এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। অভিনেত্রী হিসেবে ইতোমধ্যে নিজের জায়গাও পাকা করেছেন এই তারকা। বর্তমানে ছোট পর্দায় যে কয়েকজন অভিনেত্রী আলো ছড়াচ্ছেন, তাদের মধ্যে কেয়া পায়েল অন্যতম।
তবে ছোট পর্দায় নিয়মিত অভিনয় করলেও ক্যারিয়ারে মাত্র একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমার নাম ‘ইন্দুবালা’। ছবিটি তেমন আলোচনায় আসতে পারেনি। ব্যবসায়িকভাবেও হয়েছে আর্থিক ক্ষতির সম্মুখীন। জয়নাল আবেদীন পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয়ে ছিলেন আশিক চৌধুরী। এরপর অনেক দিন থেকেই সিনেমায় কাজের কথা বলছিলেন কেয়া পায়েল। কিন্তু ব্যাটে-বলে মেলেনি বলেই রুপালি পর্দায় আর দেখা যায়নি তাকে। এবার ভাগ্য হয়তো তাকে সাড়া দিতে চলেছে। ব্যাটে-বলের টাইমিংও সুন্দরভাবে হচ্ছে। কেয়া পায়েলভক্তদের জন্য চলচ্চিত্র নির্মাতা দিয়েছেন সুখবর। আবারও সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। সিনেমার নাম ‘আয়নাঘর’। এটি নির্মাণ করতে যাচ্ছেন জয়নাল আবেদীন জয় সরকার।
শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে ‘আয়নাঘর’ নিয়ে চলছে আলোচনা। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার-টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত এটি একটি গোপন আটক কেন্দ্র ছিল। সেখানে বন্দিদের ওপর চালানো হতো অমানবিক নির্যাতন। সম্প্রতি সেখান থেকে মুক্তি পাওয়া মানুষের গল্প সামনে এসেছে। এসব গল্প শুনেই দেশের মানুষ হয়েছে হতভম্ব। সেই অনুভূতি আর সত্য ঘটনার ছায়া অবলম্বনে এবার সিনেমা নির্মাণের সিদ্ধান্ত জানিয়েছেন নির্মাতা জয় সরকার। এর মধ্যেই পরিচালক সমিতিতে ছবিটির নামও নিবন্ধন করেছেন নির্মাতা। ছবিটি প্রযোজনা করছে র্যাবিট এন্টারটেইনমেন্ট।
এ সম্পর্কে জয় সরকার গণমাধ্যমকে বলেন, ‘আমার প্রথম ছবির নায়িকা ছিলেন কেয়া পায়েল। তাকে নিয়ে এবারের ছবিটিও বানাতে চাই। কেয়া ছাড়া আরও থাকবেন পরিচিত তারকারা। যদিও সেসব এখনো চূড়ান্ত করিনি। এখন গল্প লিখছি।’
নির্মাতা আরও জানান, চিত্রনাট্য লেখার পাশাপাশি আয়নাঘরে বন্দি কয়েকজনের সঙ্গে কথা বলে তিনি গল্পটি সাজানোর চেষ্টা করছেন। তিনি বলেন, ‘আমি চাই সত্যটা উঠে আসুক। মানুষ জানুক কী কী হয়েছে আয়নাঘরে। অক্টোবরের শুরু থেকে ছবিটির শুটিং করার ইচ্ছা রয়েছে এই নির্মাতার।’
তবে ছবিতে অভিনয় করার বিষয়ে এখন মুখ খোলেননি কেয়া পায়েল। আদৌ কি তিনি সিনেমাটি অভিনয় করবেন, সেটাও স্পষ্ট করেননি এই তারকা অভিনেত্রী। তবে কেয়া পায়েল বিভিন্ন সময় সিনেমায় কাজের বিষয়ে আগ্রহী হয়ে গণমাধ্যমে বলেছেন, ‘আমার ক্যারিয়ারে শুরুতেই সিনেমায় অভিনয় করেছিলাম। এরপর অনেক দিন অপেক্ষায় রয়েছি। ভালো গল্প ও ভালো নির্মাতা হলে অবশ্যই সিনেমায় কাজ করতে চাই। কারণ আমাদের বাংলা সিনেমা এখন অনেক ভালো হচ্ছে। বলতে গেলে সিনেমার সুদিন আসছে।’
জাহ্নবী