বানভাসি মানুষের সহায়তায় সংগীতাঙ্গনের মানুষরা কাজ করে যাচ্ছেন নিয়মিত। বন্যাদুর্গতদের সহযোগিতায় একের পর এক কনসার্টের মাধ্যমে ত্রাণ সংগ্রহ করছেন তারা। তবে বন্যার ভয়াবহতার জন্য মানুষের দুর্যোগ এখনো শেষ হয়নি।
তাই বন্যাদুর্গতদের সহযোগিতায় গাজীপুর মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন ও ক্রিয়েটিভ ওয়ার্কস ইভেন্ট অ্যান্ড কমিউনিকেশন যৌথভাবে একটি কনসার্টের আয়োজন করেছে। ‘কনসার্ট ফর ফ্লাড এইড পিপল’ শিরোনামে দুই দিনব্যাপী এ কনসার্ট অনুষ্ঠিত হবে আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর। বেলা ২টায় শুরু হবে কনসার্টটি। চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
গাজীপুর জেলার জয়দেবপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়োজিত এ কনসার্টের প্রথম দিনে পারফর্ম করবে দেশের প্রথম সারির ব্যান্ড আর্ক, আভাস, সাবকনশাস, প্লাজমিক নক ও নাইভ। দ্বিতীয় দিন কনসার্টে গাইবেন ব্যান্ড হাইওয়ে, সহজিয়া, বে অব বেঙ্গল, আর্ট অব হেভেন ও সংগীত আয়োজক এ কে রাহুল।
এ সম্পর্কে আয়োজকরা জানান, বন্যায় যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা কাটিয়ে উঠতে আরও কিছুদিন সময় লাগবে। এখনো অনেক মানুষ দেশবাসীর দিকে তাকিয়ে আছেন। সেসব মানুষের পাশে দাঁড়াতেই তাদের এ আয়োজন। যেখানে দেশীয় ব্যান্ড তারকা ও মিউজিশিয়ানরা এ আয়োজনে অংশ নেওয়ার মধ্য দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
আয়োজকরা আরও জানান, দর্শকের জন্য দুপুর ১২টায় খুলে দেওয়া হবে অডিটোরিয়ামের গেট। নির্দিষ্ট মূল্যে টিকিট কেটে এ আয়োজন উপভোগ করা যাবে। আর দর্শকের টিকিট মূল্য থেকে পাওয়া অর্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর এবং Get Up Stand Up টিমের মাধ্যমে ত্রাণ তহবিলে প্রদান করে বন্যার্তদের সহায়তা ও পুনর্বাসনে বিতরণ করা হবে।
জাহ্নবী