অনেক দিন থেকেই নতুন কোনো সিনেমার খবর নেই। চলচ্চিত্রপাড়ায় স্থবিরতা নেমে এসেছে। না রয়েছে নতুন ছবি মুক্তির খবর, না শুটিং। এর মধ্যে নতুন কোনো সিনেমায় কেউ চুক্তিবদ্ধ হয়েছেন এমন খবরেও মুখরিত হচ্ছে না কোনো অভিনেতা বা অভিনেত্রী। এমন পরিস্থিতিতে প্রায় আট মাস পর নতুন সিনেমায় কাজের খবর দিলেন চিত্রনায়িকা শবনম বুবলী।
মেহেদি হাসানের নির্মাণে ‘নীল টিপ’ সিনেমায় অভিনয় করবেন এই নায়িকা। তবে এই সিনেমায় বুবলীর নায়ক হয়ে পর্দায় হাজির হবেন টিভি নাটকের একজন অভিনেতা। শিগগিরই শুরু হবে এর শুটিংও।
নির্মাতা গণমাধ্যমকে বলেন, ‘বুবলীর সঙ্গে আমরা ছোটপর্দার একজন অভিনেতাকে নিতে চাই। এখনো চূড়ান্ত হয়নি বলেই নামটি বলতে চাই না। তবে ছবির গল্প বুবলীকে ঘিরেই।
আমাদের দেশে নারীপ্রধান গল্পে ছবি নির্মিত হয় কম। একটা সময় শাবানা ম্যাডামের ওপর ছবি নির্মিত হতো। আমিও এই সময়ে এসে বুবলীর ওপর বাজি ধরতে চাই।’
বুবলী অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে সিয়াম আহমেদের সঙ্গে ‘জংলি’।
জাহ্নবী