ঢাকা ২১ জ্যৈষ্ঠ ১৪৩২, বুধবার, ০৪ জুন ২০২৫
English

বাউল চরিত্রে তাপসী পান্নু

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ১২:৫১ পিএম
বাউল চরিত্রে তাপসী পান্নু

পার্বতী বাউলের জীবন নিয়ে নির্মিত হচ্ছে বায়োপিক। এতে দেখা যাবে তার তিন সময়ের জীবন। তরুণ সময়ের ভূমিকায় দেখা যাবে বলিউড তারকা তাপসী পান্নুকে। হিন্দি ভাষায় নির্মিত ছবিটি পরিচালনা করছেন টালিউডের পরিচালক সৌম্যজিৎ মজুমদার। বায়োপিকের নাম ‘জয়গুরু’।

বাউল গান ও দর্শনকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিতে যারা অবদান রেখেছেন, পার্বতী তাদের অন্যতম। তার বায়োপিকে অভিনয় করবেন টালিউড ও বলিউডের বেশ কজন তারকা। নিজের চরিত্রে কাদের দেখতে পছন্দ করবেন পার্বতী? এমন প্রশ্নে তিনি বলেন, প্রধান চরিত্রে এখন পর্যন্ত শেফালী শাহ, মনীষা কৈরালা ও তাপসী পান্নুকে দেখা যাবে হয়তো। তাদের প্রত্যেকের অভিনয় আমার খুব ভালো লাগে।’

ভারতীয় গণমাধ্যম পরিচালক সৌম্যজিৎ মজুমদার বলেন, ‘প্রায় দুই বছর ধরে আমি পার্বতী বাউলকে নিয়ে গবেষণা করছি। তার জীবন থেকে দেখলাম, বাউলের আধ্যাত্মিক শক্তি জীবন বদলে দিতে পারে। তাই বলব, ‘জয়গুরু’ শুধু একটা সিনেমা নয়, বায়োপিক নয়, এটি বর্তমান প্রজন্মকে দেওয়া একটা বার্তা।’

এই মুহূর্তে চলছে ‘জয়গুরু’ ছবির কাস্টিং। ২০২৫ সালে শুরু হবে ছবির শুটিং। বোলপুর, বৃন্দাবন, কেরালা ও উত্তর প্রদেশের কিছু অঞ্চলে হবে শুটিং। ছবিতে থাকবে বেশ কিছু হৃদয়গ্রাহী বাউল গান।

অন্যদিকে তাপসী পান্নুর সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ডাঙ্কি’। ২০২৩ সালের ২১ ডিসেম্বর এটি মুক্তি পেয়েছিল। রাজকুমার হিরানির পরিচালনায় শাহরুখ খানের বিপরীতে দেখা গেছে তাকে। তাপসী অভিনীত ‘ও লাড়কি হ্যায় কাহাঁ’, ‘ফির আয়ি হাসিন দিলরুবা’, ‘খেল খেল মে’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।

জাহ্নবী

বিটিভিতে ঈদের দিন ‘তাহসান আনপ্লাগড’

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৩:১৯ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৫, ০৩:২০ পিএম
বিটিভিতে ঈদের দিন ‘তাহসান আনপ্লাগড’
সংগীতশিল্পী তাহসান খান।ছবি: সংগৃহীত।

ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) থাকছে বর্ণিল সংগীতানুষ্ঠান। ৫দিন ব্যাপি আয়োজনে গান গেয়েছেন সংগীতাঙ্গনের জনপ্রিয় সব তারকারা। সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবার গাইলেন বিটিভির ঈদ আয়োজনে। ঈদের দিন সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে একক সংগীতানুষ্ঠান ‘তাহসান আনপ্লাগড’।

মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় মৌসুমী মৌয়ের উপস্থাপনায় তাহসান শোনাবেন তার জনপ্রিয় আটটি গান। তাছাড়াও একক সংগীতানুষ্ঠানে গাইবেন কণ্ঠশিল্পী এলিটা। ‘এলিটা এলিভ’ নামে এ অনুষ্ঠানটি প্রচারিত তবে ঈদের ২য় দিন সন্ধ্যা ৭টায়। এছাড়াও ঈদ আয়োজনে একক সংগীতানুষ্ঠানে গাইবেন ইথুন বাবু, আলম আরা মিনু, আঁখি আলমগীর, মনির খান। থাকছে ফোক ও বাউল গানেরও আয়োজন।

