দীর্ঘদিন পর মঞ্চে নিয়মিত ফিরেছে নাট্যদল বটতলা। গত ২৭ আগস্ট এই নাট্য সংগঠনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উক্ত দিনে নাট্য প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ প্রদান করা হয়েছে বন্যার্তদের সহায়তা তহবিলে।
আজ বটতলা মঞ্চস্থ করবে তাদের দর্শকপ্রিয় দুটি নাটক ‘বন্যথেরিয়াম’ এবং ‘রাইজ অ্যান্ড শাইন’। নাটক সরণি বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আজ সকাল ১১টায় থাকবে জনপ্রিয় শিশুতোষ নাটক ‘বন্যথেরিয়াম’ এবং সন্ধ্যা ৭টায় ‘রাইজ অ্যান্ড শাইন’ নাটকের প্রদর্শনী।
‘বন্যথেরিয়াম’ নাটকে দেখা যাবে- প্রাণীবিজ্ঞান সংস্থা ওয়াইল্ড ভিশনের মূল দায়িত্ব বন আর বন্যপ্রাণী গবেষণা, সংরক্ষণ এবং তা বৃদ্ধিতে কাজ করলেও এক অদ্ভুত প্রজাতির ট্যাঁশ গরুর সন্ধান পাওয়া মাত্র তা ধরে নিয়ে আসা হয় কোম্পানির প্রেসিডেন্ট হারুর নির্দেশে। এমন অদ্ভুত আর বিরল বন্যপ্রাণীর সন্ধান ওয়াইল্ড ভিশনকে এনে দেয় খ্যাতি। খবর পেয়ে ছুটে আসে বন্যপ্রাণী ব্যবসায়ী মিস হুক্কি; সে আরও ট্যাঁশ গরুর সন্ধান চায়। এরই মাঝে আরও অদ্ভুত বন্যপ্রাণী আর প্রকৃতির সন্ধান নিয়ে আসে বিখ্যাত গবেষক প্রফেসর হেঁসোরাম হুঁশিয়ার-এর ভাগ্নে চন্দ্রখাই। এভাবে এগিয়ে যায় নাটকের কাহিনি।
‘রাইজ অ্যান্ড শাইন’ নাটকে ওঠে এসেছে জীবনযুদ্ধ আর সংসারের খাঁচায় আটক এক নারীর গল্প। ‘দারিও ফো এবং ফ্র্যাঙ্কা রামে’ রূপান্তর করেছেন অধ্যাপক আবদুস সেলিম। নাটকটি নির্দেশনা দিয়েছেন ম. সাঈদ।
জাহ্নবী