদ জানাই আমাকে যারা এই কাজের সঙ্গে সম্পৃক্ত করেছেন। এরই মধ্যে চারটি বিজ্ঞাপনের দুটি প্রচারে এসেছে। আমার পরিচিতজনেরা বিজ্ঞাপনগুলোর জন্য প্রশংসা করছেন। সত্যি বলতে কী বিজ্ঞাপনে কাজ করার ভালো লাগাটা আসলে অন্যরকম। আর অনেক দিন পর খণ্ড নাটকের কাজ করলাম। নাটকটির গল্পও এককথায় পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে বসে উপভোগ করার মতো। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে।’
সুইটি জানান, দীপ্ত টিভিতে প্রচার হওয়া গোলাম মুক্তাদীর শান পরিচালিত ‘দেনা পাওনা’ ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি।
টেলিভিশন নাটকের পাশাপাশি মঞ্চনাটকেও রয়েছে এই অভিনেত্রীর সুনাম। মঞ্চে তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হচ্ছে ‘মেরাজ ফকিরের মা’,‘ পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘তোমরাই’, ‘এখনো কৃতদাস’, ‘মুক্তি’ ইত্যাদি।
এ ছাড়া আবু সাইয়ীদের ‘বাঁশি’ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত সিনেমা ‘আগস্ট ১৯৭৫’-এ অভিনয় করেছেন তানভীন সুইটি।
জাহ্নবী