ঢাকা ৩০ ভাদ্র ১৪৩১, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

শাকিবের করা মামলার সত্যতা পাওয়া যায়নি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০১:৫৫ পিএম
শাকিবের করা মামলার সত্যতা পাওয়া যায়নি

ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মিথ্যাচার ও কুৎসা রটানোর অভিযোগে প্রযোজকের বিরুদ্ধে চিত্রনায়ক শাকিব খানের করা মামলার সতত্য পায়নি পুলিশ। ওই মামলার তদন্তে মিথ্যাচার ও কুৎসা রটানোর কোনো আলামতও পাননি তদন্তকারী কর্মকর্তা।

জানা গেছে, ২০১৮ সালে ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যাচার ও কুৎসা রটানোর অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ঢালিউড সুপারস্টার শাকিব খান একটি মামলা করেন। মামলায় যে দুটি ইউআরএল থেকে মিথ্যাচার ও কুৎসা রটানোর অভিযোগ করা হয়েছে, সেটি বিশেষজ্ঞের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে। সেখানে কোনো মিথ্যাচার ও কুৎসা রটানোর প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে মোহাম্মদ রহমত উল্লাহর (৬৩) বিরুদ্ধে শাকিব খানের করা ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ২৪/২৫/২৯ ধারার অপরাধের অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়নি মর্মে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তবে ওই প্রতিবেদনে শাকিব খান সন্তুষ্ট নন বলে আদালতে জানিয়েছেন তার আইনজীবী। ওই প্রতিবেদনের ওপর নারাজি দেবেন বলে আদালতে জানিয়েছেন তার আইনজীবী।

২০২৩ সালের ৩০ এপ্রিল ঢাকার সাইবার অপরাধ ট্রাইব্যুনাল আদালতে রহমত উল্লাহর বিরুদ্ধে শাকিব খানের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। গত ২৪ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশের পরিদর্শক গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সর্বশেষ গত ১০ জুলাই মামলার তারিখ ধার্য ছিল। এ দিন মামলার প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়। এ সময় শাকিব খানের আইনজীবী খাইরুল হাসান প্রতিবেদনের ওপর নারাজি দেওয়ার জন্য সময় চেয়ে নেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ১৩ আগস্ট নারাজি দাখিলের দিন ধার্য করেন।

এদিকে নারাজির আবেদনে শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান উল্লেখ করেন, ‘মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এ দিন পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনের ওপর বাদী (শাকিব খান) সন্তুষ্ট নয়। শাকিব খান আদালতে উপস্থিত না থাকায় নারাজি দাখিলের জন্য সময়ের প্রার্থনা করছি।’

মামলার বাদী শাকিব খান রানা (৪৩) আদালতে অভিযোগ করেন যে, তিনি একজন প্রখ্যাত চলচ্চিত্র নায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশে অসংখ্যবার পুরস্কৃত হয়েছেন। অপর পক্ষে মামলার বিবাদী মোহাম্মদ রহমত উল্লাহ একজন সাইবার অপরাধী, অর্থলোভী, অন্যায় কুৎসা রটনাকারী, অন্যের মানসম্মান ক্ষুণ্নকারী এবং আইন অমান্যকারী ব্যক্তি। শাকিব খান ২০১৬ সালের ১৯ জানুয়ারি বাংলা ছায়াছবি ‘অপারেশন অগ্নিপথ’-এ অভিনয়ের জন্য প্রযোজনা প্রতিষ্ঠান ভারটেক্স মিডিয়ার স্বত্বাধিকারী মো. জানে আলমের সঙ্গে চুক্তিবদ্ধ হন। ওই ছবির শুটিং করার জন্য শাকিব খান একই বছরের ৩০ আগস্ট অস্ট্রেলিয়ায় গিয়ে জানতে পারেন যে, ছবির মনোনীত নায়িকা মিস শিবা আলী ভিসা জটিলতার কারণে অস্ট্রেলিয়ায় যেতে পারেননি। তার স্থলে এ্যানি রেনেসা সাবরিন নামে বাংলাদেশী বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক এক মহিলাকে নায়িকা হিসেবে অভিনয় করার জন্য মামলার বিবাদী রহমত উল্লাহ অনুরোধ করলে, শাকিব খান সবিনয়ে তা নাকচ করে নিজ সিদ্ধান্তে অটল থাকেন। যার প্রেক্ষিতে বাদীকে ফাঁদে ফেলার জন্য বিবাদী, বাদীর সঙ্গে সখ্য গড়ে তুলে তাকে বিভিন্ন নামিদামি ক্লাবে নিয়ে যাওয়ার প্রস্তাব দিতে থাকেন। শাকিব খান সরল বিশ্বাসে একদিন শুটিং শেষ করে রহমত উল্লাহর সঙ্গে ক্লাবে গিয়ে সেখানে এ্যানি রেনেসা সাবরিনসহ আরও অপরিচিত ২-৩ জনকে দেখতে পান এবং তাদের সঙ্গে খাওয়া-দাওয়াসহ পানীয় পান করলে শাকিব খান অসুস্থ হয়ে পড়েন।

