ঢাকা ২৫ ভাদ্র ১৪৩১, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

মায়ের জন্মদিনে জাহ্নবীর বার্তা

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৩:৩৮ পিএম
মায়ের জন্মদিনে জাহ্নবীর বার্তা

বলিউডের খ্যাতিমান অভিনেত্রী শ্রীদেবী। প্রায় পাঁচ দশক ভারতীয় চলচ্চিত্রে রাজত্ব করেছেন তিনি। শুধু বলিউডে নয়, শ্রীদেবী অভিনয় করেছেন তামিল, তেলুগু ও মালয়ালম সিনেমাতেও। শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর বর্তমানে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। এ সময়ের তরুণ তারকাদের মধ্যে জাহ্নবী বেশ আলোচিত। গতকাল ছিল প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর জন্মদিন। আর তাই মায়ের জন্মদিনে জাহ্নবী দিয়েছেন নতুন বার্তা। গতকাল সকাল সকাল তিনি গিয়েছিলেন তিরুপতি মন্দিরে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তিনটি ছবি শেয়ার করে জাহ্নবী লিখেছেন, ‘শুভ জন্মদিন মা। তোমাকে ভালোবাসি।’

প্রথম ছবিটিতে দেখা যায় তিরুপতি মন্দিরের সিঁড়ি। বোঝা যায়, এই সিঁড়ি দিয়েই মন্দিরে যাবেন অভিনেত্রী। এরপর নিজের ছোটবেলার একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে মায়ের কোলে বসে বছর সাত-আটের জাহ্নবী। মেয়ের গালে গাল ঠেকিয়ে হাসছেন শ্রীদেবী। তৃতীয় ছবিটি বর্তমান সময়ের জাহ্নবীর।

উল্লেখ্য, ১৯৬৩ সালের ১৩ আগস্ট ভারতের তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন শ্রীদেবী। ১৯৬৭ সালে মাত্র চার বছর বয়সে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন তামিল ছবির মাধ্যমে। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে মাত্র ৫৪ বছর বয়সে তার জীবনাবসান ঘটে।

বনি কাপুর ও শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী। বর্তমানে তার পরবর্তী ছবি ‘দেবারা’র মুক্তির জন্য অপেক্ষা করছেন। ২০০ কোটি টাকার এই ছবিটি মূলত তেলুগু হলেও একাধিক ভাষায় মুক্তি পাবে পুরো ভারতে। এতে জাহ্নবীর বিপরীতে রয়েছেন জুনিয়র এনটি রামা রাও। ছবিতে রয়েছেন সাইফ আলি খান, ববি দেওলসহ আরও অনেকেই।

জাহ্নবী

 

লাইফ সাপোর্টে মুস্তাফা মনোয়ার

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৭ পিএম
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৮ পিএম
লাইফ সাপোর্টে মুস্তাফা মনোয়ার
মুস্তাফা মনোয়ার (ফাইল ছবি)

বাংলাদেশের প্রবীণ চিত্রশিল্পী, নাট্যব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার গুরুতর অসুস্থ। গত বুধবার বিকেলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হওয়ায় গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। 

রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে মুস্তাফা মনোয়ারের ব্যক্তিগত সহকারী মো. রুবেল মিয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘স্যারের অবস্থা খুবই খারাপ। আপনারা সবাই দোয়া করেন তার জন্য।’

বাংলাদেশের পাপেটম্যান হিসেবে খ্যাত শিল্পী মুস্তাফা মনোয়ার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যানসারে ভুগছেন। 

রুবেল মিয়া জানান, কিছুদিন আগে চিকিৎসার জন্য মুস্তাফা মনোয়ার ভারতের দিল্লিতে গিয়েছিলেন। সেখান থেকে প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা করানোর পর দেশে ফিরে সুস্থ ছিলেন। বুধবার বিকেলে তিনি বাসায় মাথা ঘুরে পড়ে গেলে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ১ সেপ্টেম্বর ছিল মুস্তাফা মনোয়ারের ৮৯তম জন্মদিন। 

জয়ন্ত সাহা/সালমান/

কন্যার মা-বাবা হলেন দীপিকা-রণবীর

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৪ পিএম
কন্যার মা-বাবা হলেন দীপিকা-রণবীর

প্রথম সন্তানের বাবা-মা হলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। গতকাল রবিবার মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। এর আগে ৭ সেপ্টেম্বর বিকেলে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবারসহ দেখা গেছে দীপিকাকে। সেই সময় দীপিকার সঙ্গে গাড়িতে ছিলেন অভিনেত্রীর মা। গাড়িতে না থাকলেও হাসপাতালে ঢোকার সময় অভিনেত্রীর সঙ্গেই ছিলেন রণবীর সিং।

