বলিউড অভিনেত্রী ও বিজেপি থেকে নির্বাচিত সংসদ সদস্য কঙ্গনা রনৌত। সব সময়ই আলোচনা ও সমালোচনার মধ্যেই বসবাস তার। এ কারণে যতটা নন্দিত তিনি, তার চেয়ে কিন্তু নিন্দিতও কম নন কঙ্গনা। একেক জনকে ঘিরে একেক সময় নানা মন্তব্যের জেরে সমালোচনার তুঙ্গে থাকেন এই অভিনেত্রী। কিছুদিন আগে বিমানবন্দরে চড়ও খেয়েছিলেন তিনি।
এবার ৪০ কোটি রুপির মানহানির মামলা করা হলো কঙ্গনার বিরুদ্ধে। রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করে মানহানি মামলায় জড়িয়েছেন এই তারকা অভিনেত্রী।
‘দাদু মুসলিম, দিদা পারসি, মা খ্রিষ্টান’, এই ক্যাপশনে কয়েক দিন আগেই রাহুল গান্ধীকে জাত তুলে ‘জগাখিচুড়ি’ বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। শুধু তাই নয়, কংগ্রেস এই নেতাকে উপহাস করতে গিয়ে তার বিকৃত ছবিও শেয়ার করে আক্রমণ করেছিলেন কঙ্গনা।
ছবিতে রাহুল গান্ধীর মাথায় ফেজ টুপি, কপালে হলুদ তিলকের সঙ্গে গলায় খ্রিস্টধর্মের ‘ক্রস’ লকেট ঝুলতে দেখা গিয়েছিল। সেই ছবি শেয়ার করে আইনি ঝামেলায় জড়িয়েছেন কঙ্গনা। এমনটি জানিয়েছেন ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী নরেন্দ্র মিশ্র কঙ্গনার বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। মামলাকারী আইনজীবীর দাবি, একজন সংসদ সদস্য হয়েও কারও অনুমিত না নিয়ে রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করে কঙ্গনা রনৌত তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন করেছেন। এটা গান্ধী পরিবারের ভাবমূর্তিতে কালিমালিপ্ত করা।
ইতোমধ্যেই কঙ্গনাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এর আগে গীতিকার জাভেদ আখতারও কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন টেলিভিশন চ্যানেলে প্রকাশ্যে তার বিরুদ্ধে মিথ্যা দাবি করায়।
জাহ্নবী