নন্দিত গায়িকা আলম আরা মিনু। রেডিও, টেলিভিশন, অডিও অ্যালবাম ও সিনেমার গানে অনবদ্য তিনি। মাঝে নানাবিধ কারণে কিছুদিন নতুন কোনো গানে কণ্ঠ দেননি এই গায়িকা। এবার বিরতি ভেঙে নাটকের একটি গানে কণ্ঠ দিলেন আলম আরা মিনু।
গত ৮ সেপ্টেম্বর ‘মন করেছি চুরি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। আশিক বন্ধুর কথায় এর সুর ও সংগীত করেছেন চঞ্চল। এ সম্পর্কে আলম আরা মিনু বলেন, ‘এটি নির্মাতা কায়সার আহমেদের একটি নাটকের জন্য তৈরি হয়েছে। একদম অল্প অল্প কথামালায় সাজানো চমৎকার সুন্দর একটি প্রেমের গান গাইলাম। কায়সার আহমেদ একজন গুণী পরিচালক, তার নাটকের জন্য প্রথমবার গান করলাম। তাই বিশেষভাবে আনন্দিত আমি। নাটকের গান দিয়ে অনেক দিন পর রেকর্ডিংয়ে ফিরলাম, এটাও একটা আনন্দের বিষয়। এখন আবার নাটক, সিনেমা, অডিও- সবখানে অনেক বেশি বেশি গাইতে চাই।’
উল্লেখ্য, আলম আরা মিনু ১৯৮৯ সালে আইয়ুব বাচ্চুর সুরে প্রথম একক অ্যালবাম প্রকাশ করেন। ১২টি গান দিয়ে সাজানো অ্যালবামের নাম ‘তোমার দেয়া সে কথার মালা’। অ্যালবামটির প্রথম গান ‘সে তারা ভরা রাতে’ জনপ্রিয় হয়। যদিও পরে সেই গানটি আইয়ুব বাচ্চুর কণ্ঠে আরও জনপ্রিয়তা পায়। এরপর আরও ২০টির মতো একক অ্যালবাম প্রকাশ হয় আলম আরা মিনুর। পাশাপাশি শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম এবং অনেক সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
কলি