ঢাকা ২৩ আশ্বিন ১৪৩১, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪

লাইফ সাপোর্টে মুস্তাফা মনোয়ার

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৭ পিএম
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৮ পিএম
লাইফ সাপোর্টে মুস্তাফা মনোয়ার
মুস্তাফা মনোয়ার (ফাইল ছবি)

বাংলাদেশের প্রবীণ চিত্রশিল্পী, নাট্যব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার গুরুতর অসুস্থ। গত বুধবার বিকেলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হওয়ায় গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। 

রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে মুস্তাফা মনোয়ারের ব্যক্তিগত সহকারী মো. রুবেল মিয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘স্যারের অবস্থা খুবই খারাপ। আপনারা সবাই দোয়া করেন তার জন্য।’

বাংলাদেশের পাপেটম্যান হিসেবে খ্যাত শিল্পী মুস্তাফা মনোয়ার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যানসারে ভুগছেন। 

রুবেল মিয়া জানান, কিছুদিন আগে চিকিৎসার জন্য মুস্তাফা মনোয়ার ভারতের দিল্লিতে গিয়েছিলেন। সেখান থেকে প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা করানোর পর দেশে ফিরে সুস্থ ছিলেন। বুধবার বিকেলে তিনি বাসায় মাথা ঘুরে পড়ে গেলে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ১ সেপ্টেম্বর ছিল মুস্তাফা মনোয়ারের ৮৯তম জন্মদিন। 

জয়ন্ত সাহা/সালমান/

প্রিয়ন্তী উর্বীর ‘কিছু বলবে কি’

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০২:০০ পিএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ০১:০০ পিএম
প্রিয়ন্তী উর্বীর ‘কিছু বলবে কি’
অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। ছবি: সংগৃহীত

প্রিয়ন্তী উর্বীর অভিনয়ের পথচলা শুরু হয় অনিরুদ্ধ রাসেলের পরিচালনায় ‘ভেজা বেড়াল’ নাটকের মাধ্যমে। শ্যামল মাওলা ও কচি খন্দকারের সঙ্গে প্রথম নাটকে অভিনয় করেই দর্শকের দৃষ্টি কাড়তে সক্ষম হন। তবে তিনি বেশি আলোচনায় আসেন মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘কোথায় পালাবে বলো রূপবান’ ফিল্মে নাম ভূমিকায় অভিনয় করে।

এরপর তার কাছে একের পর এক স্ক্রিপ্ট আসতে শুরু করে। তার অভিনীত আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘পোর্ট্রেট’, ‘মধ্যরাতের মেয়েটি’, ‘বুক পকেটের গল্প’, ‘তোমারই সাথে’, ‘টেক অফ’, ‘বিশেষ অতিথি’, ‘বয়স আমার বেশি না’, ‘এক্স যখন ব উ’, ‘ঢাকাইয়া পোলা’ ইত্যাদি। ওটিটিতে প্রকাশিত ‘অপলাপ’ ফিল্মটিতেও তার অভিনয় বেশ প্রশংসিত হয়।

উর্বীর ভাষ্য এমন যে তিনি ভালো ভালো গল্পের কাজ করেই একজন পূর্ণাঙ্গ অভিনেত্রী হতে চান। ভালো অভিনয় করে তিনিই দেশের শীর্ষ স্থানীয় একজন অভিনেত্রী হতে চান। যে কারণে ভালো গল্পের প্রতি তার যেমন ভীষণ মনোযোগ রয়েছে ঠিক তেমনি ভালো গল্পে তার চরিত্রটাও যেন গল্পের সঙ্গে সামঞ্জস্য পারফেক্ট একটি চরিত্র হয় সেদিকেও তার শতভাগ মনোযোগ থাকে। ঠিক তেমনি একটি ভালো লাগার গল্পের নাটক ‘কিছু বলবে কি?’ নাটকটির গল্প আফনান শুভর। এটি চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন এবং পরিচালনা করেছেন মেহেদী হাসান জনি। এই নাটকে উর্বীর সঙ্গে অভিনয় করছেন আরশ খান। ইতোমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।

নাটক প্রসঙ্গে উর্বী বলেন, ‘আরশ অভিনয়ে খুব ভালো, পাশাপাশি ভীষণ সহযোগিতা পরায়ণও বটে। মেহেদী হাসান জনি ভাইয়ের নির্দেশনায় আমার প্রথম কাজ। কাজ করে ভালো লেগেছে। আশা করছি নাটকটি ভালো লাগবে দর্শকের।’

