ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাকুল প্রীত সিং। বলিউডেও রয়েছে তার নামডাক। বর্তমানে একের পর এক সিনেমায় অভিনয় করছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমাও।
কিন্তু তার এই সফলতার পেছনের গল্পটাও বেশি সুখকর নয়। অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। শুটিং শুরু করার পরও না জানিয়ে তাকে সিনেমা থেকে বাদ দেওয়ারও একাধিক ঘটনা ঘটেছে তার ক্যারিয়ারে।
সম্প্রতি এক ইউটিউবারকে দেওয়া সাক্ষাৎকারে তেমনটি বলেছেন রাকুল। তিনি বলেন, একটি সিনেমায় চার দিন শুটিং করার পরও আমাকে বাদ দেওয়া হয়। এ ঘটনা চলচ্চিত্রে অভিষেক হওয়ার আগের। বাদ পড়া তেলেগু ভাষার সিনেমাটিতে আমার নায়ক ছিলেন প্রভাস। আপনি যখন ইন্ডাস্ট্রির কার্যক্রম সম্পর্কে তেমন কিছু জানেন না, তখন এসব বিষয় হৃদয়ে নেবেন না।
সেই স্মৃতিচারণ করে রাকুল আরও বলেন, সিনেমা থেকে বাদ দেওয়ার বিষয়টি তারা আমাকে জানাননি। শিডিউল অনুযায়ী আমি দিল্লিতে চলে গিয়েছিলাম, পরে বিষয়টি জানতে পারি। এরপর একাধিক প্রজেক্টে এমনটা ঘটেছে। এ ক্ষেত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর আর শুটিং শুরু হয়নি এমনও হয়েছে।
উল্লেখ্য, রাকুল প্রীত সিং অভিনীত সর্বশেষ ‘ইন্ডিয়ান টু’ সিনেমা মুক্তি পেয়েছে। তামিল ভাষার এ সিনেমায় আরও অভিনয় করেছেন কমল হাসান, সিদ্ধার্থ, কাজল আগরওয়াল প্রমুখ। গত ১২ জুলাই মুক্তি পায় ছবিটি। বর্তমানে রাকুলের হাতে রয়েছে তিনটি সিনেমার কাজ। এ তালিকায় রয়েছে ‘ইন্ডিয়ান থ্রি’, ‘দে দে পেয়ার দে’, এবং ‘মেরি পত্নী কা রিমেক’।
জাহ্নবী