ঈদের দিন সকাল সাড়ে ১১টায় সরোজ রাহুতের প্রযোজনায় ফোক গান গাইবেন নুসরাত জাহান, গামছা পলাশ, বিউটি, অনন্যা, নূর হাসান আলম ও সাবরিন। ৪র্থ দিন দুপুর ১টায় প্রচারিত হবে তারিকুজ্জামানের প্রযোজনায় ‘ঈদ বাউলিয়ানা’। এই অনুষ্ঠানে গাইবেন চিশতী বাউল, সুকুমার বাউল, শফি মন্ডল, শাহনাজ বেলী, দীপ্র, দুর্জয় বড়–য়া ও টুনটুন বাউল। 

ঈদের দিন রাত ১১টা ০৫ মিনিটে মামুন মাহমুদের প্রযোজনায় গাইবেন পিয়াল হাসান চৌধুরী, আদনান বাবু, হুমায়রা বশির, রিজিয়া পারভীন, রুমানা ইসলাম ও স্বীকৃতি। ২য় দিন সকাল ১১টায় মনিরুল হাসানের প্রযোজনায় ‘গানের ছন্দে ঈদ আনন্দ’ অনুষ্ঠানে গাইবেন সংগীতশিল্পী আগুন, দিঠি আনোয়ার, নাসির খান ও আলম আরা মিনু। 

থাকছে দ্বৈত গানেরও অনুষ্ঠান। ঈদের ৩য় দিন সকাল ১১টা ০৫ মিনিটে সৈয়দা ফারহানা হাসান প্রযোজিত দ্বৈত গানের অনুষ্ঠানে গান গাইবেন মারিয়া সালমা, নয়ন, মৌমিতা মৌ, রাজিয়া , বেলাল খান, নন্দিতা, পুতুল মারিয়া, তামান্না প্রমি, খালিদ মুন্না, স্মরণ, ইকবাল মিন্টু, পপি, প্রিয়াংকা ও আসিকুর রহমান। এছাড়াও ঈদের আয়োজনে রয়েছে রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, আধুনিক গানের অনুষ্ঠান ও ব্যান্ড শো। 

/ফারজানা ফাহমি

এবার হত্যার শিকার হলেন হলিউড তারকা

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১২:১৪ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৫, ১২:১৫ পিএম
এবার হত্যার শিকার হলেন হলিউড তারকা
জোনাথন জস। ছবি: সংগৃহীত

হলিউড অভিনেতা জোনাথন জস। এবার নিজ বাড়ির পাশে প্রতিবেশীর কাছে হত্যার শিকার হলেন জনপ্রিয় এই তারকা। গত রোববার (১ জুন) যুক্তরাষ্ট্রের টেক্সাসে এই অভিনেতাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পশ্চিমা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। 

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, সান আন্তোনিও পুলিশের বরাতে জানা যায়, সিগফ্রেডো সেজা আলভারেজ নামে এই অভিনেতার এক প্রতিবেশী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে হত্যা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছে অভিযুক্ত গাড়ি ও হত্যাকারীর বিস্তারিত তথ্য সংগ্রহ করে এবং সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, অভিনেতা তার প্রতিবেশীর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লে একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। তার পরই এই মর্মান্তিক হত্যাকান্ডটি ঘটে। পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে বাসভবনের কিছুটা দূর থেকে আটক করে ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

জসের মৃত্যুতে তার জীবনসঙ্গী ট্রিস্টান কার্ন ডি গঞ্জালেসের দাবি, তাদের দুজনকে সমকামী হওয়ার কারণে বারবার হয়রানির শিকার হতে হয়েছে যার ফলে তাকে আজ প্রাণ দিতে হল। 

/এমএস  

ট্র্যাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ডে সেরা নৃত্যশিল্পী মিতিন