 কলি

বুসান রাঙালেন মেহজাবীন চৌধুরী

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১২:৫৩ পিএম
বুসান রাঙালেন মেহজাবীন চৌধুরী
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটক, টেলিফিল্ম এবং ওয়েব সিরিজে কাজ করলেও দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার অভিনয় করেছেন সিনেমায়। এই অভিনেত্রীর প্রথম সিনেমার নাম ‘সাবা’। আর নিজের  প্রথম চলচ্চিত্র ‘সাবা’ নিয়ে বিশ্বব্যাপী ঘুরছেন মেহজাবীন। আন্তর্জাতিক টরন্টো উৎসবে প্রথম অংশ নেন মেহজাবীন। এরপর ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘সাবা’। এই উৎসবে ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে প্রদর্শিত হচ্ছে ছবিটি।

গত ৪ অক্টোবর স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে সিজিভি সেন্টাম সিটি থ্রিতে ‘সাবা’র প্রদর্শনী হয়েছে। এরপর গত ৬ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিট) লট্টে সিনেমা সেন্টাম সিটি সেভেনে আবারও দেখানো হয় ছবিটি। প্রদর্শনী শেষে উপস্থিত দর্শকদের সামনে এদিন ছবিটি সম্পর্কে নির্মাতা-অভিনেত্রী কথা বলেছেন।

সর্বশেষে আগামীকাল ৯ অক্টোবর বেলা ২টায় লট্টে সিনেমা সেন্টাম সিটি এইটে দর্শকরা আরেকবার উপভোগ করবেন ‘সাবা’।মাকসুদ হোসাইন পরিচালিত অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছেন মেহজাবীন।বুসান চলচ্চিত্র উৎসবে এ বছর ৬৩টি দেশের ২৭৯টি ছবি প্রদর্শিত হবে।

‘সাবা’ ছবিটির দৈর্ঘ্য ৯০ মিনিটের। এর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয় ‘সাবা’। সেখানে চলচ্চিত্রটির জন্য প্রশংসিত হয়েছেন মেহজাবীন চৌধুরী। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন এই তারকা অভিনেত্রী।

  কলি

চলচ্চিত্র অনুদান কমিটিতে মম

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০১:৩০ পিএম
চলচ্চিত্র অনুদান কমিটিতে মম
অভিনেত্রী জাকিয়া বারী মম। ছবি: সংগৃহীত

সরকারি অনুদান দেওয়ার জন্য স্বচ্ছতা ও সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে চলচ্চিত্র বাছাইয়ের কার্যক্রমের অংশ হিসেবে ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’ পুনর্গঠন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে সভাপতি করে মোট ১০ জন সদস্যকে নিয়ে গঠন করা হয়। এই কমিটিতে অভিনেত্রী জাকিয়া বারী মম রয়েছেন।

এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের শিক্ষক ও অভিনেতা-নির্দেশক ড. আবুল বাশার মো. জিয়াউল হক (তিতাস জিয়া), চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক খান শারফুদ্দীন মোহাম্মদ আকরাম (আকরাম খান), চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার নার্গিস আখতার, রেইনবো চলচ্চিত্র সংসদের সভাপতি আহমেদ মুজতবা জামাল এবং নির্মাতা ও সম্পাদক সামির আহমেদ।

গতকাল সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কমিটির সদস্যসচিব হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র)।

প্রজ্ঞাপনে আরও বলা হয় চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং বাংলাদেশের আবহমান সংস্কৃতি সমুন্নত রাখার লক্ষ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘পূর্ণদৈর্ঘ্য’ চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা-২০২০ (সংশোধিত)’ অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদান প্রদানের লক্ষ্যে প্রাপ্ত প্যাকেজ প্রস্তাবগুলো পরীক্ষা করে সিদ্ধান্ত প্রদানের জন্য সরকার ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’ পুনর্গঠন করল।

কলি

নভেম্বরে দীপিকা পাড়ুকোনের সিনেমা ‘সিংহাম এগেইন’ মুক্তি পাবে

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৫:০০ পিএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ১২:০১ পিএম
নভেম্বরে দীপিকা পাড়ুকোনের সিনেমা ‘সিংহাম এগেইন’ মুক্তি পাবে
দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

আগামী মাসে মুক্তি পাবে রোহিত শেট্টি পরিচালিত সিনেমা ‘সিংহাম এগেইন’। এ সিনেমার মুখ্য ভূমিকায় থাকছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এরই মধ্যে মুক্তি পেয়েছে সিনেমার টিজার। প্রায় ৫ মিনিটের টিজার মোটামুটি পুরো সিনেমার ইঙ্গিত তুলে ধরা হয়েছে। আসছে দীপাবলিতে (কালীপূজা) রামায়ণের কায়দায় যে রোহিত শেট্টির কপ ইউনিভার্স কেস সলভ করবে সেটা স্পষ্ট। ধুন্ধুমার অ্যাকশন করবেন দীপিকা, অজয় দেবগন, রণবীর সিং, অর্জুন কাপুর প্রমুখ।

