বলিউড তারকা অভিনেত্রী সুস্মিতা সেন। তার সঙ্গে রহমান শলের সম্পর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি। তাদের প্রেম ও বিচ্ছেদ নিয়ে আলোচনা এখনো অব্যাহত। একসময় তারা নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, সম্পর্কে নাকি ইতি টানছেন। কিন্তু এই ঘোষণার কিছু দিন পর আবারও একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। তবে সুস্মিতা সেন হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই রহমান নাকি এই অভিনেত্রীর সঙ্গে ছায়ায় মতো থাকেন।
এবার আবারও রহমান ও সুস্মিতাকে একসঙ্গে দেখা গেল বান্দ্রা এলাকার একটি স্বাস্থ্যকেন্দ্রের বাইরে। তাদের দেখেই ছবি তুলতে তৎপর হয়ে উঠেছিলেন আলোকচিত্রীরা। কিন্তু ক্যামেরা দেখেই ইশারায় ছবি তুলতে নিষেধ করেন সাবেক এই বিশ্ব সুন্দরী।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে দাঁতের যন্ত্রণায় ভুগছেন সুস্মিতা সেন। এ জন্য চিকিৎসকের কাছে যান তিনি। আলোকচিত্রীদের বুঝিয়ে দেন দাঁতের যন্ত্রণা তাই হাসতে পারছেন না সুস্মিতা।
সুস্মিতা জানান, কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন তিনি। বরাবরই এই অভিনেত্রীর সঙ্গে আলোকচিত্রীদের ভালো সম্পর্ক। তাই তাদের ওপর বিরক্তি প্রকাশ করেননি তিনি।
জাহ্নবী