অভিনেত্রী, প্রযোজক ও নির্মাতা শবনম পারভীন এবার দিলারা জামানকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করেছেন। সিনেমার নাম ‘হুরমতি’। নির্মাণের পাশাপাশি এর নাম ভূমিকায় অভিনয় করেছেন শবনম পারভীন নিজেই।
সিনেমার গল্প ভাবনা ও কাহিনি শবনম পারভীনের। সংলাপ রচনা করেছেন মঞ্জুর রহমান। সিনেমার শুটিং শেষে সেন্সর ছাড়পত্রও পেয়েছেন শবনম পারভীন। তিনি জানান, এরই মধ্যে বেশ কয়েকটি তারিখ চূড়ান্ত হয়েছিল ‘হুরমতি’ সিনেমাটি মুক্তির। কিন্তু শেষমেষ মুক্তি পায়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগেও মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়েও সিনেমাটি মুক্তি পায়নি। অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৩ ডিসেম্বর। এমনটি জানিয়েছেন শবনম পারভীন।
ছবিতে কাজ করা প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘শবনম অনেক আগেই আমাকে বলে রেখেছিল যে তার একটি সিনেমায় আমাকে কাজ করতে হবে। অবশেষে কাজটি করা হলো। বেশ যত্ন ও অনেক ধৈর্য ধরে সিনেমাটি নির্মাণ করেছেন শবনম। গল্পে দেখা যাবে যে হুরমতি আমার আশ্রয়েই বড় হয়েছে। এক সময় হুরমতি বড় হলেও আমার প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা অটুট ছিল। সিনেমাটি নির্মাণকালে তার আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। এখন জানতে পারলাম যে সিনেমাটি ডিসেম্বরে মুক্তি পাবে। আশা করা যায় দর্শকের ভালো লাগবে। শবনম পারভীনের জন্য অনেক অনেক শুভ কামনা ও দোয়া রইল।’
শবনম পারভীন বলেন,‘ শ্রদ্ধেয় দিলারা জামান আপার সঙ্গে আমি বহু নাটকে অভিনয় করেছি। তবে এবারই প্রথম তিনি আমার পরিচালনায় অভিনয় করলেন। তিনি যে অনেক বড় মনের একজন মানুষ এবং একজন অনেক উঁচু মানের অভিনয় শিল্পী তা নতুন করে আবারও প্রমাণ পেলাম। তিনি আমার পরিচালনায় অভিনয় করেছেন এটাও আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’
জাহ্নবী