এর আগে জানানো হয়েছিল, দীপিকা-রণবীরের সন্তান ২৮ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হতে পারে। তার আগেই সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। দীপিকার বেবি বাম্প প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল- কন্যা হবে না কি পুত্র! রবিবার দীপিকা জন্ম দিলেন কন্যাসন্তানের।
২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা: রামলীলা’ সিনেমার শুটিং থেকে শুরু হয় দীপিকা ও রণবীরের প্রেম। এরপর ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’ এবং ‘৮৩’-র মতো সিনেমাতে একসঙ্গে কাজ করেছেন তারা।

২০১৮ সালের ১৪ নভেম্বর ‘লেক কোমো’তে রাজকীয় কায়দায় বসেছিল দীপিকা ও রণবীরের বিয়ের আসর। চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে ভক্তদের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান তারকা-দম্পতি।

অন্তঃসত্ত্বা থাকাকালে ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় অভিনয় করেছেন দীপিকা। ছবিটি আলোচিত হয়েছে। এখন পর্যন্ত এটাই তার শেষ সিনেমা। এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, সন্তান জন্মের পর অভিনয় থেকে সাময়িক বিরতি নেবেন তিনি। বিরতি পর আগামী বছর আবার কাজে ফেরার কথা রয়েছে তার।

কলি 

চার সিনেমার নাম স্থগিত, নতুন শুটিং বন্ধ

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৬ পিএম
চার সিনেমার নাম স্থগিত, নতুন শুটিং বন্ধ

বৈষ্যমবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের তোপে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হলেও অন্তর্বর্তী সরকারের হাত ধরে এগিয়ে যাচ্ছে দেশ।

ইতোমধ্যেই দেশের কয়েকটি জেলা হয়েছে বন্যাকবলিত। এ কারণে লাখ লাখ মানুষ হয়েছেন পানিবন্দি। বন্যার বিপর্যয়ও অনেকটা সামলে নিয়েছেন দেশের মানুষ। বিভিন্ন প্রতিষ্ঠানে ইতোমধ্যেই ফিরেছে স্বাভাবিক কাজের গতি। দেশের সব সেক্টরে অচলাবস্থা কাটিয়ে সচল হলেও শোবিজ অঙ্গন রয়েছে এখনো স্থবির। তারকারা বলতে গেলে বেকার হয়ে আছেন। টেলিভিশন, মিউজিক ও চলচ্চিত্রের কাজ থেমে আছে দীর্ঘদিন ধরে। অল্প কিছু নাটকের শুটিং হলেও নতুন কোনো সিনেমার শুটিং আদৌ শুরু হয়নি। দীর্ঘদিন ধরে আইসিইউতে থাকা এ শিল্প কবে ঘুরে দাঁড়াবে তার কোনো জবাব মিলছে না। এভাবে চলতে থাকলে এর পরিণতি শেষ পর্যন্ত কী হবে তা নিয়েও কপালে চিন্তার ভাঁজ সংশ্লিষ্টদের।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সরকার পতনের আগে–পরে প্রায় এক মাসেরও বেশি সময় পর নতুন একটি মাত্র সিনেমা মুক্তি পেয়েছে গত ২৩ আগস্ট। মনতাজুর রহমান আকবর পরিচালিত সিনেমার নাম ‘অমানুষ হলো মানুষ’। সিনেমাটি ঢাকাসহ দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে অভিনয় করেছেন ডিপজল ও মৌ খান জুটি।

অন্তর্বর্তী সরকার গঠনের পর বেশ কয়েকটি সিনেমার ঘোষণা করেছেন কয়েকজন পরিচালক। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাগুলোর নাম নিবন্ধন করেছেন তারা। শেখ হাসিনার পতনের পর ‘আয়নাঘর’ প্রসঙ্গটি আলোচনায় উঠে এসেছে বারবার। যেখানে সরকারের বিরাগভাজনদের বন্দি রেখে চালানো হতো নির্যাতন। সেই ‘আয়নাঘর’-এর কাহিনি নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনজন পরিচালক। এর মধ্যে খ্যাতিমান নির্মাতা বদিউল আলম খোকন ‘ভয়ংকর আয়নাঘর’, নির্মাতা জয় সরকার ‘আয়নাঘর’ এবং জানেসার ওসমান ‘অন্ধকারের আয়নাঘর’ নামে সিনেমাগুলো নির্মাণের ঘোষণা দেন।

