
জনপ্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী ও লেখিকা আশনা হাবিব ভাবনা। ছোট পর্দার গণ্ডি পেরিয়েছেন বহু আগেই। এখন তিনি পুরোদস্তুর সিনেমার নায়িকা। তবে রুপালি পর্দার এই নায়িকা ব্যক্তিজীবনেও নির্মাতা অনিমেষ আইচের জীবনের নায়িকা। এ খবর পুরোনো। তবে শোবিজ অঙ্গনে তাদের সম্পর্ক যেন ওপেন সিক্রেট। মিডিয়ায় আড়ি পাতলেই শোনা যায় তাদের প্রেমের কথা। শুধু তাই নয়, নির্মাতা ও নায়িকার বিয়ের গুঞ্জনও চাউর হয়েছে বেশ কয়েকবার। একই বাসায় তাদের বসবাসের খবরও ভেসে বেড়িয়েছে মিডিয়াপাড়ায়। তবে দুজনেই বিভিন্ন সময় জানিয়েছিলেন ভালো বন্ধুত্বের কথা। সেই বন্ধুত্বের কথা পেছনে ফেলে নিজেরাই আবার প্রকাশ করেছিলেন প্রেমের খবর। এক ভালোবাসা দিবস উপলক্ষে তারা বলেছিলেন শিগগিরই নাকি বিয়েও করবেন।
গণমাধ্যমকে ভাবনা সে সময় বলেছিলেন, ‘বন্ধুত্বের সূত্র ধরেই তাদের মাঝে ভালোবাসার জন্ম। এখন আমরা দুজন একে অন্যকে ভালোবাসি। শিগগিরই বিয়ে করতে যাচ্ছি।’ এরপর কেটে গেছে দীর্ঘদিন। তবে তাদের একসঙ্গে থাকার কথা শোনা গেলেও কাগজে-কলমে বিয়েবন্ধনে আবদ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি। মিডিয়ার বিভিন্ন অনুষ্ঠানে আবার অনিমেষ ও ভাবনাকে একসঙ্গে দেখা গেছে নিয়মিত।
এবার দুজনের পথ বেঁকে গেছে। আলাদা হয়ে গেছেন শোবিজের আলোচিত এই জুটি। ভেঙে গেছে নির্মাতা এবং নায়িকার প্রেম। জানা গেছে, ভাবনা নাকি অনিমেষের সঙ্গে আর বসবাস করছেন না। তাদের মধ্যে রীতিমতো দূরত্ব তৈরি হয়েছে। একে অপরকে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় করছেন হেনস্তাও। এমনিই দেখা গেছে সম্প্রতি অনিমেষ আইচের এক ফেসবুক পোস্টে। সম্প্রতি অনিমেষ আইচের একটি ফেসবুক স্ট্যাটাসে ভাবনা আক্রমণাত্মক এক কমেন্ট করেন। এর পরই চারদিকে শুরু হয় কানাঘুষা। তা হলে কি অনিমেষ ও ভাবনার সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে?
অনিমেষ আইচ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমরা কতিপয় সেই মশা, যারা কানের কাছে পিন পিন করি না, কামড় দিয়ে রক্ত চুষি না কারও। ঘরের কোনায় ঘাপটি মেরে বসে থাকি, পাখা ঝাপটালে ফুরিয়ে যাবে জীবনের জ্বালানি তাই! ভাইরাল ড্রাইভার আবিদ আলী কিংবা ছাগল মতিউরে ভরে গেছে দেশ! আফসোস, ঠক বাছতে গাঁ উজাড়।’
এই স্ট্যাটাসে ভাবনা কমেন্টে লেখেন, ‘মিথ্যাবাদী মদখোরদের মুখে এত নীতিবাক্য মানায় না। চারুকলায় গভীর রাতে যারা কেরু মদ খায় আর মেয়েদের মলেস্ট করে, এদের মুখে এসব বড় কথা মানায় না।’
এরপর আরও জোরালো হয় এই দুই তারকার প্রেমের বিচ্ছেদের খবর। এ সম্পর্কে জানতে ভাবনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
নির্মাতা অনিমেষ আইচকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এখন বাইরে আছি। বাসায় গিয়ে আপনার সঙ্গে কথা বলব।’ পরবর্তী সময় অনিমেষ আইচকে আর পাওয়া যায়নি।
জানা যায়, ‘নয়টার সংবাদ’ নামের একটি নাটকের মাধ্যমে অনিমেষ ও ভাবনার পরিচয়। এই নির্মাতার ‘ভয়ংকর সুন্দর’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় ভাবনার। এরই মধ্যে ভাবনা শেষ করেছেন ‘দামপাড়া’, ‘যাপিত জীবন’ ও ‘পায়েল’ ছবির কাজ। এদিকে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন ভাবনা। উৎসব থেকে নতুন সিনেমায় যুক্ত হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। মালয়েশীয় বংশোদ্ভূত বাংলাদেশি এক নির্মাতার নতুন ছবিতে চুক্তিবদ্ধও হয়েছেন এই অভিনেত্রী। ছবির নাম ‘জেনুবিয়া’। পরিচালক জাফর ফিরোজ। বাংলা, ইংরেজি ও চায়নিজ ভাষায় ছবিটি তৈরি হবে। তিন দেশে ছবিটি মুক্তির পরিকল্পনাও রয়েছে।
জাহ্নবী