মামলার অভিযোগে শাকিব খান আরও উল্লেখ করেন, বাদী তার হোটেলে ফেরত আসার সময় মামলার বিবাদীসহ অপরিচিত অপর কাউকে না পেয়ে এ্যানি রেনেসা সাবরিনের কাছ থেকে বিদায় নিতে চাইলে এ্যানি রেনেসা সাবরিনের কথায় বাদী তার হোটেলরুমে আসার পথে অজ্ঞান হয়ে যায়। পর দিন সকাল বেলা বিবাদী ফোন করে বাদীকে ওই মহিলার সঙ্গে রাতে যা যা করেছে তার ভিডিও ক্লিপ আছে বলে জানান। শাকিব খান যদি এক লাখ অস্ট্রেলিয়ান ডলার চাঁদা বিবাদীকে না দেন তাহলে এ্যানি রেনেসা সাবরিনকে নিয়ে পুলিশের কাছে নালিশ করবে মর্মে শাকিব খানকে নানা হুমকি প্রদান করেন। শাকিব খান যেহেতু অজ্ঞান ছিলেন, সেহেতু তার সঙ্গে এমন কিছু হওয়ার সম্ভাবনা থাকায় তিনি ভয় পেয়ে রহমত উল্লাহকে এত টাকা কোথা থেকে দিব বললে, রহমত উল্লাহ নানা রকম ভয়ভীতি দেখান।

মামলার অভিযোগে বলা হয়, তখন শাকিব খান নানাবিধ বিষয় চিন্তা করে ৫ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার রহমত উল্লাহকে দেন। এর ধারাবাহিকতায় শাকিব খান বিভিন্ন সময়ে রহমত উল্লাহকে সর্বমোট বাংলাদেশি টাকায় ৪০ লাখ টাকা দেন। রহমত উল্লাহ আরও টাকা চেয়ে শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় অভিযোগ করা হয়েছে বলে তাকে জানায়। পরবর্তী সময় শাকিব খান ২০১৮ সালে ওই ছবির শুটিং করতে অস্ট্রেলিয়ায় গেলে একই বছরের ৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ান পুলিশ তদন্ত করে তার কোনো অপরাধের প্রমাণ পাননি। তখন শাকিব খান বুঝতে পারেন যে, রহমত উল্লাহ মিথ্যা ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে টাকা নিয়েছেন। শাকিব খান, রহমত উল্লাহকে চাঁদা দেওয়া বন্ধ করলে ২০২৩ সালের ১৬ মার্চ একটি অনলাইন নিউজ পোর্টালে রহমত উল্লাহ প্রকাশ করেন যে, শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেপ্তার করা হয়েছে, শিডিউল না দেওয়ার বিষয় এবং একই তারিখ বিকেলে একটি বেসরকারি টিভিতে রহমত উল্লাহ বিবাদী নিজেকে প্রযোজক হিসাবে উপস্থাপন করে শাকিব খানের অশ্লীল যৌনাচারের কথা বাংলাদেশের সবাই জানে বলে প্রতারণার উদ্দেশ্যে আক্রমণাত্মক, মিথ্যা ও বাদীর মানহানিকর তথ্য-উপাত্ত প্রকাশ ও প্রচার করে বিবাদী ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ২৪/২৫/২৯ ধারার অপরাধ করেছেন।