‘সিংহাম এগেইন’ সিনেমার টিজারে প্রথমেই দেখা যায় কারিনা কাপুর রাম সীতার গল্প বলছেন, যা তাদের ছেলের মোটেই বিশ্বাস করেন না। উল্টো বাবা বাজিরাও সিংঘম ওরফে অজয় দেবগনকে জিজ্ঞেস করেন যে, মাকে কেউ অপহরণ করলে তিনি উদ্ধার করবেন কি না। আর সেই শুরু হয় গল্প। রাম হিসেবে ধরা দেন অজয়। লক্ষ্মণ হিসেবে আসেন আরেক পুলিশ অফিসার টাইগার শ্রফ। হনুমান হিসেবে দেখা মিলবে রণবীর সিংয়ের।

 জটায়ু হিসেবে থাকবেন অক্ষয় কুমার। আর রাবণ? অর্জুন কাপুর এই চরিত্রে ধরা দেবেন। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় ধরা দেবেন সিআইডির দয়া।
পুরো টিজারজুড়ে রামায়ণের মিল টানার পাশাপাশি ধরা পড়েছে ধুন্ধুমার অ্যাকশন। হেলিকপ্টার, গাড়ি অ্যাক্সিডেন্ট, ব্লাস্ট ইত্যাদির দৃশ্য। সবটা মিলিয়েই এই সিনেমার টিজার মুক্তি পেতে না পেতেই দর্শকদের নজর কেড়েছে বলার অপেক্ষা রাখে না। তুমুল প্রশংসা পেয়েছে এটি। দর্শকরা জানিয়েছেন তারা অপেক্ষা করে আছেন ছবিটির জন্য।

আগামী ১ নভেম্বর দীপাবলির সময় মুক্তি পাবে ছবিটি। এই সিনেমার দীপিকা ছাড়াও অভিনয় করেছেন কারিনা কাপুর, রণবীর সিং, অজয় দেবগন, টাইগার শ্রফ, অক্ষয় কুমার প্রমুখ। রোহিত শেট্টি পিকচার্স এবং দেবগন ফিল্মস এই ছবির প্রযোজনা করেছে। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

জাহ্নবী

আবারও সোলস ব্যান্ডের সঙ্গে তুষার রঞ্জন দত্ত

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৪:০০ পিএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ১২:০২ পিএম
আবারও সোলস ব্যান্ডের সঙ্গে তুষার রঞ্জন দত্ত
তুষার রঞ্জন দত্ত। ছবি: সংগৃহীত

সিলেটের ছেলে তুষার রঞ্জন দত্ত। সংগীতাঙ্গনে ড্রামার তুষার নামেই পরিচিত। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানে দুটি ব্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এই ড্রামার। দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলসের সুর্বণজয়ন্তীতে যুক্তরাষ্ট্র সফরে ১০টি কনসার্টে বাজিয়েছেন তিনি। তুষার জানান, মিয়ামি, ওয়াশিংটন ডিসি, হউস্টোন, বোস্টন, স্যান জোশে ক্যালিফোর্নিয়া, স্যাক্রেমেনটো ক্যালিফোর্নিয়া, ওকালমা সিটি, ডালাস, নিউইয়র্ক ও আটলান্টার কনসার্টে বাজিয়েছেন।

তুষার বলেন, ‘এ বছর যুক্তরাষ্ট্রে সোলস ব্যান্ড ৫০ বছর উদযাপন করেছে। আট বছর পর প্রিয় ব্যান্ডের সঙ্গে ১০টি কনসার্টে পারফর্ম করতে পেরে আমি গর্বিত। সোলসের সঙ্গে যখনই মঞ্চে পারফর্ম করতে যাই, পুরনো দিনগুলোতে ফিরে যাই।’

তুষার আরও বলেন, ‘আমি একটানা আট বছর সোলস ব্যান্ডের সঙ্গে বাজিয়েছি। দেশের প্রথম সারির একটি ব্যান্ডের সঙ্গে বাজাতে পারা একজন মিউজিশিয়ানের জন্য অনেক বড় পাওয়া। প্রিয় ব্যান্ডকে ছেড়ে দূরে থাকলেও মন পড়ে থাকে দেশে। সোলস আমার পরিবারের একটি অংশ। ব্যান্ডের প্রতিটি সদস্যদের সঙ্গে আমার বন্ধন অটুট থাকবে।’

নব্বই দশকের মাঝামাঝি সময়ে সিলেটে ইয়াং ফ্লেমিং ব্যান্ডে যোগ দেন তুষার। ঢাকায় এসে স্ট্রিম ব্যান্ডে যুক্ত হন তিনি। এরপরই ২০০৮ সাল থেকে টানা আট বছর সোলস ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন তুষার। এর আগে ঢাকায় রুটস অ্যান্ড ওয়ার ব্যান্ড এবং বেনসন অ্যান্ড হেজেজ প্রতিযোগিতায় বাজিয়েছিলেন তুষার।

জাহ্নবী