বলিউড তারকা অভিনেত্রী প্রীতি জিনতা। অভিনয়ে দীর্ঘদিন অনুপস্থিত থেকে আবারও ফিরেছেন তিনি। ‘লাহোর ১৯৪৭’-এর শুটিং করেছেন প্রীতি। শুটিং সেট থেকে সেই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ারও করেছিলেন এই অভিনেত্রী। ছবিতে প্রীতি জিনতার বিপরীতে অভিনয় করেছেন সানি দেওল। আমির খানের প্রোডাকশনের ব্যানারে তৈরি ‘লাহোর ১৯৪৭’ পরিচালনা করছেন রাজকুমার সন্তোষী। প্রীতি ও সানি ছাড়াও ছবিতে অভিনয় করছেন শাবানা আজমি, অভিমন্যু সিং, আলি ফজল এবং মোনা সিং।
অভিনয়ে নিয়মিত না থাকলেও ক্রিকেট নিয়ে রয়েছে তার ভীষণ ব্যস্ততা। কারণ আইপিএলে পাঞ্জাব কিংস দলের মালিক এই অভিনেত্রী। এত কিছুর পরও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ঘটনার খোঁজখবর রাখেন প্রীতি। তার চোখ এড়ায়নি বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও। হাসিনা সরকারের পতনের পর ইতোমধ্যেই নতুন সরকার গঠন হয়েছে। নতুন এক বাংলাদেশের স্বপ্ন নিয়ে কাজ করছেন অন্তর্বর্তীকালীন এই সরকার। তবুও বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রীতি জিনতা।
গত ১০ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে এই অভিনেত্রী লিখেছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু মানুষের সঙ্গে যে হিংসার ঘটনা ঘটছে, তা দেখে আমি বিধ্বস্ত ও ভেঙে পড়েছি। মানুষকে হত্যা করা হচ্ছে। মানুষ ঘর হারাচ্ছে। সংখ্যালঘুদের প্রার্থনাস্থল ভাঙচুর করা হচ্ছে। আশা করছি, নতুন সরকার এই ধরনের হিংসা বন্ধ করতে যথার্থ পদক্ষেপ নেবে। বাংলাদেশের নির্যাতিতদের জন্য আমি প্রার্থনা করছি।’
প্রীতি জিনতার আগে একই বিষয়ে উদ্বেগ জানিয়েছেন বলিউডের সোনু সুদ, রাভিনা ট্যান্ডন, আদিল হুসেনসহ অনেকেই।
উল্লেখ্য, ২০১৬ সালে আমেরিকান ব্যবসায়ী জেনে গুডেনাফকে বিয়ে করে লস অ্যাঞ্জেলেসে থাকতে শুরু করেন প্রীতি। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে দুই সন্তান আসে এ দম্পতির কোল আলো করে। এরপরই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি। ১৯৯৮ সালে ‘দিল সে’ দিয়ে বলিউডে অভিষেক হয় তার। ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত নিয়মিত অভিনয় করেন এই অভিনেত্রী। সর্বশেষ ২০১৮ সালে ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ ছবিতে দেখা গিয়েছিল তাকে।
জাহ্নবী