অপরদিকে, তদন্ত প্রতিবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, মামলায় তদন্তে চারজন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে তাদের জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে। এ ছাড়া মামলার ঘটনার বিষয়ে আরও সাক্ষীর জবানবন্দি গ্রহণ করার চেষ্টা করি। যেহেতু বাদীর আনীত অভিযোগে উল্লিখিত ইউআরএলসমূহে কোনো তথ্য পাওয়া যায়নি, সেহেতু বিশারদ দ্বারা পরীক্ষা করে কোনো তথ্য পাওয়া যাবে না মর্মে তা করার প্রয়োজন বোধ করিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশের পরিদর্শক গোলাম মুক্তার আশরাফ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘মামলার বাদী শাকিব খানের আনা অভিযোগ পর্যালোচনা করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলাসংক্রান্তে বাদী কর্তৃক পাঠানো পেনড্রাইভ আলামত হিসেবে জব্দ করা হয়েছে। দালিলিক সাক্ষ্য পর্যালোচনা করা হয়েছে। এসব যাচাই-বাছাই করে মামলার অভিযুক্ত মোহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে বাদীর আনা অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়নি।’

প্রযোজক রহমত উল্লাহ বলেন, ‘শাকিব খান মিথ্যা অভিযোগে আমার নামে যে মামলা করেছেন, পিবিআই তার কোনো সত্যতা পায়নি। সেই মোতাবেক পিআইবি আদালতের কাছে রিপোর্ট জমা দিয়েছে। যদিও শাকিব খানের আইনজীবী পিআইবির এই রিপোর্টের জন্য নারাজির আবেদন করেছে।’

তিনি আরও বলেন, ‘শাকিব খান আমাকে অসম্মান ও হেয় করার জন্য আমার নামে যে মিথ্যা অভিযোগে মামলা করেছেন তার আমি সুষ্ঠু বিচার দাবি করছি।’

জাহ্নবী

উর্মিলা-সাজুকে শোকজ লাকীকে অব্যাহতি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৪ পিএম
লাকীকে অব্যাহতি
উর্মিলা শ্রাবন্তী কর, লিয়াকত আলী লাকী ও সাজু খাদেম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে শুরু হয়েছে সংস্কার। গত ১২ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগ করেন লিয়াকত আলী লাকী। এবার তাকে অব্যাহতি দিয়েছে দেশের ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংগঠন। তিনি বর্তমান কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। লাকীকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি বলেন, ‘গত ৫ সেপ্টেম্বর কার্যনির্বাহী কমিটির এক সভায় তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়। গঠনতন্ত্রের ১৪.১.৪ ধারা মোতাবেক তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এ  ছাড়া অভিনয় শিল্পী সংঘ থেকে উর্মিলা শ্রাবন্তী কর ও সাজু খাদেমকে ‘শোকজ’ বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দুজনই অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহী কমিটির সদস্য। এর মধ্যে সাজু খাদেম সাংগঠনিক সম্পাদক ও উর্মিলা শ্রাবন্তী কর আইন ও কল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এই দুজনকে শোকজ করার বিষয়টিও নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি বলেন, ‘কার্যনির্বাহী কমিটির সভায় তাদের কারণ দর্শানো নোটিশ (শোকজ) পাঠানোর সিদ্ধান্ত হয়। পরে ৭ সেপ্টেম্বর চিঠি পাঠানো হয়। গঠনতন্ত্রের ৭.৫ ধারা মোতাবেক তাদের শোকজ করা হয়েছে।’ তবে এখনো এই দুই অভিনয়শিল্পী চিঠির উত্তর দেননি।

জানা গেছে, ‘আলো আসবেই’ নামক সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবা, উর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, শামীমা তুষ্টি, জায়েদ খানসহ অনেকের অবস্থান ছিল বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে।

হোয়াটঅ্যাপ গ্রুপে তারা আন্দোলন থামাতে হবে মতামত দেন। আন্দোলনরত ছাত্রদের বিপক্ষে গ্রুপটিতে কথা বলেন অভিনয় শিল্পী সংঘের শোকজ পাওয়া এই দুই তারকা। ওই গ্রুপে আরও যুক্ত ছিলেন সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম, সাধারণ সম্পাদক রওনক হাসান প্রমুখ।

এদিকে অভিনয় শিল্পী সংঘের নানা কার্যক্রমের বিরুদ্ধে সংস্কার দাবি করেছে সংস্কারকামী অভিনয়শিল্পীদের একটি দল। তারা বেশ কিছু সভা-সমাবেশও করেছেন।

জাহ্নবী

 

সকাল-সন্ধ্যায় দুই নাটকের প্রদর্শনী আজ

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ এএম
সকাল-সন্ধ্যায় দুই নাটকের প্রদর্শনী আজ

