বৈশাখী টেলিভিশনে প্রচার হচ্ছে বাংলায় ডাবিং করা তুর্কি ধারাবাহিক ‘শিকারি’। সপ্তাহে তিন দিন মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৮টায় এই ধারাবাহিকটি প্রচার হচ্ছে। আজ নাটকটির ১৫০ পর্ব প্রচার হবে।
বুরকু গোর্গুন তোপটাস ও ওজলেম ইলমাজের রচনায় সিরিয়ালটি পরিচালনা করেছেন বাহাদির ইন্স। নাটকের নির্বাহী প্রযোজক হলেন মুশফিকুর রহমান মঞ্জু। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বারিস আরদুস ও বুরজু বিরিচিক। আরও অভিনয় করেছেন সেথার তানরোয়েন, হাতিজে আসলান, লেভান্ত ইলগ্যান, বুরাক উইয়ানাক, জান্যার শাহিন, আয়তেক সায়াল, আহস্যান অ্যারোলু, ইপেক আরদ্যাম, দ্যারিয়া ব্যাজার্কা, হানদে দিলান হানজে, ইথ চ্যাকির, সুবুরজু দুশকুন, মেতেহান পারিলতি প্রমুখ।
বাংলায় ডাব করেছেন রাজু, নাদিরা আঞ্জুম মিমি, আহসান, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, শেকানুল ইসলাম শাহি, তোফায়েল আহমেদ, অভিক সাহা, পর্ণা মিটিন্ডা কস্তা, ইরা রহমান, অনু, তানিয়া, শাকিল, নাদিয়া ও জারিন ফাতেমা।
ধারাবাহিকটির কাহিনি গড়ে উঠেছে রাস্তা-ঘাটে বেড়ে ওঠা রুদ্র নামের এক শিশুকে ঘিরে। অথচ এই শিশুটি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছিলেন। মা-বাবাকে নিয়ে সুখেই চলছিল তার জীবন। একটি ঘটনা তাদের জীবন বদলে দেয়। তছনছ হয়ে যায় সুখের সংসার। শিশু বয়সেই তার চোখের সামনে ঘটতে থাকে একের পর এক খুন। এভাবে এগিয়ে যায় ধারাবাহিকটির গল্প।
জাহ্নবী