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৮:২১ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০৮:২৪ পিএম
ট্র্যাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ডে সেরা নৃত্যশিল্পী মিতিন
ছবি: সংগৃহীত

টেলিভিশন রিপোর্টার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) কর্তৃক ট্র্যাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ডে সেরা নৃত্যশিল্পীর পুরস্কার পেলেন উম্মে তাবাসসুম খান মিতিন। গত ৩১ মে বিকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে তাকে এ পুরস্কার প্রদান করা হয়। তিনি ছাড়াও স্ব স্ব ক্ষেত্রে অনন্য অবদানের জন্য মিডিয়া জগতের গুণী অনেক ব্যক্তিকেই পুরস্কারটি প্রদান করা হয়েছে। 

সংগঠনের সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, এবি ফ্যাশন মেকারের স্বত্বাধিকারী সানাউল হক বাবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাসের সভাপতি কামরুল হাসান দর্পণ প্রমুখ।

উম্মে তাবাসসুম খান মিতিন এর আগেও ভারতের বিশ্ববঙ্গ সাহিত্য সম্মেলন কর্তৃক শান্তি নিকেতন মঞ্চে এবং আসামের গোহাটিতে নৃত্যশিল্পী হিসেবে পুরস্কার অর্জন করেন। দেশেও বাংলাদেশ কালচারাল রিপোর্টাস এ্যাসোসিয়েশন (বিসিআরএ) কর্তৃক বিসিআরএ অ্যাওয়ার্ড এবং বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি কর্তৃক বাবিসাস অ্যাওয়ার্ডেও সেরা নৃত্যশিল্পীর পুরস্কার পেয়েছেন।

এই নৃত্যশিল্পী বলেন, ‘মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া যিনি আমাকে সবকিছু করার শক্তি দিয়েছেন। সেইসঙ্গে আমার এত কিছুর অর্জনের পেছনে আমার বাবা-মায়ের অবদান অসীম। তাদের সাপোর্ট ছাড়া আমি কোনকিছুই অর্জন করতে পারতাম না। নৃত্যগুরু আমিরুল ইসলাম মনি স্যারের প্রতিও কৃতজ্ঞতার শেষ নেই। তার আন্তরিক সহযোগিতার কারণেই আজ আমি একজন নৃত্যশিল্পী হতে পেরেছি।’

মিতিন ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস স্কুল থেকে এসএসসি এবং ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। তার পর ভারত সরকারের অধীনে আইসিসিআর স্কলারশিপে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পৃথিবীখ্যাত লেডি ব্রাবোর্ন কলেজে স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি দেশ টেলিভিশনে নিউজ এ্যান্ড কারেন্ট এ্যাফেয়ার্সের অধীনে ডিজিটাল বিভাগে কর্মরত। 

/এমএস  

মুক্তির আগেই হাউসফুল ‘হাউসফুল ৫’

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৮:১৫ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ১০:৫৬ পিএম
মুক্তির আগেই হাউসফুল ‘হাউসফুল ৫’
ছবি: সংগৃহীত

আগামী ৬ জুন বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে অক্ষয় কুমার অভিনীত বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’-এর পঞ্চম কিস্তি ‘হাউসফুল-৫’। তবে মুক্তির আগেই বক্স অফিসে চমক দেখাতে শুরু করেছে সিনেমাটি। অগ্রিম বুকিংয়ের রেকর্ড মতে, ছবিটি ইতিমধ্যেই ‘হাউসফুল’ হয়েছে।

মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে বিক্রি হয়েছে ২৪ হাজার ২৩৮টি টিকিট, যা থেকে আয় হয়েছে প্রায় ৮৭ কোটি ৮৪ লাখ রুপি। ‘ব্লক সিটস’ যুক্ত করে এই অঙ্ক দাঁড়িয়েছে ৩ কোটি ৮৪ লাখ রুপিতে। ছবিটির বাজেট ৩৭৫ কোটি রুপি হলেও নির্মাতারা আশাবাদী যে বক্স অফিসে এটি বিশাল সাফল্য বয়ে আনবে।

