বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত অভিনীত সিনেমা ‘ইমার্জেন্সি’ মুক্তি পাওয়ার কথা ছিল ৬ সেপ্টেম্বর। মুক্তির এক দিন আগেই সিনেমাটির মুক্তির ওপর স্থগিতাদেশ দেন আদালত। সেন্সর বোর্ড থেকেও ছাড়পত্র মেলেনি। অবশেষে জটিলতা কাটিয়ে মিলেছে ছাড়পত্র। নির্দিষ্ট কয়েকটি শর্তসাপেক্ষে মুক্তি পেতে যাচ্ছে ‘ইমার্জেন্সি’। ছাড়পত্রে তিনটি দৃশ্য বাদ দেওয়া ও কিছু সম্পাদনার কথা উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, সিনেমাটিকে ‘ইউ/এ’ তকমাও দেওয়া হয়েছে।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম এমনটি জানিয়েছে। প্রতিবেদন অনুসারে, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের পক্ষ থেকে নির্মাতাদের বেশ কিছু দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিছু দৃশ্যে সতর্কীকরণ উল্লেখ করার নির্দেশও রয়েছে। বিশেষ করে ঐতিহাসিক ঘটনাগুলোর দৃশ্যায়নে।
তবে সেন্সর বোর্ডের তরফে U/A সার্টিফিকেট মিললেও কবে এই সিনেমা মুক্তি পাবে, সেটা এখনো ঘোষণা করা হয়নি নির্মাতাদের তরফে।
এদিকে সেন্সর অনুমতি দিলেও শিখদের অনুমতি মেলেনি। তারা আগের অবস্থানেই রয়েছেন অনড়। সিনেমাটি মুক্তি দিলে কঙ্গনার জীবননাশেও পিছপা হবে না তারা। তাদের অভিযোগ, এতে শিখদের অপমান করা হয়েছে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবনের গল্প তুলে ধরা হয়েছে সিনেমায়। এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনা করেছেন কঙ্গনা।
কলি