দীর্ঘদিন পর মঞ্চে নিয়মিত ফিরেছে নাট্যদল বটতলা। গত ২৭ আগস্ট এই নাট্য সংগঠনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উক্ত দিনে নাট্য প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ প্রদান করা হয়েছে বন্যার্তদের সহায়তা তহবিলে। 

আজ বটতলা মঞ্চস্থ করবে তাদের দর্শকপ্রিয় দুটি নাটক ‘বন্যথেরিয়াম’ এবং ‘রাইজ অ্যান্ড শাইন’। নাটক সরণি বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আজ সকাল ১১টায় থাকবে জনপ্রিয় শিশুতোষ নাটক ‘বন্যথেরিয়াম’ এবং সন্ধ্যা ৭টায় ‘রাইজ অ্যান্ড শাইন’ নাটকের প্রদর্শনী।

‘বন্যথেরিয়াম’ নাটকে দেখা যাবে- প্রাণীবিজ্ঞান সংস্থা ওয়াইল্ড ভিশনের মূল দায়িত্ব বন আর বন্যপ্রাণী গবেষণা, সংরক্ষণ এবং তা বৃদ্ধিতে কাজ করলেও এক অদ্ভুত প্রজাতির ট্যাঁশ গরুর সন্ধান পাওয়া মাত্র তা ধরে নিয়ে আসা হয় কোম্পানির প্রেসিডেন্ট হারুর নির্দেশে। এমন অদ্ভুত আর বিরল বন্যপ্রাণীর সন্ধান ওয়াইল্ড ভিশনকে এনে দেয় খ্যাতি। খবর পেয়ে ছুটে আসে বন্যপ্রাণী ব্যবসায়ী মিস হুক্কি; সে আরও ট্যাঁশ গরুর সন্ধান চায়। এরই মাঝে আরও অদ্ভুত বন্যপ্রাণী আর প্রকৃতির সন্ধান নিয়ে আসে বিখ্যাত গবেষক প্রফেসর হেঁসোরাম হুঁশিয়ার-এর ভাগ্নে চন্দ্রখাই। এভাবে এগিয়ে যায় নাটকের কাহিনি।

‘রাইজ অ্যান্ড শাইন’ নাটকে ওঠে এসেছে জীবনযুদ্ধ আর সংসারের খাঁচায় আটক এক নারীর গল্প। ‘দারিও ফো এবং ফ্র্যাঙ্কা রামে’ রূপান্তর করেছেন অধ্যাপক আবদুস সেলিম। নাটকটি নির্দেশনা দিয়েছেন ম. সাঈদ।

জাহ্নবী

শবনমের পরিচালনায় সিনেমায় দিলারা জামান

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০০ এএম
শবনমের পরিচালনায় সিনেমায় দিলারা জামান

অভিনেত্রী, প্রযোজক ও নির্মাতা শবনম পারভীন এবার দিলারা জামানকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করেছেন। সিনেমার নাম ‘হুরমতি’। নির্মাণের পাশাপাশি এর নাম ভূমিকায় অভিনয় করেছেন শবনম পারভীন নিজেই।

সিনেমার গল্প ভাবনা ও কাহিনি শবনম পারভীনের। সংলাপ রচনা করেছেন মঞ্জুর রহমান। সিনেমার শুটিং শেষে সেন্সর ছাড়পত্রও পেয়েছেন শবনম পারভীন। তিনি জানান, এরই মধ্যে বেশ কয়েকটি তারিখ চূড়ান্ত হয়েছিল ‘হুরমতি’ সিনেমাটি মুক্তির। কিন্তু শেষমেষ মুক্তি পায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগেও মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়েও সিনেমাটি মুক্তি পায়নি। অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৩ ডিসেম্বর। এমনটি জানিয়েছেন  শবনম পারভীন।  

ছবিতে কাজ করা প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘শবনম অনেক আগেই আমাকে বলে রেখেছিল যে তার একটি সিনেমায় আমাকে কাজ করতে হবে। অবশেষে কাজটি করা হলো। বেশ যত্ন ও অনেক ধৈর্য ধরে সিনেমাটি নির্মাণ করেছেন শবনম। গল্পে দেখা যাবে যে হুরমতি আমার আশ্রয়েই বড় হয়েছে। এক সময় হুরমতি বড় হলেও আমার প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা অটুট ছিল। সিনেমাটি নির্মাণকালে তার আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। এখন জানতে পারলাম যে সিনেমাটি ডিসেম্বরে মুক্তি পাবে। আশা করা যায় দর্শকের ভালো লাগবে। শবনম পারভীনের জন্য অনেক অনেক শুভ কামনা ও দোয়া রইল।’

