জনপ্রিয় ব্যান্ড দল চিরকুট। দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বেই তাদের নামডাক ছড়িয়ে পড়েছে। এবার চিরকুট আনন্দের সংবাদ দিল। আর তা হলো ফিফা ফুটসাল বিশ্বকাপের ভিডিওতে চিরকুটের গান স্থান পেয়েছে। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে ফুটসাল বিশ্বকাপ। এতে অংশ নিচ্ছে ২৪টি দেশ। এই বিশ্বকাপ উপলক্ষে একটি রিলস বানিয়ে নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছে ফিফা। যেখানে তারা ব্যবহার করেছে চিরকুট ব্যান্ডের জনপ্রিয় ‘জাদুর শহর’ গানটি।
শুধু তা-ই নয়, সেই ভিডিওটি শেয়ার করে ফিফা বাংলায় ক্যাপশনও প্রকাশ করেছে। যেখানে তারা লিখেছে, ‘ছোট্ট ফুটবলের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী এখন আমাদের মাঝে।’
এ কারণেই আপ্লুত হয়েছেন ‘চিরকুট’ ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমি। নিজের আইডি থেকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, “ছোটবেলা থেকে ফুটবল-ক্রিকেট ভালোবাসি সারা পৃথিবীতে ফিফা ফুটবলের ব্যাপারটা দেখে। আজকে ফিফার অফিশিয়াল পেজে একটি কাস্টমাইজড রিলে বাংলাদেশের একটি বাংলা গানের কিছু অংশ ব্যবহার করেছে। গানটা আপনাদের অনেকের পছন্দের, আমাদের ব্যান্ডের ‘জাদুর শহর’। ভালো লেগেছে।”
এদিকে ফিফার অফিশিয়াল পেজে চিরকুটের গান পেয়ে ভক্তরাও খুশি হয়েছেন।
জাহ্নবী