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে ‘মাদার অব ডেমোক্রেসি’ নামেও একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন নির্মাতা এম কে জামান। তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করেন। তবে বিএনপির পক্ষ থেকে ফেসবুকে একটি পোস্ট দিয়ে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দলের চেয়ারপারসনকে নিয়ে কোনো সিনেমা বা ডকুমেন্টরি নির্মাণের অনুমতি কাউকেই দেওয়া হয়নি। এ ছাড়া হাইকোর্টের এক আইনজীবী বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিকে সিনেমাটি নিয়ে একটি চিঠি দিয়েছেন। এতে জানানো হয়েছে, সিনেমাটি নির্মাণের জন্য বিএনপি ও বেগম খালেদা জিয়ার পরিবারের কোনো অনুমতি নেই। এ জন্য ওই সিনেমাটির পাশাপাশি আয়নাঘরের কাহিনি নিয়ে সিনেমাগুলোর নামও স্থগিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা (অপূর্ব রানা)।

তিনি বলেন, ‘‘আয়নাঘর যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার একটি ইন্টারগেশন সেল, তাই বিষয়টি সেনসেটিভ। এ জন্য তাদের অনুমতি ছাড়া আমরা এ ধরনের ঘটনা নিয়ে সিনেমা নির্মাণের অনুমতি দেইনি। তাই আপাতত সিনেমাগুলোর নাম চলচ্চিত্র পরিচালক সমিতি স্থগিত করেছে। যদি অনুমতি নিয়ে সঠিক পন্থায় সিনেমাগুলো নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হয়, তবে এই স্থাগিতাদেশ উঠে যাবে। এ ছাড়া ‘মাদার অব ডেমোক্রেসি’ সিনেমা নিয়ে একজন আইনজীবী আমাদের সমিতিতে চিঠি পাঠিয়েছেন। তাই এই সিনেমার নামও আমরা স্থগিত করেছি।’’

এগুলো ছাড়াও নতুন আরও তিনটি ছবির নাম পরিচালক সমিতিতে নিবন্ধন করা হয়েছে। এগুলো হচ্ছে রাশিদ পলাশের ‘দরবার’, বেলাল সানির ‘পরিবর্তন’ এবং রাশেদ সেনের ‘৩৬ জুলাই (এক দফা)’।

এগুলোর বাইরে যেসব সিনেমাগুলোর শুটিং শুরু হওয়ার কথা ছিল সেগুলো পিছিয়েছে। এর মধ্যে রয়েছে শাকিব খানের ‘বরবাদ’। চলতি মাসে এর শুটিং হওয়ার কথা ছিল। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, সিনেমাটির শুটিং পিছিয়েছে। কবে নাগাদ শুরু হবে, তাও অনিশ্চিত।

পিছিয়েছে শাকিব খানের আরও একটি সিনেমা ‘শের’-এর শুটিংও।

সেপ্টেম্বরে শুটিং শুরুর কথা ছিল সাইফ চন্দন পরিচালিত শরীফুল রাজ-ইধিকা পালের সিনেমা ‘সাহেব’। গণমাধ্যম সূত্রে জানা গেছে, আপাতত শুটিংয়ের কোনো পরিকল্পনা নেই সংশ্লিষ্টদের। পূজা চেরি অভিনীত ‘মাসুদ রানা’ সিনেমার বাকি অংশের শুটিং চলতি মাসের মাঝামাঝিতে শুরুর পরিকল্পনা ছিল। সেটিও বাতিল হয়েছে। চিত্রনায়িকা পূজা চেরি ও আদর আজাদকে নিয়ে ‘দরদীয়া’ নামে একটি সিনেমার শুটিং চলতি বছরেই শুরুর কথা ছিল। বর্তমান পরিস্থিতিতে সেটিও অনিশ্চয়তার মুখে পড়েছে।

সিনেমা সংশ্লিষ্টদের ভাষ্যে, নতুন কোনো সিনেমার শুটিং এখন হবে না। যারা সিনেমা প্রযোজনা করতেন, তারা একটু সময় নিচ্ছেন। চলচ্চিত্রে এই অচলাবস্থা কবে নাগাদ কাটবে সে সম্পর্কেও অনিশ্চিত তারা।

জাহ্নবী

এলিটার ‘হৃদয় নগর’

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৫ পিএম
এলিটার ‘হৃদয় নগর’