শবনম পারভীন বলেন,‘ শ্রদ্ধেয় দিলারা জামান আপার সঙ্গে আমি বহু নাটকে অভিনয় করেছি। তবে এবারই প্রথম তিনি আমার পরিচালনায় অভিনয় করলেন। তিনি যে অনেক বড় মনের একজন মানুষ এবং একজন অনেক উঁচু মানের অভিনয় শিল্পী তা নতুন করে আবারও প্রমাণ পেলাম। তিনি আমার পরিচালনায় অভিনয় করেছেন এটাও আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’

জাহ্নবী

কথা বলছেন না সুস্মিতা

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০০ এএম
কথা বলছেন না সুস্মিতা

বলিউড তারকা অভিনেত্রী সুস্মিতা সেন। তার সঙ্গে রহমান শলের সম্পর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি। তাদের প্রেম ও বিচ্ছেদ নিয়ে আলোচনা এখনো অব্যাহত। একসময় তারা নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, সম্পর্কে নাকি ইতি টানছেন। কিন্তু এই ঘোষণার কিছু দিন পর আবারও একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। তবে সুস্মিতা সেন হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই রহমান নাকি এই অভিনেত্রীর সঙ্গে ছায়ায় মতো থাকেন।

এবার আবারও রহমান ও সুস্মিতাকে একসঙ্গে দেখা গেল বান্দ্রা এলাকার একটি স্বাস্থ্যকেন্দ্রের বাইরে। তাদের দেখেই ছবি তুলতে তৎপর হয়ে উঠেছিলেন আলোকচিত্রীরা। কিন্তু ক্যামেরা দেখেই ইশারায় ছবি তুলতে নিষেধ করেন সাবেক এই বিশ্ব সুন্দরী।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে দাঁতের যন্ত্রণায় ভুগছেন সুস্মিতা সেন। এ জন্য চিকিৎসকের কাছে যান তিনি। আলোকচিত্রীদের বুঝিয়ে দেন দাঁতের যন্ত্রণা তাই হাসতে পারছেন না সুস্মিতা।

সুস্মিতা জানান, কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন তিনি। বরাবরই এই অভিনেত্রীর সঙ্গে আলোকচিত্রীদের ভালো সম্পর্ক। তাই তাদের ওপর বিরক্তি প্রকাশ করেননি তিনি।

জাহ্নবী

বুবলীর নতুন সিনেমা

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০০ এএম
বুবলীর নতুন সিনেমা

অনেক দিন থেকেই নতুন কোনো সিনেমার খবর নেই। চলচ্চিত্রপাড়ায় স্থবিরতা নেমে এসেছে। না রয়েছে নতুন ছবি মুক্তির খবর, না শুটিং। এর মধ্যে নতুন কোনো সিনেমায় কেউ চুক্তিবদ্ধ হয়েছেন এমন খবরেও মুখরিত হচ্ছে না কোনো অভিনেতা বা অভিনেত্রী। এমন পরিস্থিতিতে প্রায় আট মাস পর নতুন সিনেমায় কাজের খবর দিলেন চিত্রনায়িকা শবনম বুবলী।

মেহেদি হাসানের নির্মাণে ‘নীল টিপ’ সিনেমায় অভিনয় করবেন এই নায়িকা। তবে এই সিনেমায় বুবলীর নায়ক হয়ে পর্দায় হাজির হবেন টিভি নাটকের একজন অভিনেতা। শিগগিরই শুরু হবে এর শুটিংও।

নির্মাতা গণমাধ্যমকে বলেন, ‘বুবলীর সঙ্গে আমরা ছোটপর্দার একজন অভিনেতাকে নিতে চাই। এখনো চূড়ান্ত হয়নি বলেই নামটি বলতে চাই না। তবে ছবির গল্প বুবলীকে ঘিরেই।

আমাদের দেশে নারীপ্রধান গল্পে ছবি নির্মিত হয় কম। একটা সময় শাবানা ম্যাডামের ওপর ছবি নির্মিত হতো। আমিও এই সময়ে এসে বুবলীর ওপর বাজি ধরতে চাই।’

বুবলী অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে সিয়াম আহমেদের সঙ্গে ‘জংলি’।

জাহ্নবী