জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। অভিনেত্রী হিসেবে মম নিজেকে প্রমাণ করেছেন বহু আগেই। নাটক, টেলিফিল্ম, সিনেমা ও ওয়েব সিরিজ সব জায়গাতেই আলো ছড়িয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি গানের প্রতিও রয়েছে মম’র ভালোবাসা ও আবেগ। তাইতো ভালোবাসার জায়গা থেকে সময় পেলেই গুনগুন করে গান গেয়ে থাকেন।
এর আগে শিহাব শাহীন পরিচালিত ‘রূপকথা এখন আর হয় না’ নাটকে গল্পের প্রয়োজনে কণ্ঠে গান তুলেছিলেন এই অভিনেত্রী। তবে সেটা ছিল বাংলা সিনেমার কালজয়ী গান ‘একবার যদি কেউ ভালোবাসত’। গানটি নতুন সংগীতায়োজনে গেয়েছিলেন মম। আমজাদ হোসেনের লেখা ও আলাউদ্দিন আলীর সুরে গানটি নতুন সংগীতায়োজনে মমর কণ্ঠে প্রশংসাও পেয়েছিল সেসময়।
এরপর মম গেয়েছেন একটি রবীন্দ্রসংগীত। গানের শিরোনাম ‘তোমার খোলা হাওয়া’।
গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ রাজীব। বেশকিছু আগেই এই গানটিতে কণ্ঠ দিয়েছেন মম। নির্মিত হয়েছে গানটির স্টুডিও ভার্সন ভিডিও। নতুন খবর হচ্ছে মম’র গাওয়া রবীন্দ্রসংগীতটি চলতি মাসেই এনএইচটি মিউজিক বক্স ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে বলে জানিয়েছেন সংগীত পরিচালক আহমেদ রাজীব।
জানা গেছে, ২০ জন কণ্ঠশিল্পীর ২০টি নতুন মৌলিক গানের ভিডিও গান করেছেন নতুন অডিও ভিজ্যুয়াল মিউজিক্যাল প্রজেক্ট ‘এনএইচটি মিউজিক বক্স’। এই প্রজেক্টের মৌলিক গানগুলোর কথা, সুর, সংগীত পরিচালনা করেছেন আহমেদ রাজীব। এপ্রজেক্টেই থাকছে মমর গাওয়া রবীন্দ্রসংগীতটি। ইতোমধ্যেই এ প্রজেক্টের ৫টি গান প্রকাশিত হয়েছে। অন্য গানগুলোতে কণ্ঠ দিয়েছেন পার্থ বড়ুয়া, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, এস আই টুটুল, মিজান রহমান, কনা, সালমা, মাহতিম শাকিব, অবন্তী সিঁথি, তাসনিম আনিকা, মাখন মিয়া, কিশোর, শফিক তুহিন, জয় শাহরিয়ার, নীলা নাজ, নাসিম আলী খান।
পপ রক, রক ব্যাল্যাড, কনটেম্পোরারি ফোক ঘরানার গান নিয়ে সাজানো হয়েছে পুরো প্রজেক্টের গানগুলো। ভিজ্যুয়াল প্রোডাকশনের প্রধান হিসেবে থাকছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।
এ সম্পর্কে সংগীত পরিচালক আহমেদ রাজীব বলেন, ‘এ মাসেই মম’র গাওয়া গানটি প্রকাশিত হবে। মমকে সবাই অভিনেত্রী হিসেবে চেনেন। কিন্তু এই গানটি শোনার পর, একজন গায়িকা হিসেবেও মমকে সবার ভালো লাগবে আমার বিশ্বাস। একটু রক ঘরনার মিউজিক করেছি। মম ভীষণ ভালো চেষ্টা করেছেন। গানের পাশাপাশি ভিজ্যুয়ালেও মম দারুণ পারফর্ম করেছেন। আমার বিশ্বাস কাজটি সবার ভালো লাগবে।’
এই প্রজেক্টে মম’র যুক্ত হওয়া প্রসঙ্গে আহমেদ রাজীব বলেন, ‘আমি একটা ঘরোয়া আড্ডায় মম’র কণ্ঠে এই রবীন্দ্রসংগীতটি শুনেছিলাম। তার কণ্ঠে এই গানটি আমার ভালো লেগে যাওয়ায় এ প্রজেক্টের গাওয়ার প্রস্তাব দেই। মমও আমাদের পরিকল্পনার কথা শুনে রাজী হয়ে যান। এভাবেই এই প্রজেক্টে তার সংযুক্তি হয়েছে।’
গানটি নিয়ে অভিনেত্রী জাকিয়া বারী মমও গণমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
জাহ্নবী