কণ্ঠশিল্পী এলিটা করিমের গাওয়া ভিন্ন ধাঁচের রোমান্টিক গান ‘হৃদয় নগর’ অনলাইনে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন সারাজাত সৌম্য। সুর ও সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। গানটি রেকর্ড করা হয়েছিল ‘বৃষ্টি কথা হোক’ নামে মিক্সড অ্যালবামের জন্য। সম্প্রতি মিউজিক স্প্রিমিং প্ল্যাটফর্ম স্পোর্টিফাইর পাশাপাশি শিল্পী ও সুরকারের ফেসবুক পেজে গানটি প্রকাশ করা হয়েছে।

নতুন গান প্রসঙ্গে এলিটা করিম গণমাধ্যমকে বলেন, “জয় শাহরিয়ারের সুরে অন্য গানগুলো থেকে ‘হৃদয় নগর’ একটু আলাদা ধরনের। আমি চেষ্টা করেছি গায়কিতে নিজের সেরাটা তুলে ধরার। কথা-সুর-সংগীতায়োজন-গায়কি সবকিছু মিলিয়ে গানটি অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।”

স্টেজ শো, অ্যালবাম ও একক গানের প্রকাশনা এবং প্লে-ব্যাক নিয়ে এলিটার সংগীত ক্যারিয়ারের সব ব্যস্ততা। কিছুদিন আগে ওয়েব সিরিজে প্লে-ব্যাক করে আলোচনায় এসেছেন তিনি। শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন। সালজার রহমান পরিচালিত ‘কালপুরুষ’ সিরিজে প্লে-ব্যাক করার মধ্য দিয়ে কণ্ঠশিল্পী হিসেবে শুরু হয়েছে তার ওটিটি যাত্রা। ‘কালপুরুষ’-এ গাওয়া ‘মহাকাল’ গানটিও শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

জাহ্নবী

এক মঞ্চে ‘অর্থহীন’ ও ‘জাল’

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৪ পিএম
এক মঞ্চে ‘অর্থহীন’ ও ‘জাল’

‘অর্থহীন’-প্রধান সুমন দীর্ঘদিন ধরেই অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। এবার কিছুটা সুস্থ হয়ে লম্বা বিরতির পর আবারও মঞ্চে ওঠার খবর দিয়েছেন এই ব্যান্ডের এই তারকা। আগামী ২৭ সেপ্টেম্বর ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টে পারফর্ম করবে অর্থহীন। একই মঞ্চে থাকবে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’।

কনসার্টটির আয়োজন করেছে অ্যাসেন, জির্কোনিয়াম ও ইন এফিলিয়েশন উইথ রুটওভার এক্সপেরিয়েন্স। কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায়।

এই কনসার্ট দিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকায় আসছে পাকিস্তানের ব্যান্ড জাল। এদিন ব্যান্ডটি তাদের প্রথম প্রকাশিত অ্যালবাম ‘আদাত’-এর ২০ বছর পূর্তি উদযাপনও করবে। ২০০৪ সালের ২৭ সেপ্টেম্বর প্রকাশ পায় ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘আদাত’। এই অ্যালবামের ‘লামহে’, ‘আদাত’সহ বেশ কয়েকটি গান জনপ্রিয় হয়েছে। ২০১২ সালে সর্বশেষ ওপেন কনসার্টে পারফর্ম করতে ঢাকায় এসেছিল জাল।

এদিকে দীর্ঘদিন ধরে অসুস্থ অর্থহীনের বেজিস্ট ও ভোকাল সাইদুস সালেহীন খালেদ সুমন। তিনি বেজবাবা সুমন নামেই শ্রোতাদের কাছে পরিচিত। তার অসুস্থতার কারণে নিয়মিত কনসার্ট করতে দেখা যাচ্ছে না দলটিকে। প্রায় এক বছর পর ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্ট দিয়ে বিরতি কাটিয়ে মঞ্চে ফিরছে অর্থহীন ও বেজবাবা।

কনসার্ট সম্পর্কে অ্যাসেনের ফাউন্ডার ও সিইও আনন্দ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের একটি জনপ্রিয় ব্যান্ড দল অর্থহীন। দীর্ঘদিন তারা কনসার্টে নিয়মিত ছিল না। এক বছর পর লিজেন্ডস অব দ্য ডেকেড কনসার্ট দিয়ে মঞ্চে ফিরছে অর্থহীন ও বেজবাবা। জালের সঙ্গে অর্থহীনকে পেয়ে আমরা অনেক খুশি।’

জাহ্নবী