অগ্রিম বুকিংয়ের বিচারে ‘হাউসফুল ৫’ ইতিমধ্যেই পেছনে ফেলেছে ‘সিকান্দার’, ‘ছাবা’ ও ‘রেইড ২’-এর মতো বড় বাজেটের ছবি। কর্ণাটক, মহারাষ্ট্র, দিল্লি, জম্মু-কাশ্মীর, গোয়া ও গুজরাটে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হচ্ছে।

দম ফাটানো কমেডির সঙ্গে এবার সিনেমাতে যুক্ত হয়েছে মার্ডার মিস্ট্রি। ছবিতে অক্ষয় কুমার ছাড়াও রয়েছেন নানা পাটেকর, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, শ্রেয়াস তলপড়ে, চাঙ্কি পান্ডে, ফারদিন খান, চিত্রাঙ্গদা সিং, জ্যাকুলিন ফার্নান্দেজ, নারগিস ফাখরি, সোনম বাজওয়া, রঞ্জিত ও জনি লিভারের মতো একঝাঁক তারকা।

সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘হাউসফুল ৫’ এর মাধ্যমে পরিচলিক তরুণ মনসুখানি ১২ বছর পর পরিচালনায় ফিরলেন। এর আগে ‘দোস্তানা’ ছবির জন্য প্রশংসিত হন তিনি। এবার ‘হাউসফুল ৫’ নিয়ে দর্শকদের জন্য আনছেন একেবারে নতুন অভিজ্ঞতা- সিনেমাটির একটি নয়, দুটি সংস্করণ (৫এ ও ৫বি)। দুটি সংস্করণের ক্লাইম্যাক্স আলাদা, যা বলিউডে প্রথমবারের মতো ঘটতে চলেছে।

ছবিটি ঘিরে ইতিমধ্যে সিনেমাপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। ছবির ট্রেইলার ও গান ইতোমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

মেহেদী/

বড় পর্দায় ফিরছেন অনন্যা

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১০:৩০ এএম
বড় পর্দায় ফিরছেন অনন্যা
ছবি: সংগৃহীত

কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে নতুন করে বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী অনন্যা পান্ডে। ইতোমধ্যে করণ জহরের ধর্মা প্রোডাকশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, বলিউডে এই জুটি তাদের পরবর্তী রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’-তে একসঙ্গে অভিনয় করছেন।

ধর্মা প্রোডাকশন ও নমঃ পিকচার্সের যৌথ উদ্যোগে নির্মিত ছবিটি পরিচালনা করছেন সমীর বিদ্বানস। এই নির্মাতা এর আগে ‘সত্যপ্রেম কি কথা’ ছবিটিও পরিচালনা করেছিলেন। 

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ জানিয়েছেন, রোম-কম জনরার আসন্ন এই ছবিটি আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে লক্ষ্য করে মুক্তি দেওয়া হবে। এর আগে, ইউরোপে শুটিং চলাকালীন কার্তিক-অনন্যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। 

সেখানে দেখা যায়, কার্তিক একটি রাস্তার পাশের ক্যাফেতে প্রবেশ করছেন। যেখানে অনন্যা তার এক বন্ধুর সঙ্গে বসে আছেন। তখনই এটিকে শুটিংয়ের অংশ হিসেবেই মনে করা হয়েছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে প্রযোজনা সংস্থাটি সব গুঞ্জনের অবসান ঘটাল। 

যদিও শুরুতে সিনেমায় অনন্যাকে নেওয়ার বিষয়টি নিশ্চিত ছিল না। প্রথমে অনন্যা পান্ডে ও শর্বরী ওয়াঘ- এই দুই অভিনেত্রীর নাম বিবেচনায় ছিল, তবে শেষ পর্যন্ত চাঙ্কি পান্ডে কন্যাকেই চূড়ান্ত করা হয়। 

বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্মাতা এমন একজন অভিনেত্রী খুঁজছিলেন যিনি তরুণদের মধ্যে জনপ্রিয়। আর অনন্যা পান্ডের সঙ্গে কার্তিকের আগের রসায়নের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

/এমএস