কলকাতার তারকা অভিনেত্রী সোহিনী সরকার। গত জুলাইয়ে তিনি বিয়ে করেছেন সংগীতশিল্পী শোভনকে। এরপর থেকেই শুরু হয় তার প্রেম জীবন নিয়ে নানা রকম গসিপ। বিশেষ করে সোহিনী সরকারের প্রাক্তন প্রেমিক রণজয় বিষ্ণুকে নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা। রণজয়কে সোশ্যাল মিডিয়াতে অনেকেই সমবেদনা জানাচ্ছেন। রণজয়ের আরেক প্রাক্তন মডেল-অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতাও সেই দলে রয়েছেন। তিনিও সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন রণজয়ের বিরুদ্ধে। পাল্টা অভিযোগও করেছেন রণজয়।
এসব বিষয়ে বিরক্ত হয়ে রণজয়কে আইনি নোটিশ পাঠালেন সোহিনী ও সায়ন্তনী। তবে এখনো রণজয় বিষ্ণু এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। উল্লেখ্য, সোহিনী ও সায়ন্তনী দুজনের সঙ্গেই চুটিয়ে প্রেম করেছেন রণজয় বিষ্ণু।
কিন্তু কারও সঙ্গে সম্পর্ক টেকেনি তার। সোহিনী ও সায়ন্তনী দুজনেই অভিযোগ করেছেন, রণজয় নাকি তাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন। নিয়েছেন আর্থিক সহায়তাও। যদিও এই অভিযোগ মানতে নারাজ রণজয়।
ভারতীয় গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে রণজয় বলেছিলেন, তিনি এবং তার পরিবার এই ধরনের কুৎসা শুনতে শুনতে মানসিক দিক থেকে আহত। প্রয়োজনে এসব অপমানের জবাব দেবেন আইনি পথে। তবে এবার এই অভিনেতা নিজেই আইনি জটিলতায় জড়ালেন।
জাহ্নবী